HSC | বাংলা ২য় পত্র | বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল | PDF Download: বাংলা দ্বিতীয় পত্র হতে গুরুত্বপূর্ণ সব বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়টির গুরুপূর্ণ কিছু বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
উচ্চ মাধ্যমিক ● বাংলা দ্বিতীয় পত্র ● বিষয়ভিত্তিক আলোচনা ও পরীক্ষা প্রস্তুতি
নির্মিতি অংশ : বৈদ্যুতিন চিঠি/ ই-মেইল
বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল (E-mail) অর্থ Electronic Mail। বর্তমানে তথ্য প্রযুক্তির এই মাধ্যমটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মানুষের সার্বক্ষণিক যোগাযোগ কে ইমেইল করে তুলেছে সহজ ও দ্রততর। ই-মেইল লেখা ও আদান-প্রদানের জন্য প্রয়োজন হয় ইন্টারনেট সংযোগ সংবলিত একটি ইলেকট্রনিক যন্ত্র।
যেমন কম্পিউটার বা স্মার্টফোন। ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল পদ্ধতি চালু হয়। কম্পিউটার পদ্ধতির অভাবনীয় উন্নতির ফলে এখন সাধারণ বার্তা চিঠি প্রতিবেদন তথ্য-উপাত্ত, সারণী, চিত্র ইত্যাদি বৈদ্যুতিকভাবে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা মুঠোফোনে মুহূর্তের মধ্যে পাঠানো সম্ভব হচ্ছে।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন Gmail, Hotmail এবং Yahoo ইত্যাদির মাধ্যমে ই-মেইল সেবা প্রদান করছে। ই-মেইল সেবা পাওয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকতে হয়। ই-মেইল সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করে। একটি ই-মেইল যেমন একজন ব্যক্তির কাছে পাঠানো যায়, তেমনি সমষ্টিগতভাবে একযোগে একাধিক ব্যক্তির কাছেও পাঠানো যায়।
বাংলায় ই-মেইল লেখার নিয়ম:
১. ই-মেইল ঠিকানাগুলোতে সাধারণত নামের সংক্ষিপ্ত রূপের পর কোন স্পেস বা ফাঁকা জায়গা না রেখে “@” চিহ্ন তারপর gmail বা hotmail অথবা yahoo ইত্যাদি এবং সর্বশেষে ..com লেখা হয়। যেমন courstika@gmial.com। ইমেইল ঠিকানা সব সময় ছোট অক্ষর বা ঝসধষষ ষবঃঃবৎ এর মাধ্যমে লেখা হয়।
২. ইমেইলের উপরাংশে From, To, Cc এবং Bcc অপশন থাকে। From এর স্থানে প্রেরকের ঠিকানা, To এর স্থানে প্রাপকের ঠিকানা লিখতে হয়। Cc অর্থ কার্বন কপি। একাধিক ঠিকানায় একই ইমেইল পাঠানোর জন্য Cc বক্সে প্রাপকদের ঠিকানা লিখতে হয়।
৩. Subject অংশে যে বিষয়টি নিয়ে ইমেইল রচনা করতে হবে তা অত্যন্ত সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হবে। যেমন চাকরির আবেদন জানিয়ে ইমেইল লিখতে চাইলে Subject অংশে লেখা যায় “অফিসার পদের জন্য আবেদন”।
৪. Text হলো ইমেইলের প্রধান অংশ। এই অংশে প্রাপকের নিকট মূল বার্তাটি লেখা হয়।
৫. ইমেইলের বার্তাটি সংক্ষিপ্ত হতে হবে।
৬. স্থান, কাল, পাত্র ভেদে সম্মানসূচক শব্দ যেমন: প্রিয়, মহোদয়, জনাব, সুধি ইত্যাদি সম্বোধন ব্যবহার করতে হবে।
৭. ইমেইলের তারিখ কিংবা প্রেরকের ইমেইল ঠিকানা উল্লেখ দরকার হয় না। তবে দাপ্তরিক কাজের জন্য ইমেইলের প্রিন্টেড কপি সংরক্ষণ করা হয় বলে প্রেরকের ইমেইল ঠিকানা উল্লেখ করাই ভালো
৮. ইমেইলে বার্তা লেখার পাশাপাশি ভিডিও, ছবি বা নথিপত্র ইত্যাদি প্রেরণ করা যায়। এর জন্য Attachment বা সংযুক্তি অংশের সাহায্য নিতে হবে। যেমন: ই-মেইলে চাকরির আবেদন করার সময় জীবন বৃত্তান্ত বা ছবি সংযুক্ত করে পাঠানো যায়।
৯. ই-মেইলে অনেকগুলো সূত্রের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে সেক্ষেত্রে নিয়মগুলো ক্রমিক নম্বর দিয়ে চিহ্নিত করা ভালো।
১০. ই-মেইল তৈরি হওয়ার পর তা ভালোভাবে সম্পাদনা করা উচিত। যাতে বানান ও বাক্যগত ত্রুটি না থাকে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপযোগি গুরুত্বপূর্ণ ই-মেইল:
১. সহপাঠীদেরকে সাপ্তাহিক শ্রেণি অভীক্ষার পরিবর্তিত সময়সূচি জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
২. প্রয়োজনীয় বই ধার চেয়ে সহপাঠীর উদ্দেশে একটি ই-মেইল বার্তা লিখ।
৩. শিক্ষকের নিকট সময় প্রার্থনা করে একটি ই-মেইল বার্তা লিখ।
৪. বনভোজনের চাঁদার হার জানিয়ে সহপাঠীদের উদ্দেশে একটি ই-মেইল বার্তা লিখ।
