HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৩. ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. বলতে কি বোঝ?
ক.পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে
খ.পণ্যের বহন খরচ ক্রেতা বহন করবে
গ.পণ্যের বহন খরচ ক্রেতা বা বিক্রেতা বহন করবে
ঘ.পণ্যের বহন খরচ বিমা কোম্পানি বহন করবে
২. নিচের কোনটি অলীক সম্পত্তি নয়?
ক.শেয়ার অবহার
খ.কপিরাইট
গ.প্রাথমিক খরচ
ঘ.লাভ-ক্ষতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত
৩. অনিশ্চিত হিসাব রেওয়ামিলের কোন দিকে বসে?
ক.ডেবিট
খ.ক্রেডিট
গ.উভয়ই
ঘ.বসে না
৪. বিনিময় বিলে কে স্বীকৃতি দেয়?
ক.আদেষ্টা
খ.প্রাপক
গ.আদিষ্ট
ঘ.ধারক
৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের এককালীন প্রাপ্ত অর্থ হল−
I.চাঁদা প্রাপ্তি
II.ভর্তি ফি
III.আজীবন সভ্যের চাঁদা
নিচের কোনটি সঠিক?
ক.I, II ও III
খ.I ও II
গ.II ও III
ঘ.I ও III
উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব নাফিস ২০১৩ সালের বিক্রয়ের পরিমাণ ৫,০০,০০০ টাকা, তিনি বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% হারে মুনাফায় পণ্য বিক্রয় করেন।
৭. বিক্রীত পণ্যের পরিমাণ কত?
ক.৩,৭৫,০০০
খ.৪,০০,০০০
গ.৬,০০,০০০
ঘ.৬,২৫,০০০
৮. নিচের কোনটি আধা পরিবর্তনশীল ব্যয়?
ক.কাঁচামাল ক্রয়
খ.বিক্রয়কর্মীর বেতন
গ.কারখানার বিদ্যুৎ বিল
ঘ.অফিস ভাড়া
৯. একটি সম্পদের আয়ুস্কাল ৮ বছর হলে, উক্ত সম্পদের সরল রৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত?
ক.১০%
খ.১২%
গ.১২.৫%
ঘ.১৬%
১০. অনুপার্জিত আয় হ্রাস পেলে কি হয়?
ক.আয়
খ.ব্যয়
গ.সম্পদ
ঘ.দায়
১১. প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?
ক.প্রাপক.
খ.প্রস্তুতকারী
গ.নোটারি পাবলিক.
ঘ.রেফারী
১২. হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?
ক.হিসাব কাল
খ.চলমান প্রতিষ্ঠান
গ.অর্থনৈতিক সত্ত¡া
ঘ.অর্থের একক পরিমাপ
১৩. ৫% বাট্টা বাদে নিট ৫৭,০০০ টাকা পাওয়া গেল, বাট্টার পরিমাণ কত?
ক.৩,০০০
খ.২,৮৫০
গ.৩,২০০
ঘ.২,৭০০
১৪. ক, খ, গ ও ঘ একটি অংশিদারী কারবারের তিনজন অংশীদার। ক, খ যথাক্রমে ২০,০০০ ও ১০,০০০ টাকা বেতন পায়। বেতন চার্জ করার পূর্বে নিট লাভের পরিমাণ ১,৪০,০০০ টাকা। তারা ৩ ঃ ২ ঃ ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নেয়। বণ্টনযোগ্য লাভের পরিমাণ কত?
ক.১,১০,০০০
খ.১,২০,০০০
গ.১,৩০,০০০
ঘ.১,৪০,০০০
১৫. কারখানার উপরিব্যয় কোনটি?
ক.প্রত্যক্ষ মজুরি
খ.পরোক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ কাঁচামাল
ঘ.বেতন
১৬. সমন্বিত ক্রয় বলতে কি বোঝ?
