HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৪৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৪৪. আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. রেড ক্রিসেন্ট সোসাইটি নিচের কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
ক.মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান
খ.অমুনাফাভোগী অব্যবাসায়ী প্রতিষ্ঠান
গ.আর্থিক প্রতিষ্ঠান
ঘ.বাণিজ্যিক প্রতিষ্ঠান
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
উদয়ন ক্লাবের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে কিছু তথ্য উপস্থাপন করা হলো: প্রত্যেক বছর ক্লাবের অভিকর পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম প্রদত্ত হয়, বার্ষিক অভিকর ১,৬০০ টাকা।
২. আয়-ব্যয় বিবরণীতে অভিকর বাবদ কত দেখাতে হবে?
ক.১,২০০ টাকা
খ.১,৪০০ টাকা
গ.১,৬০০ টাকা
ঘ.১,৮০০ টাকা
৩. বিগত বছরে অগ্রিম অভিকর বাবদ কত টাকা প্রদান করা হয়েছিল?
ক.১০০ টাকা
খ.২০০ টাকা
গ.৩০০ টাকা
ঘ.৪০০ টাকা
৪. অংশীদারি ব্যসায়ের উন্নতির চাবিকাঠি কী?
ক.চুক্তি ও বিশ্বাস
খ.মূলধন
গ.দলিল
ঘ.মুনাফা
৫. র্’ায়ী প্র¬তিএত মলধন হিসাব রাখএল বঞ্ঝাএল´্র@
ক.বৃদ্ধি পায়
খ.হ্রাস পায়
গ.স্থির থাকে
ঘ.পরিবর্তন হয়
৬. সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশের পরিমাণ কেমন?
ক.নির্দিষ্ট
খ.অনির্দিষ্ট
গ.লিখিত
ঘ.নিশ্চিত
৭. শেয়ার অবহার কোম্পানির একটি
ক.মূলধন জাতীয় ক্ষতি
খ.মূলধন জাতীয় আয়
গ.মুনাফা জাতীয় আয়
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
৮. ঋণপত্রে উলিখিত শর্তাবলি হলো
I.আসল অর্থ ফেরত সম্বন্ধে
II.সুদের হার সম্বন্ধে
III.জামিনের প্রকৃতি সম্বন্ধে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৯. নিরীক্ষা খরচ আয় বিবরণীর কোন শিরোনামের অধীনে লেখা হয়?
ক.বিক্রয় ও বিতরণ খরচ
খ.সম্পত্তির মেরামত রক্ষণাবেক্ষণ খরচ
গ.বিবিধ খরচ ও ক্ষতিসমূহ
ঘ.অফিস ও প্রশাসন খরচ
১০. দাবিহীন লভ্যাংশের অবলোপন দেখানো হয়
ক.বিশদ আয় বিবরণীতে
খ.রক্ষিত আয় বিবরণীতে
গ.উৎপাদন ব্যয় বিবরণীতে
ঘ.আর্থিক অবস্থার বিবরণীতে
১১. রক্ষিত আয় বিরবণীর মূল উদ্দেশ্য হলো
ক.তহবিল বণ্টন
খ.লভ্যাংশ বণ্টন
গ.মুনাফা বণ্টন
ঘ.আয় বণ্টন
১২. উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ উৎপাদন ব্যয় প্রস্তুতে ব্যবহার করে থাকেন
I.কাঁচামাল ক্রয়
II.মজুরি
III.অন্যান্য প্রত্যক্ষ খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রতিষ্ঠান চলতি বছরে নতুন ৫০,০০০ টাকার শেয়ার বাজারে ইস্যু করেছে, ঋণপত্রের মূল্য ২০,০০০ টাকা পরিশোধ করেছে। নতুনভাবে ৩০,০০০ টাকার ঋণপত্র ইস্যুর মাধ্যমে ৩০,০০০ টাকার জমি ক্রয় করেছে। নগদ লভ্যাংশ প্রদান ৭০,০০০ টাকা।
১৩. কোম্পানি অর্থায়ন কার্যক্রমে মোট কত টাকা বাদ দিতে হবে?
ক.৯০,০০০ টাকা
খ.৭০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.২০,০০০ টাকা
১৪. কোম্পানির নন অর্থায়ন এবং নন বিনিয়োগের পরিমাণ কত?