৫. সহপাঠীদের ক্লাসের পরিবর্তিত সময়সূচি জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
৬. কিছু টাকা পাঠাতে বড় ভাইয়ের কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
৭. স¤প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৮. বন্ধুকে একটি দুর্ঘটনার কথা লিখে একটি ই-মেইল বার্তা লিখ।
৯. পরীক্ষায় অনুপস্থিত থাকার কারণ জানিয়ে শ্রেণিশিক্ষকের কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
১০. বিশেষ কারণে ক্লাস না নেওয়ার অনুরোধ জানিয়ে শ্রেণিশিক্ষকের কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
১১. কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে একটি ই-মেইল বার্তা লিখ।
১২. পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
১৩. ভবিষ্যতে পরীক্ষাতে ভালো ফলাফল করার জন্য উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল বার্তা লিখ।
১৪. বন্যা পরিস্থিতির কথা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
১৫. প্রয়োজনীয় কিছু বই চেয়ে ব্যবসায়ীর উদ্দেশে একটি ই-মেইল বার্তা লিখ।
১৬. প্রয়োজনীয় ওষুধ চেয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
১৭. বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
১৮. গভীর নলকূপের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে একটি ই-মেইল বার্তা লিখ।
১৯. রাস্তা সংস্কারের আবশ্যকাত জানিয়ে মাননীয় সংসদ সদস্যের কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
২০. সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
২১. বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
২২. এইচএসসি পরীক্ষায় বন্ধুর চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল পাঠাও।
২৩. তোমার বন্ধুর জন্মদিনে শুবেচ্ছা জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
২৪. তোমার পরিচিত কোনো মুক্তিযোদ্ধাকে একটি ই-মেইল বার্তা লিখ।
২৫. আসন সংরক্ষণের জন্য রেলের বুকিং সহকারীর কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
HSC | বাংলা ২য় | কলেজ ভিত্তিক অনুবাদ ১৬১-১৮৫ | PDF Download
HSC | বাংলা ২য় | কলেজ ভিত্তিক অনুবাদ ১৪১-১৬০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় | কলেজ ভিত্তিক অনুবাদ ১২১-১৪০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় | বোর্ড ভিত্তিক অনুবাদ ১০১-১২০ | PDF Download
২৬. মনে করো, তুমি সাগর/রিনা চাঁদপুরের সোনাপুরে বাস করো এবং নূরপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। তোমার বন্ধু লাবু/লুনা একজন গ্রাম্য চাত্র/ছত্রী যে রাঙ্গামটির কাপ্তায় এ বাস করে সে তোমার কাছে তোমাদের স্কুলের সহপাঠ্যক্রম কার্যাবলি সম্পর্কে জানতে চায়। এখন, তুমি তোমার বন্ধুকে তোমার স্কুলের াসহ পাঠ্যক্রম কার্যাবলি সম্পর্কে বর্ণনা করে একটি ই-মেইল বার্তা লিখ।
২৭. মনে করো, স¤প্রতিক সময়ে তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়িয়েছ এবং সেখানে ৫ দিন ছিলে। তোমার বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের উষ্ণ আতিথেয়তার জন্য তুমি খুবই আনন্দিত। এখন তোমার বন্ধুকে তাদের আতিথেয়তার কথা স্মরণ করে একটি ই-মেইল প্রেরণ করো।
২৮. মনে করো, তুমি কুমিল্লার কান্দিপাড়ের লিটন/রতন।তুমি ২ শে ফেব্রুয়ারি, ২০১৬ এ তোমার জন্মদিন পালন করতে যাচ্ছ । এতে তোমার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছ। এখন, রাজশাহীতে বসবাসরত তোমার একজন বন্ধু রুবেলকে তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
২৯. মনে করো, তুমি মনিকা/নূপুর এবং রাজশাহীর ক্যাডেট কলেজেন দশম শ্রেণির একজন ছাত্রী। তোমার নির্বাচনি পরীক্ষা শেষ এবং এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিছো। এখন, পরীক্ষায় বালো সফলতাকল্পে তোমার বড় বোন রিতাকে একটি ই-মেইল বার্তা লিখ।
