HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৬৩. পটুয়াখালী সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাবে
I. বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয়
II. প্রত্যেক অংশীদারদের পাওনা নির্ণয় করা হয়
III. প্রতি হিসাব বছর শেষে মূলধন বের করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
২. অংশীদারদের মূলধন হিসাবের সর্বশেষ জেরগুলোর সাথে সমন্বয় করার জন্য কী প্রস্তুত করা হয়?
ক. লাভ-লোকসান সমন্বিত হিসাব
খ. অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব
গ. লাভ-লোকাসন বণ্টন হিসাব
ঘ. অংশীদারদের মূলধন নির্ণয় হিসাব
৩. সমাপনী মূলধন ৬২,০০ টাকা, উত্তোলন ৩,০০০ টাকা। বেতন ৩২,০০০ টাকা, লাভের অংশ ১৫,০০০ টাকা। প্রারম্ভিক মূলধনের ৫% সুদ কত?
ক. ৫০০ টাকা
খ. ৭০০ টাকা
গ. ৮০০ টাকা
ঘ. ৯০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিটে চাঁদা ৮৫,০০০ টাকা। বিগত বছরের প্রাপ্ত চাঁদা ৮,০০০ টাকা ও পরবর্তী বছরের প্রাপ্ত চাঁদা ৫,০০০ টাকা উক্ত চাাঁদর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিগত বছরের অনাদায়ী চাঁদা ছিল ১০,০০০ টাকা।
৪. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে আয়-ব্যয়ের হিসাবে চাঁদা
ক. ৯৫,০০০ টাকা
খ. ৯০,০০০ টাকা
গ. ৮৫,০০০ টাকা
ঘ. ৭২,০০০ টাকা
৫. বিগত বছরের অনাদায়ী চাঁদা দেখাতে হবে
I. মূলধন তহবিলে সম্পদ ১০,০০০ টাকা
II. উদ্বৃত্তপত্রে সম্পদ ২,০০০ টাকা
III. চাঁদার সাথে বিয়োগ ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. III
ঘ. I, II ও III
৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় হিসাবে দেখানো যাবে না
I. প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত
II. সামপনী নগদ উদ্বৃত্ত
III. মুনাফা জাতীয় আয়-ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
৭. নগদ প্রবাহ সৃষ্টি করে না
I. অবলোপন খরচ
II. বিমা খরচ
III. অবচয় খরচ
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
লিনা লিমিটেডের নিট আয় ৪০,০০০ টাকা, প্রারম্ভিক মূলধন ১,৪৫,০০ টাকা, সমাপনী মূলধন ১,৬৫,০০০ টাকা, প্রারম্ভিক সংরক্ষিত তহবিল ৪৫,০০০ টাকা ও সমাপনী সংরক্ষিত তহবিল ৫৫,০০০ টাকা।
৮. প্রতিষ্ঠানের উত্তোলনের পরিমাণ কত?
ক. ১০,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ. ৬০,০০০ টাকা
ঘ. ১,২৫,০০০ টাকা
৯. নগদ পণ্ঠবাহ বিবরণীএত কৈা^ায় উএল্ফালন অ¯¦ভুট্টন্ঠ হয়?
ক. পরিচালন কার্যাবলিতে
খ. বাণিজ্যিক কার্যাবলিতে
গ. অর্থায়ন কার্যাবিলতে
ঘ. বিনিয়োগ কার্যাবলিতে
১০. কোম্পানির জীবনকালে একবার অনুষ্ঠিত সভাকে কী বলে?
ক. সাধারণ সভা
খ. বার্ষিক সাধারণ সভা
গ. উদ্বোধনী সভা
ঘ. বিধিবদ্ধ সভা
১১. কোম্পানি আইনের ৩০ ধারা অনুসারে শেয়ার কী হিসাবে গণ্য হয়?
ক. স্থায়ী সম্পত্তি
খ. অস্থাবর সম্পত্তি
গ. চলতি সম্পত্তি
ঘ. অস্পর্শনীয় সম্পত্তি
১২. বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কাদের মধ্যে বিলি করা হয়?
