HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সিলেট বোর্ড ২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৬. সিলেট বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]]
ক বিভাগ
১.▶ মেহেদী লিমিটেডের রেওয়ামিলটি নিæরূপ:
মেহেদী লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাব শিরোনাম টাকা হিসাব শিরোনাম টাকা
নগদ ৩,০০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ার) ১০,০০,০০০
প্রারম্ভিক মজুদ ১,০০,০০০
ক্রয় ৫,০০,০০০
মজুরি ৮০,০০০ সাধারণ সঞ্চিতি ২,০০,০০০
বেতন ১,৫০,০০০ ১০% ঋণপত্র ৫,০০,০০০
আসবাবপত্র ৫,০০,০০০(১-৭-১৫)
যন্ত্রপাতি ৭,০০,০০০ সংরক্ষিত আয় ১,৭০,০০০
অ¯¦বতট্টীকালীন লভঞ্ঝাংশ ৫০,০০০ বিক্রয় ৭,০০,০০০
আয়কর ৪০,০০০ প্রদেয় হিসাব ৬,০০,০০০
প্রাপ্য হিসাব ৭,৫০,০০০
৩১,৭০,০০০৩১,৭০,০০০
অন্যান্য তথ্য : ১. সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,৯০,০০০ টাকা। ২. বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। ৩. নিট লাভের ৫০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। ৪. শেয়ার মূলধনের উপর ৫% লভ্যাংশ ঘোষণা করতে হয়।
ক. ঋণপত্রের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. নিট আয় ১,৫০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
২.▶ রুমন লিমিটেডের অনুমোদিত মূলধন ৫,০০,০০০ টাকা প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যে ৫,০০০ শেয়ারে বিভক্ত। রুমন লিমিটেডের রেওয়ামিল নিæরূপ:
রুমন লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৫
হিসাব শিরোনাম টাকা হিসাব শিরোনাম টাকা
হাতে নগদ ৫৬,০০০ প্রদেয় হিসাব ৫৫,০০০
আসবাবপত্র ২,৫০,০০০ সংরক্ষিত আয় ৫০,০০০
সুনাম ১,০০,০০০ সাধারণ সঞ্চিতি ২৫,০০০
প্রাপ্য হিসাব ১,৭৫,০০০ শেয়ার মূলধন (৩০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে) ৩,০০,০০০
ক্রয় ২,৬৯,০০০
প্রারম্ভিক মজুদ ৪০,০০০
বেতন ২৫,০০০ বিক্রয় ৪,৬০,০০০
মনিহারি ২০,০০০ ৬% ঋণপত্র ৫০,০০০
বিজ্ঞাপন৫,০০০
৯,৪০,০০০৯,৪০,০০০
অন্যান্য তথ্য : ১. সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা। ২. প্রদেয় বেতন ৫,০০০ টাকা। ৩. আয়কর সঞ্চিতি ধার্যকর ২০,০০০ টাকা। ৪. সুনামের ৫০% অবলোপন করো।
ক. মোট আয় নির্ণয় করো। ২
খ. মোট আয় ২,২৫,০০০ টাকা ধরে নিট আয় নির্ণয় করো। ৪
গ. রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ১,৭১,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
খ বিভাগ
৩.▶ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিতালী ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেয়া হলো:
মিতালী ক্লাব
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৬
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (১-১-১৫) ৬,০০০ বেতন ৬,০০০
চাঁদা ৯,০০০ ভাড়া ৪,১০০
পুরাতন কাগজ বিক্রয় ৩,২০০ ছাপা ও মনিহারি ১,৩০০