৩০. মনে করো তুমি আফসানা/তামান্না। তুমি ঢাকায় ফার্মগেট বাস করো। বরিশালের তোমার এক বন্ধু রচনা প্রতিযোগিতায় প্রেসিডেন্ট পদক পেয়েছে। এখন, তোমার বন্ধু মম/পিতাকে তার অর্জনের অভিনন্দন জানিয়ে একটি ই-মেইল প্রেরণ করো।
৩১. মনে করো, তুমি ঢাকা-১০০০এর ১৫নং ময়মনসিংহ রোডের বাসিন্দা রিয়াজ। সা¤প্রতিক সময়ে তোমার এক বিদেশি বন্ধু রবার্ট, যে যুক্তরাজ্যের পিলিজিবি বিএইচ পলিমাউথ এর ১৫নং ডেরিফোর্ড রোডে বাস করে। তার কাছ থেকে একটি ই-মেইল পেয়েছ যেখারে সে তোমার পছন্দের বিষয়গুলো জানতে চেয়েছে। এখন, এ সম্পর্কে জানিয়ে তাকে একটি ই-মেইল প্রেরণ করো।
৩২. মনে করো, তোমার একজন বিদেশি বন্ধু রয়েছে যার নাম রফিক/নিউটন। সে লন্ডনের ব্রুক লেন রোডে বসবাস করে। ঢাকা চিড়িয়াখানা সম্পর্কে সে তোমার কাছে কিছু জানতে চেয়েছে। এখন, চিড়িয়াখানায তোমার পরিদর্শনের বর্ণনা দিয়ে তাকে একটি ই-মেইল বার্তা লিখ।
৩৩. মনে করো, তুমি সিলেটের মকবুল। কিছুদিন আগে তুমি সিলেট থেকে ঢাকায় বিমান ভ্রমণ করেছিলে। এখন, ভ্রমণ সম্পর্কে অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তোমার বন্ধু নিলয় যে ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে থাকে। তাকে একটি ই-মেইল বার্তা লিখ।
৩৪. নিয়মিত অধ্যয়ন করার পরামর্শ দিয়ে তুমি তোমার ছোট ভাইকে একটি ই-মেইল বার্তা লিখ।
৩৫. গতকাল যে অধ্যায় পড়ানো হয়েছিল তা জানিয়ে তোমার বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৩৬. মনে করো, তোমার পলাশ নামের একজন খুব কাছের বন্ধু রয়েছে। সা¤প্রতি সময়ে সে তার পিতাকে হারিয়েছে। এখন তার ই-মেইলের ঠিকানায় তাকে সান্ত¡না দায়ক একটি বার্তা প্রেরণ করো।
৩৭. মনে করো, তুমি শাহীন। কবিতা তোমার খুব কাছের বন্ধু। তুমি একটি বনভোজনে যাচ্ছো। এখন, তাকে বনভোজনে যাবার আমন্ত্রণ জানিয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
৩৮. মনে করো, কামাল তোমার খুব কাছে বন্ধু সে চট্টগ্রামে বাস করে। কামাল মাদাকসক্ত হয়ে গেছে। এখন, এই ধ্বংসাত্মক অভ্যাস পরিত্যাগ করতে আহŸান জানিয়ে তাকে একটি ই-মেইল বার্তা লিখ।
৩৯. মনে করো, রাজিব নামে তোমার এক ছোট বাই আছে। এই বছর সে জেএসসি পরীক্ষা দিবে। এখন, নিয়মিত অধ্যয়ন করা এবং পরীক্ষায় অসুদপায় অবলম্বন না করার জন্য উপদেশ দিয়ে তাকে একটি ই-মেইল বার্তা লিখ।
৪০. তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিয়োগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল বার্তা লিখ।
৪১. বাংলা নববর্ষ উদ্যাপনের বৈচিত্র্য তুলে ধরে প্রবাসী বন্ধুকে পাঠানের জন্য একটি ই-মেইল বার্তা লিখ।
৪২. জরুরি রক্তের প্রয়োজনের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ই-মেইল বার্তা লিখ।
৪৩. ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল বার্তা লিখ।
৪৪. বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৪৫. স¤প্রতি তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৪৬. বনভোজনে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৪৭. তোমাদের কলেজ লাইব্রেরিতে প্রয়োজনীয় কিছু বই চেয়ে একজন বই বিক্রেতার উদ্দেশে একটি ই-মেইল বার্তা লিখ।
৪৮. তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পকড়ায় বাবার বন্ধুর কাছে প্রয়োজনীয় ওষুধ চেয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
৪৯. বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বন্ধুর কাছে একটি ই-মেইল বার্তা লিখ।
৫০. সড়ক দুর্ঘটনায় মারাতœকভাবে আহত কোনো মেধাবী বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে একটি ই-মেইল বার্তা লিখ।
৫১. সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৫২. তোমার কলেজে বিজয় দিবস উদযাপনের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
৫৩. মনে করো, তুমি ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হতে চাও। উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর একটি ই-মেইল বার্তা লিখ।
৫৪. তোমার বোনের বিযেতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল বার্তা লিখ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।