HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
কুষ্টিয়া সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্য নোটের আদায় ১০,০০০ টাকা ব্যাংক ভুলবশত পাস বইয়ে ডেবিট করেছে। পাস বইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে?
ক.১০,০০০ টাকা ডেবিট
খ.১০,০০০ টাকা ক্রেডিট
গ.২০,০০০ টাকা ডেবিট
ঘ.২০,০০০ টাকা ক্রেডিট
২. একটি সম্পত্তির মোট ক্রয়মূল্য এবং পুঞ্জীভ‚ত অবচয়ের পার্থক্যকে কী বলা হয়?
ক.বইমূল্য
খ.বাজার মূল্য
গ.প্রকৃত মূল্য
ঘ.অবনয়ন মূল্য
৩. জনাব ইমন একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন। বছরের শুরুতে তার মূলধন ও দায় ছিল যথাক্রমে ৭৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা। বছর শেষে তার মূলধন দাঁড়ায় ৯৫,০০০ টাকা। তিনি বছরে ৫,০০০ টাকা নগদ উত্তোলন করেন। তার নিট লাভ কত টাকা?
ক.২০,০০০ টাকা
খ.২৫,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.১,০০,০০০ টাকা
৪. বছরের শুরুতে প্রদেয় নোট ছিল ৪,০০০ টাকা, ১,৫০০ টাকার স্বীকৃত বিল পরিশোধ করা হয়েছে। বছরের শেষে প্রদেয় নোটের পরিমাণ কত?
ক.৫০০ টাকা
খ.১,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.৪,৫০০ টাকা
৫. ১০% কর্জ ৩০,০০০ টাকা বছরের শুরুতে দেয়া আছে। প্রশ্নে ১ অক্টোবর ২০,০০০ টাকার কর্জ পরিশোধ করা হয়েছে বলায় এক্ষেত্রে ঋণের সুদ কত ধরতে হবে?
ক.৭৫০ টাকা
খ.১,৫০০ টাকা
গ.২,২৫০ টাকা
ঘ.২,৫০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
সমাপনী মজুদ ৮,০০০ টাকা, বিক্রয় ৭০,০০০ টাকা, মোট লাভ ৩৫,০০০ টাকা এবং ক্রয় ৩৫,০০০ টাকা।
৬. বিক্রিত পণ্যের মূল্য কত?
ক.৪২,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৩৫,০০০ টাকা
ঘ.৩০,০০০ টাকা
৭. প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য কত?
ক.৩৮,০০০ টাকা
খ.২৮,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.১৫,০০০ টাকা
৮. বিক্রীত পণ্যের ওপর লাভের হার কত?
ক.৬১%
খ.১০০%
গ.৩৭.৩১%
ঘ.৩৫.৭১%
৯. কোনো প্রকার কুঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০। দেনাদারের ওপর ১০% কুঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?
ক.২,১০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.৯২২.৫ টাকা
ঘ.৯০০ টাকা
১০. মি. রাজ্জাক নগদে ৪০,০০০ এবং ধারে ১,০০,০০০ টাকার পণ্য বিক্রয় করল। রাজস্ব স্বীকৃতি অনুসারে আয় হিসাবে বিক্রয় কত টাকা দেখাতে হবে?
ক.৪০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.১,৪০,০০০ টাকা
১১. জনাব মাসরাফি ১০০ টাকা মূল্যের প্রতিটি শেয়ার ১২০ টাকা করে ২৫০টি শেয়ার ক্রয় করে। তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ?
ক.৫৫,০০০ টাকা
খ.৩০,০০,০০০ টাকা
গ.২৫,০০০ টাকা
ঘ.৫,০০০ টাকা
১২. বিক্রয়ের ওপর মুনাফার হার ২০% হলে বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার হার কত?
ক.৩০%
খ.২৫%
গ.১৬.৬%
ঘ.১৩.১৩%
১৩. নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয়?
ক.উৎপাদন ব্যয় বিবরণীতে
খ.রক্ষিত আয় বিবরণীতে
গ.শুধু আয় বিবরণীতে
ঘ.আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে
১৪. পরিবর্তনশীল ব্যয় হলো
I.প্রত্যক্ষ কাঁচামাল
II.প্রত্যক্ষ শ্রম
III.আসবাবপত্র
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৫. কোন বাজেট অনুসরণ করে উৎপাদন বাজেট তৈরি করা হয়?
