HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৪. সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, গুলশান, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ৮% সেভিংস সার্টিফিকেট ক্রয় ১০,০০০ টাকা হলে আর্থিক বিবরণীতে কত টাকা লিপিবদ্ধ হবে?
ক.১০,৮০০ টাকা
খ.১০,৬০০ টাকা
গ.১০,২০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
২. প্রতিষ্ঠানের ২৫,০০০ টাকার ৫% সরকারি পেপার নোটে লগ্নি রয়েছে। প্রাপ্তি-প্রদান হিসাবে লগ্নির সুদ রয়েছে ৯৫০ টাকা। আয়-ব্যয় বিবরণীতে লগ্নির সুদ বাবদ কত টাকা দেখানো হবে?
ক.৩০০ টাকা
খ.৬৫০ টাকা
গ.৯৫০ টাকা
ঘ.১,২৫০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
চট্টগ্রাম ক্লাবের নিলিখিত কিছু তথ্যাবলি দেয়া হলো নগদ উদ্বৃত্ত (১-১-২০১৩) ৩,০০০ টাকা, অনুদান ৫,০০০ টাকা, ভাড়া ৪,০০০ টাকা, বেতন ৪,০০০ টাকা, ছাপা ও মনিহারি ২,০০০ টাকা, চাঁদা ১,০০০ টাকা, ভর্তি ফি ১,০০০ টাকা।
৩. প্রাপ্তি প্রদানের হিসাবের মোট প্রদানের পরিমাণ কত হবে?
ক.৮,০০০ টাকা
খ.১০,০০০ টাকা
গ.১২,০০০ টাকা
ঘ.১৮,০০০ টাকা
৪. আয়-ব্যয় বিবরণীর ফলাফল কোনটি হবে?
ক.ব্যয়াতিরিক্ত আয় ৯,০০০ টাকা
খ.আয়াতিরিক্ত আয় ৯,০০০ টাকা
গ.ব্যয়াতিরিক্ত আয় ৩,০০০ টাকা
ঘ.আয়াতিরিক্ত ব্যয় ৮,০০০ টাকা
৫. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান
I.অংশীদারি চুক্তি
II.সদস্য সংখ্যা
III.অসীম দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. প্রতি মাসের শুরুতে উত্তোলন করা হয় ৩৫,০০০ টাকা করে। এর ৫% হারে সুদ নির্ণয় করো।
ক.১০,৩৭৫ টাকা
খ.১১,৩৭৫ টাকা
গ.১৩,৭৫০ টাকা
ঘ.১৭,৫৫০ টাকা
৭. চলতি অনুপাতের মাধ্যমে কী জানা যায়?
ক.মুনাফা অর্জন ক্ষমতা
খ.সম্পদ ব্যবহারে অবস্থা
গ.চলতি দায় পরিশোধ ক্ষমতা
ঘ.দীর্ঘমেয়াদি দায় পরিশোধ ক্ষমতা
৮. ওঅঝ-৭ অনুযায়ী একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহকে কয় ভাগে ভাগ করা হয়?
ক.দুই ভাগে
খ.তিন ভাগে
গ.চার ভাগে
ঘ.পাঁচ ভাগে
৯. সানরাইজ কোম্পানির ৯৪,৫০০ টাকা নিট চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫ ঃ ২। উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত?
ক.৬৩,০০০ টাকা
খ.৯৪,৫০০ টাকা
গ.৮৪,৭৫০ টাকা
ঘ.৩৭,৮০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৪ সালের শুরুতে রামিয়া লিমিটেড ৫০ টাকা মূল্যে ৫০,০০০ শেয়ার ইস্যু করে। ডেলিভারি ভ্যান ক্রয় ৮,০০,০০০ টাকা, সেবা থেকে প্রাপ্তি ৩,০০,০০০ টাকা, অফিস ভাড়া ৩০,০০০ টাকা ও বেতন পরিশোধ ২৫,০০০ টাকা।
১০. ব্যবসায়ের পরিচালন কার্যাবলিতে মোট নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.২,৪৫,০০০ টাকা
খ.২,৭০,০০০ টাকা
গ.৩,০০,০০০ টাকা
ঘ.৩,৫৫,০০০ টাকা
১১. যদি ব্যবসায়ের লভ্যাংশ প্রাপ্তির পরিমাণ ২০,০০০ টাকা হয়, তবে নিট পরিচালন নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.২,২৫,০০০ টাকা
খ.২,৬৫,০০০ টাকা
গ.৩,৫৫,০০০ টাকা
ঘ.৩,৭৫,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
বেক্সিমকো লি. প্রতি শেয়ার ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ারের আবেদনপত্র পেয়েছে। কিন্তু পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ৯০,০০০টি শেয়ার বণ্টন করেছে।
১২. বেক্সিমকো লি. এর বিলিকৃত মূলধন কত?
ক.১০,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.৯,০০,০০০ টাকা
ঘ.৯০,০০০ টাকা
১৩. ইস্যুকৃত শেয়ার মূলধন ও বিলিকৃত শেয়ার মূলধনের পার্থক্য কত?
