HSC | বাংলা ২য় পত্র | SMS বা খুদে বার্তা | PDF Download: বাংলা দ্বিতীয় পত্র হতে গুরুত্বপূর্ণ সব বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র বিষয়টির গুরুপূর্ণ কিছু বৈদ্যুতিন চিঠি বা ই-মেইল নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
উচ্চ মাধ্যমিক ■ বাংলা (দ্বিতীয় পত্র) ■ নির্মিতি অংশের আলোচনা ও পরীক্ষা প্রস্তুতি
আলোচ্য বিষয়: খুদে বার্তা
বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থায় মুঠোফোন সবচেয়ে অপরিহার্য উপাদান। ব্যস্ত সময়ে প্রতি মুহূর্তেই মানুষ তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে চায়। স্বল্প সময়ে মুখ্য সংবাদটি জানাতেই খুদে বার্তা বা SMS ব্যবহৃত হয়।
Short Message Service রূপ হচ্ছে SMS । মুঠোফোনে (Mobile) কয়েকটি শব্দ বা বাক্য ব্যবহার করে বার্তা আদান-প্রদানের কৌশলকে খুদে বার্তা বলে। খুদে বার্তা মূলত ভাব বিনিময়ের চুম্বক বিষয়টিকেই ধারণ করে।
এসএমএস তথ্য আদান-প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম। যেকোনো মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তে বার্তা পাঠাতে হলে SMS -এর কোনো জুড়ি নেই। বক্তিগত বার্তার পাশাপাশি আজকাল সামাজিক কর্মকান্ডে এবং ব্যবসা-বাণিজ্যের পণ্য ও সেবার প্রচারের জন্যও খুদে বার্তা ব্যবহৃত হয়। বর্তমানে সরকারের বিভিন্ন সেবামূলক সংস্থা যেমন-পানি, বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধের তাগাদায়ও খুদে বার্তা ব্যবহৃত হচ্ছে। এটি বর্তমান সময়ে বার্তা আদান-প্রদানের আকর্ষণীয় মাধ্যম।
খুদে বার্তা কি?
কোন বার্তাকে কোন প্রেরকের সামনে স্বল্প ভাষায় মাধ্যমে উপস্থাপন করার কৌশলকে বলা হয়ে থাকে খুদে বার্তা বা ম্যাসেজ। সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে পরষ্পরের সাথে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার। মূলত খুবই অল্প কথায় আপনি আপনার নিজের মনোভাব কিংবা বার্তা উপস্থাপন করার কৌশলকে বলা হয়ে থাকে খুদেবার্তা।
খুদে বার্তার ব্যবহার
ব্যক্তিগত জীবনে খবরাখবর নেওয়ার জন্য।
পরস্পরকে অভিবাদন জানানোর জন্য।
কাউকে শুভেচ্ছা জানানোর জন্য।
কারো খুশিতে অংশীদার হওয়ার জন্য।
ভাব বিনিময় করার জন্য।
মতামতের আদান প্রদানের জন্য।
কৌশলাদি বিনিময়।
খুদে বার্তা অনুশীলন
১. জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে খুদে বার্তা প্রেরণ করো।
প্রিয় সোহাগ,
আগামী ১৬ ডিসেম্বর, শুক্রবার ২০১৬ আমার জন্মদিন। এবারের জন্মদিনের অনুষ্ঠানে শুধু বন্ধুদের নিমন্ত্রণ জানানো হচ্ছে। এ দিনে তুমি আমন্ত্রিত এবং তোমাকেই প্রথম বার্তা পাঠানো হলো।
– আকরাম
২. বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা লেখো।
প্রিয় রাসেল,
বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন প্রেরণার উৎস। এ দিনে আমরা জীর্ণ পুরাতনকে ভুলে যাই। সবার জীবন থেকে ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’।
শুভ নববর্ষ ১৪২২
– মনিরুল
৩. বন্ধুর বিয়েতে শুভেচ্ছা জানিয়ে একখানা পত্র লেখো।
প্রিয় মজনু,
তোর বিয়েতে আসতে পারলাম না বলে দুঃখিত। জরুরি একটি কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, তোর বৈবাহিক জীবন সুখময় হয়ে উঠুক, এই শুভকামনা রইল। ভালো থাকিস।
– রাব্বানি
৪. ভালো ফল করার জন্য ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় আকাশ,
খুব হৈচৈ করছ নিশ্চয়ই। তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় আমিও খুব আনন্দিত। আশাকরি পরবর্তী সময়ে সব পরীক্ষায়ও তোমার রেজাল্টের এ ধারাবাহিকতা বজায় থাকবে। ভালো থেকো। আর খুব মজা করো।
– হাবীব
৫. শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় সিজান,
তিন দিনের শিক্ষা সফর শেষে বাড়ি ফিরলাম। শিক্ষক ও বন্ধু-বান্ধবীদের সঙ্গে কাটানো এই দিনগুলো আমার জীবনের সেরা দিন বলতে পারি। সিজান, তুই খুব মিস করলি।
– মিতা
৬. বিজ্ঞান মেলায় উপস্থিত অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় বন্ধু,
আমি এখন বিজ্ঞান মেলায়। বিভিন্ন খুদে বিজ্ঞানীর নতুন নতুন আবিষ্কার আর তার প্রদর্শনী তাক লাগিয়ে দিল। সুযোগ পেলে তুমিও দেখে যেয়ো।
– রাহাত
৭. বইমেলা সম্পর্কে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় অনিকেত,
