HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫২. রাঙ্গামাটি সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাব বিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. ব্যবসায়ের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করে কোনটি?
ক.আর্থিক হিসাববিজ্ঞান
খ.মানব সম্পদ হিসাববিজ্ঞান
গ.ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
ঘ.উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান
২. বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
ক.নিয়ন্ত্রণ
খ.প্রেষণা
গ.নির্দেশনা
ঘ.পরিকল্পনা
৩. যে ব্যয ব্যবস্থাপক ইচ্ছা করলে হ্রাসবৃদ্ধি করতে পারেন না তাকে কী বলে?
ক.প্রমাণ ব্যয়
খ.অনিয়ন্ত্রণ যোগ্য ব্যয়
গ.স্বীকৃত ব্যয়
ঘ.মুখ্য ব্যয়
৪. একটি কার্যের চলতি দায় ৫০,০০০ টাকা ও চলতি অনুপাত ২.২ ঃ ১ হলে চলতি সম্পদের পরিমাণ কত?
ক.১,১০,০০০ টাকা
খ.৮০,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.১,২৫,০০০ টাকা
৫. ত্বরিৎ সম্পত্তির অংশ নয়
I.মজুদ পণ্য
II.অগ্রিম ব্যয়
III.নগদ তহবিল
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
লিপি, শাপলা ও শান্ত যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। শাপলা কারবার পরিচালনার জন্য মাসিক ২,৫০০ টাকা বেতন পাবে। মূলধনের ওপর ২০% সুদ ধরতে হবে। হিসাব বছর শেষে উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে কারবারের মুনাফা ছিল ১,৫০,০০০ টাকা।
৬. অংশীদারগণের মূলধনের সুদের সমষ্টি কত?
ক.২০,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৬০,০০০ টাকা
৭. উক্ত ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফা কত হবে?
ক.৬০,০০০ টাকা
খ.৭০,০০০ টাকা
গ.৯০,০০০ টাকা
ঘ.১,২০,০০০ টাকা
৮. স্থির ব্যয়ের বৈশিষ্ট্য হল
I.ইহা মোটের উপর স্থির থাকে
II.ইহা একক প্রতি পরিবর্তিত হয়
III.ইহা এককপ্রতি স্থির থাকে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ জানা যায়?
ক.এক মাস পরপরখ.ছয় মাস পরপর
গ.হিসাবকাল শেষেঘ.যে কোনো সময়
১০. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির
I.শেয়ার সংখ্যা বেড়ে যায়
II.নগদ তহবিল বেড়ে যায়
III.সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. চলতি বছরের ভাড়া বাবদ প্রদান ১৮,০০০ টাকা। চলতি বছরের ১/৫ অংশ অপ্রদত্ত থাকলে ভাড়া খরচের পরিমাণ কত?
ক.৪৫,০০০ টাকা
খ.১৮,০০০ টাকা
গ.২২,৫০০ টাকা
ঘ.২৭,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
হোতা লি.-এর তথ্যাদি দেয়া হলো: স্থায়ী ব্যয় ১,৩০,০০০ টাকা, বিক্রয় ১৫,০০০ একক, মুনাফা ৫০,০০০ টাকা।
১২. মোট কন্ট্রিবিউশন মার্জিন কত?
ক.১,৩০,০০০ টাকা
খ.১,৪৫,০০০ টাকা
গ.১,৮০,০০০ টাকা
ঘ.১,৯৫,০০০ টাকা
১৩. সমচ্ছেদ বিক্রয় এককের পরিমাণ হল
ক.৪,১৬৭ একক.
খ.৬,৬৬৭ একক
গ.১০,৮৩৩ একক.
ঘ.১৫,০০০ একক
১৪. রূপান্তর ব্যয় বলতে কী বোঝায়?
ক.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়
খ.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ ক্রয়
গ.প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
ঘ. প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ মাল + পরোক্ষ শ্রম
১৫. কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টি?