ক.১,০০,০০০ টাকা
খ.৯,০০,০০০ টাকা
গ.১০,০০,০০০ টাকা
ঘ.০ টাকা
১৪. অভিহিত মূল্যবিহীন শেয়ার ইস্যুর ফলে
I.ঝুঁকি হ্রাস পায়
II.ঝুঁকি বৃদ্ধি পায়
III.বিলোপকালে কোম্পানিকে কম দেনা পরিশোধ করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির
I.নগদ টাকা কমে যায়
II.শেয়ারের সংখ্যা বেড়ে যায়
III.সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৭. সংরক্ষিত আয় বিবরণীতে স্থান পায়
I.বিগত বছরের নিট মুনাফা
II.আয়কর ফেরত
III.লভ্যাংশ প্রত্যাহার
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৮. অসমন্বিত বা অবলোপনযোগ্য ব্যয় হচ্ছে
I.ঋণপত্রের অবলেখন ব্যয়
II.শেয়ার বাট্টা
III.শেয়ার বা বন্ড ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. আলামিন কোম্পানির চলতি সম্পদ ২,২০,৫০০ টাকা, চলতি অনুপাত ৭ ঃ ২ হলে চলতি দায়ের পরিমাণ কত?
ক.৬৩,০০০ টাকা
খ.৯৪,৫০০ টাকা
গ.৮০,০০০ টাকা
ঘ.৮৮,০০০ টাকা
২০. বকেয়া আয় ১০,০০০ টাকা, আয়কর সঞ্চিতি ৮,০০০ টাকা, পাওনাদার ২০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০ টাকা, মোট দায়ের পরিমাণ কত?
ক.৭৭,০০০ টাকা
খ.৭৮,০০০ টাকা
গ.৮০,০০০ টাকা
ঘ.৮৮,০০০ টাকা
২১. পরিচালন আয় অনুপাতের আদর্শ মান কত?
ক.১০%-১৫%
খ.১০%-২০%
গ.১৮-২২%
ঘ.২৫%-৩০%
২২. মোট ব্যয়ের ওপর মুনাফার হার ২০% হলে বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
ক.১৫%
খ.১৬.৬৭%
গ.২৫%
ঘ.৩০%
২৩. কোনোরূপ শর্ত না থাকলে পরিবহন খরচ কে প্রদান করবে?
ক.ক্রেতাখ.বিক্রেতা
গ.সরবরাহকারীঘ.ক্রেতা ও বিক্রেতা
২৪. মজুদের সর্বোচ্চসীমা নির্ধারণে বিবেচ্য বিষয়
I.মাল ব্যবহারের হার
II.প্রয়োজনীয় অন্তর্বর্তী সময়
III.গুদামের অভ্যন্তরে স্থানের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. লিনা গ্র“পের প্রত্যক্ষ কাঁচামাল ৩০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১৬,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ৪,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ১০,০০০ টাকা এবং অফিস খরচ ৮,০০০ টাকা হলে লিনা গ্র“পের পণ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.৫০,০০০ টাকা
খ.৫৬,০০০ টাকা
গ.৬০,০০০ টাকা
ঘ.৬৮,০০০ টাকা
২৬. পূর্ণ পরিশোধন বা অন্তর্ভুক্ত ব্যয় হিসাব পদ্ধতিতে সময় ব্যয় হিসেবে বিবেচিত হয়
I.কারখানা উপরিব্যয়
II.অফিস উপরিব্যয়
III.বণ্টন উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. ইকবাল লি.-এর স্থায়ী ব্যয় ২,৫০,০০০ টাকা, অনুদান প্রান্ত অনুপাত ২৫%, পরিবর্তনশীল ব্যয় ২,০০,০০০ টাকা হলে টাকায় সমচ্ছেদ বিক্রয় কত?
ক.১,৮৭,৫০০ টাকা
খ.৮,০০,০০০ টাকা
গ.১০,০০,০০০ টাকা
ঘ.১৮,০০,০০০ টাকা
২৮. ময়নামতি কোং-এর আয় বিবরণী সংক্রান্ত তথ্য হল, বিক্রয় ৮,০০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ৬,০০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত?
ক.২০%
খ.২৫%
গ.৩০%
ঘ.৪০%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. বিক্রয় ৮,০০,০০০ টাকা, কন্টিবিউশন মার্জিন অনুপাত ২৫% সমচ্ছেদ বিক্রয় ২,০০,০০০ টাকা হলে স্থির ব্যয় কত টাকা?
ক.৬,০০,০০০ টাকা
খ.৪,০০,০০০ টাকা
গ.২,০০,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
৩০. মূলধন গিয়ারিং অনুপাত কোন ধরনের অনুপাত?
ক.তারল্যতা
খ.কার্যকলাপ
গ.সচ্ছলতা
ঘ.মুনাফা অর্জন ক্ষমতা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।