HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সিলেট বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৭. সিলেট বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ হিমাদ্রী লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
বিবরণ টাকা বিবরণ টাকা
পণ্য ক্রয় ৭,৮০,০০০ শেয়ার মূলধন (বিলিকৃত ৬,০০,০০০
পণ্য ফেরত৪,০০০ও তলবকৃত ৬,০০০
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ পণঞ্ঝ৮০,০০০শেয়ার প্রতিটি ১০০ টাকা)
পরিবহন ৩৬,০০০ সাধারণ সঞ্চিতি ৫৮,০০০
মজুরি ৯৬,৬০০ প্রদেয় হিসাব ৩০,০০০
বেতন ৬০,০০০ বিক্রয় ১১,৫০,০০০
মনিহারি ৩০,০০০ প্রদেয় নোট ৮,০০০
সরঞ্জাম ২,২০,০০০ পণ্য ফেরত ১০,০০০
কলকব্জা ২,৮০,০০০ অবচয় সঞ্চিতি-সরঞ্জাম ১২,০০০
অনাদায়ী পাওনা ৬,৪০০ অবচয় সঞ্চিতি-কলকব্জা ৪০,০০০
প্রাপ্য হিসাব ২,৩৯,০০০ সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে ৮,০০০
আয়কর ৬,০০০ বিনিয়োগের সুদ ৪,০০০
অ¯¦বট্টতট্টীকালীন লভঞ্ঝাংশ৯,০০০
৮% বিনিয়োগ৬০,০০০
অনাদায়ী তলব১৩,০০০
১৯,২০,০০০১৯,২০,০০০
সমন্বয়সমূহ : ১. ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছিল ১,৩২,০০০ টাকা কিন্তু পরবর্তীতে ২৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়। বিমা কোম্পানি ১৭,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হয়েছে। ২. প্রারম্ভিক মজুদের মধ্যে ৮,০০০ টাকার মনিহারি ক্রয় অন্তর্ভুক্ত আছে। মনিহারির অর্ধাংশ ব্যবহৃত হয়েছে। ৩. মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ ৪৮,৭০০ টাকা। ৪. সরঞ্জাম ও কলকব্জার ক্রমহ্রাসমান জের-এর ওপর ১০% হারে অবচয ধার্য করতে হবে। ৫. আদায়কৃত মূলধনের ১০% বার্ষিক লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৬. নিট লাভের ৮,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে এবং ১১,০০০ টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করতে হবে।
ক. সরঞ্জাম ও কলকব্জার ওপর অবচয়ের পরিমাণ দেখাও। ২
খ. চলতি বছরের মোট লাভ নির্ণয় করো। ৪
গ. নিট লাভ ১,৭০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
২.▶ মুনমুন লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
বিবরণ টাকা বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৩,৮০,০০০ আদায়কৃত মূলধন ১৫,০০,০০০
ক্রয় ১২,০০,০০০ পণ্য বিক্রয় ২১,১৮,০০০
মজুরি ১,১০,০০০ ৬% ঋণপত্র (১-৭-১৫) ২,৪০,০০০
বেতন ১,৮০,০০০ শেয়ার অধিহার ৪,৫০,০০০
মনিহারি ১৮,০০০ প্রদেয় হিসাব ১,০৯,০০০
ক্রয় পরিবহন ২৩,০০০ কু-ঋণ সঞ্চিতি ৩১,০০০
প্রাপ্য হিসাব ২,১০,০০০ বিনিয়োগের সুদ ২৩,০০০
প্রাথমিক খরচাবলি৬০,০০০
সুনাম১,০০,০০০
আসবাবপত্র২,০০,০০০
ভ‚মি ও দালানকোঠা১৪,৯০,০০০
৮% বিনিয়োগ৫,০০,০০০
৪৪,৭১,০০০৪৪,৭১,০০০
সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৪,৮০,০০০ টাকা কিন্তু-এর মধ্যে ১৮,০০০ টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে; যা বিক্রয় করা হয়েছে কিন্তু সরবরাহ করা হয় নি। ২. বিজ্ঞাপন বাবদ বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ৪০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয়ের ৩/৫ অংশ বিলম্বিত করতে হবে। ৩. প্রাপ্য হিসাবের ১০% কু-ঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। ৪. ভ‚মি ও দালানকোঠার অন্তর্ভুক্ত ৫,০০,০০০ টাকা বছরের মাঝামাঝি সময়ে ক্রয় করা হয়েছে। ৫. সুনামের ২৫% ও প্রাথমিক খরচের ২০% অবলোপন করো। ৬. ভ‚মি ও দালানকোঠার ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করো।
ক. সমাপনী চলতি সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. মোট লাভ ৯,০৭,০০০ টাকা ধরে নিট লাভ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ উষা জাগরণী সংঘ
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর, ২০১৫
প্রাপ্তি টাকা প্রদান টাকা
প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ৮,৫০০ কর্মচারীদের বেতন ১০,৩০০
চাঁদা: ২০১৪ ৭০০ ক্লাব ঘর ভাড়া ১০,০০০
২০১৫ ৫৪,০০০ খেলাধুলার সরঞ্জাম ২০,০০০
২০১৬৩০০৫৫,০০০(০১-০৭-১৫ তারিএখ কত্থীত)
উইলকৃত ধন-দৌলত ৪৫,৫০০ পুস্তক ক্রয় ১৫,০০০
অনুদান ৬,০০০ খাদ্যসামগ্রী ও পানীয় ক্রয় ৭,৮০০
খাদ্যসামগ্রী ও পানীয় বিক্রয় ২৫,০০০ ১০% ঋণপত্র ক্রয় ৪০,০০০
চারণ কর ৪,২০০ বার্ষিক ক্রীড়া বাবদ ব্যয় ২৮,৮০০
বৃত্তি তহবিল ৫,০০০ বৃত্তি প্রদান ৪,৫০০
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয় (কত্থয়মলঞ্ঝ ৫০০ টাকা) ৮০০
সমাপনী নগদ উদ্বৃত্ত১৩,৬০০
১,৫০,০০০১,৫০,০০০
সমন্বয় :
০১-০১-১৫৩১-১২-১৫
খেলাধুলার সরঞ্জাম ২০,০০০ ?
