HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২১. গাজীপুর সিটি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?
ক.চলতি দায়
খ.স্বল্পমেয়াদি দায়
গ.বহিঃদায়
ঘ.অন্তঃদায়
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
স্কয়ার ওয়ার্কসপে ৪৮ ঘণ্টা সপ্তাহে অনুসরণ করা হয়। উক্ত উৎপাদন প্রতিষ্ঠান থেকে নিচের তথ্যগুলো পাওয়া গেল। উৎপাদনের প্রমাণ সময় ১৫ মিনিট প্রতি একক। স্বাভাবিক শ্রম হার ১০ টাকা প্রতি ঘণ্টা।
২. কারখানার আইন অনুসারে প্রমাণ সময় কত?
ক.দৈনিক ৮ ঘণ্টা
খ.দৈনিক ৯ ঘণ্টা
গ.দৈনিক ১০ ঘণ্টা
ঘ.দৈনিক ৫৬ ঘণ্টা
৩. সপ্তাহে স্বাভাবিক উৎপাদন কত?
ক.১৯২ একক.
খ.২০০ একক
গ.৪৮০ একক.
ঘ.৭২০ একক
৪. বিজ্ঞাপন খরচের ১/৪ অংশ অবলোপন করা হলে (রেওয়ামিলের বিজ্ঞাপন ৪,০০০ টাকা) আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপনের জের কত টাকা দেখাতে হবে?
ক.১,০০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.৪,০০০ টাকা
৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কোনটি?
ক.বিক্রয় আয়
খ.সেবা আয়
গ.সুদ আয়
ঘ.সদস্যদের চাঁদা
৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নিয়মিত নয়−
I.আজীবন সদস্যের চাঁদা
II.উইলকৃত ধন-দৌলত
III.প্রাপ্ত অনুদান
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কোনটি?
ক.সদস্য সংখ্যা
খ.স্থায়ীত্ব
গ.চুক্তি
ঘ.সম্মতি
৮. অবলোপনযোগ্য খরচ হলো−
I.সাধারণ খরচ
II.বিলম্বিত খরচ
III.প্রাথমিক খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৯. নগদ প্রবাহ বিবরণীতে কয়টি কার্যাবলি থেকে অর্থের আগমন ও নির্গমন ঘটে?
ক.৪টি
খ.৩টি
গ.২টি
ঘ.১টি
১০. অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যের শেয়ার ইস্যুকে বলে−
I.উনহার
II.অধিহার
III.সমহার
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.I ও III
ঘ.I, II ও III
১১. ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ২৪,০০০ টাকা। উক্ত বছরে বকেয়া বেতনের পরিমাণ কত?
ক.৪,০০০ টাকা
খ.৪,৮০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৫,২০০ টাকা
১২. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০ টাকা
খ.৫,১৭৫ টাকা
গ.৫,৪৭৫ টাকা
ঘ.৪,৭৭৫ টাকা
১৩. তরল অনুপাতের আদর্শমান কোনটি?
ক.২ ঃ ১
খ.১ ঃ ২
গ.১ ঃ ১৫
ঘ.১ ঃ ১
১৪. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
ক.ব্যয়
খ.আয়
গ.দায়
ঘ.সম্পদ
১৫. নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?
ক.চাঁদা প্রাপ্তি
খ.সুদ প্রাপ্তি
গ.উপভাড়া
ঘ.অনুদান
১৬. কার্যকরী মূলধন নির্ণয়ে প্রয়োজন−
I.চলতি মূলধন
II.চলতি দায়
III.চলতি সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৭. দীর্ঘমেয়াদি দায় ২০,০০০ টাকা, চলতি সম্পদ ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ ঃ ২ হলে মোট দায় কত?
ক.৩৫,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.২৫,০০০ টাকা
ঘ.২০,০০০ টাকা
১৮. কিএসর ভিল্ফিএত পণ্ঠতঞ্ঝপ্ট ও পএরাপ্ট বঞ্ঝয় ধাযট্ট করা হয়?
ক.উৎপাদন ভিত্তিতে
খ.কার্য অনুযায়ী
গ.ঠিকা অনুযায়ী
ঘ.সময় অনুযায়ী
১৯. মাসের শুরুতে উত্তোলন করলে উত্তোলনের উপর কত মাসের সুদ ধরতে হয়?
ক.৫.৫
খ.৬
গ.৬.৫
ঘ.১২
২০. পরিকল্পনার সংখ্যাত্বক প্রকাশকে কী বলে?
ক.বাজেট
খ.বাজেটীয় নিয়ন্ত্রণ
গ.নিয়ন্ত্রণ
ঘ.পরিকল্পনা
২১. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে−
I.ব্যয় নির্ণয়
II.ব্যয় হ্রাস
III.ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.II ও III
ঘ.I, II ও III
২২. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের কার্যাবলি হচ্ছে−
I.উপাত্ত সংগ্রহ
II.সিদ্ধান্ত গ্রহণে সহায়তা
III.পরিকল্পনা ও পূর্বানুমান
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২৩. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে−
I.মালের পরিমাণ
II.মালের মূল্য
III.মালের আগমন ও নির্গমন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২৪. প্রচুর মুনাফা সত্তে¡ও নগদ ঘাটতির কারণ অতিরিক্ত−
I.ধারে বিক্রয়
II.অফিস খরচ
III.মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.I ও III
ঘ.I, II ও III
২৫. সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যয় বিবেচনায় আনা হয় না?
ক.প্রত্যক্ষ ব্যয়খ.নিমজ্জিত ব্যয়
গ.সুযোগ ব্যয়ঘ.পার্থক্যমূলক ব্যয়
২৬. একটি কোম্পানির আয়কর প্রদেয় হয়
I.নিট মুনাফার উপর
II.মোট মুনাফার উপর
III.পরিচালন মুনাফার উপর
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.I ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. শেয়ারের উপর প্রাপ্ত আয়কে কী বলা হয়?
ক.সুদ
খ.কমিশন
গ.লভ্যাংশ
ঘ.দালালি
২৮. আচরণভিত্তিক ব্যয় হচ্ছে−
ক.পরিবর্তনশীল
খ.পরোক্ষ ব্যয়
গ.মূলধনী ব্যয়
ঘ.কালীন ব্যয়
২৯. আন্তর্জাতিক হিসাবমান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক.ওঝঅ-৬
খ.ওঝঅ-৭
গ.ওঝঅ-৮
ঘ.ওঝঅ-৯
৩০. বিক্রয় − পরিবর্তনশীল ব্যয় = ?
ক.নিরাপত্তা প্রান্ত
খ.নিট মুনাফা
গ.সমচ্ছেদ বিন্দু
ঘ.কন্ট্রিবিউশন মার্জিন
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।