HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় পঞ্চম | বহুনির্বাচনি প্রশ্ন | PDF : জীব বিজ্ঞান ১ম পত্রের পঞ্চম অধ্যায়ের সব বহুনির্বাচনি প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
পঞ্চম অধ্যায় – শৈবাল ও ছত্রাক
১. যেসব শৈবালের কোষে নিউক্লিয়াস থাকে না তাকে কী বলে?
ক. প্রোক্যরিওটিক
খ. ইউক্যারিওটিক
গ. ক্রোমাটিন
ঘ. জেলাটিন
২. ইউক্যারিওটিক. কোষের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. নিউক্লিয়াসবিহীন
খ. নিউক্লিয়াস সুসংগঠিত
গ. ক্ষুদ্রাকৃতির কোষ
ঘ. নিউক্লিয়াস ঝিল্লিবিহীন
৩. নীলাভ সবুজ শৈবালের কোষ-
ক. ইউক্যারিওটিক
খ. ইউগ্যামী
গ. প্রোক্যারিওটিক
ঘ. প্রোটোপ্লাস্টিক
৪. আদি ও প্রকৃত কোষী শৈবালকে পার্থক্য করা হয় কী দিয়ে?
ক. স্টোমাটা
খ. নিউক্লিয়াস
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. প্রোটোপ্লাস্ট
৫. শৈবালের কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট?
ক. একস্তর
খ. দ্বিস্তর
গ. ত্রিস্তর
ঘ. চারস্তর বিশিষ্ট্য
৬. শৈবালের কোন প্রাচীরটি বেশি দৃঢ়?
ক. ভিতরেরটি
খ. বাইরেরটি
গ. ত্বকীয় স্তরটি
ঘ. সবগুলোই
৭. বাইরের (শৈবাল) স্তরটি পিচ্ছিল হওয়ার করণ-
ক. গ্রাফাইট পদার্থ
খ. মিউসিলেজ
গ. কিউটিলেজ
ঘ. জিলাটিন
৮. শৈবালের কোষ প্রাচীরের ভিতর গাত্রে কোষ ঝিল্লিরূপে কী অবস্থান করে?
ক. প্রোটোপ্লাজম
খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিয়াস
ঘ. মাইটোকন্ড্রিয়া
৯. কোনটি শৈবালের দেহের রঞ্জক. পদার্থ?
ক. ক্লোরোফিল
খ. মাইটোকন্ড্রিয়া
গ. গলজিবস্তু
ঘ. নিউক্লিয়াস
১০. শৈবালের কোষের প্লাস্টিডের সাথে ফাইকোসায়ানিন উপস্থিত থাকলে কোষের বর্ণ কিরূপ হবে?
ক. নীল
খ. বাদামী
গ. লাল
ঘ. সবুজ
১১. শৈবালের কোষে কোন পদার্থ উপস্থিতির কারণে কোষ লাল বর্ণ দেখায়?
ক. ফিউকোজ্যাস্থিন
খ. ফিওফাইসিন
গ. ফাইকোএরিথ্রিন
ঘ. ফাইকোসায়ানিন
১২. সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য বস্তু কোনটি?
ক. শ্বেতসার
খ. ক্লোরেডিয়ান
গ. কার্বোহাইড্রেট
ঘ. লিউকোসিন
১৩. নীলাভ-সবুজ শৈবালের কোষে সঞ্চিত খাদ্য কোনটি?
ক. শ্বেতসার
খ. সায়ানোফাইসিয়ান শ্বেতসার
গ. ফ্লোরিডিয়ান শ্বেতসার
ঘ. কার্বোঅক্সাইড
১৪. লোহিত শৈবালের কোষে সঞ্চিত খাদ্য কোনটি?
ক. চর্বি
খ. শ্বেতসার
গ. ফ্লোরিডিয়ান শ্বেতসার
ঘ. প্যারামাইলাম
১৫. কোনটি শৈবাল কোষের অঙ্গাণু নয়?
ক. গলজি বডি
খ. মাইটোকন্ড্রিয়া
ক. নিউক্লিয়াস
ঘ. অ্যালভিওলাই
১৬. নাশপাতি আকারের শৈবালে সর্বোচ্চ কতটি ফ্লাজেলা থাকতে পারে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৭. শৈবালে কয় ধরনের কোষ দেখা যায়?
