HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩০. শেরপুর সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. মালিকানা স্বত্ব কী?
ক.ব্যবসায়ের নগদ অর্থ
খ.ব্যবসায়ের দায়সমূহ
গ.মোট সম্পত্তির ওপর মালিকের দাবি
ঘ.মোট দায়ের ওপর মালিকের দাবি
২. কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়?
ক.Iক্ষণশীল
খ.পূর্ণপ্রকাশ
গ.সামঞ্জস্যতা
ঘ.আয়-ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
তৈরিকৃত রেওয়ামিলে ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং বিক্রয় ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্তে¡ও রেওয়ামিল মিলে গেল।
৩. রেওয়ামিল তৈরিতে কোন ধরনের ভুল হয়েছে?
ক.লেখার
খ.নীতিগত
গ.পরিপূরক
ঘ.বাদ পড়ার
৪. রেওয়ামিলের যোগফল কত টাকা কম বা বেশি দেখানো হয়েছে?
ক.৫,০০০ টাকা কম
খ.৫,০০০ টাকা বেশি
গ.১০,০০০ টাকা কম
ঘ.১০,০০০ টাকা বেশি
৫. কোন নীতি অনুযায়ী অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দিতে হয়?
ক.ঐতিহাসিক মূল্য
খ.রাজস্ব স্বীকৃতি
গ.মিলকরণ
ঘ.পূর্ণপ্রকাশ
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
কথা এন্ড কোং-এর ৩১ ডিসেম্বর সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় ৪৫,০০০ টাকা যার বাজারমূল্য ৫৫,০০০ টাকা।
৬. বিক্রীত পণ্যের ব্যয়ে যাবে
ক.১,০০,০০০ টাকা
খ.৫৫,০০০ টাকা
গ.৪৫,০০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
৭. আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫৫,০০০ টাকা না দেখানোর পক্ষে যুক্তি কী?
ক.আয় বেশি দেখানো
খ.সম্ভাব্য আয় দেখানো যাবে না
গ.মালিকানা স্বত্ব বেশি দেখানো
ঘ.আয় কম দেখানো যাবে না
৮. স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক. ূ ১০০ ূ ২
খ. ূ ১০০
গ. ূ ১০০
ঘ. ূ ১০০ ূ ২
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাব ছিল ৪,০০,০০০ টাকা। অলিখিত অনাদায়ী পাওনা ৪০,০০০ টাকা।
৯. প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?
ক.১৮,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৫৮,০০০ টাকা
ঘ.৬০,০০০ টাকা
১০. উদ্দীপকের আলোকে
I.সম্পদ কমে ৫৮,০০০ টাকা
II.নিট মুনাফা কমবে ৫৮,০০০ টাকা
III.নিট মুনাফা বাড়বে ৫৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে হিসাবভুক্ত করলে এটি কী ধরনের ভুল?
ক.বাদ পড়ার
খ.লেখার
গ.পরিপূরক
ঘ.নীতিগত
১২. নিচের কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে?
ক.প্রারম্ভিক নগদ ব্যালেন্স
খ.প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স
গ.সমাপনী মজুদ পণ্য
ঘ.সমাপনী ব্যাংক জমাতিরিক্ত
১৩. নগদান বই কাজ করে
I.জাবেদার
II.খতিয়ানের
III.রেওয়ামিলের
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. ব্যবাসয়ের জন্য কম্পিউটার ক্রয় করলে সমীকরণে যে প্রভাব পড়ে তার ফলে চলতি দায় পরিশোধে কি প্রভাব পড়বে?
ক.বাড়বে
খ.কমবে
গ.অপরিবর্তিত থাকবে
ঘ.থাকবে না
১৫. ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ না করলে ব্যবসায়ের কী হবে?
ক.লাভ হবে
খ.ক্ষতি হবে
গ.আর্থিক অবস্থা বাড়বে
ঘ.আর্থিক অবস্থা কমবে
১৬. উৎপাদন এককপ্রতি স্থির ব্যয়ের উদাহরণ কোনটি?
ক.বিজ্ঞাপন
খ.পরিবহন
গ.কাঁচামাল
ঘ.বিদ্যুৎ খরচ
১৭. শেয়ার অবহারের সর্বোাচ্চ হার কত?
ক.৫%
খ.১০%
গ.১৫%
ঘ.২০%
১৮. একমালিকানা ব্যবসায়ের কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি ঘটে?
ক.ব্যক্তি সামর্থ্যরে সীমাবদ্ধতা
খ.পৃথক সত্তার প্রভাব
গ.অসীম দায়
ঘ.স্থায়িত্বের অভাব
১৯. চলতি বছরে ভাড়া বাবদ প্রদান ১৮,০০০ টাকা। চলতি বছরের ভাড়া ১/৫ অংশ অপ্রদত্ত থাকলে ভাড়া খরচের পরিমাণ কত?
