HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৬. মৌলভীবাজার সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. মূলধন তহবিল হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি
ক.অন্তর্দায়
খ.বহির্দায়
গ.সম্পত্তি
ঘ.আয়
২. নিচের কোনটি অব্যবসায়ী অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান?
ক.শিক্ষা প্রতিষ্ঠান
খ.ব্যাংক
গ.বিমা কোম্পানি
ঘ.পোশাক শিল্প
৩. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
ক.আয়
খ.খরচ
গ.দায়
ঘ.সম্পদ
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়মিত আয়
I.আজীবন সদস্যের চাঁদা
II.উইলকৃত ধনদৌলত
III.প্রাপ্ত অনুদান
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
নীহারিকা ক্লাবের মোট সদস্য সংখ্যা ৬০ জন এবং তারা প্রত্যেকে বার্ষিক ২০ টাকা হারে চাঁদা প্রদান করে। চলতি বছরের চাঁদা বাবদ ২০০ টাকা বকেয়া রয়েছে এবং বিগত বছরের চাঁদা বাবদ ১০০ টাকা আদায় হয়েছে। বিগত বছরের মোট বকেয়া চাঁদা ছিল ১৫০ টাকা।
৫. চলতি বর্ষে চাঁদা বাবদ মোট কত টাকা আদায় হয়েছে?
ক.৯০০ টাকা
খ.১,০০০ টাকা
গ.১,১০০ টাকা
ঘ.১,২০০ টাকা
৬. চলতি বর্ষে আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া চাঁদা বাবদ কত টাকা যাবে?
ক.৫০ টাকা
খ.১০০ টাকা
গ.২০০ টাকা
ঘ.২৫০ টাকা
৭. কত সালের ব্রিটিশ অংশীদারি আইন দ্বারা অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়?
ক.১৯৩২
খ.১৯৩০
গ.১৮৯০
ঘ.১৮৭৯
৮. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি
I.আইন
II.সুসম্পর্ক
III.চুক্তি
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II ও III
৯. দায় গ্রাহকের কমিশন কোন ধরনের সম্পত্তি?
ক.স্থায়ী সম্পত্তি
খ.চলতি সম্পত্তি
গ.অলীক সম্পত্তি
ঘ.অস্পর্শনীয় সম্পত্তি
১০. কত সালের কোম্পানি আইন অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীর ছক প্রস্তুত করা হয়?
ক.১৯৯০ সাল
খ.১৯৮৭ সাল
গ.১৯৯১ সাল
ঘ.১৯৯৪ সাল
১১. কোম্পানির মূলধন জাতীয় ব্যয় অবলোপনের জন্য ব্যবহার করা হয়
ক.শেয়ার অবহার
খ.শেয়ার বাট্টা
গ.শেয়ার অধিহার
ঘ.ঋণপত্রের কমিশন
১২. নিচের কোনটি নগদ বহিঃপ্রবাহ?
ক.শেয়ার ইস্যু
খ.অবলোপন
গ.সম্পত্তি ক্রয়
ঘ.অবচয়
১৩. নিচের কোনটি নগদ আন্তঃপ্রবাহ?
ক.লভ্যাংশ প্রদান
খ.ঋণপত্র ইস্যু
গ.ধারে বিক্রয়
ঘ.ঋণপত্র পরিশোধ
১৪. অংশীদারি কারবারের সদস্য সংখ্যা
I.সর্বনি ২ জন
II.সর্বোচ্চ ২০ জন
III.ব্যাংকিং কারবারের ক্ষেত্রে ১০ জন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
ক ও খ ১,২০,০০০ ও ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। মূলধনের সুদ ১০% এবং খ এর বেতন মাসিক ৩,০০০ টাকা যা সে নগদে উত্তোলন করে। ২০০৮ সালে উক্ত লেনদেনসমূহ সমন্বয়ের পূর্বে নিট আয় ২,১৬,০০০ টাকা ছিল।
১৫. ২০০৮ সালের শেষে খ এর মূলধনের জের কত টাকা হবে?