ক. ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৫ ধরনের
১৮. ইউক্যারিওটিক. কোষের বৈশিষ্ট্য কোনটি?
ক. নিউক্লিয়াসবিহীন
খ. নিউক্লিয়াস ঝিল্লিবিহীন
গ. নিউক্লিওলাস উপস্থিত
ঘ. নিউক্লিয়াস অসংগঠিত
১৯. কোষপ্রাচীরের ভেতরগাত্রে কোষঝিল্লিরূপে শৈবালের স্তরটির নাম কী?
ক. প্রোটোপ্লাজমীয়
খ. সাইটোপ্লাজমীয়
গ. মাইটোকন্ড্রিয়াল
ঘ. প্লাস্টিডিও
২০. শৈবালের কোষে কোন পদার্থের কোনটি অনুপস্থিত?
ক. ক্লোরোফিল
খ. ফিউকোজ্যান্থিন
গ. ফিওফাইসিন
ঘ. ফাইকোএরিথ্রিন
২১. সমপ্রকৃতির দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে সৃষ্ট জনন কে কী বলে?
ক. উগ্যামাস
খ. অ্যানাইসোগ্যামাস
গ. সমগ্যামাস
ঘ. আইসোগ্যামাস
২২. অসমাকৃতির গ্র্যামেটের মিলনকে কী বলে?
ক. আইসোগ্যামাস
খ. আনাইসোগ্যামাস
গ. উগ্যামাস
ঘ. অস্বাভাবিক. মিলন
২৩. ক্ষুদ্র সচল শুক্রাণুর সাথে বৃহৎ অচল ডিম্বাণুর মিলনকে বলা হয়?
ক. উগ্যামাস
খ. অ্যানাইসোগ্যামাস
গ. আইসোগ্যামাস
ঘ. রিডিংগ্যামাস
২৪. যৌন জননের সর্বোন্নত পদ্ধতি কোনটি?
ক. আইসোগ্যামাস
খ. অ্যালাইসোগ্যামাস
গ. উগ্যামাস
ঘ. পার্থেনোজেনেসিস
২৫. নিষেক. ব্যতীত নতুন উদ্ভিদ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কী বলে?
ক. অপুংজনি
খ. যৌন জনন
গ. অযৌন জনন
ঘ. অঙ্গজ জনন
২৭. হঠাৎ দুর্ঘটনাবশত হলে কলোনীবাসি শৈবাল কোন প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে?
ক. বান্ডিং
খ. টিউবার
গ. খন্ডায়নের মাধ্যমে
ঘ. হার্মোসিস্টের মাধ্যমে
২৮. প্রতিকূল পরিবেশে ট্রাইক্রোম খন্ডিত হয়ে কি তৈরি করে?
ক. হর্মোগোনিয়া
খ. প্রোটোনেমা
গ. হর্মোরেণু
ঘ. হর্মোসিস্ট
২৯. শুষ্ক. পরিবেশে হর্মোগোনিয়াম পুরু প্রাচীর দ্বারা আবৃত হলে তাকে কী বলে?
ক. হর্মোরেণু
খ. বুলবিল
গ. প্রোটেনেমা
ঘ. অ্যামাইলাম স্টার
৩০. শৈবালের পর্ব হতে নির্গত মুকুলাকৃতির ছোট অঙ্গকে কী বলে?
ক. বুলবিল
খ. হর্মোরেণু
গ. অ্যামাইরাম স্টার
ঘ. হর্মোসিস্ট
৩১. ঘড়ংঃড়প শৈবাল কোনটির মাধ্যমে জনন ক্রিয়া ঘটায়?
ক. টিউবার
খ. বাডিং
গ. হর্মোগোনিয়া
ঘ. অ্যাকিনিটি
৩২. অযৌন জননের একক. কি?
ক. রেণু
খ. খন্ড
গ. টিউবার
ঘ. হর্মোরেণু
৩৩. চলৎশক্তিহীন রেণুকে কী বলে?