ক. উদ্যোক্তাদের মধ্যে
খ. পরিচালকের মধ্যে
গ. নিরীক্ষকদের মধ্যে
ঘ. কর্মকর্তা কর্মচারীদের মধ্যে
১৩. পণ্ঠাপঞ্ঝ হিসাব ৫০,০০০ টাকা; অলিখিত বিকত্থয় ১০,০০০ টাকা; নতুন কু-ঋণ ১,০০০ টাকা; ৫% কুঋণ সম্ফিতি বৈং ২% বাল্টা সম্ফিতি হএল আ^িট্টক অবর্’ার বিবরণীএত পণ্ঠদশট্টনএযাগঞ্ঝ পণ্ঠাপঞ্ঝ হিসাব কত?
ক. ৪৪,৯২৯ টাকা
খ. ৫৪,৯২৯ টাকা
গ. ৪৫,৬১৯ টাকা
ঘ. ৩৪,৬৮০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
সূর্যসেন কোম্পানি লিমিটেড ২০১৬ সালে পণ্য ক্রয় করে ১,২৫,০০ টাকা (ভ্যাটসহ) এবং বিক্রয় করে ২,৪৫,০০০ টাকা (ভ্যাটসহ)। উক্ত বছরে কোম্পানির আন্তঃফেরত পরিমাণ ছিল ১৫,০০০ টাকা এবং বহিঃফেরত ১০,০০০ টাকা। কোম্পানি চলতি বছরে বিনামূল্যে পণ্য বিতরণ করে ৫,০০০ টাকা। সমন্বয়ে বিলম্বিত বিজ্ঞাপন ২০,০০০ টাকা (৫ বছরের) এবং মুনাফাবিহীন বিক্রয় ১০,০০০ টাকা।
১৪. সূর্যসেন কোম্পানি লিমিটেডের চলতি বছরের নিট ক্রয় কত?
ক. ৮৫,০০০ টাকা
খ. ৮৫,৬৫২ টাকা
গ. ৮৬,৯৫৭ টাকা
ঘ. ৮৭,৫৫৫ টাকা
১৫. সূর্যসেন কোম্পানি লিমিটেডের নিট বিক্রয়ের ওপর প্রদেয় ভ্যাটের পরিমাণ কত?
ক. ৩০,০০০ টাকা
খ. ২৯,৫৪০ টাকা
গ. ২৮,৬৯৬ টাকা
ঘ. ২৫,৫০০ টাকা
১৬. কার্যকরি মূলধন নির্ণয় করা হয় কেন?
ক. ব্যসায়ের পরিচালনায় পর্যাপ্ত নগদ অর্থের পরিমাণ জানার জন্য
খ. ব্যবসায় পরিচালনার দায়ের পরিমাণ জানার জন্য
গ. ব্যবসায়ের মুনাফা জানার জন্য
ঘ. ব্যবসায়ের আয়সমূহ জানার জন্য
১৭. কোনটি মূলধন কাঠামো অনুপাত?
ক. কার্যকরি মূলধন অনুপাত
খ. কার্যকরি মূলধন আবর্তন অনুপাত
গ. বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাত
ঘ. মূলধন গিয়ারিং অনুপাত
১৮. মোট সম্পত্তি ২৮,২০,০০০ টাকা, চলতি দায় ১,০০,০০০ টাকা, সুদ ও কর পূর্ব নিট মুনাফা ৪,৬২,৪০০ টাকা হলে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত কত?
ক. ১৩%
খ. ১৫%
গ. ১৬%
ঘ. ১৭%
১৯. কোনটি মোট ব্যয় নির্ণয়ের সূত্র?
ক. বিক্রীত পণ্যের ব্যয় + মোট মুনাফা = মোট ব্যয়
খ. মুখ্য ব্যয় + কারখানা ব্যয় = মোট ব্যয়
গ. প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + অন্যান্য প্রত্যক্ষ খরচ = মোট ব্যয়
ঘ. উৎপাদন ব্যয় + প্রশাসনিক ও বিক্রয় ও বণ্টন উপরিব্যয় = মোট ব্যয়
২০. উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ২,০০০ একক, সমাপনী মজুদ ১,০০০ একক, বিক্রয় ১৩,০০০ একক এবং উৎপাদন ব্যয় ৬০,০০০ টাকা হলে এককপ্রতি উৎপাদন ব্যয় কত?