ভর্তি ফিস ৪,০০০ টেলিফোন চার্জ ১৬৫
বিবিধ আয় ৭,০০০ আসবাবপত্র ৮,০০০
হাতে নগদ (৩১-১২-১৫) ৯,৬৩৫
২৯,২০০২৯,২০০
১ জানুয়ারি ২০১৫ তারিখে ক্লাবের সম্পদসমূহ নিæরূপ: আসবাবপত্র ৩০,০০০ টাকা, দালানকোঠা ৯০,০০০ টাকা এবং খেলাধুলার সরঞ্জাম ৫০,০০০ টাকা।
অন্যান্য তথ্য : ১. মোট প্রাপ্ত চাঁদার ২,০০০ টাকা ২০১৪ সালের, ১,০০০ টাকা ২০১৬ সালের এবং চলতি বছরের অনাদায়ী চাঁদা ৪,০০০ টাকা। ২. ২০১৪ সালের ভাড়া ১,০০০ টাকা চলতি বছরে পরিশোধ।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় হিসাব তৈরি করো। ৪
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে ক্লাবের উদ্বর্তপত্র তৈরি করো। ৪
৪.▶ হিরন কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ার ১৫% অধিহারে ৮,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ৯,০০০ শেয়ারের আবেদন পায় এবং অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেয়।
ক. শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
গ. ব্যাংক উদ্বৃত্ত ৯,২০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৫.▶ রনি এবং লিপি একটি অংশীদারি কারবারের দু’জন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ২ ঃ ১ অনুপাতে ভাগ করে নেয়। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা। রনি ১ জুলাই তারিখে কারবারে ২০,০০০ টাকা ঋণ সরবরাহ করে। লিপি প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পাবে। তারা প্রতি মাসের প্রথম তারিখে কারবার হতে যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা করে নগদ উত্তোলন করে। মূলধন ও নগদ উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করা হয়। উক্ত বছরে কারবারের লাভ হয় ৪০,০০০ টাকা।
ক. উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৬.▶ স্কয়ার কোম্পানি লিমিটেডের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নে দেয়া হলো:
বিবরণ ২০১৪ ২০১৫
সম্পদ :
হাতে নগদ ৪০,০০০ ৪৪,৪০০
প্রাপ্য হিসাব ১০,০০০ ২০,০০০
মজুদ পণ্য ১৫,০০০ ১৫,৭০০
ভ‚মি ৪,০০০ ৪,০০০
দালানকোঠা ২০,০০০ ১৬,০০০
মেশিনারি ১৫,০০০ ১৭,০০০
অবচয় সঞ্চিতি (৫,০০০) (২,৮০০)
প্যাটেন্ট ১,০০০ ৯০০
১,০০,০০০১,১৫,২০০
দায় ও মালিকানা স্বত্ব :
চলতি দায় ৩০,০০০ ৩২,০০০
প্রদেয় বন্ড ২২,০০০ ২২,০০০
বন্ড অবহার (২,০০০) (১,৮০০)
শেয়ার মূলধন ৩৫,০০০ ৪৩,৫০০
প্রস্তাবিত লভ্যাংশ ১৫,০০০ ১৯,৫০০
১,০০,০০০১,১৫,২০০
অন্যান্য তথ্য : ১. চলতি বছরের নিট আয় ১০,০০০ টাকা। ২. ১,৪০০ টাকায় দালানকোঠা বিক্রয় করা হয়েছে। যার ক্রয়মূল্য ৪,০০০ টাকা এবং বই মূল্য ছিল ১,০০০ টাকা। ৩. লভ্যাংশ প্রদান ২,০০০ টাকা।
ক. চলতি বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৭.▶ আলম এন্ড কোম্পানির তথ্য নিæরূপ:
বিক্রয় ২৫,০০০ একক, এককপ্রতি বিক্রয়মূল্য ৫০ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৩৫ টাকা এবং স্থির ব্যয় ২,৮৮,০০০ টাকা।
