HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫১. বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি ও প্রদান হিসাবে মজুরি বাবদ প্রদান ৫০,০০০ টাকা যার মধ্যে অগ্রিম মজুরি ২,০০০ টাকা। বছর শেষে মোট মজুরির ১/৫ অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট মোট মজুরি ও বকেয়া মজুরির পরিমাণ হবে
ক.৫০,০০০ ও ১০,০০০ টাকা
খ.৫০,০০০ ও ১২,৫০০ টাকা
গ.৬০,০০০ ও ১০,০০০ টাকা
ঘ.৬০,০০০ ও ১২,০০০ টাকা
২. বিগত বছরের অনাদায়ী চাঁদা চলতি বছরেও অনাদায়ী আছে। এর সঠিক প্রয়োগ হচ্ছে
I.আয়-ব্যয় হিসাবে চাঁদার সাথে যোগ
II.মূলধন তহবিলে সম্পদ
III.উদ্বর্তপত্রে সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
নিশাত, মুসা ও ফৌজিয়া একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। কারবারের লাভ-লোকসানের ১/২ অংশ নিশাত, ১/৩ অংশ মুসা এবং ১/৬ অংশ ফৌজিয়া পায়। নিশাত ও মুসা যৌথভাবে ফৌজিয়াকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে, ফৌজিয়া লাভের অংশ বাবদ কমপক্ষে ২৫,০০০ টাকা পাবে। বছর শেষে কারবারের লাভের পরিমাণ দাঁড়ায় ১,২০,০০০ টাকা।
৩. নিশাত, মুসা ও ফৌজিয়ার লাভ-লোকসান বণ্টন অনুপাত কত?
ক.২ ঃ ৩ ঃ ৬
খ.৬ ঃ ৩ ঃ ২
গ.১ ঃ ২ ঃ ৩
ঘ.৩ ঃ ২ ঃ ১
৪. ফৌজিয়ার নিশ্চয়তার অর্থ ঠিক রাখতে নিশাতকে কত টাকা ছাড় দিতে হবে?
ক.২,০০০ টাকা
খ.২,৫০০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
৫. ইরারা লি.-এর নিট লাভ ১২,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ২,০০০ টাকা, বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ৫০০ টাকা, স্থায়ী সম্পত্তির অবচয় ১,৫০০ টাকা। ইরারা লি. পরিচালন কর্মকাণ্ড হতে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.১১,০০০ টাকা
খ.১২,০০০ টাকা
গ.১৩,৫০০ টাকা
ঘ.১৫,৫০০ টাকা
৬. পণ্ঠচুর মুনাফা সএল্ফঙ্গও নগদ ঘাটতির কারণ অতিরিন্ঠ@
I.ধারে বিক্রয়
II.অফিস খরচ
III.মজুদ পণ্য
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.I ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
যমুনা লি. প্রতি শেয়ার ১০০ টাকা হিসাবে ২০,০০০ সাধারণ শেয়ার প্রতি শেয়ার ১০% বাট্টায় ইস্যু করল। সর্বমোট ৩০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এর মধ্যে ২০,০০০ শেয়ার যথারীতি আবণ্টন করা হয়। অবশিষ্ট আবেদনের টাকা আবেদনকারীদের ফেরত দেয়া হয়। সমুদয় অর্থ পাওয়া যায়।
৭. আদায়কৃত মূলধনের পরিমাণ কত?
ক.২০,০০,০০০ টাকা
খ.১৮,০০,০০০ টাকা
গ.১৭,৮০,০০০ টাকা
ঘ.১৬,০০,০০০ টাকা
৮. শেয়ার বাট্টার পরিমাণ কত?
ক.৪০,০০০ টাকা
খ.৮০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
৯. কোন কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ ৪,৫০,০০০ টাকা। যদি করের হার ৪০% হয়, তবে করপূর্ব মুনাফার পরিমাণ কত?
ক.৭,০০,০০০ টাকা
খ.৭,৫০,০০০ টাকা
গ.৮,০০,০০০ টাকা
ঘ.৮,৫০,০০০ টাকা
১০. এক্সিম লিমিটেডের সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা মূল্যায়নের পর ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়। দফাটিকে সমন্বয় করতে হবে
I.সমাপনী মজুদ থেকে ১০,০০০ টাকা বাদ দিয়ে
II.আগুনে বিনষ্ট পণ্য হিসাবে ১০,০০০ টাকা যোগ করে
III.আগুনে বিনষ্টজনিত ক্ষতি হিসাব ১০,০০০ টাকা দেখিয়ে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. করোলা কোম্পানির ৩১,৫০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫ ঃ ২। করোলার চলতি দায়ের পরিমাণ হলো
ক.২১,০০০ টাকা
খ.৪০,৬০০ টাকা
গ.৩১,৫০০ টাকা
ঘ.৯০,০০০ টাকা
১২. মূলধন গিয়ারিং অনুপাতের মাধ্যমে জানা যায়
I.স্থির খরচযুক্ত তহবিলের মাত্রা
II.লাভ অর্জনের ক্ষমতা
III.মোট তহবিল মাত্রা
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
১৩. অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য হলো
I.প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা
II.বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করা
III.বিগত বছরের সাথে চলতি বৎসরের তুলনামূলক বিশ্লেষণ করা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
রহমান ট্রেডার্স-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো : মোট উৎপাদন ব্যয় ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১২,০০০ টাকা, অগ্রিম প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা। কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা।
১৪. নিট প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা?
