HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৬. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পার্বতীপুর, দিনাজপুর বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. কোন অংশীদার মূলত ব্যবসায়ের মুনাফা গ্রহণ থেকে বিরত থাকে?
ক.নি¯িক্রয়
খ.সীমিত
গ.সাধারণ
ঘ.আচরণে অনুমিত
২. কয়েকজন পেশাদার শিল্পী একত্রে অভিনয় করেন। অর্জিত মুনাফা নিজেদের মধ্যে ভাগ করেন। এটি কোন ধরনের প্রতিষ্ঠান?
ক.কোম্পানি
খ.সমবায়
গ.অংশীদার
ঘ.যৌথ মূলধনী
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
টনি ও লেলিন একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ৯০,০০০ টাকা। চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারদের মূলধনের ওপর ৫% হারে সুদ ধার্য করা হবে এবং সক্রিয় অংশীদার টনিকে ১২,৫০০ টাকা বেতন দিতে হবে। অংশীরদাদের মধ্যে মূলধন অনুপাতে মুনাফা বণ্টন করা হয়। ব্যবসায়ের নিট লাভ ৫০,০০০ টাকা হয়ে থাকলে
৩. লেলিনের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
ক.১৮,০০০ টাকা
খ.১২,০০০ টাকা
গ.৯,০০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
৪. টনির চলতি হিসাবের উদ্বৃত্ত কত?
ক.১২,০০০ টাকা
খ.১৭,০০০ টাকা
গ.১৮,০০০ টাকা
ঘ.২৭,৫০০ টাকা
৫. ব্যবসায় প্রতিষ্ঠান দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে বলে?
ক.চলতি মূলধন
খ.কার্যকরী মূলধন
গ.পরিচালনা মূলধন
ঘ.(ক+খ+গ)
৬. নিের কোনটি কাল্পনিক সম্পদ নহে?
ক.সুনাম
খ.শেয়ার অবহার
গ.প্রাথমিক খরচ
ঘ.বিলম্বিত বিজ্ঞাপন
৭. দীঘট্টএময়াদি ঋণ + চলতি দায় + দাবিহীন লভঞ্ঝাংশ = ?
ক.বহির্দায়
খ.চলতি দায়
গ.তরল দায়
ঘ.বিনিয়োজিত মূলধন
৮. প্রতিষ্ঠান কোন দায়ের ওপর বেশি নির্ভরশীল তা ………. অনুপাত থেকে জানা যায়?
ক.চলতি
খ.দায়-মালিকানা
গ.কার্যকরী মূলধন অনুপাত
ঘ.দায়-সম্পত্তি অনুপাত
৯. বিক্রীত দ্রব্যের একক = কি?
ক.(প্রারম্ভিক মজুদ দ্রব্যের একক + তৈরি দ্রব্যের একক) বিক্রয় একক
খ.(প্রারম্ভিক মজুদ দ্রব্যের একক + তৈরি দ্রব্যের একক) সমাপনী মজুদ দ্রব্যের একক
গ.(বিক্রীত পণ্যের একক + সমাপনী মজুদ দ্রব্যের একক) প্রারম্ভিক মজুদ দ্রব্যের একক
ঘ.সমাপনী মজুদ দ্রব্যের একক + বিক্রয় একক
১০. কাঁচামাল ৪০,০০০ টাকা, মজুরি ২০,০০০ টাকা, কারখানার উপরিব্যয় ৩০,০০০ টাকা, বিক্রয় ও প্রশাসনিক উপরিব্যয় ১৭,০০০ টাকা, উৎপাদন ব্যয় ৯০,০০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত?
ক.৫০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৬৭,০০০ টাকা
ঘ.৯০,০০০ টাকা
১১. মোট ব্যয় থেকে উৎপাদন ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়
I.কারখানার ব্যয়
II.রূপান্তর ব্যয়
III.বিক্রয় উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
১২. অব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্দিষ্ট খরচের বিপক্ষে যে বিশেষ তহবিল রাখা হয় তাকে…… বলা হয়।
ক.উন্নয়ন তহবিল
খ.বিশেষ তহবিল
গ.নিরাপত্তা তহবিল
ঘ.বৃত্তি তহবিল
১৩. কোনটি প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে ব্যবহার করা হয়?
ক.প্রারম্ভিক সম্পত্তি ও দায়
খ.প্রারম্ভিক আয় ও দায়
গ.সমাপনী সম্পত্তি ও দায়
ঘ.প্রারম্ভিক প্রাপ্তি ও প্রদান
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
একতা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া প্রদান ৬৪,০০০ টাকা, এর মধ্যে পরবর্তী বছরের ভাড়া ৪,০০০ টাকা, বছর শেষে মোট ভাড়ার ১/৫ অংশ বকেয়া রয়েছে।
১৪. সংশ্লিষ্ট বছরে মোট ভাড়ার পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.৭২,০০০ টাকা
গ.৭৫,০০০ টাকা
ঘ.৭৬,০০০ টাকা
১৫. সংশ্লিষ্ট বছরে বকেয়া ভাড়ার পরিমাণ কত?
