HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৬. সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়?
ক.চার্টাড একাউন্ট্যান্টস ফার্ম
খ.প্রকৌশলীদের ফার্ম
গ.আইনজীবীদের সংঘ
ঘ.শিক্ষা প্রতিষ্ঠান
২. অগ্রিম খরচ ও বকেয়া আয় সংশ্লিষ্ট হিসাবকালের কোনটি?
ক.আয়
খ.দায়
গ.খরচ
ঘ.সম্পদ
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
শতদল ক্লাবের চলতি বছরের আয় ব্যয় হিসাবে বেতন বাবদ ৩০,৬০০ টাকা দেখানো হয়েছে। এর সাথে সমন্বয় সাধন করা হয়েছে অগ্রিম বেতন প্রদান ৪,০০০ টাকা, বিগত বছরের বেতন প্রদান ১,০০০ টাকা, এ বছরের বকেয়া বেতন ২,০০০ টাকা ও বিগত বছরে অগ্রিম বেতন ২,৮০০ টাকা।
৩. চলতি বছরের প্রাপ্তি ও প্রদান হিসাবে বেতন বাবদ কত টাকা দেখানো হয়েছে?
ক.৩১,০০০ টাকা
খ.৩০,৮০০ টাকা
গ.৩০,৬০০ টাকা
ঘ.৩০,৪০০ টাকা
৪. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে প্রভাব ফেলে
I.বিগত বছরের বেতন ১,০০০ টাকা
II.বিগত বছরের প্রদত্ত অগ্রিম বেতন ২,৮০০ টাকা
III.অগ্রিম বেতন প্রদান ৪,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৫. অংশীদারগণ যতি তিন মাস অন্তর অন্তর নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উক্ত উত্তোলনের উপর কত সময়ের সুদ ধরতে হবে?
ক.২ মাসের সুদ ধার্য করতে হবে
খ.১ মাসের সুদ ধার্য করতে হবে
গ.৬ মাসের সুদ ধার্য করতে হবে
ঘ.৪ মাসের সুদ ধার্য করতে হবে
৬. কোন ক্ষেত্রে একজন নাবালক অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে?
ক.ব্যবসায়ে বড় অংকের মূলধন সরবরাহ করলে
খ.আইনের মাধ্যমে
গ.সকল অংশীদারদের সম্মতিক্রমে
ঘ.কোন মুনাফা গ্রহণ না করলে
৭. বাংলাদেশে আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত অংশ হিসাবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক করা হয়েছে ঐ সমস্ত কোম্পানির জন্য যে কোম্পানিকে
I.পাবলিক লি. হতে হবে
II.স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত হতে হবে
III.প্রাইভেট লি. হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৮. বিক্রীত যন্ত্রপাতির ক্রয়মূল্য ২,৫০,০০০ টাকা, বিক্রয়মূল্য ৬৫,০০০ টাকা এবং বইমূল্য ২,০০,০০০ টাকা হলে পুঞ্জিভ‚ত অবচয় কত?
ক.১৫,০০০ টাকা
খ.৫০,০০০ টাকা
গ.১,৩৫,০০০ টাকা
ঘ.১,৮৫,০০০ টাকা
৯. অথট্টায়ন কাযট্টকত্থএমর নগদ পণ্ঠবাএহর উদাহরণ কৈানটি?
ক.দালান বিক্রয়
খ.ভ‚মি ক্রয়
গ.বন্ড ইস্যু
ঘ.ভাড়া প্রাপ্তি
১০. প্রারম্ভিক ও সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত যথাক্রমে ১,১০,০০০ টাকা ও ১,৩০,০০০ টাকা এবং চলতি বছরের নিট মুনাফা ১,২০,০০০ টাকা হলে চলতি বছরের প্রদত্ত লভ্যাংশের পরিমাণ কত?
ক.১,০০,০০০ টাকা
খ.১,১০,০০০ টাকা
গ.১,২০,০০০ টাকা
ঘ.১,৪০,০০০ টাকা
১১. প্রারম্ভিক মজুদ ২৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৬০,০০০ টাকা। ক্রয়ের পরিমাণ কত?
ক.৩৫,০০০ টাকা
খ.৪৫,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৭০,০০০ টাকা
১২. নিচের কোনটি অলীক সম্পত্তি নয়?
ক.শেয়ার অবহার
খ.কপিরাইট
গ.প্রাথমিক খরচ
ঘ.সংরক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত
১৩. অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি?