ক.ক্রয় বাজেট
খ.বিক্রয় বাজেট
গ.নগদান বাজেট
ঘ.প্রত্যক্ষ মজুরি বাজেট
১৬. কোম্পানির জন্য ঋণপত্র হলো
I.দীর্ঘমেয়াদি দায়
II.অন্তর্দায়
III.বহির্দায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৭. প্রতিপূরক তহবিল কেন সৃষ্টি করা হয়?
ক.দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের জন্য
খ.স্বল্পশেয়াদি ঋণ পরিশোধের
গ.কারবারের সম্পদ বৃদ্ধির জন্য
ঘ.কারবারের আর্থিক ভিত্তি মজবুত করার জন্য
১৮. বেতন পূরণ বলতে বোঝায়
I.বাড়িভাড়া ভাতা
II.ভ্রমণ ভাতা
III.চিকিৎসা ভাতা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. নিচের কোনটি মিশ্র ব্যয়?
ক.টেলিফোন বিল
খ.বেতন
গ.বিক্রয়
ঘ.কাঁচামাল
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় একক ২০,০০০, এককপ্রতি বিক্রয় মূল্য ২০ টাকা, পরিবর্তনশীল ব্যয় প্রতি একক ১২ টাকা, স্থায়ী খরচ ৪০,০০০ টাকা।
২০. এককপ্রতি অনুদান প্রান্ত কত টাকা?
ক.৬
খ.৮
গ.১০
ঘ.২০
২১. মুনাফার পরিমাণ কত টাকা?
ক.১,২০,০০০ টাকা
খ.১,৬০,০০০ টাকা
গ.২,০০,০০০ টাকা
ঘ.২,৪০,০০০ টাকা
২২. বিক্রয় বাজেটের পর কোন বাজেট প্রস্তুত করা হয়?
ক.উৎপাদন বাজেট
খ.নগদ বাজেট
গ.মূলধন বাজেট
ঘ.ক্রয় বাজেট
২৩. ভুয়া সম্পত্তি হলো
I.প্রাথমিক খরচাবলি
II.শেয়ার অবলেখকের দস্তরি
III.শেয়ার অবহার
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
২৪. প্রচুর মুনাফা হওয়া সত্তে¡ও নগদ ঘটতির কারণ হলো
I.ধারে বিক্রয় বেশি
II.প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি
III.মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয় নিচের কোন ধরনের কার্যাবলির মধ্যে পড়ে?
ক.পরিচালন
খ.বিনিয়োগ
গ.অর্থায়ন
ঘ.অনগদ
২৬. কোনটি পরিবর্তনশীল ব্যয় নির্ণয়ের সূত্র?
ক.বিক্রয়-স্থায়ী ব্যয় মুনাফা
খ.বিক্রয় – স্থায়ী ব্যয় – মুনাফা
গ.বিক্রয়-লভ্যাংশ – স্থায়ী ব্যয়
ঘ.বিক্রয় – মুনাফা + স্থায়ী ব্যয়
২৭. যে সকল বিষয় আয়-ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হয় না, সেগুলো হলো
I.বিগত বছরের বকেয়া আয়-ব্যয়
II.পরবর্তী বছরের অগ্রিম আয়-ব্যয়
III.চলতি বছরের বকেয়া আয়-ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.I ও II
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
হাসান কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার নিবন্ধিত হয়। কোম্পানি ৪,০০০ শেয়ার ১২ টাকা মূল্যে বাজারে ইস্যু করে। কোম্পানির ৪,০০০ শেয়ার দিয়ে একটি যন্ত্রপাতি এবং ২,০০০ শেয়ার দিয়ে একটি ভ‚মি ক্রয় করে।
২৮. কোম্পানির ইস্যুকত শেয়ারের সংখ্যা কত?
ক.৪,০০০ শেয়ার
খ.৫,০০০ শেয়ার
গ.৬,০০০ শেয়ার
ঘ.১০,০০০ শেয়ার
২৯. শেয়ার অধিহার আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়?
ক.চলতি দায়ে
খ.সঞ্চিতি ও উদ্বৃত্তে
গ.চলতি সম্পদে
ঘ.স্থায়ী সম্পদ
৩০. কোন কর্মচারীর মূল মজুরি ১০,০০০ টাকা। ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরি দ্বিগুণ। স্বাভাবিক কর্মঘণ্টা হলো ২০০ ঘণ্টা। ওভার টাইম মজুরির হার ঘন্টায় কত টাকা?
ক.৫০ টাকা
খ.৬০ টাকা
গ.৭০ টাকা
ঘ.১০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।