ক.২টি
খ.৩টি
গ.৪টি
ঘ.৫টি
১৬. ১৫% ভ্যাটসহ পণ্যক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয়ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০ টাকা
খ.৫,১৭৫ টাকা
গ.৫,৪৭৫ টাকা
ঘ.৫,৭৭৫ টাকা
১৭. মালিকানা তহবিল ও দীর্ঘ মেয়াদি দায়ের সমষ্টিকে কি বলা হয়?
ক.বহির্দায় তহবিল
খ.বিনিয়োজিত মূলধন
গ.দীর্ঘমেয়াদি মূলধন
ঘ.মূলধন তহবিল
১৮. বকেয়া বেতন সমন্বয় করা হলে
ক.ব্যয় ও দায় হ্রাস পায়
খ.ব্যয় ও দায় বৃদ্ধি পায়
গ.আয় ও দায় বৃদ্ধি পায়
ঘ.আয় ও দায় হ্রাস পায়
১৯. একজন কর্মচারীর এপ্রিল মাসের মূল বেতন ৯,০০০ টাকা। বিনা বেতনে ছুটি ভোগ করেন ১০ দিন। দু’টি বাবদ কত টাকা কর্তন করতে হবে?
ক.১,৫০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.৩,০০০ টাকা
২০. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?
ক.হিসাব কাল ধারণা
খ.আর্থিক মূল্য ধারণা
গ.চলমান প্রতিষ্ঠান ধারণা
ঘ.ঐতিহাসিক মূল্য ধারণা
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
মধু কোম্পানি বিক্রয় মূল্যের ওপর ২০% লাভের পণ্য বিক্রয় করে। ব্যবসায়ের প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা। নিট ক্রয় ৩,০০,০০০ টাকা সমাপনী মজুদপণ্য ২০,০০০ টাকা।
২১. ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ কত?
ক.৩,৬০,০০০
খ.৩,৭৫,০০০
গ.৩,৮০,০০০
ঘ.৩,৭০,০০০
২২. ব্যবসায়ের পরিচালন ব্যয় ২০,০০০ টাকা ও অপরিচালন ব্যয় ১০,০০০ টাকা হলে নিট লাভের পরিমাণ কত?
ক.৪৫,০০০ টাকা
খ.৫০,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.৩৫,০০০ টাকা
২৩. প্রচুর মুনাফা সত্তে¡ও নগদ ঘাটতির কারণ অতিরিক্ত
I.ধারে বিক্রয়
II.অফিস খরচ
III.মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি?
ক.ভাড়া খরচ
খ.টেলিফোন খরচ
গ.অফিস খরচ
ঘ.অবচয় খরচ
২৫. অব্যবসায়ী মুনাফা ভোগী প্রতিষ্ঠান কোনটি?
ক.প্রকৌশলী কনসালটেন্ট কার্য
খ.ক্লাব
গ.শিক্ষা প্রতিষ্ঠান
ঘ.হাসপাতাল
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. ঘোষিত লভ্যাংশ একটি
ক.দীর্ঘমেয়াদি দায়
খ.স্থায়ী সম্পদ
গ.চলতি সম্পদ
ঘ.চলতি দায়
২৭. বিক্রয় ৩০,০০০ টাকা ও ক্রয়মূল্যের উপর মুনাফার হার ২৫% হলে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক.৬০,০০০ টাকা
খ.৭৫,০০০ টাকা
গ.২২,৫০০ টাকা
ঘ.২৪,০০০ টাকা
২৮. বিক্রয় কমিশন কোন ধরনের ব্যয়?
ক.কালীন ব্যয়
খ.পণ্য ব্যয়
গ.প্রত্যক্ষ ব্যয়
ঘ.শ্রম ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
শশী লি.-এর গড় প্রাপ্য হিসাব ৭৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ২ বার, নগদ বিক্রয় ৫০,০০০ টাকা হলে
২৯. মোট বিক্রয়ের পরিমাণ কত?
ক.১,০০,০০০ টাকা
খ.১,২৫,০০০ টাকা
গ.১,৫০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
৩০. প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত ৩ বার হলে ব্যবসায়ের উপর কি প্রভাব পড়বে?
ক.নিট বিক্রয় কমে যাবে
খ.প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে
গ.কুঋণ কমে যাবে
ঘ.গড় সংগ্রহ সময় কমে যাবে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।