HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
সরকারি কে.সি. কলেজ, ঝিনাইদহ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাব বিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতের কয়টি পদ্ধতি বেশি প্রচলিত?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. চারটি
২. গণিতের ভাষায় অনুপাতকে কি বলা হয়?
ক. ভগ্নাংশ
খ. যোগফল
গ. বিয়োগফল
ঘ. ভাগফল
৩. প্রারম্ভিক মজুদ মাল ২০,০০০ টাকা; ক্রয় ৬৫,০০০ টাকা; বিক্রয় ১,০০,০০০ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফা ২০% হলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ হবে?
ক. ৪৫,০০০ টাকা
খ. ৩৫,০০০ টাকা
গ. ৫,০০০ টাকা
ঘ. ১৫,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের একজন শ্রমিকের মূল মজুরি ১২,০০০ টাকা। প্রত্যেক মাসে প্রমাণ ঘণ্টা ২৪০। উক্ত শ্রমিক মাসে ২৬০ ঘন্টা কাজ করে।
৪. প্রতি ঘণ্টায় মজুরি কত হবে?
ক. ৫০ টাকা
খ. ২৫ টাকা
গ. ৪৫ টাকা
ঘ. ৩৫ টাকা
৫. ওভারটাইমের জন্য মূল মজুরির আড়াই গুণ বেশি মজুরি প্রাপ্য হলে উক্ত শ্রমিকের অতিরিক্ত মজুরি কত?
ক. ১,২৫০ টাকা
খ. ১,৩০০ টাকা
গ. ২,৪০০ টাকা
ঘ. ২,৫০০ টাকা
৬. কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান কত?
ক. ৩ ঃ ১
খ. ২ ঃ ১
গ. ১ ঃ ১
ঘ. ১ ঃ ২
৭. বিনিয়োজিত মূলধন কোনটি?
I. মোট সম্পত্তি বাদ চলতি দায়
II. মোট দায়-চলতি দায়
III. মালিকের মূলধন + দীর্ঘমেয়াদি ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. III
খ. II
গ. I ও III
ঘ. I, II ও III
৮. কোন উক্তিটি সত্য নয়?
I. সুনাম ও ট্রেডমার্ক হচ্ছে ভুয়া সম্পদ
II. সাধারণ খরচ ও শেয়ার বাট্টা একটি অলীক সম্পদ
III. চলতি সম্পত্তি লিপিবদ্ধ করা হয় তারল্যের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. I, II ও III
ঘ. III
৯. প্রারম্ভিক মজুদ ৩,০০০ টাকা, সমাপনী মজুদ ৫,০০০ টাকা, বিক্রয় ৪০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে মজুদ পণ্যের আবর্তন অনুপাত কত?
ক. ৮ গুণ
খ. ৭.৫০ গুণ
গ. ৫ গুণ
ঘ. ৬ গুণ
১০. উৎপাদন ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. ব্যয় বণ্টন
খ. ব্যয় নির্ধারণ
গ. মুনাফা নির্ধারণ
ঘ. বিক্রয়মূল্য নির্ধারণ
১১. কোম্পানির শেয়ার সর্বোচ্চ কত হারে বাট্টায় ইস্যু করা যায়?
ক. ৫%
খ. ৬%
গ. ১০%
ঘ. ১২%
১২. যে ব্যয় অতীতে সম্পাদিত হয়েছে এবং উদ্ধারযোগ্য নয় তাকে কি ব্যয় বলে?
ক. সুযোগ ব্যয়
খ. ঐতিহাসিক ব্যয়
গ. নিমজ্জিত ব্যয়
ঘ. আরোপনীয় ব্যয়
১৩. নিচের কোনটি প্রত্যক্ষ মজুরি বাজেটে দেখাতে হবে?
ক. পরোক্ষ মজুরি
খ. কারখানা মজুরি
গ. কারখানা উপরিব্যয়
ঘ. বিক্রয়কর্মীর বেতন
১৪. এককপ্রতি কন্ট্রিবিউশন মার্জিন ১০ টাকা হলে, সমচ্ছেদ একক ৫,০০০, নিরাপত্তা প্রান্ত ২,০০০ একক হলে কত একক পণ্য বিক্রয় করা হয়েছিল?
ক. ৩,০০০ একক.
খ. ৫,০০০ একক
গ. ৭,০০০ একক.
ঘ. ৭,০১০ একক
১৫. শামীম এন্ড কোম্পানির ২০১২ এবং ২০১৩ সালের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরীণতে অগ্রিম খরচ ছিল যথাক্রমে ১৬,০০০ টাকা ও ১২,০০০ টাকা। অগ্রিম খরচের হ্রাস-বৃদ্ধির পরিমাণ কত টাকা?
ক. ১৪,০০০ টাকা বৃদ্ধি
খ. ১৪,০০০ টাকা হ্রাস
গ. ৪,০০০ টাকা বৃদ্ধি
ঘ. ৪,০০০ টাকা হ্রাস
১৬. ওঅঝ-৭ অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর অংশ নয় কোনটি?