ক.৩২,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.১২,০০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
১৫. ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.৮২,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৫৮,০০০ টাকা
ঘ.৪০,০০০ টাকা
১৬. অস্থিতিশীল ও বাজারমূল্য উর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক?
ক.ঋওঋঙ পদ্ধতি
খ.খওঋঙ পদ্ধতি
গ.ভারযুক্ত গড় পদ্ধতি
ঘ.সাধারণ গড় পদ্ধতি
১৭. ক্রয়কৃত মাল ফরমায়েশ অনুযায়ী না হলে তার কারণ উলেখ করে যে পত্র বিক্রেতার নিকট প্রেরণ করা হয় তাকে বলা হয়
I.ডেবিট নোট
II.ক্রেডিট নোট
III.চালান
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
৫ বছর আগে ১০,০০,০০০ টাকা দিয়ে একটি পুরাতন মেশিন ক্রয় করা হয়েছিল। মেশিনটির বর্তমান পুস্তক মূল্য ৮,০০,০০০ টাকা। নতুন একটি মেশিন প্রতিস্থাপনের জন্য পুরাতন মেশিনটি ৩,০০,০০০ টাকা বিক্রি করা হয়।
১৮. প্রাসঙ্গিক ব্যয়ের পরিমাণ কত?
ক.৩,০০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৮,০০,০০০ টাকা
ঘ.১০,০০,০০০ টাকা
১৯. নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত?
ক.২,০০,০০০ টাকা
খ.৩,০০,০০০ টাকা
গ.৫,০০,০০০ টাকা
ঘ.১০,০০,০০০ টাকা
২০.কোনটি স্থায়ী ব্যয় রেখা?
ক.অ
খ.ই
গ.ঈ
ঘ.ঢ
২১. ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স ৩,০০০ টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ১,০০০ টাকা ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল ৫০০ টাকা, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক ২,০০০ টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত?
ক.২,৫০০ টাকা
খ.৩,০০০ টাকা
গ.৩,৫০০ টাকা
ঘ.৪,০০০ টাকা
২২. অনাদায়ী পাওনা ধার্য না করা হলে
I.নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
II.নিট মুনাফা কম প্রদর্শিত হবে
III.সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২৩. স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার ক্ষেত্রে বিবেচনা করা হয়
I.সম্পত্তির ক্রয়মূল্য
II.সম্পত্তির বহিঃমূল্য
III.আনুমানিক আয়ুষ্কাল
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. একটি প্রতিষ্ঠানের সপ্তাহে ৪০ ঘণ্টা সময় অনুসরণ করা হয়। ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ১৫ একক এবং ঘন্টা প্রতি মজুরি ৯ টাকা হলে প্রতি একক মজুরির হার কত?
ক.০.৪০ টাকা
খ.০.৫০ টাকা
গ.০.৬০ টাকা
ঘ.০.৮০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।
রনি কোম্পানির ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৩,৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২,০০,০০০ টাকা, প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় ৩০,০০০ টাকা, উৎপাদন উপরিব্যয় ৪,০০,০০০ টাকা এবং বিক্রয় ১২,৫০,০০০ টাকা।
২৫. মুখ্য ব্যয়ের পরিমাণ কত?
ক.৫,৫০,০০০ টাকা
খ.৫,৮০,০০০ টাকা
গ.৯,৫০,০০০ টাকা
ঘ.৯,৮০,০০০ টাকা
২৬. বিক্রয়ের উপর মুনাফার হার কত?
ক.২১.৬০%
খ.২৪.০০%
গ.২৮.৪২%
ঘ.৩১.৫৮%
২৭. মোট বিক্রয় ৫,০০,০০০ টাকা। লাভ বিক্রয়ের উপর ২০%। গড় মজুদ ৫০,০০০ টাকা হলে মজদু আবর্তনের অনুপাত কত?
ক.৭ বছর
খ.৮ বছর
গ.১০ বছর
ঘ.১২ বছর
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ৪৫ একক। ঘণ্টা প্রতি স্বাভাবিক মজুরি ৪০ টাকা। সাপ্তাহিক প্রমাণ সময় দৈনিক ৮ ঘণ্টা হিসেবে ৬ দিন। প্রমাণ উৎপাদনের নিচে মজুরির হার কার্যহারের ৮০% হলে, নি মজুরির হার কত?
ক.০.৬৭ টাকা
খ.০.৭১ টাকা
গ.০.৯০ টাকা
ঘ.০.৯৬ টাকা
২৯. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখানো হয়
I.লাভ-ক্ষতি হিসাবে অনাদায়ী পাওনার সাথে যোগ
II.দেনাদারের সাথে যোগ
III.দেনাদার থেকে বাদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. চলতি বছরের চাঁদা, পূর্ববর্তী বছরে পাওয়া গেল
I.আয়-ব্যয় হিসাবে চাঁদার সাথে যোগ
II.মূলধন তহবিল নির্ণয়ে দায়
III.উদ্বর্তপত্র দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।