HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫০ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫০. ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য
I.ক্লাব
II.শিক্ষা প্রতিষ্ঠান
III.হাসপাতাল
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২. মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য
I.আইনজীবীদের ফার্ম
II.প্রকৌশলীদের ফার্ম
III.চাটার্ড একাউন্টস ফার্ম
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩. বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা হলো
ক.প্রারম্ভিক সম্পদ
খ.প্রারম্ভিক দায়
গ.অতিরিক্ত ব্যয়
ঘ.অতিরিক্ত আয়
৪. আইন অনুযায়ী অংশীদারি কারবারের নিবন্ধন
ক.বাধ্যতামূলক
খ.বাধ্যতামূলক নয়
গ.জরুরি
ঘ.জরুরি নয়
৫. অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানের কী প্রকাশ করে?
ক.দায়
খ.আয়
গ.সম্পদ
ঘ.ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
সামি ও রাকিব দুইজন অংশীদার। তাদের সমাপনী মূলধনের পরিমাণ যথাক্রমে ৫৩,০০০ টাকা ও ৩৫,০০০ টাকা। উত্তোলন যথাক্রমে ৪,০০০ টাকা ও ৩,৫০০ টাকা। সামি প্রতি মাসে ১,০০০ টাকা ও রাকিব বার্ষিক ৬,০০০ টাকা করে বেতন পান। বছর শেষে অংশীদারদের বেতন চার্জ করার পর নিট বণ্টনযোগ্য মুনাফা ১২,০০০ টাকা, যা তারা ৬ ঃ ৪ অনুপাতে ভাগ করে নিল।
৬. সামির প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা?
ক.১৩,৫০০ টাকা
খ.১৪,০০০ টাকা
গ.১৫,০০০ টাকা
ঘ.৩৭,৮০০ টাকা
৭. উলিখিত উদ্দীপকটিতে
I.সামির বেতন পূর্ণ বছরের বের করা হবে
II.মূলধন ও উত্তোলনের ওপর কোনো সুদ চার্জ করা হবে না
III.বেতন বাদ যাবে কিন্তু উত্তোলন যোগ হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৮. কোনটি অনগদি কার্যক্রম?
ক.লভ্যাংশ প্রদান
খ.বন্ডকে সাধারণ শেয়ার রূপান্তর
গ.ঋণ গ্রহণ
ঘ.ঋনপত্র ইস্যু
উদ্দীপকটি পড়ো এবং ১০ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৩ সালের জয় লি.-এর নিট মুনাফা ১,৪০,০০০ টাকা, প্রদেয় হিসাব বৃদ্ধি ১৫,০০০ টাকা, মজুদ দ্রব্য হ্রাস ৮,০০০ টাকা এবং প্রাপ্য হিসাব বৃদ্ধি ১০,০০০ টাকা।
১০. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন সংক্রান্ত নিট নগদ প্রবাহ কত?
ক.১,২৭,০০০ টাকা
খ.১,৩৫,০০০ টাকা
গ.১,৫৩,০০০ টাকা
ঘ.১,৫৭,০০০ টাকা
১১. ১৯৯৪ সালের কোম্পানি আইনের কোন ধারায় পরিচালকগণ ন্যূনতম মূলধন সংগ্রহের কারণ উলেখ করেছেন?
ক.১৪৮(২)
খ.১৪৮(৫)
গ.১৪৮(৬)
ঘ.১৪৮(৮)
উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।
জমির, সমীর ও তাদের ৩ বন্ধু মিলে এমন ব্যবসায় গঠন করতে চায় যার পৃথক আইনগত সত্তা থাকবে। প্রয়োজনে সীমিত পরিসরে নিজেদের মধ্যে নতুন শেয়ার বিক্রয় করা যাবে। আইন উপদেষ্টা বললেন সদস্য সংখ্যা নিয়ে এ পর্যায়ে ভাবার কিছু নেই, তবে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হবে।
১২. এখানে কোন ধরনের ব্যবসায় গঠন করতে চাওয়া হয়েছে?
