HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বরিশাল বোর্ড ২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
২২. বরিশাল বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ মুক্তি পরিবহন লি.-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিæরূপ ছিল :
মুক্তি পরিবহন লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
সেবা আয় ৭,৫০,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৯০,০০০ সাধারণ শেয়ার) পূর্ণ পরিশোধিত ৯,০০,০০০
অনুপার্জিত সেবা আয় ৬০,০০০
প্রদেয় মজুরি ৮০,০০০
অফিস সাপ্লাইজ ১,৮০,০০০
মোটরগাড়ি ৮,০০,০০০
অফিস সরঞ্জাম ৪,০০,০০০
পুঞ্জীভ‚ত অবচয় :
মোটর গাড়ি ৬০,০০০
অফিস সরঞ্জাম ২০,০০০
স্পেয়ার পার্টস ৩,০০,০০০
উপযোগ ব্যয় ১০,০০০
আয়কর ২০,০০০
অগ্রিম বিমা ৮০,০০০
১২% বিনিয়োগ (০১-০৭-২০১৫) ২,০০,০০০
রক্ষিত আয় ১,২০,০০০
১৯,৯০,০০০১৯,৯০,০০০
সমন্বয়সমূহ : ১. স্পেয়ার পার্টস ১,৬০,০০০ টাকা ও অফিস সাপ্লাইজ ১,০০,০০০ টাকা চলতি বছর ব্যবহার করা হয়েছে। ২. বছর শেষে অগ্রিম বিমার পরিমাণ ৩০,০০০ টাকা। ৩. অনুপার্জিত আয় ৪০,০০০ টাকা অর্জিত হয়েছে। ৪. মোটর গাড়ি ও অফিস সরঞ্জামের বার্ষিক ১০% অবচয় ধার্য করা আবশ্যক। ৫. শেয়ার মূলধনের উপর ৫% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। ৬. আয়করেরর জন্য ২৫,০০০ টাকা সঞ্চিতির ব্যবস্থা করো।
ক. ২ ও ৩ নং সমন্বয় দাফা দু’টির জন্য সমন্বয় দাখিলা দাও। ২
খ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ ঝলক লি. অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত ২৫,০০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে কোম্পানির রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নে সন্নিবেশিত হলো:
ঝলক লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
ব্যাংকে জমা ৭৫,০০০
প্রাপ্য হিসাব৩,৭৫,০০০
প্রদেয় হিসাব ১,৩৮,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ১,৪২,৫০০
ড্রয়িং অফিসের বেতন ৬৯,৯০০
ক্রয় এবং বিক্রয় ৫,৪০,০০০ ১১,২৪,৪০০
উৎপাদন মজুরি ১,৬৮,০০০
অফিস ব্যয় ১,৪৪,০০০
পরিচালকদের ভাতা ১,০৮,০০০
রক্ষিত আয় ১,৫০,০০০
শেয়ার মূলধন ১৮,০০,০০০
১০% ঋণপত্র (০১-০৯-২০১৬) ৩,৬০,০০০
১২% লগ্নি (০১-০৪-২০১৬) ৪,৫০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ৪,৫০,০০০
দালানকোঠা ৮,০০,০০০
সুনাম ৪,০০,০০
কলকব্জা ৭,৫০,০০০
৪০,২২,৪০০৪০,২২,৪০০
অতিরিক্ত তথ্য : ১. সমাপনী মজুদ পণ্য ৯৭,৫০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। ২. শেয়ার মূলধনের ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়। ৩. নিট মুনাফার ২৫% হারে আয়কর প্রদেয়। ৪. কলকব্জার উপর ৫% অবচয় ধার্য করো। সুনামের ২০% অবলোপন করো। ৫. দেউলিয়া ঘোষিত একজন খরিদ্দারের নিকট পাওনা ১৫,০০০ টাকার ৫০% পাওয়া যবে না, যা এখনও হিসাবভুক্ত করা হয়নি। নিট প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো। ৬. অলিখিত বিক্রয় ৩০,০০০ টাকা।
ক. বৎসর শেষে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১-১২-২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১-১২-২০১৬ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩.▶ নব জাগরণ ক্লাবের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে প্রস্তুতকৃত প্রাপ্তি ও প্রদান হিসাব এবং অন্যান্য তথ্য নিম্নে সন্নিবেশিত হলো:
নব জাগরণ ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৬
পণ্ঠাক্রি¦সমহ টাকা পণ্ঠদানসমহ টাকা
নগদ তহবিল ১০,০০০ বৈতন ও ভাতাদি ৩৬,০০০
অনুদান ২০,০০০ ৗবদুঞ্ঝতিক খরচ ৮,০০০
চাঁদা (৮০%) ৮০,০০০ বৈদুঞ্ঝতিক সংর্’াপন বঞ্ঝয় ৪৫,০০০
খাদঞ্ঝ দত্তবঞ্ঝ ও পানীয় বিকত্থয় ৬০,০০০ ভাড়া বঞ্ঝয় (৪/৫ অংশ) ২০,০০০
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয়
(০১-০১-২০১৬) ৫,০০০ আসবাবপষ্ণ কত্থয় ২০,০০০