আজ সারা দিন কলেজে আয়োজিত বইমেলায় ঘুরলাম। টিপু সঙ্গে ছিল। এবারের বইমেলায় নতুন লেখকদের বইসহ অনেক ভালো ভালো বই এসেছে। আমি দুটি উপন্যাস কিনলাম আর টিপু একটি গল্পের বই কিনল। সময় পেলে তুমিও একবার এসো। আশা করি ভালো লাগবে।
– সাজিদ
৮. বন্ধুকে আরোগ্য লাভের কথা জানিয়ে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় রুপম,
সন্ধ্যায় চাচার সঙ্গে দেখা হয়েছিল, জানতে পারলাম তুমি ভীষণ অসুস্থ। প্রার্থনা করি যেন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কাল তোমাকে দেখতে আসব। ভালো থেকো।
– তানভীর
৯. বাংলাদেশে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে বিদেশি বন্ধুকে একটি খুদে বার্তা প্রেরণ করো।
প্রিয় রিচার্ড,
নিশ্চয়ই ভালো আছ? একবার এসো বাংলাদেশে। তোমার জন্ম তো এখানেই। নিশ্চয়ই এ দেশের প্রতি আগ্রহ আছে? একবার এসে ঘুরে গেলে ভালো লাগবে।
– তমাল, ঢাকা।
১০. বোনের বিয়ের দাওয়াত প্রসঙ্গে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় রফিক,
জানিসই তো পরশু আমার বোনের বিয়ে। অনেক কাজ, কিন্তু দেখাশোনার লোকের বড্ড অভাব। পারলে তাড়াতাড়ি চলে আসিস। এটা নিমন্ত্রণপত্র, আবার তাগাদাপত্রও। হা-হা-হা-হা… চলে আয়, দেখা হবে।
– হিজল
১১. কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় অর্ণিমা,
আসছে ১৬ ডিসেম্বর আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আমিও গান গাইব। তুমি কিন্তু অবশ্যই আসবে।
– অনামিকা
১২. সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় বিপ্লব,
শুভ পঞ্চমী। জগতে জ্ঞান বর্ষিত হোক। সব ধরনের অজ্ঞানতার অবসান ঘটুক।
– পলাশ
১৩. পরীক্ষায় খারাপ রেজাল্ট করার জন্য বন্ধুর প্রতি সমবেদনা জানিয়ে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় দীপ্ত,
শুনলাম তোমার প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এ জন্য তোমার মন খারাপ। জানি এটাই স্বাভাবিক, তবুও বলব বন্ধু, দুঃখ করো না। পরবর্তী পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, অবশ্যই তুমি ভালো করবে।
– রাকিব
১৪. টাকা ধার চেয়ে বন্ধুর নিকট একটি খুদে বার্তা লেখো।
প্রিয় বন্ধু,
হঠাৎ করে অর্থ সংকটে পড়েছি। কিছু টাকা ধার দিতে পারবি? বাড়ি থেকে টাকা এলেই পরিশোধ করে দেব। শুভেচ্ছা রইল।
– সাফিন
১৫. সদ্য পড়া একটি উপন্যাসের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় আরমান,
উপন্যাসটা পড়া শেষ করলাম। আশ্চর্য এক মনস্তাত্তিক দ্বন্দ্ব এই উপন্যাসে লক্ষ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় ও রকম মনস্তাত্তি¡ক দ্বন্দ্বের ব্যাপার এর আগে আমি পড়িনি। তুই পড়ে দেখতে পারিস।
– নিবেদিতা
১৬. বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় সুহৃদ,
বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। একুশ থেকে শুরু, ছাব্বিশে পেলাম স্বাধীনতা আর ষোলোতে পেলাম বিজয়। কষ্টার্জিত এ বিজয় আমাদের পুরো জাতিকে করেছে গৌরবান্বিত।
– আতিফ
১৭. গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বাড়িতে আসছ। বিষয়ে বড় ভাইকে একটি খুদে বার্তা প্রেরণ করো।
ভাইয়া,
নিশ্চয়ই খুব ভালো আছ। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে কাল থেকে আমাদের কলেজ বন্ধ। তাই আজকে বাড়িতে যাব।
– জামিল।
১৮. মা দিবসে মাকে একটি শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা প্রেরণ করো।
প্রিয় মা,
কেমন আছ? তুমি কী জান, আজ বিশ্ব মা দিবস? যদিও তুমি আমার কাছে সব সময় অন্যতম, তবুও আজ আমি তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। তোমাকে আমি অনেক ভালোবাসি মা। তুমি পৃথিবীর সেরা মা। আমি ধন্য যে, তুমি আমার মা।
– তোমার ছেলে করিম
১৯. বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাবাকে একটি খুদে বার্তা প্রেরণ করো।
প্রিয় বাবা,
কেমন আছ? তুমি বাবা হিসেবে এত বেশি দায়িত্বশীল ও সফল যে, তোমাকে ধন্যবাদ দেওয়াটা কম হয়ে যায়। তবুও আজ এই বিশ্ব বাবা দিবসে তোমাকে বলতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি।
– তোমার ছেলে রাফিদ
২০. বন্ধু দিবসে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা প্রেরণ করো।
প্রিয় শিশির,
