HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৭ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৫৭. ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণ মান ৩০
১. অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কোনটি ঘটে?
ক.মূলধন বৃদ্ধি পায়
খ.মূলধন হ্রাস পায়
গ.মুনাফা বৃদ্ধি পায়
ঘ.সম্পত্তি হ্রাস পায়
২. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর কত হারে সুদ ধরতে হবে?
ক.৫%
খ.৬%
গ.৭%
ঘ.১০%
৩. নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে কী জানা যায়?
ক.আয় ও ব্যয়ের পরিবর্তন
খ.আর্থিক অবস্থার পরিবর্তন
গ.নগদ প্রবাহের পরিবর্তন
ঘ.সম্পদের পরিবর্তন
৪. জহির চৌধুরী তার প্রতিষ্ঠানের জন্য সঠিকভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে চান। এক্ষেত্রে তাকে কোন ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে?
ক.হিসাববিজ্ঞান
খ.ব্যবস্থাপনা
গ.সংগঠন
ঘ.প্রশাসন
৫. অর্থসংস্থান কার্যক্রম যার দ্বারা বৃদ্ধি পায় তা হলো
I.নগদে শেয়ার ইস্যু
II.নগদে বন্ড ইস্যু
III.নগদে জমি বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. যে কারণে একটি কোম্পানি তাদের ইস্যুকৃত শেয়ার পুনঃক্রয় করে তা হলো
I.অন্য কোম্পানি কর্তৃক অধিগ্রহণ ঠেকাতে
II.শেয়ারের বাজারমূল্য ধরে রাখার জন্য
III.সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার না করতে পারলে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও II
Iঘ.I, II ও III
৭. কার জন্য যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করা আবশ্যক
ক.শেয়ারহোল্ডার
খ.প্রবর্তক
গ.ব্যবস্থাপক.
ঘ.পরিচালক
৮. একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে নতুন শেয়ার বিলি করল। এ ধরনের শেয়ারের নাম কী?
ক.রাইট শেয়ার
খ.বোনাস শেয়ার
গ.সাধারণ শেয়ার
ঘ.অগ্রাধিকার শেয়ার
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
মিনারেল কোম্পানির অনুমোদিত শেয়ার ৫০,০০০ টাকা। যার প্রতিটি ১০০ টাকা মূল্যের কোম্পানি প্রথম বছর ৩০,০০০ শেয়ার ১০ টাকা অবহারে ইস্যু করে। কোম্পানি ৪০,০০০ শেয়ারের আবেদন পেল।
৯. অবহারের পরিমাণ কত?
ক.১,০০,০০০
খ.৩,০০,০০০
গ.৪,০০,০০০
ঘ.৫,০০,০০০
১০. অবহারে শেয়ার ইস্যুকরণের ফলে কোম্পানির হিসাবের বইতে কি হয়?
ক.মুনাফা জাতীয় ক্ষতি হয়
খ.মুনাফা জাতীয় আয় হয়
গ.মূলধন জাতীয় ক্ষতি হয়
ঘ.মূলধন জাতীয় আয় হয়
১১. কোন ধরনের কোম্পানি ঋণপত্র ইস্যু করে?
ক.প্রাইভেট কোম্পানি
খ.পাবলিক কোম্পানি
গ.বিদেশি কোম্পানি
ঘ.অনিবন্ধিত কোম্পানি
১২. নিচের কোনটি প্রতিষ্ঠানের মালিকানা তহবিলের অংশ?
ক.সাধারণ সঞ্চিতি
খ.১০% ঋণপত্র
গ.আয়কর সঞ্চিতি
ঘ.কর্মচারী কল্যাণ তহবিল
১৩. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখাতে হবে
I.বিশদ আয় বিবরণীর পরিচালন খরচে অনাদায়ী পাওনার সাথে যোগ
II.আর্থিক অবস্থার বিবরণীর প্রাপ্য হিসাব হতে বাদ
III.আর্থিক অবস্থার বিবরণীর দায়ে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
রূপা লি.-এর নগদ তহবিল ৩২,০০০ টাকা; ব্যাংক জমা ১,০০,০০০ টাকা; দেনাদার ৬০,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৮৮,০০০ টাকা; পাওনাদার ৪০,০০০ টাকা; প্রদেয় বিল ১,০০,০০০ টাকা।
১৪. চলতি অনুপাত কত?
ক.১ ঃ ১
খ.২ ঃ ১
গ.২.১৪ ঃ ১
ঘ.২.২৪ ঃ ১
১৫. যদি কারবারের ত্বরিত সম্পদ ১০% বৃদ্ধি পায় তবে প্রতিষ্ঠানের বৃদ্ধি পাবে?
