HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১৭ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১৭. দনিয়া কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. নিচের কোন দফাটি নগদ প্রবাহ বিবরণীর বিনিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত?
ক.লভ্যাংশ প্রদান
খ.মনিহারি ক্রয়
গ.আসবাবপত্র ক্রয়
ঘ.ঋণ গ্রহণ
২. পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ বিবরণীতে নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না?
ক.অবচয়
খ.চলতি দায় হ্রাস
গ.চলতি সম্পত্তি হ্রাস
ঘ.শেয়ার ইস্যু
৩. অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হলো−
I.শেয়ারহোল্ডারদের ভোটাধিকার ভোগ
II.শেয়ারহোল্ডারদের নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ
III.শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য ফেরত প্রাপ্তিতে অগ্রাধিকার ভোগ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৪. স্টার কোম্পানির অনুমোদিত মূলধন ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৯০% এবং বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের ৭০% হলে বিলিকৃত মূলধনের পরিমাণ কত টাকা?
ক.২,০০,০০০ টাকা
খ.১,৮০,০০০ টাকা
গ.১,৪০,০০০ টাকা
ঘ.১,২৬,০০০ টাকা
৫. কৈাজ্ঞক্সানির পণ্ঠ^এম যৈ শৈয়ার বিকিত্থ কএর তাএক কী বএল?
ক.প্রাথমিক শেয়ার
খ.মাধ্যমিক শেয়ার
গ.অগ্রাধিকার শেয়ার
ঘ.অধিকার শেয়ার
৬. কোনটি চলতি দায়?
ক.অগ্রিম আয়
খ.অগ্রিম খরচ
গ.মূলধন
ঘ.বন্ধকি ঋণ
৭. যদি বিক্রীত পণ্যের ব্যয় ১,৮০,০০০ টাকা এবং বিক্রয়ের উপর মোট লাভের হার ২০% হয় তবে মোট মুনাফার পরিমাণ কত?
ক.২০,০০০ টাকা
খ.৩৬,০০০ টাকা
গ.৪৫,০০০ টাকা
ঘ.১,৮০,০০০ টাকা
৮. মুনাফাবিহীন বিক্রয় ২৫,০০০ টাকা আয় বিবরণীতে দেখাতে হয়−
I.ক্রয় হতে বাদ
II.বিক্রয় হতে বাদ
III.সমাপনী মজুদ পণ্য হতে বাদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
৯. নিচের কোনটি সচ্ছলতা অনুপাত?
ক.চলতি অনুপাত
খ.মোট লাভ অনুপাত
গ.দায় মালিকানা অনুপাত
ঘ.পরিচালন আয় অনুপাত
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
রহমান ট্রেডার্স এর নগদ তহবিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, প্রদেয় হিসাব ২০,০০০ টাকা, অগ্রিম প্রদত্ত খরচ ৫,০০০ টাকা, বকেয়া খরচ ২,৫০০ টাকা, প্রাপ্য আয় ৪,০০০ টাকা, প্রদেয় নোট ১০,০০০ টাকা, প্রাপ্য নোট ৫,০০০ টাকা এবং মজুদ পণ্য ১৫,০০০ টাকা।
১০. মি. রহমানের চলতি অনুপাত কত?
ক.২.১২ ঃ ১
খ.২ ঃ ১
গ.১.৫ ঃ ১
ঘ.১ ঃ ২.২
১১. চলতি মূলধন কত?
ক.৩৬,৫০০ টাকা
খ.৩৯,০০০ টাকা
গ.৭১,৫০০ টাকা
ঘ.১,০৪,০০০ টাকা
১২. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত?
ক.ভাড়া প্রদান
খ.পরোক্ষ মজুরি
গ.প্রত্যক্ষ মজুরি
ঘ.পরোক্ষ মাল
১৩. নিচের কোনটি সঠিক?
ক.মুখ্য ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = কারখানা ব্যয়
খ.উৎপাদন ব্যয় + প্রশাসনিক উপরিব্যয় = মোট ব্যয়
গ.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয় = কারখানা ব্যয়
ঘ.কারখানা ব্যয় + বিক্রয় উপরিব্যয় = উৎপাদন ব্যয়
১৪. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, কারখানার বিদ্যুৎ ব্যয় ও বিক্রয় বিলি খরচ হলো−
I.বিক্রয় উপরিব্যয়
II.কারখানা উপরিব্যয়
III.মোট উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.II ও III
গ.I ও III
ঘ.I, II ও III
১৫. মাল খতিয়ান হতে জানা যায়−
I.প্রাপ্ত মালের পরিমাণ দর ও মূল্য
II.উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য
III.ইস্যুকৃত মালের পরিমাণ দর ও মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৬. বিক্রয় ২,৫০,০০০ টাকা। বিক্রয়ের ওপর মুনাফা ২৫%। ক্রয় ২,০০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা হলে সমাপনী মজুদ পণ্য কত টাকা?