ক.২,৪০,০০০ টাকা
খ.১,৬৮,০০০ টাকা
গ.১,৯৬,০০০ টাকা
ঘ.১,৬০,০০০ টাকা
১৬. ক এর মুনাফার অংশ কত হবে?
ক.৯৮,০০০ টাকা
খ.৯৬,০০০ টাকা
গ.৯২,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
১৮. অলীক সম্পত্তি কোনটি?
ক.শেয়ার বাট্টা
খ.সুনাম
গ.প্যাটেন্ট
ঘ.ট্রেডমার্ক
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
যমুনা লি.-এর বই থেকে নিলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে:
এপ্রিল ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক
প্রতি একক ৫০০ টাকা
” ১০ মাল ক্রয় ৩৫০ একক
প্রতি একক ৫২০ টাকা
” ২০ মাল বিক্রয় ৪০০ একক
১৯. ঋওঋঙ পদ্ধতিতে এপ্রিল-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক.২,০০,০০০ টাকা
খ.২,০৪,০০০ টাকা
গ.২,০৭,০০০ টাকা
ঘ.২,০৮,০০০ টাকা
২০. ঋওঋঙ পদ্ধতির পরিবর্তে খওঋঙ পদ্ধতিতে এপ্রিল-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করলে কোম্পানির মুনাফা কী পরিমাণ হ্রাস পাবে?
ক.৩,০০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.১৩,০০০ টাকা
২১. বিক্রীত পণ্যের ব্যয় থেকে মোট ক্ষতি বাদ দিলে কী পাওয়া যায়?
ক.ক্রয়মূল্য
খ.বিক্রয়মূল্য
গ.উৎপাদন মূল্য
ঘ.বইমূল্য
২২. আধাপরিবর্তনশীল ব্যয় কোনটি?
ক.ভাড়া খরচ
খ.টেলিফোন খরচ
গ.অফিস খরচ
ঘ.অবচয় খরচ
২৩. ১/১৫, নিট/৪৫ দ্বারা বোঝায়
I.১৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১% বাট্টা পাবে
II.৪৫ দিনের মধ্যে পাওনা শোধ দিলে ১ বাট্টা পাবে
III.৪৫ দিনের মধ্যে অবশ্যই পাওনা দিতে হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৪. কখন এককপ্রতি স্থির ব্যয় হ্রাস পায়
ক.যদি উৎপাদনের পরিমাণ হ্রাস পায়
খ.যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়
গ.যদি কাঁচামালের মূল্য বৃদ্ধি পায়
ঘ.যদি শ্রমের মূল্য বৃদ্ধি পায়
২৫. কোনটি কালীন ব্যয়?
ক.প্রত্যক্ষ কাঁচামাল
খ.প্রত্যক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ খরচ
ঘ.বিক্রয়কর্মীর বেতন
২৬. অনুদান প্রান্ত হচ্ছে
I.বিক্রয় হতে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর প্রাপ্ত অর্থ
II.বিক্রয় হতে স্থির ব্যয় বাদ দেওয়ার পর প্রাপ্ত অর্থ
III.স্থায়ী খরচ ও মুনাফার সমষ্টি
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও II
গ.II ও III
ঘ.I ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
শাহীন লিমিটেড-এর ২০১৫ সালের স্থায়ী খরচ ১,৮০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ২০ টাকা এবং বিক্রয় এককপ্রতি ৫০ টাকা। ঐ বৎসরে কোম্পানির বিক্রয়ের পরিমাণ ১০,০০০ একক।
২৭. এককপ্রতি অনুদান প্রান্ত কত?
ক.২০ টাকা
খ.৩০ টাকা
গ.৫০ টাকা
ঘ.৭০ টাকা
২৮. শাহীন লি.-এর সমচ্ছেদ বিক্রয় একক কত?
ক.৬,০০০ একক
খ.৮,০০০ একক
গ.৯,০০০ একক.
ঘ.১০,০০০ একক
২৯. কোম্পানির নিরাপত্তা প্রান্ত একক কত?
ক.৪,০০০ একক
খ.৬,০০০ একক
গ.৯,০০০ একক
ঘ.১০,০০০ একক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।