HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৬২. বরিশাল সরকারি মহিলা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. ঢ ও ণ ৩ ঃ ২ অনুপাতে মুনাফা বণ্টন করে। ত ২০% মুনাফা অংশীদারিত্বে ব্যবসায়ে যোগদান করে। ব্যবসায়ের নতুন মুনাফা অনুপাত হবে−
ক.৩ ঃ ২ ঃ ১
খ.৩ ঃ ২ ঃ ১.২৫
গ.৩ ঃ ২ ঃ ২
ঘ.১২ ঃ ৮ ঃ ৫
২. নিচের কোনটি সঠিক−
ক.মাল খতিয়ান গুদামে রক্ষিত হয়
খ.বিন কার্ডে পণ্যের পরিমাণ ও মূল্য উলেখ থাকে
গ.বাজারমূল্য ঊর্ধ্বমুখী হলে খওঋঙ পদ্ধতি কার্যকর
ঘ.কালান্তিক মজুদ পদ্ধতিতে সহজে পণ্যের চুরি, ক্ষয়ক্ষতি রোধ করা যায়
৩. উৎপাদন ব্যয় বিবরণী তৈরির ক্ষেত্রে−
I.আমেরিকান পদ্ধতিতে প্রশাসনিক খরচ উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত
II.ব্রিটিশ পদ্ধতিতে প্রশাসনিক খরচ উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত
III.ওপরের একটিও সঠিক নয়
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I, II
৪. নগদ প্রবাহের প্রথম উৎস কোনটি?
ক.পরিচালন কার্যক্রম
খ.বিনিয়োগ কার্যক্রম
গ.অর্থায়ন কার্যক্রম
ঘ.নগদে বিক্রয় বা সেবা আয়
৫. সুদ খরচ কোন ধরনের নগদ প্রবাহ?
ক.অর্থায়ন
খ.পরিচালন
গ.বিনিয়োগ.
ঘ.অপরিচালন
৬. নিচের কোনটি সঠিক?
ক.অনুমোদিত মূলধনের যে অংশ এখনও তলব করা হয়নি সেই মূলধনকে সংরক্ষিত মূলধন বলে
খ.আদায়কৃত মূলধনকে মূলধন সঞ্চিতি বলে
গ.অবণ্টিত মুনাফার রক্ষিত অংশকে সংরক্ষিত মূলধন বলে
ঘ.যৌথ মালিকানা প্রতিষ্ঠানে মূলধন কখনো সঞ্চয় করা যায় না
৭. কোন ধরনের শেয়ার মালিকগণ লভ্যাংশ পাওয়ার পাশাপাশি সাধারণ শেয়ার মালিকদের সাথে অতিরিক্ত লভ্যাংশ পাওয়ার অধিকার ভোগ করে?
ক.সকল অগ্রাধিকার
খ.সঞ্চয়ী অগ্রাধিকার
গ.যৌথ মূলধনী শেয়ার
ঘ.অংশগ্রহণকারী অগ্রাধিকার
মাশরাফি গার্মেন্টস-এর মাসিক ফ্লোর ভাড়া ২,০০,০০০ টাকা। ১ম মাসে ৮,০০০ একক পণ্য উৎপাদিত হয়। এককপ্রতি উৎপাদন ব্যয় ১৫০ টাকা।
৮. ১ম মাসে ভাড়া বাবদ এককপ্রতি উৎপাদন ব্যয়
ক.২০ টাকা
খ.২৫ টাকা
গ.৩০ টাকা
ঘ.৪০ টাকা
৯. ২য় মাসে উৎপাদন ১০,০০০ পিস হলে এককপ্রতি উৎপাদন ব্যয় কত?
ক.১৪০ টাকা
খ.১৪৫ টাকা
গ.১৫০ টাকা
ঘ.১৭০ টাকা
১০. নিচের কোনটি সঠিক−
ক.ব্রিটিশ পদ্ধতিতে উদ্বৃত্তপত্র সাজানো হয় তারল্যের ভিত্তিতে
খ.আয় বিবরণী তৈরি করা হয় আয় স্বীকৃতি নীতি অনুযায়ী
গ.আর্থিক বিবরণীর অপর নাম আর্থিক অবস্থার বিবরণী
ঘ.রক্ষণশীলতার প্রথা অনুযায়ী পাওনাদার বাট্টা সঞ্চিতি ধার্য করা ঠিক নয়
উদ্দীপকটি পড়ো এবং ১১-১৩ নং প্রশ্নের উত্তর দাও।
তাসকিন লি.-এর ২০১৬ সালের নিলিখিত তথ্য দেওয়া হলো:
মজুদ আবর্তন হার ৪ বার, গড় মজুদ ৫০,০০০ টাকা, বিক্রয়ের ওপর ২০% লাভে পণ্য বিক্রয়। ব্যবসায় পরিচালনা খরচ বিক্রীত পণ্যের ব্যয়ের ১০%।
১১. ব্যবসায় পরিচালনা খরচ কত?
ক.১০,০০০
খ.১২,৫০০
গ.২০,০০০
ঘ.৪০,০০০
১২. নিট আয় কত−
ক.২০,০০০
খ.৪০,০০০
গ.৪৪,০০০
ঘ.৩০,০০০
১৩. মোট আয়ের হার কত?
ক.১২.৭৩%
খ.২০%
গ.২৫%
ঘ.২৭.২৭%
১৪. প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা, ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ ধরে বছরের বিক্রয় ১,৬০,০০০ টাকা হলে বছরের ক্রয় কত টাকা।
ক.১,২৪,০০০
খ.১,২৮,০০০
গ.১,৩০,০০০
ঘ.১,৩২,০০০
১৫. মুনাফার ৫০০% বিক্রয় মূল্য হলে মার্ক আপ কত %?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.প্রয়োজনীয় তথ্যের অভাবে নির্ণয় করা সম্ভব নয়
১৬. বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে কোনটি সঠিক?