ক. একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। ৪
গ. আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো। ৪
৮.▶ ২০১৬ সালের জানুয়ারি মাসের অনিক লি.-এর পণ্য ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্য নিম্নে দেয়া হলো:
তারিখ বিবরণ একক একক প্রতি মূল্য
জানু. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ ১০
’’ ২ ক্রয় ৩০০ ১১
’’৭ইস্যু২৫০
১৫ইস্যু ১৫০
’’ ২১ ক্রয় ৩০০ ১৪
’’৩১ইস্যু ২২৫
ক. সমাপনী মজুদ এককের পরিমাণ ও মূল্য নির্ণয় করো। ২
খ. আগে আসে আগে যায় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। ৪
৯.▶ আলভি লিমিটেডের ২০১৫ সালের উদ্বর্তপত্র নিম্নে প্রদত্ত হলো:
উদ্বর্তপত্র
৩১ ডিসেম্বর ২০১৫
দায় টাকা সম্পদ টাকা
শেয়ার মূলধন ১০,০০,০০০ স্থায়ী সম্পদ ৯,০০,০০০
সাধারণ সঞ্চিতি ২,০০,০০০ মজুদ পণ্য ৩,৫০,০০০
১২% ঋণপত্র ৪,০০,০০০ প্রাপ্য হিসাব ৩,০০,০০০
শেয়ার অধিহার ১,০০,০০০ নগদ ৫০,০০০
বকেয়া খরচ ৫০,০০০ ব্যাংক জমা ১,৫০,০০০
প্রদেয় হিসাব ১,৫০,০০০ প্রাপ্য নোট ১,৫০,০০০
১৯,০০,০০০১৯,০০,০০০
চলতি বছরে বিক্রয়ের পরিমাণ ২৫,০০,০০০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয় ২০,০০,০০০ টাকা।
ক. চলতি অনুপাত নির্ণয় করো। ২
খ. কার্যকরী মূলধন অনুপাত ও মোট লাভ অনুপাত নির্ণয় করো। ৪
গ. মজুদ আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১০.▶ নাবিল লি.-এর উৎপাদন সংক্রান্ত তথ্য নিæরূপ:
বিবরণ টাকা
কাঁচামালের প্রারম্ভিক মজুদ ৫০,০০০
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ (১০০ একক) ২,০০,০০০
কাঁচামালের সমাপনী মজুদ ১০,০০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ (২০০ একক)
কাঁচামাল ক্রয় ২০,০০,০০০
প্রত্যক্ষ শ্রম ৬,০০,০০০
কারখানা উপরি ব্যয় ৪,০০,০০০
বিক্রয় ব্যয় ৩,৫০,০০০
প্রশাসনিক ব্যয় ৫,০০,০০০
বিক্রয় ৪০,০০,০০০
উক্ত বছরে কোম্পানি ৫০০ একক বিক্রয় করে।
ক. উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. বিক্রীত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. আয় বিবরণী তৈরি করো। ৪
১১.▶ অফিস কর্মচারী আরমান ও জাহিদের ২০১৪ সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেয়া হলো:
হিসাবের নাম আরমান (টাকা) জাহিদ (টাকা)
মূল বেতন ৬,০০০ ৮,০০০
বাড়িভাড়া ৫০% ৫০%
মহার্ঘ ভাতা ১৫% ১৫%
চিকিৎসা ভাতা ৬০০ টাকা ৮০০ টাকা
যাতায়াত ভাতা ২০০ টাকা ৩০০ টাকা
অতিরিন্ঠ সমএয়র কাজ (’ঙ্কাভাবিক মজুরির ্িরঙ্কপ্পণ হার) ২০ ঘণ্টা ২২ ঘণ্টা
ভবিষ্যৎ তহবিল ১০% ১০%
গ্র“প বিমা ৫% ৫%
আয়কর ১০০ টাকা ১৫০ টাকা
উক্ত মাসে স্বাভাবিক কার্যঘণ্টা ছিল ২০০ ঘণ্টা।
ক. আরমান ও জাহিদের অতিরিক্ত সময় কাজের (ওভারটাইম) মজুরি নির্ণয় করো। ২
খ. কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। ৪
গ. কর্মচারীদের মোট কর্তন ও নিট প্রদেয় বেতন নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।