ক. চলরেণু
খ. অচলরেনু
গ. হিপ্নোস্পোর
ঘ. অটোস্পোর
৩৪. শুষ্ক. পরিবেশ অতিবাহিত করার জন্য কোন ধরনের রেনু তৈরি হয়?
ক. চলরেণু
খ. জুস্পোর
গ. হিপ্নোস্পোর
ঘ. অটোস্পোর
৩৫. হিপ্নোস্পোর কোন ধরনের রেণু?
ক. চলরেণু
খ. অচলরেনু
গ. জুস্পোর
ঘ. অটোস্পোর
৩৬. শৈবালের দেহকোষ প্রচুর খাদ্য সঞ্চয় করে যে রেণুতে পরিণত হয় তার নাম কি?
ক. অচল রেণু
খ. সচল রেণু
গ. স্বয়ংক্রিয় রেনু
ঘ. অ্যাবিনিটি
৩৭. একই দেহে দুই বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হতে তাকে কী বলে?
ক. হোমোথ্যালিক
খ. হেটারোথ্যালিক
গ. আইসোগ্যামি
ঘ. উগ্যামি
৩৮. পুং ও স্ত্রী জননকোষ ভিন্ন দেহে উৎপন্ন হলে তাকে কী বলে?
ক. হোমোথ্যালিক
খ. হেটারোথ্যালিক
গ. আইসোগ্যামি
ঘ. উগ্যামি
৩৯. কিসের ভিত্তিতে যৌন জনন তিন প্রকার?
ক. জননকোষ
খ. জননাঙ্গ
গ. ভ্রণ
ঘ. রেনু
৪০. নিচের কোনটিতে কর্পোস্পোর উৎপন্ন হয়?
ক. নীলাভ শৈবাল
খ. নীলাভ-সবুজ-শৈবাল
গ. হলুদাভ শৈবাল
ঘ. লোহিত শৈবাল
৪১. শৈবালের কোষে কোন পদার্থের উপস্থিতির কারণে হলুদ বাদামী বর্ণ ধারণ করেন?
ক. ফাইকোসায়ানিন
খ. ফাইকোএরিথ্রিন
গ. ফিউকোজ্যান্থিন
ঘ. ফিওফাইসিন
৪২. আদিমতম শৈবালসমূহের থ্যালাস কতটি কোষ দ্বারা গঠিত?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
ঘ. অকোষীয়
৪৩. নিশ্চল এককোষী শৈবালে কোনটি অনুপস্থিত?
ক. ক্লোরোফিল
খ. ফ্লাজেলা
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. গলজি বডি
৪৪. সাইটোপ্লাজমিক. সূত্র দ্বারা যুক্ত থাকে নিচের কোন ধরনের শৈবাল?
ক. সূত্রাকার
খ. সচল কলোনিয়াল
গ. সাইফোন
ঘ. করাটিকেটেড
৪৫. সিনোবিয়াম কোথায় গঠিত হয়?
ক. সচল কলোনিয়াল
খ. নিশ্চল কলোনিয়াল
গ. সাইফোন
ঘ. সমাঙ্গদেহী
৪৬. অসংখ্য নিউক্লিয়াস যুক্ত নলাকার, শাখান্বিত ও প্রস্থপ্রাচীর বিহীন শৈবাল কোনটি?
ক. সাইফোন
খ. করটিকেটেড
গ. সূত্রাকার
ঘ. সমাঙ্গদেহী
৪৭. একাধিক. তলে বিভক্ত হয়ে পাতার ন্যায় আকৃতি সৃষ্টি করে কোনটি?
ক. সূত্রাকার
খ. সাইফোন
গ. সমাঙ্গদেহী
ঘ. করাটিকেটেড
৪৮. কর্টেক্স এর মতো দেহ নিচের কোনটির?
ক. সূত্রাকার
খ. সাইফোন
গ. সমাঙ্গদেহী
ঘ. করটিকেটেড
৪৯. মিউসিলেজ জমা হয়ে যে কলোনির সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. সচল কলোনিয়াল
খ. নিশ্চল কলোনিয়াল
গ. ডেনড্রয়েড
ঘ. হেটারোট্রিকাস শৈবাল
৫০. অশাখ. সূত্রবৎ শৈবাল কতসারি কোষ দ্বারা গঠিত?