ক.১২,০০০ টাকা
খ.১২,৮০০ টাকা
গ.১৫,০০০ টাকা
ঘ.১৭,০০০ টাকা
১৬. শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিচের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক.পরিচালন কার্যাবলি
খ.বিনিয়োগ কার্যাবলি
গ.অর্থায়ন কার্যাবলি
ঘ.অনগদ কার্যাবলি
১৭. অর্থায়ন কার্যাবলি হতে নগদ প্রবাহের উদাহরণ কোনটি?
ক.ভ‚মি হতে নগদ প্রাপ্তি
খ.নগদ যন্ত্রপাতি ক্রয়
গ.ঋণপত্র ইস্যু বাবদ নগদ প্রাপ্তি
ঘ.লভ্যাংশ প্রাপ্তি
১৮. যেসব ব্যয়ের জন্য কখনো নগদ অর্থের বহির্গমন ঘটে না এবং যে ব্যয়গুলোর হিসাবভুক্তির প্রয়োজন হয় না বা আর্থিক বিবরণীতে দেখানো হয় না সেই সকল ব্যয়কে কী বলে?
ক.প্রান্তিক ব্যয়
খ.নিমজ্জিত ব্যয়
গ.প্রমাণ ব্যয়
ঘ.আরোপিত ব্যয়
১৯. নিচের কোনটি স্থির ব্যয়?
ক.কাঁচামালের ব্যয়
খ.শ্রমিকের মজুরি
গ.ড্রইং অফিসের বেতন
ঘ.মিশ্র ব্যয়
২০. ৫,০০০ টাকার একটি মেশিন নষ্ট হয়ে গেলে এবং কোনো বিক্রয়মূল্য পাওয়া না গেলে তাকে বলে
ক.স্থির ব্যয়
খ.নিমজ্জিত ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.তুলনামূলক ব্যয়
২১. পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো এর
I.এককপ্রতি ব্যয় স্থির থাকে
II.এককপ্রতি ব্যয় পরিবর্তিত হয়
III.বিভিন্ন কার্যস্তরে ব্যয় বিভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২২. কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করা হয়
I.বিক্রয়মূল্য বাদ পরিবর্তনশীল ব্যয়
II.স্থায়ী ব্যয় যোগ মুনাফা
III.মুনাফা যোগ পরিবর্তনশীল ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. ঋ.ঙ.ই ফবংঃরহধঃরড়হ বলতে কী বোঝায়?
ক.পণ্যের বহন খরচ বিক্রেতা করবে
খ.পণের বহন খরচ ক্রেতা বহন করবে
গ.পণ্যের বহন খরচ ক্রেতা বা বিক্রেতা বহন করবে
ঘ.পণ্যের বহন খরচ বিমা কোম্পানি বহন করবে
২৫. প্রচুর মুনাফা স্বত্বেও নগদ ঘাটতির কারণ হলো
I.ধারে বিক্রয় বেশি
II.প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি
III.মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৬. রাহুল এন্ড কোম্পানির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে করপরবর্তী মুনাফা (নিট মুনাফা) ১,০০,০০০ টাকা, করের হার ৫০% হলে করপূর্ববর্তী মুনাফা কত?
ক.২,৩৩,৩৩৩ টাকা
খ.২,০০,০০০ টাকা
গ.১,৫০,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির (নতুন) পরিমাণ পুরাতন অনাদায়ী সঞ্চিতি থেকে কম হলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কীভাবে দেখাতে হয়?
ক.আয় বিবরণীতে যোগ
খ.আয় বিবরণীতে বিয়োগ
গ.আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদে
ঘ.আর্থিক অবস্থার বিবরণীতে দায়
২৮. মূলধন সঞ্চিতি গঠনে নিচের কোনটি নেয়া হয়?
ক.নিবন্ধনপূর্ব মুনাফা
খ.নিট লাভ
গ.সাধারণ সঞ্চিতি
ঘ.আয়কর সঞ্চিতি
২৯. আচরণভিত্তিক ব্যয় কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৩০. উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনশীল ব্যয়কে কী বলা হয়?
ক.প্রান্তিক ব্যয়
খ.নিমজ্জিত ব্যয়
গ.প্রমাণ ব্যয়
ঘ.আরোপিত ব্যয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।