ক.৪,৫০০ টাকা
খ.১৮,০০০ টাকা
গ.২২,৫০০ টাকা
ঘ.২৭,০০০ টাকা
২০. বিলিকৃত মূলধনের যে অংশের অর্থ পরিশোধের জন্য শেয়ার মালিকদের নির্দেশ দেওয়া হয়, তাকে কী বলে?
ক.তলবকৃত মূলধন
খ.আদায়কৃত মূলধন
গ.ইস্যুকৃত মূলধন
ঘ.সংরক্ষিত মূলধন
২১. পরিবহন সংক্রান্ত শর্ত হলো
I.ঋঙই ঝযরঢ়ঢ়রহম চড়রহঃ
II.ঋঙই উবংঃরহধঃরড়হ
III.২/১০, ঘবঃ/৩০
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
জান্নাত কোম্পানি ২০১৫ সালে ৫,০০,০০০ টাকার কাঁচামাল , ৩,০০,০০০ টাকার শ্রম ব্যয় করে। এছাড়া পরোক্ষ মজুরি ১,০০,০০০ টাকা এবং কারখানা উপরি খরচ প্রত্যক্ষ মজুরির ৪০% নির্বাহ করা হয়। মোট ১০,০০০ একক পণ্য উৎপাদন করে।
২২. কারখানা ব্যয়ের পরিমাণ কত?
ক.৪,২০,০০০ টাকা
খ.৯,০০,০০০ টাকা
গ.৯,২০,০০০ টাকা
ঘ.১০,২০,০০০ টাকা
২৩. ব্যয়ের ওপর ২০% লাভে বিক্রয় করলে এককপ্রতি বিক্রয়মূল্য কত?
ক.১২২.৪০ টাকা
খ.১১০.৪০ টাকা
গ.১০৮.০০ টাকা
ঘ.৫০.৪০ টাকা
২৪. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়?
ক.বেতন খরচ
খ.বাড়ি ভাড়া
গ.টেলিফোন বিল
ঘ.যাতায়াত খরচ
২৫. সরকারি কোম্পানিতে মালিকানার কমপক্ষে কত ভাগ সরকারের কাছে থাকে?
ক.৪৫ ভাগ.
খ.৫১ ভাগ
গ.৬৫ ভাগ
ঘ.৭৫ ভাগ
২৬. নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অর্থায়ন কার্যাবলির উদাহরণ কোনটি?
ক.ঋণপত্র বিক্রি হতে নগদ প্রাপ্তি
খ.জমি বিক্রি হতে নগদ প্রাপ্তি
গ.বিনিয়োগ বিক্রি হতে নগদ প্রাপ্তি
ঘ.পণ্য ও সেবা বিক্রি হতে নগদ প্রাপ্তি
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
সানবীম কোম্পানি ২০১৫ সালের ৩১ ডিসম্বের তারিখের তথ্যাবলি নিরূপ:
নগদ তহবিল ২,০০,০০০ টাকা, মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২,৫০,০০০ টাকা, প্রাপ্য নোট ৫০,০০০ টাকা (৬ মাস মেয়াদি), প্রদেয় হিসাব ১,৮০,০০০ টাকা, প্রদেয় বিল ৭০,০০০ টাকা, অগ্রিম খরচ ২০,০০০ টাকা, বকেয়া খরচ ১০,০০০ টাকা, আয়কর সঞ্চিতি ৪০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা।
২৭. সানবীম কোম্পানির চলতি সম্পদের পরিমাণ কত?
ক.৬,৫০,০০০ টাকা
খ.৬,৭০,০০০ টাকা
গ.৬,৮০,০০০ টাকা
ঘ.৭,০০,০০০ টাকা
২৮. সানবীম কোম্পানির তারল্য অনুপাত কত?
ক.১.৬৭ ঃ ১
খ.১.৭৭ ঃ ১
গ.১.৮৩ ঃ ১
ঘ.২.২৭ ঃ ১
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে ১ মে তারিখে ২০ টাকা দরে ২০০ কেজি দ্রব্য মজুদ ছিল। ১০ মে তারিখে ১০০ কেজি ইস্যু করে। ১৫ মে ১৫ টাকা দরে ৩০০ কেজি দ্রব্য ক্রয় করে।
২৯. ১৫ মে তারিখে ঋওঋঙ পদ্ধতিতে গুদামে রক্ষিত পণ্যের মূল্য কত?
ক.৪,০০০ টাকা
খ.৯,৫০০ টাকা
গ.৬,৫০০ টাকা
ঘ.১১,৫০০ টাকা
৩০. ১০ মে তারিখে ইস্যুকৃত পণ্যের মূল্য কত?
ক.২,০০০ টাকা
খ.২,২৫০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.২,৭৫০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।