HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF : হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
পঞ্চম অধ্যায়: যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী
১. কোম্পানির অর্থনৈতিক কার্যক্রমের প্রতিচ্ছবি হলো আর্থিক বিবরণী।
২. আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় হিসাব বছরের শেষ তারিখে।
৩. প্রাতিষ্ঠানিক অবস্থা ও ব্যবস্থাপনার দক্ষতার পরিমাপক আর্থিক বিবরণী।
৪. আর্থিক বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক ১৮৩ ধারা অনুযায়ী।
৫. কোম্পানির ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি আর্থিক বিবরণী।
৬. আর্থিক বিবরণীর ধাপসমূহ সম্পন্ন করা হয় ওঅঝ-০১ অনুযায়ী।
৭. বিশদ আয় বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য নিট লাভ বা ক্ষতি নির্ণয়।
৮. আর্থিক ফলাফল জানা যায় বিশদ আয় বিবরণীর মাধ্যমে।
৯. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় হিসাবকাল ও বকেয়া ধারণা অনুযায়ী।
১০. বিশদ আয় বিবরণী প্রস্তুতের বিষয়বস্তু আছে কোম্পানি আইনের ১৮৫ ধারায়।
১১. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট সময়ে।
১২. মিলকরণ নীতির ভিত্তিতে প্রস্তুত করা হয় বিশদ আয় বিবরণী।
১৩. বিশদ আয় বিবরণী মূলত− ২ প্রকার।
১৪. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়− নির্দিষ্ট হিসাবকাল শেষে।
১৫. ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস− পণ্য বিক্রয়লব্ধ অর্থ।
১৬. বহুধাপ আয় বিবরণীর প্রথম ধাপে নির্ণীত হয়− মোট মুনাফা।
১৭. বহুধাপ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে নির্ণয় করা হয়− পরিচালন মুনাফা।
১৮. বহুধাপ আয় বিবরণীর তৃতীয় ধাপে নির্ণয় করা হয়− নিট মুনাফা।
১৯. সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয় ১৮৫ ধারা অনুযায়ী।
২০. সংরক্ষিত আয় হলো কোম্পানির সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশ।
২১. সংরক্ষিত আয় বিবরণীতে প্রথম দেখানো হয় বিগত বছরের সংরক্ষিত আয়।
২২. ব্যবসায়ের সম্পদের ওপর মালিকদের দাবিই হলো মালিকানা স্বত্ব।
২৩. প্রস্তাবিত লভ্যাংশ ঘোষণা করা হয় কোম্পানির সাধারণ সভায়।
২৪. মালিকানা স্বত্বের অংশ হচ্ছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি।
২৫. নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়− আর্থিক অবস্থার বিবরণী।
২৬. আর্থিক বিবরণীর সর্বশেষ ধাপ− আর্থিক অবস্থার বিবরণী।
২৭. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য− আর্থিক অবস্থা প্রদর্শন।
২৮. ভবিষ্যৎ নিট নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করে নগদ প্রবাহ বিবরণী।
২৯. পরোক্ষ পদ্ধতিতে নগদ ভিত্তিতে রূপান্তরিত হয় বকেয়া হিসাবরক্ষণ ব্যবস্থা।
৩০. নগদ প্রবাহ বিবরণীর প্রথম ধাপ পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ।
৩১. অপূর্ণাঙ্গ হিসাবখাতকে পূর্ণাঙ্গ করতে প্রয়োজন সমন্বয় জাবেদা।
৩২. অগ্রিম প্রদত্ত খরচ সমন্বিত হলে খরচ বৃদ্ধি পাবে।
৩৩. আর্থিক বিবরণীর নিয়ম-নীতিসমূহ প্রকাশিত হয় নোটের মাধ্যমে।
৩৪. অনুপার্জিত আয় অসমন্বিত থাকলে হ্রাস পাবে নিট আয়।
৩৫. অনাদায়ী পাওনা ও অবচয় এক ধরনের ক্ষতি।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।