HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫৯ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
সরকারি বি.এল. কলেজ, খুলনা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. নিোক্ত কোন দফা বা দফাসমূহ অনগদ লেনদেন?
I.অবচয়
II.সম্পত্তি ক্রয় সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে
III.বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২. কাদের রাইট শেয়ার ইস্যু করা হয়?
ক.সাধারণ শেয়ার মালিকদের নিকট
খ.শেয়ার মালিক বাদে অন্যান্য জনগণের নিকট
গ.কোম্পানির পরিচালকবৃন্দের নিকট
ঘ.ঋণপত্রধারিদের নিকট
৩. অলীক সম্পত্তি কোনটি?
ক.শেয়ার বাট্টা
খ.সুনাম
গ.প্যাটেন্ট
ঘ.ট্রেডমার্ক
৪. ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের প্রধান কাজ কোনটি?
ক.জাবেদা লিখন
খ.খতিয়ান প্রস্তুতকরণ
গ.আর্থিক বিবরণীসমূহের নিরীক্ষণ
ঘ.ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ
৫. প্রত্যক্ষ মাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১৬,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৬,০০০ টাকা, রূপান্তর ব্যয় ৪০,০০০ টাকা এবং অফিস উপরিব্যয় ১২,০০০ টাকা হলে, কালীন ব্যয় কত?
ক.১৮,০০০ টাকা
খ.৪৬,০০০ টাকা
গ.৫৬,০০০ টাকা
ঘ.৫৮,০০০ টাকা
৬. কখন এককপ্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়?
ক.উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে
খ.বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে
গ.এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেলে
ঘ.কাঁচামালের মূল্য বৃদ্ধি পেলে
৭. একিট অব্যববসায়ী প্রতিষ্ঠানের চাঁদা প্রাপ্তি ৬৫,০০০ টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম প্রাপ্তি ৩,০০০ টাকা হলে চাঁদা বাবদ আয় কত?
ক.৫৭,০০০ টাকা
খ.৬৩,০০০ টাকা
গ.৬৭,০০০ টাকা
ঘ.৭৩,০০০ টাকা
৮. শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিচের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক.পরিচালন কার্যাবলি
খ.বিনিয়োগ কার্যাবলি
গ.অর্থায়ন কার্যাবলি
ঘ.অনগদি কার্যাবলি
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর ২০১৪ সালের মোট বিক্রয় ৩,০০,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার ২৫%। প্রারম্ভিক মুজদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা।
৯. ঢাকা ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর মজুদ আর্বতন অনুপাত কত?
ক.৬ বার
খ.৬.৬৮ বার
গ.৬.৮৬ বার
ঘ.৮ বার
১০. যদি বিক্রয়ের ওপর মুনাফার হার ৫% বৃদ্ধি পায় এবং সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা হ্রাস পায় তাহলে
I.বিক্রীত পণ্যের ব্যয় ১৫,০০০ টাকা হ্রাস পাবে
II.মজুদ পণ্যের আবর্তন অনুপাত ০.৬৪ অংশ হ্রাস পাবে
III.মজুদ আবর্তন অনুপাত ০.৬৪ অংশ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. গাড়ির ফুয়েলিং স্টেশনে নিচের কোন পদ্ধতিটি সবচেয় বেশি গ্রহণযোগ্য?
ক.খওঋঙ
খ.ঋওঋঙ
গ.সাধারণ গড়
ঘ.ভারযুক্ত গড়
১২. নিচের কোন ব্যয়টি স্থির ব্যয়?
ক.কাঁচামালের ব্যয়
খ.শ্রমিকের মজুরি
গ.ড্রইং অফিসের বেতন
ঘ.বিক্রয় কমিশন
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
দীপা লিমিটেড-এর রেওয়ামিলে সুনাম ১,০০,০০০ টাকা এবং শেয়ার অধিহার ৮০,০০০ টাকা আছে। সমন্বয়ে বলা হয়েছে, শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।
১৩. আর্থিক বিবরণীতে এর কি প্রভাব পড়বে?
ক.স্থায়ী সম্পদ ৮০,০০০ টাকা কমবে
খ.চলতি সম্পদ ৮০,০০০ টাকা কমবে
গ.সঞ্চিতি ৮০,০০০ টাকা বাড়বে
ঘ.নিট মুনাফা ৮০,০০০ টাকা কমবে
১৪. সুনামের টাকা শেয়ার অধিহার দ্বারা অবলোপন করার পর অবশিষ্ট সুনামের অর্ধেক চলতি বছরের মুনাফা দ্বার অবলোপন করলে
I.পরোক্ষ ব্যয় ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে
II.নিট মুনাফা ১০,০০০ টাকা হ্রাস পাবে
III.সম্পদ ও দায় উভয়ই কমবে ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. দীর্ঘমেয়াদি দায় ২০,০০০ টাকা, চলতি সম্পদ ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ ঃ ২ হলে, মোট দায় কত?
