HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৩৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৩৩. কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাব বিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত কী নির্দেশ করে?
ক.মূলধন তহবিল
খ.মোট প্রাপ্তি
গ.নগদ তহবিল
ঘ.মোট প্রদান
২. শেয়ার অবহার নিচের কোন দফাটির অন্তর্ভুক্ত?
ক.সম্পদ
খ.ব্যয়
গ.আয়
ঘ.মালিকানা স্বত্ব
৩. বিগত বছএরর অগিণ্ঠম পণ্ঠাক্র¦ চাঁদা যৈ হিএসএব গণঞ্ঝ হএব−
ক.প্রারম্ভিক সম্পদ
খ.প্রারম্ভিক দায়
গ.সমাপনী সম্পদ
ঘ.সমাপনী দায়
৪. লাভ-লোকসান হিসাব ও লাভ-লোকসান আবণ্টন হিসাবের মধ্যে পার্থক্য কী?
ক.প্রত্যক্ষ খরচ
খ.পরোক্ষ খরচ
গ.আন্তঃব্যবসায়িক লেনদেন
ঘ.পরোক্ষ আয়
৫. সাদিয়া ও আয়েশা দুজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টনের অনুপাত ২ ঃ ১। তারা আবীরকে কারবাএরর ১/১০ অংশ শৈয়ার পণ্ঠদানপƒবট্টক অংশীদাররৃএপ গ্রহণ করল। এক্ষেত্রে তাদের লাভ ক্ষতি বণ্টন অনুপাত কত?
ক.৬ ঃ ৩ ঃ ১
খ.৫ ঃ ৩ ঃ ২
গ.২ ঃ ৩ ঃ ৬
ঘ.৩ ঃ ৬ ঃ ১
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
সান-বীম কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। প্রথম বছর কোম্পানি ১০ টাকা অবহারে ৩০,০০০ শেয়ার ইস্যু করে। কোম্পানি ৪০,০০০ শেয়ারের আবেদনপত্র পেল। শেয়ার বিলি বাবদ সব পাওনা টাকা আদায় হয়েছে।
৬. বছর শেষে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে পরিশোধিত মূলধন মোট কত টাকা দেখানো হবে?
ক.২৭,০০,০০০ টাকা
খ.৩০,০০,০০০ টাকা
গ.৩৩,০০,০০০ টাকা
ঘ.৪০,০০,০০০ টাকা
৭. সান-বীম কোম্পানির ক্ষেত্রে ৪০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়ার ফলে−
I.অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ ১০,০০,০০০ টাকা হবে
II.শেয়ার অবহারের পরিমাণ ৩,০০,০০০ টাকা হবে
III.ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন সমান হবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৮. ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনো কেউ দাবি করেনি তাকে কী বলে?
ক.চ‚ড়ান্ত লভ্যাংশ
খ.অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
গ.ঘোষিত লভ্যাংশ
ঘ.দাবিহীন লভ্যাংশ
৯. বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাতের আদর্শ মান কত?
ক.৫% − ১০%
খ.১০% − ১৫%
গ.১৫% − ২০%
ঘ.২০% − ২৫%
১০. মুনাফা নির্ণয়ের জন্য মোট ব্যয়ের সাথে কোনটির তুলনা করা হয়?
ক.বিক্রয়মূল্য
খ.সমাপনী মজুদ পণ্য
গ.কারখানা ব্যয়
ঘ.ক্রয়মূল্য
১১. ভারযুক্ত গড়মূল্য পদ্ধতিতে−
I.মাল প্রাপ্তি হলেই হার নির্ণয় করতে হয়
II.নির্ণিত হারে মাল ইস্যু করা হয়
III.ইস্যুর ক্ষেত্রে উদ্বৃত্ত হারের কোনো প্রকার পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় ১০,০০০ টাকা এবং কাঁচামালের প্রারম্ভিক মজুদ ৩,০০০ টাকা ও সমাপনী মজুদ ২,০০০ টাকা হলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত?
ক.৭,০০০ টাকা
খ.৮,০০০ টাকা
গ.৯,০০০ টাকা
ঘ.১১,০০০ টাকা
১৩. অনুদান প্রান্তের চার্যের সাহায্যে তুলনা করা যায়−
ক.বিক্রয় অঞ্চল
খ.ক্ষতি অঞ্চল
গ.খরচ অঞ্চল
ঘ.ক্রয় অঞ্চল
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
ডিসিরহাট ক্লাবের কিছু তথ্য নিরূপ:
নগদ উদ্বৃত্ত (১/১/২০১৫) ৩,০০০ টাকা; অনুদান ৫,০০০ টাকা, ভাড়া ৪,০০০ টাকা, বেতন ৪,০০০ টাকা, ছাপা ও মনিহারি ২,০০০ টাকা। চাঁদা ১,০০০ টাকা, ভর্তি ফি ১,০০০ টাকা।
১৪. প্রাপ্তি ও প্রদান হিসাবের মোট প্রদানের পরিমাণ কত?
ক.৮,০০০ টাকা
খ.১০,০০০ টাকা
গ.১২,০০০ টাকা
ঘ.১৮,০০০ টাকা
১৫. আয়-ব্যয় বিবরণীর ফলাফল প্রদর্শন করবে−
ক.আয়াতিরিক্ত ব্যয় ৩,০০০ টাকা
খ.ব্যয়াতিরিক্ত আয় ৯,০০০ টাকা
গ.ব্যয়াতিরিক্ত আয় ৩,০০০ টাকা
ঘ.আয়াতিরিক্ত ব্যয় ৮,০০০ টাকা
১৬. অবচয় ব্যতীত পরিচালন খরচ ১,০০,০০০ টাকা, প্রদেয় খরচের প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০,০০০ টাকা, প্রদেয় খরচের সমাপনী উদ্বৃত্ত ২০,০০০ টাকা, অগ্রিম খরচের প্রারম্ভিক উদ্বৃত্ত ৭,০০০ টাকা এবং অগ্রিম খরচের সমাপনী উদ্বৃত্ত ৫,০০০ টাকা হলে পরিচালন খরচের জন্য মোট নগদ প্রদানের পরিমাণ কত?