আসবাবপত্র ১৮,০০০ ?
খাদ্যসামগ্রী ও পানীয় মজুদ ১,৮০০ ২,৩০০
বকেয়া ভাড়া ১,০০০ ১,৮০০
অন্যান্য তথ্য : ১. অনুদানের অর্ধাংশ ও উইলকৃত ধন-দৌলতের এক-চতুর্থাংশ মুনাফা জাতীয় আয় হিসাবে ধরতে হবে। ২. আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের ওপর ১০% এবং খেলাধুলার সরঞ্জামের ওপর ১৫% অবচয় ধরতে হবে। ৩. ক্লাবের মোট সদস্য ৬০০ জন। যাদের বার্ষিক চাঁদার হার জনপ্রতি ১০০ টাকা। ২০১৪ সালের মোট অনাদায়ী চাঁদার পরিমাণ ১,২০০ টাকা।
ক. খাদ্যসামগ্রী ও পানীয় বিক্রয় হতে অর্জিত মুনাফা নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ক্লাবের আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্ব দেখাও। ৪
৪.▶পাপ্পু, প্রিতম ও পাপন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ২ ঃ ২ ঃ ১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০১৫ সালের শেষে অংশীদারদের মুনাফার অংশ, উত্তোলন এবং পাপনের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৪১,০০০ টাকা, ৩১,৬০০ টাকা এবং ২৭,০০০ টাকা। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে, মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করার বিধান থাকলেও বিষয় দুটি সমন্বয় হয় নি। তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৪,৪০০ টাকা ও ৭,০০০ টাকা এবং উত্তোলনের ওপর সুদের পরিমাণ ছিল যথাক্রমে ১৮০ টাকা, ৮০ টাকা ও ১৪০ টাকা। পাপনের বার্ষিক বেতন ৪,০০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের আগে নিট মুনাফা অর্জিত হয়েছিল ২০,০০০ টাকা। অংশীদারেরা এই মর্মে স্বীকৃত হয়েছিল যে, লাভ-ক্ষতি অনুপাতে তাদের কারবারের মোট মূলধন হবে ১,০০,০০০ টাকা।
ক. অংশীদারদের পুনঃসমন্বিত মূলধনের বণ্টন দেখাও। ২
খ. অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. লাভ-ক্ষতি সমন্বয়ের হিসাব তৈরি করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৫.▶প্রদীপ টিউবস লিমিটেড-এর অনুমোদিত মূলধন ৫০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৮০% শেয়ার ১০% অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে ছাড়ল। কোম্পানি ইস্যুকৃত মূলধনের ১০% অতিরিক্ত আবেদন গ্রহণ করেছিল কিন্তু অতিরিক্ত আবেদনের সম্পূর্ণই আবেদনকারীদের ফেরত দেয়া হয়।
সায়েম এন্টারপ্রাইজ শেয়ার বিক্রির দায়িত্ব গ্রহণ করায় তাদেরকে ইস্যুকৃত শেয়ারের ৫% কমিশন বাবদ শেয়ার দ্বারা পরিশোধ করা হয়।
ক. সায়েম এন্টারপ্রাইজকে কমিশন বাবদ কতগুলো শেয়ার দেয়া হয়েছে এবং এর মূল্য কত? ২
খ. কোম্পানির হিসাব বহিতে জাবেদা দাখিলা দেখাও। ৪
গ. ব্যাংক উদ্বৃত্ত ৩৬,০০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৬.▶ গোল্ডেন সেনিটারি লিমিটেড
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৫
সম্পদ টাকা দায় টাকা
দালানকোঠা ৫,০০,০০০ শেয়ার মূলধন ৬,০০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ২,৫০,০০০ ৮% ঋণ ২,৫০,০০০