ক.অসীম দায়
খ.মূলধনের স্বল্পতা
গ.ব্যক্তিগত দ্ব›দ্ব
ঘ.অদক্ষ ব্যবস্থাপনা
উদ্দীপকটি পড়ো এবং ১৪-১৬ নং প্রশ্নের উত্তর দাও।
শ্রাবন্তি কোম্পানির স্থির ব্যয়ের পরিমাণ ১,৯০,০০০ টাকা। এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা। চলতি বছরের মোট ২০,০০০ এককের বিক্রয়মূল্য ৩,০০,০০০ টাকা।
১৪. এককপ্রতি অনুদান প্রান্ত কত?
ক.৫ টাকা
খ.১০ টাকা
গ.১৫ টাকা
ঘ.২০ টাকা
১৫. সম আয়-ব্যয় বিক্রয়ের পরিমাণ কত একক?
ক.১৫,০০০ একক.
খ.৯,৫০০ একক
গ.১২,৬৬৬ একক.
ঘ.১৯,০০০ একক
১৬. মুনাফার পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.১২,০০০ টাকা
গ.১১,৫০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
১৭. চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কি প্রকাশ করে?
ক.দায়
খ.আয়
গ.সম্পদ
ঘ.ব্যয়
১৮. কোন কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ ৪,৫০,০০০ টাকা। যদি করের হার ৪০% হয় তবে করপূর্ব মুনাফার পরিমাণ কত?
ক.৭,০০,০০০ টাকা
খ.৭,৫০,০০০ টাকা
গ.৮,০০,০০০ টাকা
ঘ.৮,৫০,০০০ টাকা
১৯. প্রাসঙ্গিক ব্যয়ের বৈশিষ্ট্য হলো
I.ভবিষ্যত ব্যয় হতে হবে
II.অতীত ব্যয় হতে হবে
III.বিভিন্ন বিকল্পের মধ্যে পার্থক্য থাকতে হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২০-২২ নং প্রশ্নের উত্তর দাও।
অভি ম্যানুফাকচারিং কোম্পানি লি.-এর উৎপাদন বিভাগ নিলিখিত ব্যয় তথ্য সরবরাহ করে: কাঁচামাল ব্যয় ১৫,০০০ টাকা, অলস সময়ের ব্যয় ৩,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ব্যয় ৮,০০০ টাকা, কারখানার ভাড়া প্রদান ৫,০০০ টাকা, শোরুমের ব্যবস্থাপকের বেতন ২০,০০০ টাকা।
২০. মোট নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.১৮,০০০ টাকা
গ.২৩,০০০ টাকা
ঘ.২৬,০০০ টাকা
২১. মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ কত?
ক.৫,০০০ টাকা
খ.১০,০০০ টাকা
গ.২৫,০০০ টাকা
ঘ.১৮,০০০ টাকা
২২. মোট পণ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.২৩,০০০ টাকা
গ.২৮,০০০ টাকা
ঘ.৩১,০০০ টাকা
২৪. পণ্যের দাম কমে গেলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?
ক.গড় পদ্ধতি
খ.ভারযুক্ত গড় পদ্ধতি
গ.ঋওঋঙ পদ্ধতি
ঘ.খওঋঙ পদ্ধতি
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
জানুয়ারি-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২,০০০ এককপ্রতি একক ১০ টাকা।
জানুয়ারি-১৫ মাল ক্রয় ৮,০০০ এককপ্রতি একক ১২ টাকা।
জানুয়ারি-২৫ মাল বিক্রয় ৭,০০০ এককপ্রতি একক ১৫ টাকা।
২৫. আগে আসে আগে যায় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য কত?
ক.১০,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.৩০,০০০ টাকা
ঘ.৩৬,০০০ টাকা
২৬. ঋওঋঙ পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
ক.৯৬,০০০
খ.৮০,০০০
গ.৬০,০০০
ঘ.২০,০০০
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. চলতি অনুপাত কোন ধরনের অনুপাত?
ক.তারল্য অনুপাত
খ.সক্রিয়তার অনুপাত
গ.মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত
ঘ.স্বচ্ছলতা অনুপাত
২৮. একটি ফার্মের চলতি দায় ৫০,০০০ টাকা ও চলতি অনুপাত ২.২ : ১ হলে চলতি সম্পদের পরিমাণ কত?
ক.১,১০,০০০
খ.৮০,০০০
গ.৪০,০০০
ঘ.১২,৫০০
২৯. সজীব স্কয়ার ফার্মা কোম্পানির ১০০ টাকা মূল্যমানের শেয়ার ৫০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ১৫০ টাকা দরে ১০০টি শেয়ার ক্রয় করে তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ?
ক.৫,০০০
খ.১০,০০০
গ.১৫,০০০
ঘ.২০,০০০
৩০. কোম্পানির শেয়ার অধিকার
ক.মূলধন জাতীয় আয়
খ.মুনাফা জাতীয় আয়
গ.মুনাফা জাতীয় ব্যয়
ঘ.মূলধন জাতীয় ব্যয়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।