HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৫ | PDF: হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৫. গুরুত্বপূর্ণ বহু নির্বাচনি প্রশ্ন উত্তরঃ
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
ক.আয়াতিরিক্ত ব্যয়
খ.ব্যয়াতিরিক্ত আয়
গ.নগদ ও ব্যাংক জমার সমাপণী জের
ঘ.নগদ প্রাপ্তি ও বকেয়া খরচ সম্পর্কীত লেনদেন
২. প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া ৩০,০০০ টাকা এবং বছরের শেষ পর্যন্ত ভাড়া দুই-পঞ্চমাংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত?
I.১৫,০০০ টাকা
II.৩০,০০০ টাকা
III.৫০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I ও III
৩. সমচ্ছেদ বিন্দুতে ব্যয় পরিমাণ মুনাফা সম্পর্কের সমীকরণটি হলো−
I.বিক্রয় = মোট ব্যয়
II.বিক্রয় = পরিবর্তনশীল ব্যয় + স্থায়ী ব্যয় + মুনাফা
III.বিক্রয় = পরিবর্তনশীল খরচ + স্থায়ী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I ও III
৪. কাদের রাইট শেয়ার ইস্যু করা হয়?
ক.সাধারণ শেয়ার মালিকদের
খ.অগ্রাধিকার শেয়ার মালিকদের
গ.কোম্পানির পরিচালকদের
ঘ.ঋণপত্রধারীদের
৫. উৎপাদন ব্যয় বিবরণী থেকে জানা যায়−
I.পণ্য উৎপাদনের মোট ব্যয়
II.উৎপাদিত পণ্যের বিক্রয়মূল্য
III.উৎপাদনকারীর আর্থিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
আরিফ সাহেবের প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রারম্ভিক নগদ তহবিল ১,৮০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা ৬,৩০০ টাকা, ১০% স্থায়ী আমানতের ৬ মাসের বিনিয়োগের সুদ প্রাপ্তি ৫০০ টাকা ও বকেয়া খরচ পরিশোধ ৯০০ টাকা।
৬. আরিফ সাহেবের মূলধন তহবিল কত?
ক.৭,২০০ টাকা
খ.৮,১০০ টাকা
গ.১২,২০০ টাকা
ঘ.১৭,২০০ টাকা
৭. বছর শেষে আরিফের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে কত টাকা যাবে?
ক.৫,০০০ টাকা
খ.৫,৫০০ টাকা
গ.১০,০০০ টাকা
ঘ.১৭,৭০০ টাকা
৮. মিতি কোম্পানি লি. এর বিক্রয় ৬,৫০,০০০ টাকা; স্থির ব্যয় ৫০,০০০ টাকা; কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ২৫%। মুনাফার পরিমাণ কত?
ক.১,১২,৫০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.১,৬২,৫০০ টাকা
ঘ.১,৭৫,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
নগদ বিক্রয় ৩,০০,০০০ টাকা; বাকিতে বিক্রয় ১,১০,০০০ টাকা; বিক্রয় ফেরত ৭,০০০ টাকা; বিক্রয় বাট্টা ৩,০০০ টাকা; মোট মুনাফা ১,৭৫,০০০ টাকা।
৯. মুনাফার শতকরা হার কত?
ক.৪২.৬৮%
খ.৪২.৯৯%
গ.৪৩.৪২%
ঘ.৪৩.৭৫%
১০. যদি বিক্রয় ৪,৮০,০০০ টাকা হয় −
I.মোট মুনাফা বৃদ্ধি পাবে
II.মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
III.বিক্রীত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম একককে কী বলে?
ক.শেয়ার
খ.ঋণপত্র
গ.স্টক.
ঘ.বন্ড
১২. নিচের কোনটি আধা-পরিবর্তনশীল ব্যয়?
ক.কাঁচামাল ক্রয়
খ.বিক্রয়কর্মীর বেতন
গ.কারখানার বিদ্যুৎ বিল
ঘ.অফিস ভাড়া
১৩. কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে বাজেট পরিবর্তন করা হয় তাকে কী বলে?
ক.নমনীয় বাজেট
খ.স্থায়ী বাজেট
গ.শূন্যভিত্তিক বাজেট
ঘ.চলতি বাজেট
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
একটি পোশাক তৈরি কারখানায় ১,০০,০০০ পিস শার্ট উৎপাদিত হয় এবং মোট উৎপাদন ব্যয় হয় ১০,০০,০০০ টাকা; যার ৪০% ব্যবহৃত কাপড়ের ব্যয়, ৪০% শ্রম ব্যয় এবং ২০% উৎপাদন উপরিব্যয়।
১৪. মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.২০,০০,০০০ টাকা
খ.৪০,০০,০০০ টাকা
গ.৬০,০০,০০০ টাকা
ঘ.৮,০০,০০০ টাকা
১৫. ২০,০০,০০০ টাকা বাণিজ্যিক খরচ হলে এবং বিক্রয়মূল্যের উপর ২০% মুনাফা করতে চাইলে প্রতিটি শার্টের বিক্রয়মূল্য কত হবে?
