HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৯ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF : হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৯ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন।
নবম অধ্যায়: ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ
১. খরচ, ক্ষতি ও সম্পত্তি দ্বারা গঠিত হয় ব্যয় তত্ত¡।
২. ব্যয় উদ্দেশ্যের প্রধান উপাদান হলো ব্যয় কেন্দ্র ও ব্যয় একক।
৩. উপযোগ প্রাপ্তির আশায় ত্যাগকৃত অর্থই ব্যয়।
৪. আর্থিক ত্যাগের অভোগকৃত অংশ হলো সম্পদ ।
৫. পণ্য ব্যয় ও কালীন ব্যয় নির্ধারণ করা হয় সময়ের ভিত্তিতে।
৬. আচরণ অনুযায়ী ব্যয় ৩ প্রকার।
৭. ব্যবস্থাপনা কার্য অনুযায়ী ব্যয় ২ প্রকার।
৮. উপাদানভিত্তিক ব্যয় হলো প্রত্যক্ষ ব্যয় ও পরোক্ষ ব্যয়।
৯. বিক্রয় ব্যয় ও প্রশাসনিক ব্যয়কে বলা হয় অনুৎপাদন ব্যয়।
১০. উৎপাদিত পণ্যের প্রধান উপাদান হলো প্রত্যক্ষ কাঁচামাল।
১১. কাঁচামালকে চ‚ড়ান্ত রূপদানে ব্যয়িত হয় প্রত্যক্ষ শ্রম।
১২. ব্যয়ের উপাদানের ভিত্তিতে ব্যয় ২ প্রকার।
১৩. যাবতীয় খরচের সমষ্টিকে অভিহিত করা হয় পরোক্ষ ব্যয়।
১৪. একক প্রতি ব্যয় নির্ধারণ করা যায় না পরোক্ষ ব্যয়ের।
১৫. দ্রব্যের চাহিদা সৃষ্টির জন্য ব্যয় হলো বাজারজাতকরণ উপরিব্যয়।
১৬. সাধারণত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত অপরিবর্তিত থাকে স্থায়ী ব্যয়।
১৭. উৎপাদনের সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত পরিবর্তনশীল ব্যয়।
১৮. মোট ব্যয়ের একটি অংশ স্থায়ী এবং অপরটি পরিবর্তনশীল মিশ্র ব্যয়ের।
১৯. মিশ্র ব্যয় হলো টেলিফোন বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি।
২০. সাধারণত একক প্রতি ব্যয় স্থির থাকে পরিবর্তনশীল ব্যয়ের।
২১. কালীন ব্যয় হলো এক ধরনের স্থির ব্যয়।
২২. বিক্রয়ের আগ পর্যন্ত সম্পদ বলে গণ্য হয় পণ্য ব্যয়।
২৩. পণ্য উৎপাদনে সংশ্লিষ্ট ব্যয়ের সমষ্টি হলো পণ্য ব্যয়।
২৪. প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়ের সমষ্টি হলো কালীন ব্যয়।
২৫. সকল উৎপাদন ব্যয়ই হলো পণ্য ব্যয়।
২৬. সময়ের সাথে সম্পর্কযুক্ত কালীন ব্যয়।
২৭. কালীন ব্যয়কে অভিহিত করা হয় অনুৎপাদনশীল ব্যয়।
২৮. সর্বোত্তম বিকল্প গ্রহণে বর্জনকৃত বিকল্পের মূল্যই সুযোগ ব্যয়।
২৯. ভবিষ্যতের জন্য পূর্ব নির্ধারিত ব্যয় হলো প্রমাণ ব্যয়।
৩০. ব্যয়ের যে অংশ কখনোই উদ্ধারযোগ্য নয় তা হলো নিমজ্জিত ব্যয়।
৩১. বিভিন্ন প্রকল্পের ভিতর থেকে গৃহীত প্রকল্পটির ব্যয়ই প্রাসঙ্গিক ব্যয়।
৩২. পণ্য উৎপাদনের প্রকৃত খরচ হলো প্রকৃত ব্যয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।