ক.২০,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.১,০০,০০০ টাকা
ঘ.১,৪০,০০০ টাকা
১৫. ক্রয়মূল্যের ২৫% মুনাফা হলে বিক্রয়মূল্যের ওপর মুানফার হার কত?
ক.১২%
খ.১৮%
গ.২০%
ঘ.৩৩%
১৬. বিক্রয় উপরিব্যয়সমূহ
I.অফিস বেতন
II.শো-রুমের ভাড়া
III.বিজ্ঞাপন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৭. সপ্তাহে আন্তর্জাতিক শ্রম ঘণ্টা কত?
ক.৪৮ ঘণ্টা
খ.৫৬ ঘণ্টা
গ.৬০ ঘণ্টা
ঘ.৬৬ ঘণ্টা
তামিম কোম্পানির নিের তথ্য হতে ১৮ ও ১৯ প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক মুজদ পণ্য ১, ০০,০০০ টাকা
বিক্রয় ১৫,০০,০০০ টাকা
সমাপনী মজুদ পণ্য ২,০০,০০০ টাকা
ক্রয় ৮,০০,০০০ টাকা
১৮. গড় মজুদের পরিমাণ নির্ণয় করো।
ক.১,০০,০০০ টাকা
খ.১,৫০,০০০ টাকা
গ.২,০০,০০০ টাকা
ঘ.৩,০০,০০০ টাকা
১৯. মজুদ আবর্তনের অনুপাত নির্ণয় করো।
ক.৪.৫ বার
খ.৫ বার
গ.৫.৩৩ বার
ঘ.৮ বার
২০. উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক.প্রত্যক্ষ মজুরি
খ.প্রতক্ষ কাঁচামাল
গ.কারখানা ব্যয়
ঘ.বিক্রয় ব্যয়
২২. বাজেট তৈরির ভিত্তি হচ্ছে প্রতিষ্ঠানের
I.ব্যক্তি
II.পণ্য
III.যন্ত্রপাতি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৩. ঋধপঃড়ৎরহম শব্দটির নিচের কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক.প্রাপ্য হিসাব
খ.মজুদ পণ্য
গ.ব্যাংক তহবিল
ঘ.সাধারণ সঞ্চিতি
২৪. কোন পদ্ধতিতে পণ্যের ইস্যুকৃত মূল্য ও বাজার মূল্য সমান থাকে?
ক.ঋওঋঙ
খ.খওঋঙ
গ.গড় মূল্য পদ্ধতি
ঘ. মোট মূল্য পদ্ধতি
২৫. উইলকৃত ধনদৌলত কোন জাতীয় প্রাপ্তি?
ক.মুনাফা জাতীয় আয়
খ.মুনাফা জাতীয় ব্যয়
গ.মূলধন জাতীয় ব্যয়
ঘ.মূলধন জাতীয় আয়
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. নগদ সমতুল্য কী?
ক.স্বল্পমেয়াদি এবং অতি তরল বিনিয়োগ
খ.দীর্ঘকালীন বিনিয়োগ
গ.মধ্যমেয়াদি বিনিয়োগ
ঘ.দীর্ঘ ও মধ্যমেয়াদি বিনিয়োগ
২৭. সাধারণ ঋণপত্রে প্রতিশ্র“তি দেওয়া থাকে
I.ঋণের স্বীকৃতি
II.লভ্যাংশ প্রদানের অগ্রাধিকার
III.নির্দিষ্ট হারে সুদ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৮. শেয়ার ও ঋণপত্রের বাট্টা হলো
ক.মুনাফা জাতীয় ব্যয়
খ.মুনাফা জাতীয় ক্ষতি
গ.মূলধন জাতীয় ক্ষতি
ঘ.মূলধন জাতীয় ব্যয়
২৯. চলতি মূলধন অনুপাতে আর্দশ মান কত?
ক.৩ ঃ ২
খ.৩ ঃ ১
গ.২ ঃ ১
ঘ.১ ঃ ১
৩০. হিসাববিজ্ঞানের কোন শাখা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে?
ক.আর্থিক হিসাববিজ্ঞান
খ.ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
গ.ব্যয় হিসাববিজ্ঞান
ঘ.সরকারি হিসাববিজ্ঞান
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।