ক.মুনাফা অর্জন ক্ষমতা
খ.কার্য দক্ষতা
গ.চলতি দায় পরিশোধ ক্ষমতা
ঘ.স্থায়ী সম্পদ অর্জন ক্ষমতা
১৬. মুখ্যব্যয় + কারখানা উপরিব্যয় =
ক.মুখ্য ব্যয়
খ.বিক্রিত পণ্যের ব্যয়
গ.মোট ব্যয়
ঘ.উৎপাদন ব্যয়
১৭. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় আন্তর্জাতিক হিসাব মান (ওঅঝ) কত অনুযায়ী?
ক.ওঅঝ-১
খ.ওঅঝ-২
গ.ওঅঝ-৭
ঘ.ওঅঝ-৯
১৮. প্রাপ্য টাকা কত দিন পর পাওয়া যায়, তা প্রকাশ করে কোন অনুপাত?
ক.তারল্য
খ.দেনাদার আবর্তন
গ.দায়-মালিকানা
ঘ.মজুদ আবর্তন
১৯. ক্রয়মূল্যের উপর লাভের হার ২৫% হলে এবং বিক্রয়ের পরিমাণ যদি ২০,০০০ টাকা হয় তাহলে লাভের পরিমাণ কত হবে
ক.৫,০০০ টাকা
খ.৪,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.২,০০০ টাকা
২০. নিচের কোন দফাটি অর্জন ও কর্তন উভয়ই
ক.প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান
খ.প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান
গ.শ্রমিক কল্যাণ ফান্ডে কর্মীর দান
ঘ.প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম গ্রহণ
২১. আধা পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হচ্ছে
ক.কারখানা ভাড়া
খ.কারখানার দারোয়ানের বেতন
গ.কাঁচামাল ক্রয় ব্যয়
ঘ.কারখানার বিদ্যুৎ বিল
২২. বিক্রয়মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্যকে বলা হয়
ক.নিরাপত্তা প্রান্ত
খ.সমচ্ছেদ বিন্দু বিক্রয়
গ.পরিবর্তনশীল ব্যয় অনুপাত
ঘ.অনুদান প্রান্ত বা দত্তাংশ
২৩. প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেলে
ক.অনুদান প্রান্ত বৃদ্ধি পাবে
খ.প্রশাসনিক উপরিব্যয় বৃদ্ধি পাবে
গ.উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে
ঘ.মোট আয় অনুপাত বৃদ্ধি পাবে
২৪. উৎপাদন বাজেটের মাধ্যমে
I.কী ধরনের পণ্য উৎপাদিত হবে তা জানা যায়
II.কী পরিমাণ পণ্য উৎপাদিত হবে তা জানা যায়
III.উৎপাদনের জন্য কী পরিমাণ ব্যয় হবে তা জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট দিকে থাকা বিগত বছরের আয় কোথায় স্থানান্তরিত হবে?
ক.আয়-ব্যয় হিসাবে
খ.উদ্বৃত্তপত্রের দায়ের দিকে
গ.প্রারম্ভিক মূলধন তহবিলে
ঘ.উদ্বর্তপত্রের সম্পত্তির দিকে
২৬. কোনটি নামিক হিসাব?
ক.প্রাপ্তি-প্রদান
খ.নগদান
গ.আসবাবপত্র
ঘ.আয়-ব্যয়
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৫ সালের চাঁদা বাবদ মোট প্রাপ্তি ১,০০,০০০ টাকা, এর মধ্যে ২০১৪ সালের ১০,০০০ টাকা এবং ২০১৬ সালের ১৫,০০০ টাকা অন্তর্ভুক্ত। পক্ষান্তরে বিগত বছরের চাঁদা এখনও অনাদায়ী ১৮,০০০ টাকা।
২৭. মূলধন তহবিল নির্ণয়ে গত বছরের সম্পত্তি বাবদ কত টাকা দেখাতে হবে?
ক.১০,০০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.১৮,০০০ টাকা
ঘ.২৮,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. চাঁদা বাবদ চলতি বছরের দায়ের পরিমাণ কত?
ক.১০,০০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.২৫,০০০ টাকা
ঘ.২৮,০০০ টাকা
২৯. বেতন চার্জ করার পূর্বে অংশীদারি ব্যবসায়ের মুনাফা দেওয়া থাকলে এবং অংশীদারগণ গ্রহণ না করলে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে বেতন দেখাতে হবে
I.লাভ-লোকসান আবণ্টন হিসাবে ডেবিট
II.অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট
III.অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৩০. পচনশীল পণ্যের মাল খতিয়ানে প্রতিষ্ঠানের জন্য কোন পদ্ধতি অধিক কার্যকরী
ক.ঋওঋঙ
খ.ভারযুক্ত গড় পদ্ধতি
গ.সরল গড় পদ্ধতি
ঘ.খওঋঙ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।