ক. একসারি
খ. দুই সারি
গ. তিন সারি
ঘ. কোনে সারি নাই
৫১. স্টাইপকে অশাখ. উন্নত উদ্ভিদের কিসের সাথে তুলনা করা যায়?
ক. মূল
খ. কান্ড
গ. পাতা
ঘ. ফুল
৫২. ফন্ডকে অশাখ. উন্নত উদ্ভিদের কিসের সাথে তুলনা করা যায়?
ক. মূল
খ. কান্ড
গ. পাতা
ঘ. ফুল
৫৩. শৈবালের জনন প্রকৃতি সাধারণত কত ধরনের হয়?
ক. দুই
খ. তিন
গ. পাঁচ
ঘ. চারধরনের
৫৪. শৈবালের দেহাংশ থেকে যে নতুন শৈবাল সৃষ্টি হয় তাকে কী বলে?
ক. অযৌন জনন
খ. অঙ্গজ জনন
গ. যৌন জনন
ঘ. কলম
৫৫. এককোষী শৈবালে কিসের মাধ্যমে জনন ক্রিয়া সম্পন্ন করে?
ক. খন্ডায়নের মাধ্যমে
খ. হর্মোগিনিয়ামের মাধ্যমে
গ. কোষ বিভাজনের মাধ্যমে
ঘ. প্রোটোনেমার মাধ্যমে
৫৬. উরধঃড়স শৈবাল কোনটির মাধ্যমে জনন ক্রিয়া ঘটায়?
ক. কোষ বিভাজনের মাধ্যমে
খ. অ্যাকিনিটির মাধ্যমে
গ. টিউবারের মাধ্যমে
ঘ. অ্যামাইলাম স্টারের মাধ্যমে
৫৭. ঈযধৎধ শৈবাল কোন উপায়ে বংশবৃদ্ধি ঘটায়?
ক. টিউবার এর মাধ্যমে
খ. হর্মোগনিয়ামের মাধ্যমে
গ. অ্যাকিনিটির মাধ্যমে
ঘ. খন্ডায়নের মাধ্যমে
৫৯. কোনটি সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটে?
ক. ফ্রাগমেন্ট
খ. স্পোর
গ. থলি
ঘ. বুলবুলি
৬০. পরিণত শৈবালের এক. বা একাধিক. কোষ পরিণত হয়ে গঠন করে-
ক. চল রেণুস্থলি
খ. নিশ্চল রেণুস্থলী
গ. সিনজুস্থলী
ঘ. হিপনোস্থলী
৬১. পরিবহন টিস্যুবিহীন সালোকসংশ্লেষণকারী সমাঙ্গদেহী উদ্ভিদদেরকে কী বলে?
ক. মস
খ. শৈবাল
গ. ফার্ন
ঘ. ছত্রাক
৬২. শৈবালে কোনটি থাকে না?
ক. টিস্যু
খ. ক্লোরোফিল
গ. পরিবহন টিস্যু
ঘ. রঞ্জক. পদার্থ
৬৩. শৈবালকে বলা হয়?
ক. মসবর্গী
খ. ফার্নবর্গী
গ. ফানজাইবর্গী
ঘ. সমাঙ্গবর্গী
৬৪. যে উদ্ভিদকে মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলে?
ক. সমাঙ্গদেহী
খ. মসদেহী
গ. ছত্রাক
ঘ. ফার্নদেহী
৬৫. অধিকাংশ শৈবাল কোথায় জন্মায়?
ক. জলজ পরিবেশে
খ. স্থলজ পরিবেশে
গ. মরুজ পরিবেশে
ঘ. লবণাক্ত পরিবেশে
৬৬. সম্পূর্ণ ভাসমান এককোষী শৈবালকে বলা হয়?
ক. প্ল্যাঙ্কটন
খ. কিট
গ. লার্ভা
ঘ. ফ্লাজেলা
৬৭. কোন শৈবাল পানির নিচে মাটির সাথে আবদ্ধ থাকলে তাকে বলা হয়?
ক. বেন্থস
খ লিথোফাইট
গ. ডায়াটম
ঘ. লাইকেন
৬৮. শৈবাল ও ছত্রাকের মিথোজীবিতাকে কী বলে?