পণ্ঠধানম¯্যীর ষ্ণাণ তহবিএল দান ২০,০০০
তারিএখ পুক মলঞ্ঝ ৪,৫০০ টাকা) খাদঞ্ঝদত্তবঞ্ঝ ও পানীয় কত্থয় ৪০,০০০
বিচিষ্ণানু”¤াএনর টিকিট বিকত্থয় ৪০,০০০ বিচিষ্ণানু”¤াএনর বঞ্ঝয় ১৮,০০০
সমাপনী নগদ তহবিল ৮,০০০
২,১৫,০০০২,১৫,০০০
সমন্বয়সমূহ : ১. ১ জানুয়ারি, ২০১৬ তারিখে ক্লাবের দায় ও সম্পত্তিসমূহ ছিল : দালান ২,৪০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, দরিদ্র কল্যাণ তহবিল ৩০,০০০ টাকা। ২. খাদ্যদ্রব্য ও পানীয় মজুদ ছিল ৩১-১২-২০১৫ তারিখে ৮,০০০ টাকা এবং ৩১-১২-২০১৬ তারিখে ১৫,০০০ টাকা, খাদ্যদ্রব্য বাবদ ৫,০০০ টাকা এখনো অপরিশোধিত রয়েছে। ৩. আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করো। পুরাতন আসবাবপত্র বিক্রয় এবং নতুন আসবাবপত্রের ক্রয় ০১-০৭-২০১৬ তারিখে সম্পন্ন হয়। ৪. ব্যয়াতিরিক্ত আয়ের অর্ধাংশ দরিদ্র কল্যাণ তহবিলে স্থানান্তর করো।
ক. খাদ্যদ্রব্য ও পানীয় বাবদ চলতি বছরের মুনাফা/ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. ডিসেম্বর ৩১, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য ক্লাবের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. বছর শেষে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৪.▶ আমিন ও মতিন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ২ : ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ২,৪০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মতিন মাসিক ২,০০০ টাকা বেতন পায়। বছরের মাঝামাঝি আমিন ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে আনয়ন করে। ৩০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে মতিন ৪০,০০০ টাকা ঋণ স্বরূপ প্রদান করে যার উপর ১২% হারে সুদ প্রদেয় হয়। উক্ত বছরে আমিন কারবার হতে ১৬,০০০ টাকা এবং মতিন ১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে ১২,০০০ টাকা উত্তোলন করে। অংশীদারগণ মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ৫% ও ১০% সুদ ধার্য করতে সম্মত হয়। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে কিন্তু মতিনের বেতন ডেবিট করার পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ৭৫,১০০ টাকায় উপনীত হয়।
ক. মতিনের ঋণ হিসাব প্রস্তুত করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করে মুনাফার বণ্টন দেখাও। ৪
গ. অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ কাবেরী লি. প্রতি শেয়ার ২০ টাকা মূল্যের ২,০০,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৮০% শেয়ার ১০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে আই.পি.ও আহŸান করে। সর্বমোট ১,৭৫,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত সকল শেয়ার যথারীতি বণ্টিত হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হয়। শেয়ার ইস্যু প্রক্রিয়ায় সেবা প্রদানের জন্য আইন উপদেষ্টাকে ফি বাবদ ১,০০,০০০ টাকা নগদ পরিশোধ করা হয়। শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংকে সংগৃহীত অর্থের উপর ১% হারে কমিশন পায়।
ক. শেয়ার অধিহার ও ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির স্থিতিপত্র তৈরি করো। ৪
৬.▶ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত আদিবা লিমিটেড-এর উদ্বৃত্তপত্র নিম্নে দেয়া হলো:
আদিবা লিমিটেড
উদ্বৃত্তপত্র
৩১ ডিসেম্বর ২০১৬
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
প্রদেয় নোটস ১,০০,০০০ ব্যাংকে জমা ১,৫০,০০০
প্রদেয় হিসাবসমূহ ৩,০০,০০০ মজুদ পণ্য ৩,০০,০০০
১০% ঋণপত্র ৪,০০,০০০ প্রাপ্য হিসাবসমূহ ৩,৫০,০০০
আয় বিবরণী ৪,০০,০০০ আসবাবপত্র ২,০০,০০০
শেয়ার মূলধন ১২,০০,০০০ ভ‚মি ও দালানকোঠা ১৪,০০,০০০
২৪,০০,০০০২৪,০০,০০০
বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ৪০,০০,০০০ টাকা।
