HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১৯ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৯. গুলশান কমার্স কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অধিহারে শেয়ার ইস্যু করার ফলে
I.মূলধনী আয় বাড়বে
II.মুনাফা জাতীয় আয় বাড়বে
III.মালিকানা স্বত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.III
গ.I ও III
ঘ.I, II ও III
২. কখন এককপ্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়?
ক.উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে
খ.বিক্রয়ের পমিাণ বৃদ্ধি পেলে
গ.এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে
ঘ.কাঁচামালের মূল্য বৃদ্ধি পেলে
৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক.সচিবের বেতন
খ.মনিহারি ক্রয়
গ.বিদ্যুৎ খরচ
ঘ.খেলাধুলার সরঞ্জাম ক্রয়
৪. উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হবে না
I.উৎপাদন ব্যবস্থাপকের বেতন
II.বিক্রয়কর্মীর বেতন
III.হিসাবরক্ষকের বেতন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৫-৬ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৬,০০,০০০ টাকা, মোট লাভ ২,৭০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৪০,০০০ টাকা, বিক্রয় বাট্টা ২০,০০০ টাকা, নিট লাভ ১,২০,০০০ টাকা।
৫. নিট বিক্রয়ের পরিমাণ কত?
ক.৫,০০,০০০ টাকা
খ.৫,৪০,০০০ টাকা
গ.৬,৬০,০০০ টাকা
ঘ.৬,৮০,০০০ টাকা
৬. মোট লাভের অনুপাত কত?
ক.২০%
খ.৩০%
গ.৪০%
ঘ.৫০%
৭. কোনটি বিনিয়োগ কার্যাবলি সম্পর্কিত নগদ প্রবাহের উদাহরণ?
ক.ইস্যুকৃত বন্ড হতে নগদ প্রাপ্তি
খ.লভ্যাংশ প্রদান
গ.আসবাবপত্র বিক্রয়জনিত নগদ প্রাপ্তি
ঘ.সবরাহকারীদের নগদ প্রদান
৮. অন্তঃদায় কোনটি?
ক.ঋণপত্র
খ.সঞ্চিতি তহবিল
গ.প্রদেয় হিসাব
ঘ.ব্যাংক জমাতিরিক্ত
৯. মুনাফাবিহীন বিক্রয় আয় বিবরণী প্রস্তুতকালে
I.ক্রয় হতে বাদ দিতে হবে
II.সমাপনী মজুদ হতে বাদ দিতে হবে
III.বিক্রয় হতে বাদ দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে
I.আজীবন সভ্যের চাঁদা
II.সরকারি অনুদান
III.সদস্যদের চাঁদা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. পরিচালনা সংক্রান্ত কার্যক্রম নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?
ক.শেয়ার ইস্যু
খ.চলতি সম্পত্তি হ্রাস
গ.চলতি দায় হ্রাস
ঘ.অবচয়
১২. অস্থিতিশীল ও বাজারমূল্য উর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়ন কোন পদ্ধতি সুবিধাজনক?
ক.ঋওঋঙ পদ্ধতি
খ.খওঋঙ পদ্ধতি
গ.ভারযুক্ত গড় পদ্ধতি
ঘ.সাধারণ গড় পদ্ধতি
১৩. প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বেশি দেখানোর প্রভাব হলো
I.বিক্রীত পণ্যের ব্যয় বেশি হবে
II.নিট মুনাফা কম হবে
III.চলতি দায়ের পরিমাণ বেশি হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত বাড়ানো যাবে
I.পণ্যের বিক্রয়মূল্য বৃদ্ধি করে
II.বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে
III.মোট ব্যয় হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়?
ক.অফিস ভাড়া
খ.কর্মকর্তার বেতন
গ.কারখানা ভাড়া
ঘ.প্রত্যক্ষ কাঁচামাল
১৬. মালিকানা তহবিল ও দীর্ঘমেয়াদি দায়ের সমষ্টিকে কী বলা হয়?
ক.বহির্দায়
খ.বিনিয়োজিত মূলধন
গ.দীর্ঘমেয়াদি মূলধন
ঘ.মূলধন তহবিল
১৭. ব্যয় তত্তে¡র সঠিক সমীকরণ কোনটি?