শুভ বন্ধু দিবস। আজ এই বিশেষ দিনে সবার আগে তোর কথাই মনে পড়ছে। তোকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি, আগামী দিনগুলোতেও আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। ভালো থাকিস।
– হুমায়ুন
২১. ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় বন্ধু,
ঈদ মোবারক। তোমার বাড়ির সবাইকে আমার সালাম ও ঈদের শুভেচ্ছা জানাবে। পরিবারের সবার সঙ্গে দিনটি ভালো কাটাবে আশা করি।
– আরিফ আহসান
২২. শারদীয় পূজার শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় স্বাধীন,
শারদীয় শুভেচ্ছা। কোথায় কোথায় প্রতিমা দেখতে গিয়েছিলি? অনেক মজা হচ্ছে তাই না। আমাদের মÐপটাও অনেক জমকালোভাবে সাজানো হয়েছে। পারলে কাল চলে আয়। তোরও অনেক ভালো লাগবে আমাদের এখানে।
– রামপ্রসাদ
২৩. বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখো।
প্রিয় এন্ড্রু,
বড়দিনের অনেক শুভেচ্ছা রইল। আত্মীয়স্বজন ও পরিবারের সবার সঙ্গে দিনটি তোমার অনেক আনন্দে কাটবে আশা করছি।
– সিজার
পরীক্ষা উপযোগী গুরুত্বপূর্ণ কিছু খুদে বার্তা
১. বিজ্ঞান মেলায় উপস্থিত অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
২. ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
৩. বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধকে একটি খুদে বার্তা লিখ।
৪. জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
অথবা, মনে করো তুমি প্রভা। শিখা তুমার বন্ধু। আজ তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ন্যূনতম পাঁচটি বাক্যের একটি খুদে বার্তা লিখ।
৫. স্মরণীয় ঘটনা সম্পর্কে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
HSC | বাংলা ২য় | কলেজ ভিত্তিক অনুবাদ ১৬১-১৮৫ | PDF Download
HSC | বাংলা ২য় | কলেজ ভিত্তিক অনুবাদ ১৪১-১৬০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় | কলেজ ভিত্তিক অনুবাদ ১২১-১৪০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় | বোর্ড ভিত্তিক অনুবাদ ১০১-১২০ | PDF Download
HSC | বাংলা দ্বিতীয় পত্র | অনুবাদ ৬১-৮০ | Onubad | PDF Download
৬. শিক্ষা সফরের প্রস্তুতির খবর নিতে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
৭. শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধকে একটি খুদে বার্তা লিখ।
৮. ভালো ফল করার জন্যে ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
৯. মায়ের অসুস্থতার খবর জানিয়ে ভাইকে একটি খুদে বার্তা লিখ।
১০. বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১১. বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক খুদেবার্তা।
১২. বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে বন্ধুকে আহŸান জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১৩. ২০১৫ বিশ^কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ নিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
১৪. বৃক্ষরোপণ সপ্তাহ পালনের জন্য বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
১৫. বিশ^ ভালোবাসা দিবস উপরক্ষে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১৬. জাতীয় শোক দিবস উপলক্ষে একটি খুদে বার্তা লিখ।
১৭. বসন্তের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
১৮. পরিচিতজনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লিখ।
১৯. দূর্গাপূজা উপলক্ষে প্রিয়জনদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লিখ।
২০. ক্লাসে অনুপস্থিতির কথা জানিয়ে শ্রেণিশিক্ষকের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লিখ।
২১. কলেজের অনুষ্ঠান উপলক্ষে অভিভাবকদের উদ্দেশ্যে একটি খুদে বার্তা লিখ।
২২. কর্মশালার সংবাদ জানিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতি একটি খুদে বার্তা লিখ।
২৩. সা¤প্রতিক বন্যায় ত্রাণ কাজে সাহায্য করার জন্য তোমার বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
২৪. মনে করো, একজন মুমুর্ষু রোগী জন্য (ও-পজেটিভ) রক্ত প্রয়োজন। তোমার এক বন্ধুর রক্তের গ্রুপ (ও-পজেটিভ) তাই তার কাছে রক্ত চেয়ে একটি খুদে বার্তা লিখ।
২৫. অমর একুশে বই মেলায় আসার জন্য তোমার বন্ধুকে একটি খুদে বার্তা লিখ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।