ক.লভ্যাংশ বিপরীত মালিকানা স্বত্ব তাই মালিকানা স্বত্ব হ্রাস পাবে
খ.শেয়ারহোল্ডারদের স্বত্ব বৃদ্ধি পাবে
গ.মালিকানা হ্রাস পাবে ও দায় বৃদ্ধি পাবে
ঘ.শেয়ারহোল্ডারদের স্বত্বে কোনো প্রভাব পরবে না
১৭. নিচের কোনটি প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে?
ক.পে-আউট অনুপাত
খ.চলতি অনুপাত
গ.দক্ষতা অনুপাত
ঘ.এসিড টেস্ট অনুপাত
১৮. নিচের কোনটি দ্বারা চলতি অনুপাত নিগামী হয়?
ক.নগদ বৃদ্ধি
খ.প্রদেয় হিসাব হ্রাস
গ.প্রদেয় বেতন বৃদ্ধি
ঘ.প্রাপ্য হিসাব বৃদ্ধি
১৯. নিচের কোনটি ভুল?
ক.আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করা হয় ওঅঝ-১ অনুযায়ী
খ.আয় বিবরণী প্রস্তুত হয় হিসাবকাল ধারণা অনুযায়ী
গ.উদ্বৃত্তপত্র প্রস্তুত হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী
ঘ.যেকোনো সময়ের জন্য উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়
২০. ২০১৫ সালের ১ জুলাই জনাব হাসান ২২,০০০ টাকায় যন্ত্রপাতি বিক্রয় করেন। যার ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা। উক্ত বছরের ১ জানুয়ারি পুঞ্জীভ‚ত অবচয় ছিল ৩৫,০০০ টাকা। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তি বিক্রয়ে লাভ বা ক্ষতি হবে কত টাকা?
ক.লাভ ২,০০০
খ.ক্ষতি ২,০০০
গ.লাভ ৩,০০০
ঘ.লাভ ৫,০০০
২১. নিচের কোনটি অস্থায়ী হিসাব−
ক.সংস্থাপন ব্যয়
খ.ভ‚মির দলিল খরচ
গ.যন্ত্রপাতি ভাড়া
ঘ.বিলম্বিত বিজ্ঞাপন
২২. নিট মুনাফা ১২,০০০ টাকা এবং করের হার ৪০%। কর পূর্ব মুনাফা কত টাকা?
ক.৪,৮০০
খ.৭,২০০
গ.১৬,৪০০
ঘ.২০,০০০
২৩. সমাপনী মজুদ পণ্য ২,০০০ টাকা কম দেখানো হয়েছে এর প্রভাবে:
ক.ব্যয় বৃদ্ধি, আয় হ্রাস
খ.ব্যয় হ্রাস, আয় বৃদ্ধি
গ.ব্যয় হ্রাস, আয় হ্রাস
ঘ.আয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি
২৪. নিচের কোনটিকে বিবেচনার মাধ্যমে বাজেটিং কার্য শুরু হয়?
ক.অর্থসংস্থান বাজেট
খ.ক্রয় বাজেট
গ.উৎপাদন বাজেট
ঘ.বিক্রয় বাজেট
২৫. ব্যয়ের ক্ষেত্রে−
I.স্থায়ী ব্যয় সাধারণত অপ্রাসঙ্গিক ব্যয়
II.বিক্রীত পণ্যের ব্যয় পণ্য ব্যয়
III.শোষিত ব্যয়ে স্থায়ী ব্যয় থাকে না
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. সমাপনী উত্তর রেওয়ামিলে নিচের কোনটি যাবে না?
ক.অনুপার্জিত আয়
খ.প্রাথমিক খরচ
গ.খুচরা যন্ত্রাংশ
ঘ.আয়কর
২৭. বিকত্থএয়র ওপর মলঞ্ঝ সংএযাজন কর কৈান ধরএনর হিসাব?
ক.আয়
খ.বিপরীত আয়
গ.খরচ
ঘ.দায়
২৮. বিগত বছরের অগ্রিম চাঁদা
ক.বছরের শুরুতে সম্পদ এবং আয় বিবরণীতে চাঁদা থেকে বিয়োগ
খ.প্রারম্ভিক মূলধন নির্ণয়ে দায় এবং আয় বিবরণীতে চাঁদা থেকে বিয়োগ
গ.প্রারম্ভিক মূলধন নির্ণয়ে দায় এবং আয় বিবরণীতে চাঁদা এর সাথে যোগ
ঘ.বছর শেষে দায় এবং বছরের চাঁদার সাথে যোগ
২৯. সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০,০০০ টাকা, সমাপনী উদ্বৃত্ত ২০,০০০ টাকা, চলতি বছরের নিট লাভ ৪০,০০০ টাকা হলে লভ্যাংশ প্রদান কত টাকা?
ক.২০,০০০
খ.৩০,০০০
গ.৪০,০০০
ঘ.৫০,০০০
৩০. কোনটি সঠিক?
ক.নির্দিষ্ট পরিসর পর্যন্ত মোট এবং এককপ্রতি স্থায়ী ব্যয় স্থির
খ.মোট এবং এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল
গ.এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির কিন্তু স্থায়ী ব্যয় পরিবর্তনশীল
ঘ.মোট পরিবর্তনশীল ব্যয় স্থির কিন্তু স্থায়ী ব্যয় পরিবর্তনশীল
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।