ক.পাবলিক লি. কোম্পানি
খ.প্রাইভেট কোম্পানি
গ.বিধিবদ্ধ কোম্পানি
ঘ.হোল্ডিং কোম্পানি
১৩. এক্ষেত্রে আনুষ্ঠানিকতার মধ্যে যা পড়বে তা হলো
I.নামের ছাড়পত্র
II.সংঘস্মারক ও সংঘবিধি তৈরি
III.ন্যূনতম মূলধন সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. অপরিচালন আয়
I.বিনিয়োগ হতে সুদ প্রাপ্তি
II.বিক্রয়
III.ব্যবসায়ের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. কোন লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে কোম্পানির দায় বলে বিবেচিত হয় না।
ক.প্রস্তাবিত লভ্যাংশ
খ. ঘোষিত লভ্যাংশ
গ.অদাবিকৃত লভ্যাংশ
ঘ.অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
১৬. অবলেখকের দস্তুরি কোথায় যায়?
ক.নগদ প্রবাহের বিবরণীতে
খ.আর্থিক অবস্থার বিবরণীতে
গ.বিশদ আয় বিবরণীতে
ঘ.কোথাও যায় না
১৭. অধিহারের অর্থ ব্যবহৃত হয় কোম্পানির
I.প্রাথমিক খরচ অবলোপনে
II.বোনাস শেয়ার বিলি করার জন্য
III.সুনাম অবলোপনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৮. দৃশ্যমান সম্পদ কোনটি?
ক.সুনাম
খ.কলকব্জা
গ.গ্রন্থস্বত্ব
ঘ.ট্রেডমার্ক
১৯. পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সম্পর্কের সংখ্যাÍক প্রকাশকে ….. বলা হয়।
ক.ব্যবসায় সংগঠন
খ.অনুপাত বিশ্লেষণ
গ.হিসাব বিশ্লেষণ
ঘ. মুনাফা বিশ্লেষণ
২০. মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত?
ক.কার্যকলাপ বা সক্রিয়তা
খ.সচ্ছলতা
গ.মুনাফা অর্জন ক্ষমতা
ঘ.তারল্যতা
২১. উৎপাদন ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না
I.আয়কর প্রদান
II.সুদ প্রদান
III.মজুরি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. কোনটি শ্রমিকের অর্জন হিসাবে বিবেচিত হয়?
ক.প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান
খ.প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান
গ.অগ্রিম মজুরি
ঘ.জরিমানা
২৩. একটি প্রতিষ্ঠানে ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন ১০ একক এবং ঘণ্টা প্রতি নিয়মিত মজুরি ২০ টাকা। এককপ্রতি মজুরির হার কত টাকা?
ক.২
খ.০.৫
গ.১০
ঘ.২০
২৪. কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ মূল্য জানা যায়?
ক.ক্রয়ের পর
খ.বিক্রয়ের পর
গ.যেকোনো সময়
ঘ.হিসাবকাল শেষে
২৫. পচনশীল পণ্যের মাল খতিয়ানে প্রতিষ্ঠানে কোন পদ্ধতি অধিক কার্যকরী?
ক.ঋওঋঙ
খ.সরল গড় পদ্ধতি
গ.ভারযুক্ত গড় পদ্ধতি
ঘ.খওঋঙ
২৬. স্থায়ী ব্যয়ের উলেখযোগ্য উদাহরণ হলো
I.কারখানার ভাড়া, যন্ত্রপাতির অবচয়
II.কর্মচারীদের বেতন ভাতা
III.ক্রয় পরিবহন, কাঁচামাল ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. কোনো একটি ব্যবসায়িক সুযোগ গ্রহণ করার ফলে অন্যান্য সুযোগ গ্রহণ করতে না পারার কারণে যে সম্ভাব্য সুবিধা ছাড় দিতে হয় তাকে কোন ব্যয় বলা হয়?
ক.পরিবর্তনশীল ব্যয়
খ.তুলনামূলক ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.নিমজ্জিত ব্যয়
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. যেকোনো পরিকল্পনার সংখ্যাÍক প্রকাশকে কী বলে?
ক.বাজেট
খ.নিয়ন্ত্রণ
গ.নিরীক্ষা
ঘ.হিসাবরক্ষণ
২৯. বাজেটীয় নিয়ন্ত্রণ হলো
I.একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা
II.একটি হিসাবরক্ষণ ব্যবস্থা
III.বাজেট প্রণয়নের কলাকৌশল
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. নিট মুনাফা নির্ণয় করা যায়
I.বিক্রয় স্থায়ী ব্যয়
II.কন্ট্রিবিউশন মার্জিন স্থায়ী ব্যয়
III.বিক্রয় পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।