HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | চট্টগ্রাম বোর্ড ২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৩. চট্টগ্রাম বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ আসলাম কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন, প্রতি শেয়ার ১০ টাকা করে ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ছিল নিæরূপ:
আসলাম কোম্পানি লি.
রেওয়ামিল
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
প্রারম্ভিক মজুদ পণ্য ৩,০০,০০০
ক্রয় ১৭,৭৫,০০০
ভ্যাট চলতি হিসাব ২,৫০,০০০
নগদ তহবিল ৯,৫২,৫০০
আয়কর প্রদান ২,৫০,০০০
অনাদায়ী পাওনা ১২,৫০০
ভাড়া (১/৪ অংশ কারখানার) ২,০০,০০০
বিক্রয়ের উপর বাট্টা ১২,৫০০
প্রাপ্য হিসাব ৩৩,৫০,০০০
শেয়ার মূলধন (প্রতি শেয়ারে ১০ টাকা হিসেবে ২,৯৬,৫০০ শেয়ার) ২৯,৬৫,০০০
সঞ্চিতি তহবিল ২,৫০,০০০
বিক্রয় ৩২,১২,০০০
ক্রয়ের উপর বাট্টা ২৫,০০০
প্রদেয় হিসাব ২,৫০,০০০
সংরক্ষিত আয় (১-১-১৫) ২৫,০০০
৩,৭৫,০০০
৭১,০২,৫০০৭১,০২,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৮,৭৫,০০০ টাকা। ২. শ্রমিকের ক্ষতিপূরণ মামলা ১২,০০০ টাকা বিচারধীন রয়েছে। ৩. চলতি বছরের নিট লাভের ৩,০০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৪. প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৫. মূলধনের উপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. নিট মুনাফা ১৮,২০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ আফজাল লিমিটেড প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত হয়ে ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিলটি ছিল নিæরূপ:
আফজাল লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৫ সাল
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
শেয়ার মূলধন (৮,০০০ শেয়ার) ৮০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ২৫,০০০ ১২,০০০
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় ৭৫,০০০ ১,৪০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছরের জন্য) ১০,০০০
দালানকোঠা ৪০,০০০
কলকব্জা ৬০,০০০
মজুরি ৬,০০০
বেতন ১৭,০০০
বিমা সেলামি ৫,০০০
বাড়িভাড়া ৫,৮০০
অনাদায়ী পাওনা ১,০০০
পণ্য ফেরত ৪,০০০ ৩,৫০০
লভ্যাংশ প্রদান ১৫,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৫) ৪০,০০০
নগদ ১১,৭০০
২,৭৫,৫০০২,৭৫,৫০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা। ২. বকেয়া মজুরি ৫,০০০ টাকা এবং বকেয়া ভাড়া ২,০০০ টাকা। ৩. প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। ৪. শেয়ার প্রতি ৩ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫. সঞ্চিতি তহবিলে ৬,০০০ টাকা স্থানান্তর করতে হবে। ৬. দালানকোঠার উপর ৫% এবং কলকব্জার উপর ১০% অবচয় ধার্য করতে হবে।
ক. নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী তৈরি করো। ৪
গ. উক্ত তারিখে কোম্পানির চলতি মূলধন নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ রূপালী ক্লাবের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি-প্রদান হিসাব ছিল নিæরূপ:
রূপালী ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তি টাকা প্রদান টাকা
উদ্বৃত্ত (১-১-১৫) ৩০,০০০ বেতন ২০,৫৫০
চাঁদা প্রাপ্তি: মনিহারি ২,৭৫০
২০১৪ ৪০০ টেলিফোন খরচ ১,০০০
২০১৫ ২১,০০০ বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ৬,৫০০
২০১৬ ৯০০ ২২,৩০০ ৪% বিনিয়োগ (১-৭-১৫) ১০,০০০
বিনিয়োগের সুদ ৫,০০০ আসবাবপত্র ক্রয় ২০,০০০