ক.৭০,০০০ টাকা
খ.৬২,৫০০ টাকা
গ.৪২,৫০০ টাকা
ঘ.৩২,৫০০ টাকা
১৭. আচরণের ভিত্তিতে ব্যয় কত প্রকার?
ক.২ প্রকার
খ.৩ প্রকার
গ.৪ প্রকার
ঘ.৫ প্রকার
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
এককপ্রতি বিক্রয়মূল্য ও পরিবর্তনশীল খরচ যথাক্রমে ১০০ টাকা ও ৮০ টাকা এবং স্থায়ী খরচ ২,০০,০০০ টাকা।
১৮. সমচ্ছেদ বিক্রয় একক কত?
ক.১,০০০ একক.
খ.১০,০০০ একক
গ.১১,০০০ একক.
ঘ.১,১০,০০০ একক
১৯. যদি মুনাফা ৫০,০০০ টাকা করতে হয় তবে কত টাকার পণ্য বিক্রয় করতে হবে?
ক.১,২৫,০০০ টাকা
খ.২,১৫,০০০ টাকা
গ.১২,৫০,০০০ টাকা
ঘ.১৫,২০,০০০ টাকা
২০. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে তৈরি করতে হয়−
I.লাভ-লোকসান বণ্টন হিসাব
II.অংশীদারদের মূলধন হিসাব
III.অংশীদারদের চলতি হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.I ও III
খ.I ও II
গ.II ও III
ঘ.I, II ও III
২১. আ^িট্টক বিবরণী সাধারণত বছএর কত বার ৗতরি করা হয়?
ক.১ বার
খ.২ বার
গ.৩ বার
ঘ.৪ বার
২২. কোনটি অস্পর্শনীয় সম্পদ নয়?
ক.সুনাম
খ.প্যাটেন্ট
গ.বিনিয়োগ.
ঘ.ট্রেডমার্ক
২৩. পাবলিক লি. কোম্পানির ন্যূনতম সদস্য কত?
ক.২ জন
খ.৫ জন
গ.৭ জন
ঘ.১০ জন
২৪. যে ব্যয় কারখানায় পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকে, তাকে কী বলে?
ক.সুযোগ ব্যয়
খ.উৎপাদন ব্যয়
গ.কালীন ব্যয়
ঘ.অপ্রাসঙ্গিক ব্যয়
২৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
ক.আয়-ব্যয় হিসাব
খ.প্রাপ্তি-প্রদান হিসাব
গ.মূলধন হিসাব
ঘ.উদ্বর্তপত্র
২৬. পরবর্তী বছরের চাঁদা চলতি বছর পাওয়া গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে কী হিসাবে বিবেচিত হয়?
ক.আয়
খ.ব্যয়
গ.সম্পদ
ঘ.দায়
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. চলতি বছরের প্রাপ্ত চাঁদা ২০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের ২,০০০ টাকা এবং পরবর্তী বছরের ৩,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া চলতি বছরের চাঁদা ৪,০০০ টাকা বএকয়া আএছ। চলতি বছএরর আয়-বঞ্ঝয় হিসাএব চাঁদা আয় কত টাকা দৈখাএনা হএব?
ক.২১,০০০ টাকা
খ.১৯,০০০ টাকা
গ.১৮,০০০ টাকা
ঘ.১১,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
রহিম, করিম ও রফিক একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা, ৬০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। রহিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বছরে ১৫,০০০ টাকা বেতন পাবে। তারা মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করে। প্রত্যেক অংশীদার বছরে ১০,০০০ টাকা উত্তোলন করে। বছর শেষে কারবারের নিট মুনাফা ৬০,০০০ টাকা হয়।
২৮. রফিকের উত্তোলনের সুদ কত?
ক.১০,০০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৫০০ টাকা
ঘ.২৫০ টাকা
২৯. ২০১৬ সালের কারবারের বণ্টনযোগ্য মুনাফা কত হবে?
ক.৬০,০০০ টাকা
খ.৪৫,০০০ টাকা
গ.২৬,৫০০ টাকা
ঘ.৩৫,৭৫০ টাকা
৩০. নগদ প্রবাহ বিবরণীতে কয়টি কার্যবলি থেকে অর্থের আগমন ও নির্গমন ঘটে?
ক.৪টি
খ.৩টি
গ.২টি
ঘ.১টি
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।