HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF : হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
চতুর্থ অধ্যায়: মূলধনী কৈাজ্ঞক্সানির মূলধন
১. যৌথ মূলধনী ব্যবসায় পরিচালিত হয় নিজ নাম ও সীলমোহর দ্বারা।
২. যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করে শেয়ার বিক্রয় করে।
৩. কোম্পানি ব্যবসায় শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে।
৪. কোম্পানি নিজস্ব নামে পরিচিত হয় কৃত্রিম ব্যক্তিসত্তার কারণে।
৫. বাংলাদেশে বিদ্যমান কোম্পানি আইন ১৯৯৪ সালের।
৬. যৌথ মূলধনী কোম্পানির মালিকদের বলা হয় শেয়ারহোল্ডার।
৭. যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধিত হয় কোম্পানি আইন দ্বারা।
৮. সাধারণত যৌথ মূলধনী কোম্পানির দায় সীমাবদ্ধ।
৯. পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক পর্ষদ থাকা বাধ্যতামূলক।
১০. কোম্পানির কাগজপত্রে ব্যবহার বাধ্যতামূলক কোম্পানির সীলমোহর।
১১. পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।
১২. সর্বশেষ লভ্যাংশ পায় সাধারণ শেয়ারহোল্ডার।
১৩. পুঁজি বিনিয়োগের ঝুঁকি কম অগ্রাধিকার শেয়ারে।
১৪. একাধিক বছরের লভ্যাংশের প্রাপক সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারহোল্ডার।
১৫. কোম্পানির পরিচালনায় অংশ নেয় না অগ্রাধিকার শেয়ারহোল্ডার।
১৬. শেয়ারের অভিহিত মূল্যের অতিরিক্ত অর্থ শেয়ার অধিহার।
১৭. শেয়ার অধিহার মূলধন জাতীয় আয়।
১৮. কোম্পানির কাছে শেয়ার মালিকদের মোট পাওনাই মালিকানা স্বত্ব।
১৯. কোম্পানির অর্জিত মুনাফার অবণ্টিত অংশ হলো সংরক্ষিত আয়।
২০. অনুমোদিত মূলধনের ইস্যুকৃত অংশ হলো সংরক্ষিত মূলধন।
২১. কোম্পানির আর্থিক অবস্থা মজবুত করে সঞ্চিতি তহবিল।
২২. লিখিত মূল্যের চেয়ে কমমূল্যে ইস্যুকে বলা হয়− অবহারে ইস্যু।
২৩. SEC-এর পূর্ণরূপ হলো− Securities and Exchange Commission
২৪. কোম্পানি শেয়ার বিক্রয়ের আবেদন জানায় বিবরণপত্রের মাধ্যমে।
২৫. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হতে হবে− অনুমোদিত শেয়ারের চেয়ে কম।
২৬. অভিহিত/লিখিত মূল্যে শেয়ার ইস্যুকে বলা হয়− সমহারে ইস্যু।
২৭. কোম্পানিকে শেয়ার ইস্যুর অনুমতি দেয়− ঝঊঈ।
২৮. কোম্পানির শেয়ার বিক্রয়ের ঝুঁকি গ্রহণ করে অবলেখক।
২৯. অভিহিত মূল্যহীন শেয়ার ইস্যু হয় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে।
৩০. বাংলাদেশে শেয়ার লেনদেন সংঘটিত ব্যাংকের মাধ্যমে।
৩১. বাংলাদেশে বর্তমানে শেয়ারের মূল্য গৃহীত হয় এককালীন।
৩২. শেয়ারের মূল্য গ্রহণে ক্রেডিট হয় শেয়ার আবেদন হিসাব।
৩৩. শেয়ার বিলি/বণ্টনের ক্ষেত্রে ক্রেডিট হয় শেয়ার মূলধন হিসাব।
৩৪. সম্পদের বিনিময়ে শেয়ার ইস্যুতে ডেবিট হয় সংশ্লিষ্ট সম্পদ।
৩৫. শেয়ার অবহার বা শেয়ার বাট্টা মূলধন জাতীয় ক্ষতি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।