অনুদান প্রাপ্তি ১৯,০০০ অন্যান্য খরচ ৭,৫০০
চারণ কর ১৫,০০০ উদ্বৃত্ত (৩১-১২-১৫) ৩৮,৭৫০
আপঞ্ঝায়ন হএত মুনাফা ১৫,৭৫০
১,০৭,০৫০১,০৭,০৫০
সমন্বয়সমূহ : ১. ক্লাবের ২২৫ জন সদস্য প্রত্যেকে বার্ষিক ১০০ টাকা হারে চাঁদা প্রদান করে। ১-১-১৫ তারিখে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল ৮০০ টাকা। ২. ৩১-১২-২০১৪ তারিখে ৭০০ টাকা এবং ৩১-১২-২০১৫ তারিখে ১,৭০০ টাকা মনিহারি উদ্বৃত্ত ছিল। ৩. বিগত বছরের অন্যান্য খরচ চলতি বছরে পরিশোধ করা হয়েছে ১,২০০ টাকা। ৪. ১-১-২০১৫ তাািরখে ৪% বিনিয়োগ ১,৪০,০০০ টাকা এবং দালানকোঠা ১,১০,০০০ টাকা ছিল। দালানকোঠার উপর ৫% অবচয় ধার্য করতে হবে। ৫. অনুদানের ৫০% মুনাফাজাতীয় প্রাপ্তি হিসেবে ধরতে হবে।
ক. ১-১-২০১৫ তারিখে ক্লাবটির মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ৩১-১২-২০১৫ তারিখে ক্লাবের আয়-ব্যয় হিসাবের আয় পার্শ্বের সমষ্টি নির্ণয় করো। ৪
গ. ৩১-১২-২০১৫ তারিখে ক্লাবের মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
৪.▶ নদী ও সাগর একটি কারবারের দুইজন অংশীদার। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১,১০,০০০ টাকা ও ৯০,০০০ টাকা। পরবর্তীতে দেখা গেল যে, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ এবং সাগরের জন্য প্রদেয় মাসিক ৬০০ টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। তারা নিজেদের মধ্যে ১০,০০০ টাকা বণ্টনযোগ্য মুনাফা সমান হারে ভাগ করে নিয়েছিল। অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল ১০,০০০ টাকা। উত্তোলনের উপর এক বছরের সুদ ধার্য করতে হবে।
ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ/লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. মূলধনের সুদ, মুনাফা বা ক্ষতির অংশ, বেতন ও উত্তোলনের সুদের জাবেদা দাখিলা দাও। ৪
৫.▶ নিম্নে সোনালী কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হলো:
সোনালী কোম্পানি
আর্থিক অবস্থার বিবরণী
বিবরণ ২০১৫ টাকা ২০১৪ টাকা
সম্পত্তি :
নগদ তহবিল ৭০,০০০ ২০,০০০
প্রাপ্য হিসাব ৮৮,০০০ ৭৮,০০০
সমাপনী মজুদ পণ্য ১,৯০,০০০ ১,৯৯,০০০
ভ‚মি ও দালানাকোঠা ৭০,০০০ ১,১০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ১,৭৫,০০০ ২,০০,০০০
(অবচয় সঞ্চিতি) (৬০,০০০) (২৬,০০০)
৬,৩৩,০০০৫,৮১,০০০
দায় ও মূলধন :
প্রদেয় নোট ১,৫০,০০০ ২,০০,০০০
প্রদেয় হিসাব ৩৯,০০০ ৪৭,০০০
সাধারণ শেয়ার ২,২০,০০০ ১,৭৮,০০০
সংরক্ষিত আয় ২,২৪,০০০ ১,৫৬,০০০
৬,৩৩,০০০৫,৮১,০০০
অন্যান্য তথ্যসমূহ : ১. ২০১৫ সালের নিট লাভ ছিল ১,১৩,০০০ টাকা। ২. নগদ লভ্যাংশ প্রদান ৪৫,০০০ টাকা। ৩. পুস্তকমূল্যে ভ‚মি বিক্রয় করা হয়েছে। ৪. সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে ৪২,০০০ টাকা। ৫. চলতি বছর ৫০,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে।
ক. কত টাকায় ভ‚মি বিক্রয় করা হয়েছে। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬.▶ ঝর্ণা লিমিটেড প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকর মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৭০% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ ১২০% শেয়ারের আবেদন করে। কোম্পানি ১০০% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক সামস এন্ড কোং কে ২% কমিশন প্রদান করে।
ক. আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। ২
খ. উপর্যুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৭.▶ আকরাম লিমিটেডের আর্থিক বিবরণীর কিছু তথ্য নিম্নে প্রদান করা হলো:
