HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?
ক.পাওনাদার
খ.কর কর্তৃপক্ষ
গ.ব্যবস্থাপক
ঘ.শ্রমিক সংঘ
২. নিচের কোন হিসাব সমীকরণটি ভুল?
ক.সম্পদ = দায় + মালিকানা স্বত্ব
খ.সম্পদ + দায় = মালিকানা স্বত্ব
গ.মালিকানা স্বত্ব = সম্পদ দায়
ঘ.সম্পদ মালিকানা স্বত্ব = দায়
৩. পুঞ্জীভ‚ত অবচয় কী ধরনের হিসাব?
ক.সম্পদ
খ.কন্ট্রা সম্পদ
গ.দায়
ঘ.মালিকানা স্বত্ব
৪. কোনটি অদৃশ্যমান লেনদেন?
ক.নগদে বিক্রয়
খ.ধারে বিক্রয়
গ.অবচয়
ঘ.সুদ প্রদান
৫. কোনটি নগদে পরিশোধ করা হয়?
ক.ক্রয় বাট্টা
খ.বিক্রয় বাট্টা
গ.ভাড়া খরচ
ঘ.ভাড়া আয়
৬. কে চালান প্রস্তুত করেন?
ক.বিক্রেতা
খ.মালিক
গ.পাওনাদার
ঘ.ক্রেতা
৭. আধুনিক পদ্ধতিতে ‘উত্তোলন’ কোন জাতীয় হিসাব?
ক.সম্পদ
খ.দায়
গ.মালিকানা স্বত্ব
ঘ.ব্যয়
৮. নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়?
ক.যন্ত্রপাতি সম্প্রসারণ ব্যয়
খ.অবচয়
গ.সংস্থাপন মজুরি
ঘ.আমদানি খরচ
৯. জাবেদা ও খতিয়ান উভয়ই নিচের কোনটি?
ক.জাবেদা দাখিলা
খ.নগদান বই
গ.উদ্বৃত্তপত্র
ঘ.রেওয়ামিল
১০. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় কোনটা উৎ. হবে?
ক.আসবাবত্র
খ.ক্রয়
গ.বিক্রয়
ঘ.নগদান
১১. ডেবিট নোট কে তৈরি করে?
ক.ক্রেতা
খ.সবরাহকারী
গ.উৎপাদক
ঘ.বিক্রেতা
১২. বিক্রয় জাবেদার উৎস দলিল?
ক.ভ্যাট চালানপত্র
খ. চালানপত্র
গ.ডেবিট নোট
ঘ. ডেবিট ভাউচার
১৩. ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে?
ক.আমানতকারী
খ. ঋণ গ্রহীতা
গ.বিনিয়োগকারী
ঘ. ব্যাংক কর্তৃপক্ষ
১৪. কোনটা সম্পদ?
ক.অগ্রিম বেতন
খ. অগ্রিম শিক্ষানবিশ সেলামি
গ.বকেয়া বেতন
ঘ.বকেয়া ভাড়া
১৫. কোনটা চলতি দায়?
ক.অগ্রিম বেতন
খ.প্রাপ্য বিল
গ.মূলধন
ঘ.প্রদেয় হিসাব
১৬. কোন স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য হবে না?
ক.আসবাবপত্র
খ.দালানকোঠা
গ.ভ‚মি
ঘ.কলকব্জা
১৭. চলতি অনুপাতের আদর্শ হার কত?
ক.১ ঃ ১
খ.১ ঃ ২
গ.২ ঃ ১
ঘ.২ ঃ ৩
১৮. অংশীদারি কারবারের মূল ভিত্তি কী?
ক.চুক্তি
খ.ধৈর্য
গ.সদস্যসংখ্যা
ঘ.মুনাফা বণ্টন
১৯. ১০ মাসের বেতন ২৪,০০০ টাকা। বকেয়া আছে কত?
ক.৪,০০০ টাকা
খ. ৪,৮০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ. ৭,০০০ টাকা
২০. নিচের কোনটি প্রত্যক্ষ ব্যয়?
ক.মজুরি
খ.বেতন
গ.মনিহারি
ঘ.বিক্রয় পরিবহন
২১. বিজ্ঞাপন ব্যয় ৫০,০০০ টাকা। ২/৫ অংশ অবলোপন করলে বিলম্বিত কত?
ক.২০,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৪০,০০০ টাকা
২২. মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে?
ক.শেয়ার
খ.ডিবেঞ্চার
গ.ঘটক
ঘ.লোন
২৩. চুক্তির অবর্তমানে অংশীদারদের ঋণের সুদ কত?
ক.৫%
খ.৬%
গ.১০%
ঘ.১২%
২৪. সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ পরিমাণ কেমন?
ক.নির্দিষ্ট
খ.অনির্দিষ্ট
গ.লিখিত
ঘ.অনিশ্চিত
২৫. বিন কার্ড কোথায় পাওয়া যায়?
ক.অফিসে
খ.ব্যবস্থাপকের নিকট
গ.গুদামে
ঘ.জাহাজে
২৬. আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি?
ক.ভাড়া খরচ
খ. বিদ্যুৎ খরচ
গ.অফিস খরচ
ঘ.অবচয়
২৭. সকল প্রত্যক্ষ খরচ যোগ করে পাবো
ক.উৎপাদন ব্যয়
খ. মুুখ্য ব্যয়
গ.উপরিব্যয়
ঘ.সুযোগ ব্যয়
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. সকল পরোক্ষ খরচ মিলে হবে
ক.উৎপাদন ব্যয়
খ.মুখ্য ব্যয়
গ.উপরিব্যয়
ঘ.সুযোগ ব্যয়
২৯. মুখ্য ব্যয় + উপরিব্যয় = ?
ক.উৎপাদন ব্যয়
খ.উপরিব্যয়
গ.বিক্রীত পণ্যের ব্যয়
ঘ.মোট ব্যয়
৩০. বিক্রয় ৫,০০,০০০ টাকা। ক্রয়মূল্যের ওপর ২০% লাভ হলে, লাভ কত?
ক.৪৩,৩৩৩ টাকা
খ. ১৬,৬৬৭ টাকা
গ.৩৩,৩৩৩ টাকা
ঘ. ৮৩,৩৩৩ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।