HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৯ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৯. গাইবান্ধা সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়সমূহ হিসাবভুক্ত হয়−
I.প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে
II.আয়-ব্যয় হিসাবের ক্রেডিট পাশে
III.উদ্বৃত্তপত্রের দায় পাশে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২. বিন কার্ড থেকে কী জানা যায় না?
ক.মজুদ মালের মূল্য
খ.মজুদ মালের পািরমাণ
গ.মজুদ মালের প্রাপ্তি
ঘ.মজুদ মালের নির্গমন
৩. নিচের কোনটি চলতি সম্পদ?
ক.প্রাপ্য নোট
খ.শেয়ার অবহার
গ.ট্রেডমার্ক.
ঘ.সুনাম
৪. অনুপাত বলতে বোঝায়−
ক.দু’টি আর্থিক সংখ্যার গুণফল
খ.দু’টি আর্থিক সংখ্যার যোগফল
গ.দু’টি আর্থিক সংখ্যার বিয়োগফল
ঘ.দু’টি আর্থিক সংখ্যার তুলনামূলক সম্পর্ক
৫. অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি?
ক.অসীম দায়
খ.মূলধনের স্বল্পতা
গ.ব্যক্তিগত দ্ব›দ্ব
ঘ.অদক্ষ ব্যবস্থাপনা
উদ্দীপকটি পড়ো এবং ৬-৮ নং প্রশ্নের উত্তর দাও।
জীম কোম্পানির স্থির ব্যয়ের পরিমাণ ১,৯০,০০০ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা। চলতি বছরের মোট ২০,০০০ এককের বিক্রয়মূল্য ৩,০০,০০০ টাকা।
৬. এককপ্রতি অনুদান প্রাপ্ত কত?
ক.৫ টাকা
খ.১০ টাকা
গ.১৫ টাকা
ঘ.২০ টাকা
৭. সম আয়-ব্যয় বিক্রয়ের পরিমাণ কত একক?
ক.১,০০০
খ.৯,৫০০
গ.১২,৬৬৬
ঘ.১৯,০০০
৮. মুনাফার পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.১২,০০০ টাকা
গ.১১,৫০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
৯. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়?
ক.ব্যবহৃত কাঁচামাল
খ.অবচয়
গ.বিদ্যুৎ বিল
ঘ.প্রত্যক্ষ মজুরি
১০. একটি অংশীদারি ফার্মের কমিশন চার্জ করার পূর্বের নিট মুনাফা ১,১০,০০০ টাকা। কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার ১০% কমিশন হলে, কমিশনের পরিমাণ কত হবে?
ক.১০,০০০ টাকা
খ.১১,০০০ টাকা
গ.৯৯,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
১১. নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টকের জন্যে নগদ প্রদান কোন কার্যাবলির অন্তর্ভুক্ত−
ক.পরিচালন
খ.অনগদ
গ.অর্থায়ন
ঘ.বিনিয়োগ
১২. নিচের কোনটি অন্তঃদায়?
ক.বকেয়া বেতন
খ.পাওনাদার
গ.সঞ্চিতি তহবিল
ঘ.বন্ধকি ঋণ
১৩. লিখিত চুক্তির অবর্তমানে কোন অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে?
ক.কমিশন
খ.ঋণের সুদ
গ.মূলধনের সুদ
ঘ.উত্তোলনের সুদ
১৪. মূল্য হ্রাসের ধারা অব্যাহত থাকলে কোন পদ্ধতিতে মজুদের মূল্যায়ন করা যুক্তিযুক্ত?
ক.ঋওঋঙ
খ.খওঋঙ
গ.সাধারণ গড়
ঘ.ভারযুক্ত গড়
১৫. প্রাপ্তি ও প্রদান হিসাবের সমাপনী উদ্বৃত্ত প্রকাশ করে−
ক.সম্পত্তি ও দায়
খ.নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত
গ.কমিশন
ঘ.ঋণের সুদ
১৬. সমচ্ছেদ বিক্রয়ের পরবর্তী এক একক পণ্য বিক্রয়ের মুনাফা কার সমান হবে?
