HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬৫ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৬৫. ঝালকাঠি সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক. মনাফা অর্জন
খ. পণ্য উৎপাদন
গ. পণ্য বণ্টন
ঘ. সমাজের কল্যাণ সাধন
২. অব্যবাসয়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবের ক্রেডিট ব্যালেন্সকে কী বলে?
ক. ব্যয়াতিরিক্ত আয়
খ. আয়াতিরিক্ত ব্যয়
গ. নিট লাভ
ঘ. নিট ক্ষতি
৩. অংশীদারি ব্যবসয়ের ব্যাংকিং-এর ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
ক. ২
খ. ৫
গ. ১০
ঘ. ১৫
৪. চুক্তিপত্রে উলেখ না থাকলেও অংশীদার প্রদত্ত ঋণের উপর কী হারে সুদ পান?
ক. ৫%
খ. ৬%
গ. ৭%
ঘ. ৮%
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
ইভা কোম্পানির নিট লাভ ২,০০,০০০ টাকা। উক্ত বছরে যন্ত্রপাতি বিক্রয় ৫০,০০০ টাকা। অন্যদিকে আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা। এছাড়া শেয়ারের বিপরীত ৫,০০,০০০ টাকার জমি কেনা হয়ছে।
৫. বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ প্রবাহ কত?
ক. ১০,০০০ টাকা
খ. ৪০,০০০ টাকা
গ. ৫০,০০০ টাকা
ঘ. ৯০,০০০ টাকা
৬. শেয়ারের বিপরীতে জমি না কিনে যদি নগদ টাকায় কেনা হয় তাহলে-এর প্রভাবে
I. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
II. বিনিয়োগ কার্যক্রমের নিকট নগদ প্রবাহ হ্রাস পাবে
III. ব্যবসায়ের মোট সম্পদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
৭. ঢাকা কৈাজ্ঞক্সানি লি. পণ্ঠতি শৈয়ার ১০ টাকা অভিহিত মূল্যে ১০,০০০ শেয়ার ইস্যু করলো। কোন উপায়ে শেয়ার ইস্যু করা হলো?
ক. সমহারে
খ. অধিহারে
গ. অবহারে
ঘ. বাকিতে
৮. জনাব জাকির একটি কোম্পানির পরিচালক হতে ইচ্ছুক। যেখানে সকল তথ্য প্রকাশ করা জরুরি নয়। জনাব জাকিরের কোন ধরনের কোম্পানি পছন্দ করা উচিত?
ক. পাবলিক লিমিটেড
খ. প্রাইভেট লিমিটেড
গ. সীমাবদ্ধ দায় কোম্পানি
ঘ. বিধিবদ্ধ কোম্পানি
উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও।
৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে প্রিয়াংকা কোম্পানির কয়েকটি খতিয়ান উদ্বৃত্ত নিচে দেয়া হলো: শেয়ার মূলধন ২,০০,০০০ টাকা, ইজারা সম্পত্তি ২০,০০০ টাকা (৫ বছর মেয়াদি), বিমা সেলামি (৩১ মার্চ ২০১৪ পর্যন্ত ১ বছরের জন্য) ২,৪০০ টাকা, সাধারণ সঞ্চিতি ১০,০০০ টাকা।
৯. ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপন কত টাকা?
ক. ২৫,০০০ টাকা
খ. ১৬,০০০ টাকা
গ. ৪,০০০ টাকা
ঘ. ৫,০০০ টাকা
১০. বিমা কত টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে?
ক. ৪০০ টাকা
খ. ৫০০ টাকা
গ. ৬০০ টাকা
ঘ. ৭০০ টাকা
১১. ১০% লভ্যাংশ ঘোষণা করা হলে ঘোষনাকৃত লভ্যাংশের পরিমাণ কত হবে?
ক. ২০,৫০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
১২. কোন অনুপাতের মাধ্যমে কারবারের পরিচালক এবং ব্যবস্থাপকের দক্ষতা যাচাই করা হয়?
ক. মজুদ আবর্তন
খ. নিট লাভ
গ. তারল্য
ঘ. দায় মালিকানা
১৩. কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি তহবিলকে কী বলে?
ক. সমাপনী মূলধন
খ. কার্যকরি মূলধন
গ. প্রারম্ভিক মূলধন
ঘ. বিনিয়োজিত মূলধন
১৪. প্রতি মাসের শেষ তারিখে মালিক কারবার হতে নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন করলে কয় মাসের উত্তোলনের সুদ ধার্য করতে হবে?