ক. অর্থ-সংস্থান সংক্রান্ত কার্যকলাপ
খ. ব্যবসায় পরিচালনা সংক্রান্ত কার্যকলাপ
গ. মুনাফা সংক্রান্ত কার্যকলাপ
ঘ. বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ
১৭. নগদ প্রবাহ বিবরণীর কোন পদ্ধতিতে অবচয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়?
ক. প্রত্যক্ষ পদ্ধতিতে
খ. মিশ্র পদ্ধতিতে
গ. পরোক্ষ পদ্ধতিতে
ঘ. সমষ্টি পদ্ধতিতে
১৮. অবিমাকৃত পণ্য আগুনে বিনষ্ট হলে
ক. মোট লাভ হ্রাস পায়
খ. মোট লাভ বৃদ্ধি পায়
গ. মোট লাভ অপরিবর্তিত থাকে
ঘ. নিট লাভ অপরিবর্তিত থাকে
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
আরিফ লি. ৫০,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে ৫% বাট্টায় ইস্যু করল। ৬০,০০০টি আবেদনপত্র পেল। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। বিলিকৃত সব পাওনা টাকা ব্যাংক আদায় করেছে।
১৯. কোম্পানির ব্যাংক একাউন্টে কত টাকা জমা হবে?
ক. ৩২,০০,০০০
খ. ৩৫,০০,০০০
গ. ৪৭,৫০,০০০
ঘ. ৫০,০০,০০০
২০. তলবকৃত শেয়ার মূলধনের পরিমাণ কত?
ক. ২০,০০,০০০
খ. ৩০,০০,০০০
গ. ৪০,০০,০০০
ঘ. ৫০,০০,০০০
২১. বিক্রয়-পরিবর্তনশীল খরচমোট স্থায়ী খরচ =?
ক. মুনাফা
খ. মোট উৎপাদন খরচ
গ. পরিচালন খরচ
ঘ. সমচ্ছেদ বিন্দু
২২. পচনশীল পণ্যের জন্য নিচের কোন পদ্ধতিটি অধিক সুবিধাজনক?
ক. খওঋঙ
খ. ঋওঋঙ
গ. অঠঋঙ
ঘ. ডঅগঙ
২৩. নিচের কোনটি অর্ধ পরিবর্তনশীল ব্যয়?
ক. বেতন ও মজুরি
খ. অবচয়
গ. টেলিফোন বিল
ঘ. মজুরি
২৪. ১০০ একক পণ্যের উৎপাদন খরচ ২,০০০ টাকা। যদি কোম্পানি ক্রয়মূল্যের ওপর ২৫% মুনাফা করে, তাহলে প্রতি একক পণ্যের বিক্রয়মূল্য কত?
ক. ১৫ টাকা
খ. ১৬ টাকা
গ. ২৪ টাকা
ঘ. ২৫ টাকা
২৫. মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হল?
I. মোট লাভ অনুপাত
II. নিট লাভ অনুপাত
III. বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
২৬. চলতি বছর মজুরি বাবদ ১৫,৫০০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে অগ্রিম মজুরি প্রদান ২,০০০ টাকা ও গত বছরের মজুরি বকেয়া ৫০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এ বছরের মজুরি বকেয়া ১,০০০ টাকা, গত বছর প্রদত্ত অগ্রিম মজুরি ১,২০০ টাকা। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে মজুরি বাবদ ব্যয় কত হবে?
ক. ১৫,২০০ টাকা
খ. ১৫,৫০০ টাকা
গ. ১৫,৭০০ টাকা
ঘ. ১৬,৭০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. কারখানা উপরি খরচ হল
I. কারখানা তত্ত¡াবধান খরচ
II. হিসাবরক্ষকের বেতন
III. কারখানার ভাড়া
নিচের কোনটি সঠিক?
ক. II ও III
খ. I ও III
গ. I ও II
ঘ. I, II ও III
২৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অনুদান কি?
ক. মূলধন জাতীয় প্রাপ্তি
খ. মূলধন জাতীয় আয়
গ. মুনাফা জাতীয় প্রাপ্তি
ঘ. মুনাফা জাতীয় আয়
২৯. সুদ ও মুনাফার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে
I. সুদের সাথে ঝুঁকি আছে কিন্তু মুনাফার সাথে ঝুঁকি নেই
II. সুদের সাথে ঝুঁকি নেই কিন্তু মুনাফার সাথে ঝুঁকি আছে
III. সুদের পরিমাণ নির্ধারিত কিন্তু মুনাফার পরিমাণ নির্ধারিত নয়
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. II
গ. I ও II
ঘ. II ও III
৩০. নিচের কোনটি স্বাভাবিক ক্ষতি?
ক. আগুনে বিনষ্ট পণ্য ১০,০০০ টাকা
খ. পরিবহনকালীন ঝাকি লেগে কিছু পণ্য থেতলে নষ্ট হওয়া
গ. জাহাজ ডুবিতে পণ্য নষ্ট হওয়া
ঘ. জ্বলোচ্ছ¡াসে ৫,০০০ টাকার পণ্য নষ্ট
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।