HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৯ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
২৯. সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠান কিসের সাথে জড়িত?
ক.মুনাফা অর্জন
খ.পণ্য উৎপাদন
গ.মানুষের কল্যাণ
ঘ.ক্রয়-বিক্রয়
২. মনিহারি ক্রয় ৮০০ টাকা, প্রারম্ভিক উদ্বৃত্ত ১০০ টাকা ও সমাপনী মনিহারী ১৮০ টাকা। ব্যবহৃত মনিহারি কত?
ক.৭২০ টাকা
খ.৮০০ টাকা
গ.৮২০ টাকা
ঘ.৯০০ টাকা
৩. চুক্তিতে উলেখ না থাকলে অংশীদারি ব্যবসায়ে কোন অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের সুদ হার কত হবে?
ক.৫%
খ.৬%
গ.৭%
ঘ.৮%
৪. রহিম, করিম এবং মাসুম ৩ জন অংশীদার। তাদের বণ্টনযোগ্য মুনাফা ৬,০০০ টাকা, মুনাফা বণ্টনের অনুপাত ৩ ঃ ২ ঃ ১, রহিমের মুনাফা কত?
ক.২,০০০
খ.৩,০০০
গ.৪,০০০
ঘ.৫,০০০
৫. আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক.ওঅঝ-৬
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-৮
ঘ.ওঅঝ-৯
৬. সর্বোচ্চ শতকরা কত হার বাট্টায় শেয়ার ইস্যু করা যায়?
ক.৫%
খ.৬%
গ.১০%
ঘ.১২%
৭. লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার ইস্যু করা হলে তাকে বলা হয়
I.অবহার
II.অধিহার
III.অতিরিক্ত চাদা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
অপু, দিপু এবং রিপু একটি অংশীদারি কারবারের ৩ জন অংশীদার। তারা কারবার হতে প্রত্যেকে ৫% হারে সুদ প্রতি মাসের শেষ তারিখে ৮,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছে।
৮. গড় সময়ের ভিত্তিতে কত মাসের সুদ ধার্য করতে হবে?
ক.৫.৫ মাসের
খ.৬ মাসের
গ.৬.৫ মাসের
ঘ.১২ মাসের
৯. তাদের প্রত্যেকের উত্তোলনের সুদ কত হবে?
ক.১,১০০
খ.২,২০০
গ.৩,৩০০
ঘ.৪,৪০০
১০. চলতি অনুপাতের আদর্শমান কত?
ক.১ ঃ ১
খ.১ ঃ ২
গ.২ ঃ ১
ঘ.২ ঃ ৩
১১. মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হলো
I.মোট লাভ অনুপাত
II.নিট লাভ অনুপাত
III.গড় আদায় অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. সানরাইজ কোম্পানির মোট লাভ ৪৮,০০০ টাকা, নিট বিক্রয় ৪,০০,০০০ টাকা, মোট সম্পত্তি ৬,০০,০০০ টাকা। কোম্পানির মোট লাভ অনুপাত কত?
ক.১২%
খ.১১%
গ.১%
ঘ.৬%
১৩. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত
ক.ভাড়া প্রদান
খ.পরোক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ মজুরি
ঘ.পরোক্ষ মাল
১৪. বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা হলে মোট ব্যয়ের ওপর মুনাফার হার কত?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৩১/৩%
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
স্থায়ী খরচ ১,৮০,০০০ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা, এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা এবং বছরে বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা।
১৫. এককপ্রতি অনুদান প্রান্ত কত?
ক.২০ টাকা
খ.৩০ টাকা
গ.৫০ টাকা
ঘ.৭০ টাকা
১৬. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ কত?
ক.৩,০০,০০০ টাকা
খ.৪,০০,০০০ টাকা
গ.৪,৫০,০০০ টাকা
ঘ.৫,০০,০০০ টাকা
১৭. বিন কার্ডে উলেখ থাকে
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি?
ক.ভাড়া খরচ
খ.টেলিফোন খরচ
গ.অফিস খরচ
ঘ.অবচয় খরচ
২০. একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত উৎপাদন বাড়লে এককপ্রতি স্থির ব্যয়
I.বাড়ে
II.কমে
III.সমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক.II
খ.III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. পরিকল্পনার সংখ্যাÍক প্রকাশকে কী বলে?
ক.নির্দেশনা
খ.বাজেট
গ.নিয়ন্ত্রণ
ঘ.সমন্বয়
২২. বাংলাদেশের শ্রম আইন ১৯৬৫ সালের কত ঘণ্টা সাপ্তাহিক শ্রম ঘণ্টা হিসাবে ধরা হয়
ক.৫৬
খ.৪২
গ.৪৮
ঘ.৪৯
২৩. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০ টাকা
খ.৫,১৭৫ টাকা
গ.৫,৪৭৫ টাকা
ঘ.৪,৭৭৫ টাকা
২৫. ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ৩০,০০০ টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত?
ক.৫,০০০ টাকা
খ.৬,০০০ টাকা
গ.৭,০০০ টাকা
ঘ.৮,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
ভ‚মি ক্রয় ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ৫০,০০০ টাকা, শেয়ার ইস্যু ২,০০,০০০ টাকা, লভ্যাংশ প্রদান ১০,০০০ টাকা, প্রাথমিক খরচের অবলোপন ৩০,০০০ টাকা।
২৬. অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত?
ক.১,৯০,০০০ টাকা
খ.২,০০,০০০ টাকা
গ.২,১০,০০০ টাকা
ঘ.২,২০,০০০ টাকা
২৭. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত?
ক.১,০০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৩০,০০০ টাকা
ঘ.২০,০০০ টাকা
২৮. নিচের যে লেনদেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয়-হিসাব প্রস্তুত করেন প্রভাব ফেলবে না তা হলো
I.বিগত বছরের চাঁদা ১০,০০০ টাকা
II.আগামী বছরের চাঁদা ১৫,০০০ টাকা
III.চলতি বছএরর অনাদায়ী চাঁদা ১৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৯. ১০% বিনিয়োগ ১৫,০০০ টাকা এবং সুদ প্রাপ্তি ৫০০ টাকা হলে বকেয়া সুদ
ক.১০০ টাকা
খ.২৫০ টাকা
গ.৭৫০ টাকা
ঘ.১,৫০০ টাকা
৩০. শেয়ার অবহার কি ধরনের সম্পদ?
ক.স্থায়ী সম্পদ
খ.চলতি সম্পদ
গ.ভুয়া সম্পদ
ঘ.কোনটিই নয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।