ক. লাইকেন
খ. মৃতভোজী
গ. পরজীবিতা
ঘ. অন্তবাসী
৬৯. পাহাড়, গাত্র, প্রস্তরখন্ডে বসবাসকারী শৈবালকে কী বলে?
ক. হাইড্রোফাইট
খ. লিথোফাইট
গ. হলোফাইট
ঘ. থ্যালোফাইট
৭০. পরিবহন টিস্যুবিহীন স্বভোজী সমাঙ্গদেহী উদ্ভিদকে কী বলে?
ক. মস
খ. শৈবাল
গ. ফার্ন
ঘ. ছত্রাক
৭১. শৈবালকে কী বলা হয়?
ক. থ্যালোফাইট
খ. ব্রায়োফাইট
গ. টেরিডোফাইট
ঘ. গ্যামেটোফাইট
৭২. ক্লোরোফিলবিহীন থ্যালোফাইটার শ্রেণী কোনটি?
ক. মস
খ. ফার্ন
গ. ছত্রাক
ঘ. শৈবাল
৭৩. সমুদ্রে ভাসমান শৈবালকে কি বলা হয়?
ক. পন্ড স্কাম
খ. সী উইডস
গ. পন্ড উইডস
ঘ. সী প্লান্টস
৭৪. উঁচুশ্রেণীর উদ্ভিদের টিস্যুর অভ্যন্তরে কিরূপ শৈবাল থাকে?
ক. লিথোফাইট
খ. থ্যালোফাইট
গ. এন্ডোফাইট
ঘ. হলোফাইট
৭৫. শৈবাল কোথায় জন্মাতে পারে?
ক. জলজ
খ. স্থলজ
গ. বরফে
ঘ. সবগুলোতে
৭৬. শৈবালের দেহ কী দিয়ে গঠিত?
ক. লিপিড ও প্রোটিন
খ. সেলুলোজ ও স্টার্চ
গ. সেলুলোজ ও পেকটিন
ঘ. নিউক্লিক. এসিড ও সেলুলোজ
৭৭. কোনটি শৈবালের সঞ্চিত খাদ্য?
ক. কার্বোহাইড্রেট
খ. প্রোটিন
গ. সেলুলোজ
ঘ. স্টার্চ
৭৮. শৈবালে কী ধরনের জনন লক্ষ্য করা যায়?
ক. অঙ্গজ
খ. যৌনজনন
গ. অযৌন জনন
ঘ. সবগুলোই
৭৯. শৈবালের ক্ষেত্রে কোনটি সত্য?
ক. অঙ্গজ প্রকৃতির জনন
খ. অযৌন জনন
গ. যৌন জনন
ঘ. সবগুলোই
৮০. সূত্রাকার শৈবালের দেহস্থ কোষের একটি সারিকে কী বলে?
ক. ট্রাইকোম
খ. কলোনী
গ. জিলাটিন
ঘ. ফিলামেন্ট
৮১. ট্রাইকোম যে পিচ্ছিল পদার্থ দিয়ে আবৃত থাকে তাকে কী বলে?
ক. কোষ ঝিল্লি
খ. গ্রাফাইট
গ. জিলাটিন
ঘ. জিয়াটিন
৮২. জিলাটিন আবরণসহ শৈবালের ট্রাইকোমকে কী বলে?
ক. ফিলামেন্ট
খ. কলোনী
গ. সোলিটার
ঘ. নডিউল
৮৩. বহুকোষী শৈবালের দেহে কিরূপ গঠন পরিলক্ষিত হয়?
ক. সূত্রাকার
খ. শাখাহীন
গ. সূত্রাকার ও শাখাহীন
ঘ. কোনোটিই নয়
৮৪. লিপিড ও প্রোটিন দিয়ে কোনটির কোষপ্রাচীর গঠিত?
ক. ছত্রাক
খ. মস
গ. ফার্ন
ঘ. শৈবাল
৮৫. শর্করা খাদ্য হিসেবে সঞ্চিত করে কোনটি?
ক. মস
খ. ফার্ন
গ. শৈবাল
ঘ. ছত্রাক
৮৬. নিচের কোনটির জননাঙ্গ. ঔধপশবঃ খধুবৎ দ্বারা আবৃত হয় না?