ক.সমাপনী ক্রয়
খ.ক্রীত পণ্যের বিক্রয়মূল্য
গ.বিক্রীত পণ্যের ক্রয়মূল্য
ঘ.প্রারম্ভিক ক্রয়
১৭. বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নেমে গেলে−
ক.ক্ষতি হয়
খ.লাভ হয়
গ.ব্যয় হয়
ঘ.লাভ-ক্ষতি কিছুই হয় না
১৮. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে−
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I, II ও III
খ.I ও II
গ.II ও III
ঘ.I ও III
১৯. ৪ মাস মেয়াদি ১০,০০০ টাকার একটা প্রাপ্য বিল ১২% হারে ব্যাংকে বাট্টা কররে, বাট্টার পরিমাণ হবে−
ক.৩৫০
খ.৩৭৫
গ.৪০০
ঘ.৪৭৫
২০. নিচের কোনটি কাল্পনিক সম্পদ?
ক.প্রাপ্য হিসাব
খ.প্রাথমিক খরচ
গ.সুনাম
ঘ.ট্রেডমার্ক
২১. একটি কারবারের মোট বিক্রয়ের পরিমাণ ২০,০০০ একক, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ৪,০০০ একক এবং প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ ২,০০০ একক হলে উৎপাদনের পরিমাণ কত একক?
ক.১৬,০০০ একক.
খ.১৮,০০০ একক
গ.২০,০০০ একক.
ঘ.২২,০০০ একক
উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
জনতা ক্লাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর প্রাপ্তি ও প্রদান হিসাবে বেতন বাবদ প্রদান ৬৪,০০০ টাকা, যার মধ্যে ৪,০০০ টাকা অগ্রিম বেতন অন্তর্ভুক্ত রয়েছে এবং মোট বেতনের ১/৪ অংশ বকেয়া রয়েছে।
২২. বকেয়া বেতনের পরিমাণ কত?
ক.১৫,০০০ টাকা
খ.১৬,০০০ টাকা
গ.২০,০০০ টাকা
ঘ.২৪,০০০ টাকা
২৩. সংশ্লিষ্ট বৎসরের মোট বেতনের পরিমাণ কত?
ক.৬০,০০০ টাকা
খ.৬৪,০০০ টাকা
গ.৬৮,০০০ টাকা
ঘ.৮০,০০০ টাকা
২৪. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
ক.অফিস ভাড়া
খ.বিজ্ঞাপন
গ.ক্রয়
ঘ.কমিশন
২৫. মুদ্রাস্ফীতির সময় খওঋঙ পদ্ধতিতে মাল ইস্যু করলে সমাপনী মজুদ পণ্যের মূল্য ঋওঋঙ পদ্ধতির মূল্যের চেয়ে−
ক.বেশি হবে
খ.কম হবে
গ.সমান হবে
ঘ.কিছুই হবে না
২৬. বিক্রয়কারীর নিকট ভ্যাট হল−
ক.আয়
খ.ব্যয়
গ.সম্পদ
ঘ.দায়
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
কলেজ ট্রেডার্সের ২০১৭ সালের ৩০ জুন তারিখে স্থায়ী ব্যয় ২০,০০০ টাকা, এককপ্রতি বিক্রয় ১৫ টাকা, এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৫ টাকা এবং উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ ৪,০০০ একক।
২৭. এককপ্রতি স্থায়ী ব্যয় কত?
ক.৫ টাকা
খ.১০ টাকা
গ.১৫ টাকা
ঘ.২০ টাকা
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. উক্ত প্রতিষ্ঠানটির এককপ্রতি বিক্রয়মূল্য ২০% বৃদ্ধি পেলে এবং পরিবর্তনশীল ব্যয় এককপ্রতি ২ টাকা বৃদ্ধি পেলে মোট লাভের কী পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটবে?
ক.২০,০০০ টাকা
খ.২২,০০০ টাকা
গ.৪০,০০০ টাকা
ঘ.৪,০০০ টাকা
২৯. প্রতিমাসের শুরুতে ১,০০০ টাকা করে উত্তোলন করলে সুদের হার ১০% হলে সুদ কত?
ক.৬৫০
খ.৬০০
গ.৫৫০
ঘ.কোনোটি নয়
৩০. ঢ়, য় ও ৎ ৫ ঃ ৩ ঃ ২ অনুপাতে মুনাফা বণ্টন করে। মুনাফার পরিমাণ ১,৫০,০০০ টাকা হলে ৎ এর মুনাফার অংশ কত হবে?
ক.২৫,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৪৫,০০০ টাকা
ঘ.৫০,০০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।