ক.১,০০০ টাকা
খ.১,০৭,০০০ টাকা
গ.১,০৮,০০০ টাকা
ঘ.১,১২,০০০ টাকা
১৭. যখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া যায়−
ক.ব্যাংক হিসাব- উৎ.
শেয়ার আবেদন হিসাব- ঈৎ.
খ.শেয়ার আবেদন হিসাব- উৎ.
ব্যাংক হিসাব- ঈৎ.
গ.শেয়ার আবেদন হিসাব- উৎ.
নগদান হিসাব- ঈৎ.
ঘ.নগদান হিসাব- উৎ.
শেয়ার সংখ্যা হিসাব- ঈৎ.
১৮. সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকার মূল্যায়ন করা হয়েছে। এটি সমন্বয়সাধন করা হবে−
I.মোট লাভ নির্ণয়ে বাদ
II.মোট লাভ নির্ণয়ে যোগ
III.উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. শেয়ার দালালের দস্তুরি সম্পূর্ণ সমান অংশে শেয়ার অধিহার ও চলতি বছরের মুনাফা দ্বারা অপলোপন করতে হবে। বিশদ আয় বিবরণীতে−
ক.অপরিচালন খরচাবলি
খ.সমন্বিত আয়/ব্যয়
গ.পরিচালন খরচাবলি
ঘ.অসমন্বিত খরচাবলি
২০. যখন বিক্রয় হার ৩৩১/৩%, তখন ক্রয় হার−
ক.২০%
খ.৫০%
গ.৬৬২/৩%
ঘ.১০০%
২১. বিনিএয়াজিত মƒলধএনর আবতট্টন হার (নিণট্টএয়র সƒষ্ণ কৈানটি)?
ক. ১০০
খ. ১০০
গ. ১০০
ঘ.
গ.ডবরমযঃবফ আবৎধমবঘ.ঝরসঢ়ষব আবৎধমব
উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
নিলু, নিপু এবং শিপু একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ২ ঃ ২ ঃ ১ অনুপাতে মুনাফা বণ্টন করে নেয়। ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ ৫০,০০০ টাকা।
২৩. শিপুর বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ কত?
ক.৩০,০০০
খ.২০,০০০
গ.১০,০০০
ঘ.৫,০০০ টাকা
২৪. পরবতট্টীকাএল দৈখা গৈল যৈ নিলুর বাষিট্টক বৈতন ১৯,০০০ টাকা বৈং বঞ্ঝবসায় হএত পণঞ্ঝ উএল্ফালন ৪,০০০ টাকা হিসাবভুন্ঠ না হএল পƒবট্টবতট্টী ব¥Ÿনএযাগঞ্ঝ মুনাফা নিণট্টয় করা হএয়ছিল। ৈ দুটি বিষয় সম®ঙ্কয় করা হএল−
I.বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা
II.নিলুর বণ্টনযোগ্য মুনাফা পূর্ববর্তী গণনা হতে ৬,০০০ টাকা কম হবে
III.শিপুর বণ্টনযোগ্য মুনাফা অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৫. ব্যাংকিং এর ক্ষেত্রে অংশীদারি কারবার গঠন করতে হলে সর্বোচ্চ কতজন সদস্য নেয়া যায়?
ক.১০ জন
খ.২০ জন
গ.৫০ জন
ঘ.শেয়ার দ্বারা সীমাবদ্ধ
২৬. বকেয়া তলব দেখানো হয় না−
I.বিশদ আয় বিবরণীতে যোগ দিয়ে
II.বিশদ আয় বিবরণীতে বাদ দিয়ে
III.আর্থিক অবস্থার বিবরণীর দায়সমূহে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. কোনটি স্থির ব্যয়ের উদাহরণ?
ক.আসবাবপত্র
খ.ঋণের সুদ
গ.প্রত্যক্ষ খরচ
ঘ.বাড়ি ভাড়া
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. আয়কর সঞ্চিতি রাখতে হবে ২০%। চলতি বছরের নিট মুনাফা ৩,৫০,০০০ টাকা আয়কর সঞ্চিতির পরিমাণ কত?
ক.৭০,০০০ টাকা
খ.২,৭০,০০০ টাকা
গ.২,৮০,০০০ টাকা
ঘ.৪,২০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
নিট বিক্রয় ৪২,০০০ টাকা, মোট লাভ বিক্রয়ের ওপর ২০%, প্রারম্ভিক মজুদ ৪,০০০ ও সমাপনী মজুদ ৬,০০০ টাকা।
২৯. মজুদ আবর্তন অনুপাত কত?
ক.১.৬৮ বার
খ.৪.২০ বার
গ.৬.৭২ বার
ঘ.৮.৪০ বার
৩০. মোট লাভ বিক্রীত পণ্যের ওপর ধার্য করা হলে−
I.গড় মজুদের পরিমাণ বাড়বে
II.মোট লাভের পরিমাণ ১,৪০০ টাকা কমবে
III.মজুদ আবর্তন অনুপাতের মান বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।