ক. ৫ মাসের
খ. ৫.৫ মাসের
গ. ৬ মাসের
ঘ. ৬.৫ মাসের
১৫. পরোক্ষ খরচ প্রধানত কয় প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৬. ক্রয়কৃত কাঁচামালের মূল্যের সাথে প্রারম্ভিক মজুদ যোগ এবং সমাপনী মজুদ বিয়োগ করার মাধ্যমে যে ফলাফল পাওয়া যায় তাকে কী বলে?
ক. মুখ্য ব্যয়
খ. মোট ব্যয়
গ. ক্রয়কৃত কাঁচামালের ব্যয়
ঘ. ব্যবহৃত কাঁচামালের ব্যয়
১৭. বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী দৈনিক ৮/৯ ঘণ্টা, সপ্তাহে ৪৮ ঘণ্টা বা মাসে ২০০ ঘণ্টার অতিরিক্ত কাজকে কী বলে?
ক. মূল বেতন
খ. মহার্ঘ ভাতা
গ. ওভারটাইম
ঘ. বোনাস
১৮. শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির জন্য যে অর্থ প্রদান করা হয় তাকে কী বলে?
ক. উৎসাহ বোনাস
খ. মহার্ঘ ভাতা
গ. উৎসব ভাতা
ঘ. বাড়িভাড়া ভাতা
১৯. মজুদ পণ্য কোন ধরনের দ্রব্য?
ক. স্থায়ী
খ. অস্পর্শনীয়
গ. স্পর্শনীয়
ঘ. অলিক
২০. কোন ব্যবসায়ের মজুদ থাকে না?
ক. গার্মেন্টস
খ. মেডিসিন
গ. প্রকাশনা
ঘ. বিমা
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
আক্তার ফার্নিচার কোম্পানি ফার্নিচার তৈরির জন্য যে সকল ব্যয় করেছে তাদের মধ্যে উলেখযোগ্য হলো-কারখানা ভাড়া, কাঠ ক্রয়, শ্রমিকের মজুরি, কারখানার বিদ্যুৎ খরচ, যন্ত্রপাতির অবচয় ইত্যাদি।
২১. উৎপাদন ব্যয় নিরূপণে কাঠের মূল্য এবং মজুরি বাদে যদি অন্য খরচগুলোকে অন্তর্ভুক্ত না করে তাহলে এর ফলস্বরূপ
I. উৎপাদন ব্যয় হ্রাস পাবে
II. রূপান্তর ব্যয় হ্রাস পাবে
III. মোট ব্যয় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
২২. যে ব্যয় অতীতে হয়েছে এবং আদায়যোগ্য নয় তাকে কী বলে?
ক. বর্ধিত ব্যয়
খ. সুযোগ ব্যয়
গ. আরোপিত ব্যয়
ঘ. নিমজ্জিত ব্যয়
২৩. বাজেট প্রস্তুত করার কাজকে কী বলে?
ক. পরিকল্পনা
খ. পরিচালনা
গ. পরিকল্পনা প্রণয়ন
ঘ. বাজেটিং
২৪. ব্রেক ইভেন কী?
ক. বিক্রয়/এম এস অনুপাত
খ. বিক্রয়/নিট মুনাফা অনুপাত
গ. স্থায়ী ব্যয়/সিএম অনুপাত
ঘ. বিক্রয়/পরিবর্তনশীল খরচ অনুপাত
২৫. সিএম কী?
ক. বিক্রয় + পরিবর্তনশীল খরচ
খ. বিক্রয় – পরিবর্তনশীল খরচ
গ. স্থায়ী ব্যয় – পরিবর্তনশীল খরচ
ঘ. স্থায়ী ব্যয় + পরিবর্তনশীল খরচ
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. মোট বিক্রয় ও সমচ্ছেদ বিন্দুতে অর্জিত বিক্রয়ের পার্থক্যকে কী বলে?
ক. সিএম
খ. এমএস
গ. স্থির ব্যয়
ঘ. পরিবর্তনশীল ব্যয়
২৭. আন্তর্জাতিক হিসাব মান-০১ অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ কয়টি?
ক. ৬টি
খ. ৫টি
গ. ৪টি
ঘ. ৩টি
২৮. ব্যবসায়ের পরিচালন ব্যয়
I. পণ্য ক্রয়
II. বিজ্ঞাপন খরচ
III. কর্মচারীর বেতন
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. I ও III
গ. II ও III
ঘ. I, II ও III
২৯. বিক্রীত পণ্যের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়?
ক. ক্রয়
খ. বিক্রয়
গ. পরিচালন ব্যয়
ঘ. পরিচালন আয়
৩০. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি কয়টি?
ক. ৩টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৫টি
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।