HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | ঢাকা বোর্ড-২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৩. ঢাকা বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র বিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ কোহিনুর কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৫,০০,০০০ টাকা যাহা প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি নিম্নে প্রদত্ত হলো :
কোহিনুর কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
ডেবিট৩১ ডিসেম্বর, ২০১৩ক্রেডিট
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
মজুদ পণ্য (১.১.১৩)৬০,০০০শৈয়ার মলধন (পণ্ঠতি শৈয়াএর
ক্রয় ৯০,০০০ ১০ টাকা কএর ২০,০০০ শৈয়ার) ২,০০,০০০
মনিহারি৪,০০০সংরক্ষিত আয় বিবরণীর
বেতন ২০,০০০ উদ্বৃত্ত (৩১.১২.১২) ১০,০০০
দপ্তর খরচ ২,০০০ লভঞ্ঝাংশ সমতাকরণ তহবিল ৫,০০০
বিলম্বিত বিজ্ঞাপন ৫,০০০ বিক্রয় ১,০৪,০০০
প্রাপ্য হিসাব ৬০,০০০ প্রদেয় হিসাব ৩০,০০০
আয়কর ২,০০০ আয়কর সঞ্চিতি ৬,০০০
কলকব্জা ৪৮,০০০ ১২% ঋণ ২০,০০০
অ¯¦বতীট্টকালীন লভঞ্ঝাংশ ১২,০০০ শিক্ষানবিশ সেলামি ৬,০০০
মোটর গাড়ি৭০,০০০
রপ্তানি শুল্ক৮,০০০
৩,৮১,০০০৩,৮১,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ৭০,০০০ টাকা যার ক্রয়মূল্য ৬৫,০০০ টাকা। ২. প্রদেয় মাসিক বেতনের পরিমাণ ১,৫০০ টাকা। ৩. ঋণের পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে। ৪. মুনাফাবিহীন পণ্য বিক্রয় ৩,০০০ টাকা, বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। ৫. বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত ৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে যাহা এখনো বিক্রয় বলে নিশ্চিত হওয়া যায়নি। উক্ত পণ্যের ক্রয়মূল্য ৪,০০০ টাকা। ৬. প্রদেয় হিসাবের উপর ২% হারে বাট্টা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।
ক. উক্ত কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট লাভ ১৮,০০০ টাকা ধরে আয় বিবরণী তৈরি করো। ৪
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে কোহিনুর কোম্পানি লি. এর সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
২.▶ তিতাস কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ারে বিভক্ত ৪,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির রেওয়ামিল ছিল নিæরূপ :
তিতাস কোম্পানি লিমিটেড
রেওয়ামিল
ডেবিট৩১ ডিসেম্বর, ২০১৩ক্রেডিট
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
প্রারম্ভিক মজুদ ৪০,০০০ শৈয়ার মলধন (২৫,০০০ শৈয়ার) ২,৫০,০০০
কলকব্জা ২,০০,০০০ শেয়ার অধিহার ৩০,০০০
বিনিয়োগ ২,০০,০০০ সাধারণ সঞ্চিতি ৪০,০০০
সুনাম ১,০০,০০০ অদাবিকৃত লভ্যাংশ ১০,০০০
অ¯¦বট্টতীট্টকালীন লভঞ্ঝাংশ ১৫,০০০ ঋণপত্র ৬০,০০০
প্রাপ্য হিসাব ১,২০,০০০ প্রদেয় হিসাব ৫০,০০০
ক্রয় (১৫% ভ্যাটসহ) ২,৩০,০০০ বিক্রয় (১৫% ভ্যাটসহ) ৪,৬০,০০০
ভ্যাট চলতি হিসাব৩৫,০০০রক্ষিত আয় বিবরণীর
জের (০১.০১.১৩)৪০,০০০
৯,৪০,০০০৯,৪০,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ মূল্যায়ন হয়েছে ৯৬,০০০ টাকা। উক্ত মজুদের মধ্যে ৬,০০০ টাকা মূল্যের আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে এবং বিমা কোম্পানি ৪,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি আছে। ২. শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে। ৩. সাধারণ সঞ্চিতি বৃদ্ধি করে ৫০,০০০ টাকা করতে হবে। ৪. আয়কর সঞ্চিতি ১০,০০০ টাকা রাখতে হবে।