ক.১০ টাকা
খ.২০ টাকা
গ.৩০ টাকা
ঘ.৩৭.৫০ টাকা
১৬. নিয়োগকর্তা কর্মীদের পক্ষে যে সকল ব্যয় বহন করে তার মূল্যকে কী বলে?
ক.আর্থিক সুবিধা
খ.পরিপূরক সুবিধা
গ.বোনাস
ঘ.আনুতোষিক
১৭. পণ্ঠতি মাএসর শৈএষ ৩,০০০ টাকা কএর সারা বছএর উএল্ফালন করএল ১০% হাএর উএল্ফালএনর সুদ কত হএব?
ক.৩০০ টাকা
খ.১,৬৫০ টাকা
গ.১,৮০০ টাকা
ঘ.৩,৬০০ টাকা
১৮. কোনটি বিনিয়োগ কার্যাবলি সম্পর্কীত নগদ প্রবাহের উদাহরণ?
ক.ইস্যুকৃত বন্ড হতে নগদ প্রাপ্তি
খ.লভ্যাংশ প্রদান
গ.আসবাবপত্র বিক্রয়জনিত নগদ প্রাপ্তি
ঘ.সরবরাহকারীদের নগদ প্রদান
১৯. লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
ক.অগ্রাধিকার শেয়ার
খ.রাইট শেয়ার
গ.প্রাথমিক শেয়ার
ঘ.বোনাস শেয়ার
২০. আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.দুই
খ.তিন
গ.চার
ঘ.পাঁচ
২১. আড়ং লি. এর সমাপনী মজুদপণ্য ৫০,০০০ টাকা মূল্যায়নের পর ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। সমন্বয় হবে−
I.সমাপনী মজুদ থেকে ১০,০০০ টাকা বাদ দিয়ে
II.আগুনে বিনষ্ট পণ্য হিসাবে ১০,০০০ টাকা দেখিয়ে
III.আগুনে বিনষ্টজনিত ক্ষতি হিসাবে ১০,০০০ টাকা দেখিয়ে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. অসমন্বিত ব্যয় হলো−
I.বিলম্বিত বিজ্ঞাপন
II.শেয়ার বাট্টা
III.অবলেখকের কমিশন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৩. কোন সালের আইন অনুযায়ী অংশীদার কারবার গঠিত?
ক.১৯১৩
খ.১৯৩২
গ.১৯৯১
ঘ.১৯৯৪
২৪. অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটি?
ক.মজুরি
খ.কাঁচামালের অপচয়
গ.অস্বাভাবিক খরচ
ঘ.সম্পদের অবচয়
২৫. রূপান্তরিত ব্যয় কী?
ক.প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ও কারখানার উপরিব্যয়
খ.উৎপাদন ব্যয় ও কারখানা ব্যয়
গ.উৎপাদন ব্যয় ও বিক্রয় ব্যয়
ঘ.প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরিব্যয়
২৬. বিনকার্ডে অন্তর্ভুক্ত থাকে−
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
বিথীকা ২০১৭ সালের এপ্রিল মাসের ১ তারিখে ২০০ একক পণ্য ২০ টাকা দরে, এপ্রিল ১০ তারিখে ৩০০ একক পণ্য ৩০ টাকা দরে ক্রয় করে এবং এপ্রিল ৩০ তারিখে ২৫০ একক পণ্য ইস্যু করে।
২৭. সরল গড় পদ্ধতিতে এককপ্রতি পণ্যের মূল্য কত?
ক.২০ টাকা
খ.২৫ টাকা
গ.২৬ টাকা
ঘ.৩০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. আগের মাল আগে যায় পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত?
ক.৫,০০০ টাকা
খ.৫,৫০০ টাকা
গ.৬,২০০ টাকা
ঘ.৭,৫০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
নিট বিক্রয় ৪২,০০০ টাকা। মোট লাভ বিক্রীত পণ্যের উপর ২৫%। প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৬,০০০ টাকা।
২৯. মজুদ আবর্তন অনুপাত কত?
ক.৮.৪ বার
খ.৬.৭২ বার
গ.৫.৩২ বার
ঘ.৪.৩২ বার
৩০. মজুদ আবর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়−
I.প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা
II.প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা
III.প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, I ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।