ক. শৈবাল
খ. মস
গ. ফার্ন
ঘ. ছত্রাক
৮৭. শৈবালের যৌন জননের ক্ষেত্রে কোনটি সঠিক. নয়?
ক. আইসোগ্যমাস
খ. অ্যানআইসোগ্যামাস
গ. উগ্যামাস
ঘ. অ্যামারফাস
৮৮. শৈবালের জনুক্রমের অবস্থান কেমন?
ক. সুস্পষ্ট
খ. অস্পষ্ট
গ. ঝাপসা
ঘ. অনুপস্থিত
৮৯. শৈবালের অঙ্গজ দেহের ক্ষেত্রে কোনটি সঠিক. নয়?
ক. এককোষীয়
খ. বহুকোষীয়
গ. অকোষীয়
ঘ. কলোনিয়াল
৮০. শৈবালের ক্ষেত্রে নিচের কোনটি উৎপন্ন হয় না?
ক. টিউবার
খ. রেণু
গ. স্পোর
ঘ. ভ্রণ
৯১. চলরেণুস্থলীর মধ্যে কি অবস্থান করে?
ক. নিশ্চলরেণু
খ. অটোরেনু
গ. চল রেণু
ঘ. অন্তঃরেণু
৯২. বহুসংখ্যক. ফ্লাজেলা বিশিষ্ট একটিমাত্র চলরেণুকে কী বলে?
ক. সিনজিওস্পোর
খ. জুওস্পোর
গ. এন্ডোস্পোর
ঘ. অটোস্পোর
৯৪. ফ্লাজেলাবিহীন প্রাচীর দিয়ে আবৃত স্পোরকে কী বলে?
ক. অ্যাপ্লানোরস্পোর
খ. হিপনোস্পোর
গ. অটোস্পোর
ঘ. অ্যান্ডোস্পোর
৯৫. শৈবালের যে কোষের মধ্যে অচল রেণু উৎপন্ন হয় তাকে বলে?
ক. জুওস্পোর
খ. অ্যাপ্লানো স্পোরাঞ্জিয়াম
গ. সিনজুওস্পোরাঞ্জিয়াম
ঘ. জুওস্পোরাঞ্জিয়াম
৯৬. হিপনোস্পোর কখন সৃষ্টি হয়?
ক. চরম প্রতিকূল পরিবেশে
খ. প্রতিকূল পরিবেশে
গ. অতিশুষ্ক. পরিবেশে
ঘ. অনুকূল পরিবেশে
১০০. বিশেষ ধরনের রেণু-
ক. অন্তঃরেণু
খ. অক্সোরেণু
গ. অটোরেণু
ঘ. সবগুলো
১০১. ছত্রাকের দেহ প্রাচীর গঠিত হয়
i) পেকটিন দ্বারা
ii) কাইটিন দ্বারা
iii) সেলুলোজ দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৫ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৭ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৯ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১০ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
- HSC | জীব বিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১২ | প্রশ্ন ও উত্তর সমুহ | PDF
১০২. শৈবালে সংঘটিত দ্বিবিভাজন
i) অঙ্গজ জনন প্রক্রিয়া
ii) এককোষী শৈবালে ঘটে
iii) অযৌন জনন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও
ফরিদ সাহেব রাসআয় হাঁটতে গিয়ে গাছের উপর কিছু ধূসর বর্ণের আলগা সবুজাভ আবরণ দেখে সেলুলোজকে ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়ে দেখলেন কয়েকটির থ্যালাস পাতলা ও শক্ত খোলক. বিশিষ্ট। কয়েকটিতে পাতার ন্যায় কিনারা রয়েছে, আবার কিছু চ্যাপাটা বা সূত্রাকার।
১০৩. ফরিদ সাহেব দেখা জীবগুলো কী ছিল?
ক. শৈবাল
খ. ছত্রাক
গ. লাইকেন
ঘ. মস
১০৪. ফরিদ সাহেবের দেখা জীবগুলো-
i) বিষাক্ত হলে পশু পাখির মৃত্যুর কারণ ঘটায়
ii) বায়ুর দূষণ নির্দেশক. হিসেবে বিবেচিত
iii) ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।