ক. ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। ২
খ. চলতি বছরের মোট মুনাফা নির্ণয় করো। ৪
গ. সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ২,৫৯,০০০ টাকা ধরে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩.▶ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কুমিলা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাবের নিম্নে প্রদত্ত হলো :
কুমিলা ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
বঞ্ঝাএল´্র (১ জানুয়ারি, ২০১৪) ১২,০০০ প্রাঙ্গন রক্ষণাবেক্ষণ খরচ ৪,০০০
চাঁদা ৪৬,০০০ বার্ষিক সাধারণ সভায় খরচ ৫,০০০
ব্যাডমিন্টন ফিস ৫,০০০ মনিহারি ক্রয় ২,০০০
ক্যারামবোর্ড ফিস ৪,০০০ বস্ত্র বিতরণ ৩,০০০
আজীবন সদেস্যর চাঁদা ১০,০০০ বেতন ও বোনাস ১৫,০০০
হলঘর ভাড়া প্রাপ্তি ১০,০০০ প্রাঙ্গন উন্নয়ন ১০,০০০
আপ্যায়ন হতে মুনাফা ৬,০০০ বিলিয়াডট্ট টৈবিল কত্থয় (০১.০৭.১৪) ২০,০০০
বঞ্ঝাএল´্র (৩১ ডিএসজ্ঞঙ্কর, ২০১৪)৩৪,০০০
৯৩,০০০৯৩,০০০
২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে সম্পত্তি ছিল ঃ প্রাঙ্গন ৫০,০০০ টাকা; আসবাবপত্র ২০,০০০ টাকা ও দালান ১,০০,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. প্রাপ্ত চাঁদার মধ্যে বিগত বছরের বকেয়া চাঁদা আদায় ৫,০০০ টাকা। পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা, পক্ষান্তরে চাঁদা এখনও বকেয়া আছে (চলতি বছরের) ২,০০০ টাকা। ২. ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে আসবাবপত্রের উদ্বৃত্ত ছিল ১৫,০০০ টাকা।
ক. ২০১৪ সালের চাঁদা বাবদ কত টাকা আয় হয়েছে তাহা নির্ণয় করো। ২
খ. ২০১৪ সালের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ব্যয়াতিরিক্ত আয় ৩৩,০০০ টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল ১,৮৭,০০০ টাকা ধরে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে উদ্বর্তপত্র প্রস্তুত করো। ৪
৪.▶ পূবালী লি. এর নিæলিখিত তথ্যাবলি প্রদত্ত হলো :
বিবরণ টাকা
নিট আয় ৫,০০,০০০
অবচয় হিসাব ৭০,০০০
যন্ত্রপাতি বিক্রয়ে ক্ষতি ৩০,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ৫০,০০০
মজুদ পণ্য হ্রাস ২০,০০০
প্রদেয় হিসাব বৃদ্ধি ৪০,০০০
সাধারণ শেয়ার ইস্যু ১,০০,০০০
লভ্যাংশ প্রদান ৪০,০০০
বন্ড পরিশোধ ৩০,০০০
বন্ড ইস্যু ৫০,০০০
ক. অনগদ লেনদেনের সমষ্টি নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৫.▶ ক, খ ও গ একটি অংশীদারি প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ২ ঃ ২ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ঃ ক এর ২০,০০০ টাকা; খ-এর ১৫,০০০ টাকা এবং গ-এর ১০,০০০ টাকা। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। ‘গ’ ব্যবসা হতে মাসিক ২০০ টাকা করে বেতন পাবে এবং এই বেতনের টাকা সে এখন পর্যন্ত উত্তোলন করে নাই।