ক. ৩ টাকা
খ. ৪ টাকা
গ. ৫ টাকা
ঘ. ৬ টাকা
২১. মি. শাহিনের মূল বেতন ১০,০০০ টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির ২ গুণ। স্বাভাবিক কর্মঘণ্টা ২০০ ঘণ্টা। মি. আনিছ ওভারটাইম মজুরি ৬,০০০ টাকা পেলে, যে কত ঘণ্টা ওভারটাইম করেছিল?
ক. ৪০ ঘণ্টা
খ. ৫০ ঘণ্টা
গ. ৫৫ ঘণ্টা
ঘ. ৬০ ঘণ্টা
২২. বিন কার্ড ব্যবহারের ফলে
I. অপচয় ও ক্ষয়ক্ষতি রোধ করা যায়
II. ইস্যুর পরিমাণ জানা যায়
III. মালের সর্বোচ্চ পরিমাণ জানা যায়
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
২৩. নির্দিষ্ট সময় শেষে পণ্যের অস্তিত্ব যাচাই করে মূল্য নিরূপণ করাকে কী বলে?
ক. কালান্তিক মজুদ পদ্ধতি
খ. নিত্য মজুদ পদ্ধতি
গ. প্রত্যক্ষ পদ্ধতি
ঘ. মিশ্র পদ্ধতি
২৪. অবিরত মজুদ তালিকা পদ্ধতিতে বাকিতে পণ্যদ্রব্য ক্রয় করলে সঠিক জাবেদা কোনটি?
ক. মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট
খ. ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট
গ. পণ্যদ্রব্য হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট
ঘ. পণ্যদ্রব্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৫. আর্থিক ত্যাগের ভোগকৃত বা সুবিধা গ্রহণকৃত অংশকে কী বলে?
ক. খরচ
খ. ব্যয়
গ. ক্ষতি
ঘ. মুনাফা
২৬. একটি প্রতিষ্ঠানের কোন বিভাগ বিক্রয়জনিত আয় অর্জনের জন্য দায়ী থাকে?
ক. আয় কেন্দ্র
খ. ব্যয় কেন্দ্র
গ. বিনিয়োগ কেন্দ্র
ঘ. মুনাফা কেন্দ্র
২৭. পণ্যের বিশেষ ডিজাইন ব্যয় কী জাতীয় ব্যয়?
ক. প্রত্যক্ষ ব্যয়
খ. পরোক্ষ ব্যয়
গ. কারখানা উপরিব্যয়
ঘ. বিক্রয় উপরিব্যয়
২৮. কোন বাজেটের উপর ভিত্তি করে অন্যান্য সকল বাজেট প্রণয়ন করা হয়?
ক. আর্থিক বাজেট
খ. সামগ্রিক বাজেট
গ. বিক্রয় বাজেট
ঘ. নগদান বাজেট
২৯. সমচ্ছেদ বিন্দু সম্পর্কে জানা যায় কিভাবে?
ক. ব্যয়-পরিমাণ-মুনাফা বিশ্লেষণ করে
খ. মুনাফার পরিমাণ বের করে
গ. সম-আয়-ব্যয়-বিন্দু বিশ্লেষণ করে
ঘ. নিরাপত্তার প্রান্ত বের করে
৩০. একটি প্রতিষ্ঠানের বাজেটকৃত বিক্রয় ২০,০০০ একক, তৈরি পণ্যের প্রত্যাশিত সমাপনী মজুদ পণ্য ৪,০০০ একক, তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৩,০০০ একক হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
ক. ১৬,০০০ একক.
খ. ১৯,০০০ একক
গ. ২১,০০০ একক.
ঘ. ২৪,০০০ একক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।