ক. কার্যকরী মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও দেনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায় মালিকানা অনুপাত ও মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৭.▶ নিঝুম কোম্পানি লি.-এর ২০১৬ সালের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
বিবরণ টাকা
তৈরি পণ্যের মজুদ (০১-০১-২০১৬) ৫,০০০ একক ২৫,০০০
ব্যবহৃত কাঁচামাল ১,২৫,০০০
মজুরি ৮৫,০০০
কারখানা উপরি ব্যয় ৩০,০০০
প্রশাসনিক উপরি ব্যয় ৪৮,০০০
বিক্রয় ও বিতরণ খরচ একক প্রতি ২ টাকা।
২০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়। মুনাফা বিক্রয়ের উপর ২০%।
তৈরি দ্রব্যের সমাপনী মজুদ (৩১-১২-২০১৬) ৯,০০০ একক।
ক. উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ-লোকসান দেখাও। ৪
৮.▶ সুনন্দা মেনুফ্যাকচারিং কো. থেকে নিæোক্ত তথ্য সরবরাহ করা হয়:
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় = ৫৪ টাকা
একক প্রতি বিক্রয়মূল্য = ৮১ টাকা
মোট স্থায়ী ব্যয় = ৪,৩২,০০০ টাকা।
ক. সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু (টাকা) ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। ৪
গ. করপূর্ব আয় ১,০৮,০০০ টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রি করতে হবে এবং ২০,০০০ একক বিক্রয় করলে মুনাফা কত হবে? ৪
৯.▶ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৭ সালের জানুয়ারি মাসে দু’টি কার্যস্তরে সংঘটিত নিম্নে দেয়া হলো:
উৎপাদন স্তর ৬০% ১০০%
উৎপাদন (একক) ৯০০ ১৫০০
পরোক্ষ মজুরি ১৮,০০০ টাকা ৩০,০০০ টাকা
কাঁচামাল ১৩,৫০০ টাকা ২২,৫০০ টাকা
রক্ষণাবেক্ষণ ব্যয় ১৬,৫০০ টাকা ২২,৫০০ টাকা
জ্বালানি ও শক্তি খরচ ২৪,০০০ টাকা ৩০,০০০ টাকা
অবচয় ব্যয় ৪০,০০০ টাকা ৪০,০০০ টাকা
ক. রক্ষণাবেক্ষণ ব্যয় স্থায়ী, পরিবর্তনশীল নাকি আধা পরিবর্তনশীল তা কারণসহ উলেখ করো। ২
খ. আধা পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় ও স্থায়ী ব্যয় পৃথক করো। ৪
গ. ১০০% উৎপাদন স্তরে মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
১০.▶ প্রান্তি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাদের কাঁচামালের প্রাপ্তি ও নিগর্মন দেয়া হলো:
২০১৭
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৭০০ একক প্রতি একক ৫০ টাকা হারে।
’’ ৬ ক্রয় ১,০০০ একক প্রতি একক ৫২ টাকা হারে।
’’ ১০ ইস্যু ১,২০০ একক
’’ ১৬ ইস্যু ২০০ একক
’’ ২০ ক্রয় ৮০০ একক ৬০ টাকা হারে
’’ ২৪ ইস্যু ৯০০ একক
’’ ২৬ ক্রয় ৪০০ একক ৫৮ টাকা হারে
’’ ২৮ ২৪ জানুয়ারিতে ইস্যুকৃত ৩০০ একক মাল ফেরত আসে।
’’ ৩০ ২৬ জানুয়ারি ক্রয়কৃত মালের এক চতুর্থাংশ সরবরাহকারীকে ফেরত দেয়া হয়।
ক. জানুয়ারি মাসের নিট মাল ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. জানুয়ারি মাসে ইস্যুকৃত মালের নিট পরিমাণ (একক) ও সমাপনী মজুদের পরিমাণ (একক) নির্ণয় করো। ৪
গ. ঋওঋঙ পদ্ধতিতে ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত লেনদেনগুলো দ্বারা মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১.▶ ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে পূর্ণ লিমিটেড-এর নগদ উদ্বৃত্ত ছিল ২,১০,০০০ টাকা। বছরের অন্যান্য তথ্য নিম্নে দেখানো হলো:
বিবরণ টাকা
সাধারণ শেয়ার বিক্রয় বাবদ প্রাপ্তি ৭,০০,০০০
লভ্যাংশ প্রদান ৮০,০০০
সুনামের অবলোপন ৩০,০০০
দীর্ঘমেয়াদি সঞ্চয়পত্র ক্রয় ৮,০০,০০০
নিট আয় ১,৫০,০০০
সরঞ্জাম বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি ৪,৫০,০০০
সরঞ্জাম বিক্রয় বাবদ মুনাফা ৩০,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ১,২০,০০০
প্রদেয় হিসাব হ্রাস ১,০০,০০০
অবচয় খরচ ৫০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি ৫,০০০
১২% ঋণপত্র ইস্যুর মাধ্যমে দালান ক্রয় ৫,০০,০০০
ক. অনগদ লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালনা কার্যাবলি থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।