সম্ভাব্য লাভের প্রত্যাশায় ২০১৪ সালে ক ৬,০০০ টাকা; খ ৩,০০০ টাকা এবং গ ৪,৫০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছিল। ২০১৪ সালের ১ জুলাই তারিখে ক ৬,৫০০ টাকা অতিরিক্ত মূলধনস্বরূপ সরবরাহ করে, পক্ষান্তরে ঐ একই তারিখে ‘খ’ ৪,৫০০ টাকা ঋণস্বরূপ ব্যবসায়ে আনয়ন করে। অংশীদারগণের উত্তোলনের সুদ ক-এর ১০০ টাকা; খ-এর ৪৫ টাকা এবং গ-এর ৭৫ টাকা নির্ণয় করা হয়। ‘গ’ এর বেতনের টাকা ডেবিট করার পর কিন্তু উপরোক্ত অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ১০,৩০০ টাকায় উপনীত হলো।
ক. ‘ক’ এর মূলধনের সুদ ও ‘খ’ এর ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. ক, খ ও গ এর লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৬.▶ তাজ কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্যাবলি নিম্নে দেওয়া হলো :
তাজ কোম্পানি লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৪
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ২,২০,০০০ ব্যাংক জমা ৮,০০০
লাভ-লোকসান হিসাব ৫০,০০০ আসবাবপত্র ৩০,০০০
প্রদেয় হিসাব ২০,০০০ ভ‚মি ও দালানকোঠা ২,৩০,০০০
প্রদেয় নোট ১৫,০০০ মজুদ পণ্য ২০,০০০
বন্ধকী ঋণ ২৫,০০০ বিলম্বিত বিজ্ঞাপন ৭,০০০
অদাবিকৃত লভ্যাংশ ১০,০০০ প্রাপ্য হিসাব ৪০,০০০
অগ্রিম বিমা সেলামি৫,০০০
৩,৪০,০০০৩,৪০,০০০
অন্যান্য তথ্য: বছরে বিক্রয়ের পরিমাণ ৩,২০,০০০ টাকা; মোট লাভের পরিমাণ ১,২০,০০০ টাকা; করবাদ নিট আয়ের পরিমাণ ছিল ৩০,০০০ টাকা এবং অনাদায়ী পাওনার পরিমাণ ছিল ৩,০০০ টাকা।
ক. বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কার্যকরী মূলধন অনুপাত ও অনাদায়ী পাওনা অনুপাত নির্ণয় করো। ৪
গ. লাভ-উপার্জন ক্ষমতার দু’টি অনুপাত নির্ণয় করে কোম্পানির দক্ষতা মূল্যায়ন করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭.▶ গোমতি কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত ৪০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি প্রতি শেয়ার ৫ টাকা অধিহারে ৩,০০,০০০ শেয়ার বিক্রির জন্য ইস্যু করল। ৩,৮০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। ৩,০০,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।
ক. কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত করো। ২
খ. কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৮.▶ উদয়ন প্রেস লিমিটেড এর উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ :
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৪০,০০০
অর্ধসমাপ্ত পণ্য (০১-০১-২০১৪) ৫,০০০
অর্ধসমাপ্ত পণ্য (৩০-০৬-২০১৪) ৬,৫০০
প্রস্তুতকৃত পণ্য (০১-০১-২০১৪) ১৩,৫০০
প্রস্তুতকৃত পণ্য (৩০-০৬-২০১৪) ৮,৫০০
পরোক্ষ খরচ ১০,০০০
প্রত্যক্ষ মজুরি ২৪,০০০ ঘণ্টা, প্রতি ২ টাকা করে
কারখানার সরবরাহকৃত বিবিধ দ্রব্য ৪,২০০
পরোক্ষ কাঁচামাল ৪,৫০০
পরোক্ষ শ্রম ৯,০০০
কারখানার বিবিধ খরচ ৫,০০০
প্রশাসনিক খরচ ১০,০০০
বিক্রয় খরচ ১০,০০০
মুনাফা বিক্রয়ের উপর ২০%
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. কোম্পানির নিট লাভ নির্ণয় করো। ৪
৯.▶ সালমা কসমেটিকস লিমিটেড-এর কারখানার একটি গুদামে ২০১৪ সালের জুন মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিæরূপ :
তারিখ বিবরণ একক হার (টাকা)
জুন ১ প্রারম্ভিক জের ১,০০০ ১০
” ৭ ক্রয় ৫০০ ৯
”১২ইস্যু৭০০
” ১৪ ক্রয় ৩০০ ৮
”২০ইস্যু৮০০
”৩০ইস্যু৩০০
ক. মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।