ক.স্থায়ী ব্যয়ের
খ.পরিবর্তনশীল ব্যয়ের
গ.বিক্রয় মূল্যের
ঘ.কন্ট্রিবিউশন মার্জিনের
১৭. রাশেদ ও লিমন দু’জন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২ ঃ ১। তারা মিজানকে ১০% মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। মুনাফার নতুন অনুপাত হবে−
ক.৬ ঃ ৩ ঃ ১
খ.৫ ঃ ৩ ঃ ১
গ.৩ ঃ ৬ ঃ ২
ঘ.২ ঃ ৩ ঃ ১
১৮. মূলধন গিয়ারিং অনুপাত হল?
ক.ব্যবসায়ের কার্যকলাপ অনুপাত
খ.তারল্য অনুপাত
গ.স্বচ্ছলতা অনুপাত
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
১৯. আজীবন সদস্যের চাঁদা?
ক.মুনাফা জাতীয় আয়
খ.মূলধন জাতীয় প্রাপ্তি
গ.সম্পদ
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
২০. নগদ প্রবাহ বিবরণীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য দেখা যায় কোন কার্যক্রমে?
ক.বিনিয়োগ কার্যক্রমে
খ.পরিচালন কার্যক্রমে
গ.অর্থায়ন কার্যক্রমে
ঘ.কোন পার্থক্য নেই
২১. বিক্রয় − পরিবর্তনশীল ব্যয় =?
ক.নিরাপত্তা প্রান্ত
খ.নিট মুনাফা
গ.সমচ্ছেদ বিন্দু
ঘ.কন্ট্রিবিউশন মার্জিন
২২. যখন কোম্পানি নিজের শেয়ার ক্রয় করে, তখন তাকে বলে
ক.ট্রেজারি শেয়ার
খ.বোনাস শেয়ার
গ.রাইট
ঘ.সাধারণ শেয়ার
২৩. সিদ্ধান্ত গ্রহণে কোন ব্যয় বিবেচনায় আনা হয় না?
ক.প্রত্যক্ষ ব্যয়
খ.নিমজ্জিত ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.পার্থক্যমূলক ব্যয়
২৪. মুন কোম্পানির অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৯০% এবং বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের ৭০% হলে বিলিকৃত মূলধনের পরিমাণ কত টাকা?
ক.২,০০,০০০ টাকা
খ.১,৮০,০০০ টাকা
গ.১,৪০,০০০ টাকা
ঘ.১,২৬,০০০ টাকা
২৫. পাবলিক লি. কোম্পানির ন্যূনতম সদস্য কত?
ক.২ জন
খ.৫ জন
গ.৭ জন
ঘ.১০ জন
২৬. কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?
ক.৫%
খ.৮%
গ.১০%
ঘ.১২%
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. দীঘট্টএময়াদী দায় ও মালিকানা তহবিএলর সম”ি¡ হল−
ক.বিনিয়োজিত তহবিল
খ.মূলধন তহবিল
গ.বর্হিদায়ের তহবিল
ঘ.দীর্ঘমেয়াদি তহবিল
২৮. অলীক সম্পত্তি কোনটি?
ক.শেয়ার বাট্টা
খ.সুনাম
গ.প্যাটেন্ট
ঘ.ট্রেডমার্ক
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
একটি পোশাক তৈরির কারখানায় ২০১৫ সালে ১,০০,০০০ পিস শার্ট উৎপাদিত হয় এবং মোট উৎপাদন ব্যয় হয় ১,০০,০০,০০০ টাকা; যার ৪০% ব্যবহৃত কাপড়ের ব্যয় ৪০% শ্রম ব্যয় এবং ২০% উৎপাদন উপরিব্যয়।
২৯. মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.২০,০০,০০০ টাকা
খ.৪০,০০,০০০ টাকা
গ.৬০,০০,০০০ টাকা
ঘ.৮০,০০,০০০ টাকা
৩০. ২০,০০,০০০ টাকা বাণিজ্যিক খরচ হলে এবং বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা করতে চাইলে প্রতিটি শার্টের বিক্রয়মূল্য কত হবে?
ক.১০০ টাকা
খ.১২০ টাকা
গ.১৩০ টাকা
ঘ.১৫০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।