টাকা
মজুদ পণ্য ১৫,০০,০০০
প্রাপ্য হিসাব ১৩,৭০,০০০
নগদ তহবিল ১০,৩০,০০০
প্রদেয় হিসাব ১৩,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১১,০০,০০০
বছরে বিক্রয়ের পরিমাণ ৬০,০০,০০০ টাকা এবং কোম্পানি বিক্রয়ের উপর ৩৩১/৩% লাভে পণ্য বিক্রয় করে।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. কার্যকরী মূলধন অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৮.▶ আলম লিমিটেড-এর ২০১৫ সলের উৎপাদন ব্যয় সংক্রান্ত নিæোক্ত উদ্বৃত্তসমূহ দেয়া হলো:
বিবরণ ১-১-১৫
টাকা ৩১-১২-১৫
টাকা
কাঁচামাল ১৪,০০০ ১১,০০০
আংশিক উৎপাদিত পণ্য ২০,০০০ ১৮,০০০
উৎপাদিত পণ্য (১৫০ একক) ৩৫,০০০
সংশ্লিষ্ট বছরে অন্যান্য তথ্যাবলি ছিল নিæরূপ:
কাঁচামাল ক্রয় ২,২৫,০০০
প্রত্যক্ষ মজুরি ১,৭৫,০০০
কারখানা উপরিব্যয় ১,৫০,০০০
বিক্রয় (২,২৫০ একক) ৭,৫০,০০০
সমাপনী মজুদ পণ্য (২৫০ একক)
উৎপাদন ব্যয়ের উপর ৩০% প্রশাসনিক ব্যয় এবং বিক্রয়ের উপর ৭% বিক্রয় খরচ ধার্য করতে হবে।
ক. মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৯.▶ আদম ম্যানুফ্যাকচারিং কোম্পানি-এর ২০১৫ সালের ডিসেম্বর মাসের কাঁচামাল ক্রয় এবং ইস্যু সংক্রান্ত তথ্য নিæরূপ:
২০১৬
ডিসে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০০ একক ৫.০০ টাকা হারে।
’’ ৭ ক্রয় ২০০ একক ১০.৪০ টাকা হারে।
’’ ৯ ইস্যু ৪১০ একক।
’’ ১১ ইস্যু ৪৫ একক।
’’ ১৬ ক্রয় ৩৫০ একক ১১.০০ টাকা হারে।
’’ ১৯ ইস্যু ২১০ একক।
’’ ২১ ইস্যু ক্রয় ৪১০ একক ১১.৮০ টাকা হারে।
’’ ২৮ ইস্যু ৩১০ একক।
’’ ৩১ কারখানা হতে ফেরত ৪০০ একক।
গুদামরক্ষক ২৯ তারিখে ৪০ একক মাল ঘাটতি পেয়েছেন।
ক. ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো। ২
খ. ১, ৭, ৯ ও ২৯ তারিখের তথ্য ব্যবহার করে ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. ১, ১১, ১৯ ও ২১ তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
১০.▶ আকাশ কর্পোরেশনের নিæলিখিত তথ্য প্রদত্ত হলো:
একক প্রতি বিক্রয়মূল্য ৬০০ টাকা।
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৪০০ টাকা।
মাসিক স্থায়ী ব্যয় ১৫,০০,০০০ টাকা।
মাসিক বিক্রয় ২০,০০০ একক।
ক. এককপ্রতি অনুদান প্রান্ত ও অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিক্রয় এককে ও টাকায় নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। ৪
গ. মাসিক বিক্রয় ২৪,০০০ একক এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৪২০ টাকা হলে এককে এবং টাকায় নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১.▶ ২০১৬ সালের জুন মসে হাতিল ফার্নিচার লিমিটেড-এর কারখানায় কর্মরত শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো:
বিবরণ রবিন (টাকা) মনির (টাকা)
মূল মজুরি ৬,০০০ ৪,০০০
বাড়িভাড়া ভাতা ৪০% ৪০%
চিকিৎসা ভাতা ৪০০ ৪০০
ওভার টাইমের পরিমাণ ১৫ ঘণ্টা ২০ ঘণ্টা
কল্যাণ তহবিলে কর্তন ৫০ ৫০
যৌথ বিমা (সর্বনিæ ১০০ টাকা) তহবিলে কর্তন ২% ২%
প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান ৫% ৫%
প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ৫% ৫%
জুন মাসের মোট স্বাভাবিক কর্মঘণ্টা ছিল ২০০ ঘণ্টা। ওভারটাইমের মজুরি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ প্রদান করা হলো।
ক. ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালের জুন মসের নিট প্রদেয় মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
গ. হাতিল ফার্নিচার লিমিটেড-এর মজুরি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।