ক.৩৫,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.২৫,০০০ টাকা
ঘ.২০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
মুনা ও বর্ণা একটি ব্যবসায়ের অংশীদার। তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,৬০,০০০ টাকা, যার ওপর ১০% সুদ ধার্য করতে হবে। মুনা ব্যবসায় পচিালনায় অংশগ্রহণ করেনি এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।
১৬. মুনা কি ধরনের অংশীদার ছিল?
ক.সাধারণ
খ.সীমিত
গ.নি¯ক্রীয়
ঘ.প্রতিবন্ধ
১৭. মুনার মৃত্যুতে বর্ণা কী পদক্ষেপ গ্রহণে বাধ্য?
ক.নতুন অংশীদার গ্রহণ
খ.বিলোপসাধন
গ.ব্যবসায় পরিচালনা
ঘ.কোম্পানিতে রূপান্তর
১৮. প্রত্যক্ষ মজরি ও উৎপাদন উপরি খরচকে একত্রে কী বলে?
ক.রূপান্তর ব্যয়
খ.কারখানা ব্যয়
গ.মুখ্য ব্যয়
ঘ.উৎপাদন ব্যয়
১৯. খাদ্যসামগ্রী ক্রয় ১০,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্যসামগ্রী ২,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৮,০০০ টাকা হলে অব্যবহৃত খাদসামগ্রীর পরিমাণ কত?
ক.২,০০০ টাকা
খ.৪,০০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ.১৬,০০০ টাকা
২০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল কীভাবে নির্ণয় হয়?
ক.মোট আয় বাদ মোট খরচ
খ.প্রারম্ভিক সম্পত্তি বাদ প্রারম্ভিক দায়
গ.সমাপনী সম্পত্তি বাদ সমাপনী দায়
ঘ.মোট প্রাপ্তি বাদ মোট প্রদান
২১. নিচের কোন দফাটি মূলধন সঞ্চিতি হিসাবে রূপান্তর করা হয়?
ক.নিবন্ধনপূর্ণ মুনাফা
খ.নিট লাভ
গ.সাধারণ সঞ্চিতি
ঘ.আয়কর সঞ্চিতি
২২. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচকে এক কথায় কি বলে?
ক.কারখানা খরচ
খ.কারখানা উপরিব্যয়
গ.মুখ্য ব্যয়
ঘ.উৎপাদন ব্যয়
২৩. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
ক.৪,৫০০
খ.৫,১৭৫
গ.৫,৪৭৫
ঘ.৫,৭৭৫
২৪. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কী?
ক.ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ
খ.ব্যয় শ্রেণিবিন্যাসকরণ
গ.ব্যয় লিপিবদ্ধকরণ
ঘ.ব্যয় নিরীক্ষাকরণ
২৫. নাসির কোম্পানির কার্যকরী মূলধন ৮,০০,০০০ টাকা, কারবারের চলতি অনুপাত ৩ ঃ ১ হলে, চলতি সম্পদের পরিমাণ কত?
ক.৪,০০,০০০ টাকা
খ.৬,০০,০০০ টাকা
গ.৮,০০,০০০ টাকা
ঘ.১২,০০,০০০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. প্রারম্ভিক মজুদ পণ্য ২৫,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৬০,০০০ টাকা। ক্রয়ের পরিমাণ কত?
ক.৩৫,০০০ টাকা
খ.৪৫,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৭০,০০০ টাকা
২৭. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়?
ক.কাঁচামাল ক্রয়
খ.বিক্রয়কর্মীর বেতন
গ.কারখানার বিদ্যুৎ বিল
ঘ.অফিস ভাড়া
২৮. ইভা কোম্পানি লি.-এর বিক্রয় ৬,৫০,০০০ টাকা, স্থির ব্যয় ৫০,০০০ টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ২৫%। মুনাফার পরিমাণ কত?
ক.১,১২,৫০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.১,৬২,৫০০ টাকা
ঘ.১,৭৫,০০০ টাকা
২৯. নিচের কোনটি সমচ্ছেদ বিন্দু (একক) নির্ণয়ের সূত্র?
ক.
খ.
গ.স্থায়ী ব্যয় ূ এককপ্রতি অনুদান প্রান্ত
ঘ.
৩০. যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে বলে
ক.নিবন্ধক
খ.দালাল
গ.কমিশন এজেন্ট
ঘ.অবলেখক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।