ক.ব্যয় = সম্পত্তি খরচ ক্ষতি
খ.ব্যয় = সম্পত্তি + ক্ষতি খরচ
গ.ব্যয় = খরচ ক্ষতি + সম্পত্তি
ঘ.ব্যয় = সম্পত্তি + ক্ষতি + খরচ
উদ্দীপকটি পড়ো এবং ১৮-১৯ নং প্রশ্নের উত্তর দাও।
আর কে ফ্যান লিমিটেডের ডিসেম্বর ৩১, ২০১৬ সালের হিসাব বইতে নিলিখিত তথ্যগুলো পাওয়া গেল:
নগদ ২০,০০০ টাকা, বিবিধ দেনাদার ১,০০,০০০ টাকা, মজুদ পণ্য ৪০,০০০ টাকা, পাওনাদার ৭৬,০০০ টাকা, যন্ত্রপাতি ৬০,০০০ টাকা, সুনাম ৫০,০০০ টাকা, বকেয়া বেতন ৪,০০০ টাকা, অগ্রিম প্রদত্ত বাড়ি ভাড়া ১০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা।
১৮. চলতি সম্পত্তির পরিমাণ কত?
ক.৮০,০০০
খ.১,২০,০০০
গ.১,৭০,০০০
ঘ.২,৭০,০০০
১৯. ত্বড়িৎ অনুপাত হবে?
ক.২.৫ ঃ ১
খ.২ ঃ ১
গ.১.৫ ঃ ১
ঘ.১ ঃ ১
২০. একটি টেবিল তৈরির জন্য কাঠ ক্রয়
I.পরোক্ষ কাঁচামাল
II.প্রত্যক্ষ কাঁচামাল
III.উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
২১. কোনটি পরিবর্তনশীল ব্যয় নির্ণয়ের সূত্র?
ক.বিক্রয় স্থায়ী ব্যয় + মুনাফা
খ.বিক্রয় স্থায়ী ব্যয় মুনাফা
গ.বিক্রয় দত্তাংশ স্থায়ী ব্যয়
ঘ.বিক্রয় মুনাফা + স্থায়ী ব্যয়
২২. জনাব মাহাবুবের কারখানার উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো: ব্যবহৃত কাঁচামাল ৬৩,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, পরোক্ষ শ্রম ৫,০০০ টাকা, কারখানা ভাড়া ৬,০০০ টাকা, কলকব্জার অবচয় ৪,০০০ টাকা। জনাব মাহবুবের কারখানা উপরিব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.১০,০০০
খ.১১,০০০
গ.১৫,০০০
ঘ.২৫,০০০
২৩. উৎপাদন ব্যয় বিবরণীতে পরোক্ষ মজুরিকে কোন স্তরে দেখানো হয়?
ক.মুখ্য ব্যয়ে
খ.কারখানা উপরিব্যয়ে
গ.অফিস উপরিব্যয়ে
ঘ.মোট ব্যয়ে
২৪. যদি বিক্রয় ২৫,০০০ টাকা এবং মুনাফার হার ক্রয় মূল্যের ওপর ২৫% হয়, তবে বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?
ক.২০,০০০
খ.২২,৫০০
গ.২৩,৭৫০
ঘ.২৫,০০০
২৫. ১৫% হারে ১ বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল ৯,০০০ টাকা। বিনিয়োগের পরিমাণ কত টাকা?
ক.৫০,০০০
খ.৬০,০০০
গ.৯০,০০০
ঘ.১,২০,০০০
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. বিক্রীত পণ্যের ব্যয় বলতে বোঝায়?
I.প্রারম্ভিক মজুদ + ক্রয় + ক্রয় পরিবহন সমাপনী মজুদ
II.ক্রয় + প্রারম্ভিক মজুদ + ক্রয় পরিবহন মজুরি সমাপনী মুজদ
III.বিক্রয় মোট লাভ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ২০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ১০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৬,০০০ টাকা।
২৭. দত্তাংশ অনুপাত কত?
ক.৩০%
খ.৪০%
গ.৫০%
ঘ.৬০%
২৮. সমচ্ছেদ বিন্দু (টাকা) কত?
ক.১২,০০০
খ.১৩,০০০
গ.১৪,০০০
ঘ.১৫,০০০
২৯. সমাপনী মূলধনের ভিত্তিতে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময়
I.উত্তোলন যোগ
II.মুনাফার অংশ বিয়োগ
III.বার্ষিক বেতন বিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. চলতি দায়ের অন্তর্ভুক্ত বিষয় হলো
I.অনুপার্জিত আয়
II.প্রদেয় হিসাব
III.দাবিহীন লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, I ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।