মজুদ পণ্য ২,০০,০০০ সাধারণ সঞ্চিতি ২,০০,০০০
প্রাপ্য হিসাব ১,৫০,০০০ প্রদেয় হিসাব ১,০০,০০০
অগ্রিম খরচাবলি ২০,০০০ ব্যাংক জমাতিরিক্ত ৪০,০০০
দায় গ্রহণের কমিশন ৩০,০০০ বকেয়া খরচাবলি ১০,০০০
নগদ তহবিল৫০,০০০
১২,০০,০০০১২,০০,০০০
চলতি বছরে কোম্পানির মোট বিক্রয়ের পরিমাণ ১৫,০০,০০০ টাকা। কোম্পানি বিক্রয়মূল্যের ওপর ২০% হারে মোট মুনাফা ধার্য করে। সংশ্লিষ্ট বছরে কারবারের পরিচালনা সংক্রান্ত ব্যয়ের পরিমাণ ৭২,৮০০ টাকা। সংশ্লিষ্ট বছরে প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল সমাপনী মজুদের অর্ধাংশ।
ক. কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. মজুদ আবর্তন অনুপাত ও নিট লাভের হার নির্ণয় করো। ৪
গ. গড় আদায় সময় ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো। ৪
৭.▶ সেজান ফুডস লিমিটেড-এর প্রারম্ভিক মজুদের পরিমাণ ৩০ একক, যার একক প্রতি মূল্য ৪৯০ টাকা। সংশ্লিষ্ট বছরে কোম্পানি ১,৯৫০ একক পণ্য প্রতিটি ৬০০ টাকা দরে বিক্রয় করেছে। ব্যয় বিশ্লেষণ করে দেখা যায় যে, কাঁচামালের ব্যয় একক প্রতি ২১০ টাকা, মজুরি ব্যয় ঘণ্টা প্রতি ৩০ টাকা (প্রতি একক উৎপাদনের জন্য প্রয়োজন ৬ ঘণ্টা), উপরিব্যয় মজুরির ৮৩.৩৩%। বছরান্তে অবিক্রীত পণ্যের পরিমাণ ছিল ৮০ একক। বিক্রয় সংক্রান্ত ব্যয়ের পরিমাণ ১,৫০০ টাকা।
ক. উৎপাদিত পণ্যের পরিমাণ গণনাসহ দেখাও। ২
খ. অবিক্রীত পণ্যের মূল্য নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণী তৈরি করে বিক্রয়ের ওপর লাভের হার নির্ণয় করো। ৪
৮.▶ মৃš§য় এসোসিয়েটস-এর দুই বছরের তথ্য নিচে দেয়া হলো
বছর বিক্রয় (টাকা) মুনাফা (টাকা)
২০১৩ ১০,০০,০০০ (৪০,০০০)
২০১৪ ১৫,০০,০০০ ১,০০,০০০
ক. কন্ট্রিবিউশন মার্জিন হার বা অনুদান প্রান্ত অনুপাতের হার নির্ণয় করো। ২
খ. স্থায়ী ব্যয় ও সমচ্ছেদ বিন্দুর পরিমাণ (টাকায়) নির্ণয় করো। ৪
গ. যদি ২০১৫ সালে পূর্বের বছরের চেয়ে অতিরিক্ত ১,৫০,০০০ টাকা মুনাফা করতে চায় তবে বিক্রয়ের পরিমাণ কত হবে? ৪
৯.▶মুশফিক গ্র“পে ৩ জন শ্রমিক কাজ করে। প্রতিষ্ঠানের মূল মজুরির হার ঘণ্টা প্রতি ১০ টাকা। ওভারটাইম করার জন্য ঘণ্টা প্রতি মূল মজুরির হারের ২ গুণ প্রদান করা হয়। এছাড়া শ্রমিকগণ মূল মজুরির ২০% মহার্ঘ ভাতা, ৫০% বাড়িভাড়া পেয়ে থাকে। প্রত্যেক শ্রমিক সপ্তাহে মূল মজুরির ১০% প্রভিডেন্ট ফান্ডে জমা করে। ২০১৫ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শ্রমিকরা নিæোক্ত শ্রমঘণ্টা কাজ করেছে
ক্রমিক নং শ্রমিকের নাম স্বাভাবিক কর্মঘণ্টা অতিরিক্ত কর্মঘণ্টা
১ শাপলা ৫০ ১৫
২ বেলী ৫০ ২০
৩ জবা ৪৮ ১২
ক. শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ কত? ২
খ. শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. উক্ত সপ্তাহে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধ্য নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।