HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৩ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্র পূর্ণমান ৩০
১. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কি?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দু’তরফা দাখিলা পদ্ধতি
গ. বহুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. বহু দাখিলা পদ্ধতি
২. বছএরর শৈষ তারিএখ সমাপনী মজুদ পণঞ্ঝ মƒলঞ্ঝায়এনর ফলে−
ক. স্বত্বাধিকার হ্রাস পাবে
খ. স্বত্বাধিকার বৃদ্ধি সম্পত্তি বৃদ্ধি
গ. সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার হ্রাস
ঘ. সম্পত্তি হ্রাস ও দায় হ্রাস
উদ্দীপকটি পড়ো এবং ৩-৪ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব হাসান ৩১ ডিসেম্বর তারিখে কার্যপত্র তৈরি করার সময় ডিসেম্বর মাসের ভাড়া আয় হিসাব দেখান। যদিও ডিসেম্বর মাসের ভাড়া তিনি জানুয়ারি মাসে নিয়ে থাকেন।
৩. তিনি প্রতিষ্ঠানের কোন নীতি অনুসরণ করেছেন
ক. আদায়করণ নীতি
খ. মিলকরণ নীতি
গ. চলমান ব্যবসায় নীতি
ঘ. হিসাবকাল নীতি
৪. ডিসেম্বর মাসের ভাড়া আয় হিসাবে দেখানো না হলে কী হতো?
ক. আয় বেশি হতো
খ. আয় কম হতো
গ. সম্পত্তি বেশি হতো
ঘ. দায় কম হতো
৫. সম্পদের অবচয়ের কারণসমূহ
I. ব্যবহারজনিত ক্ষয়-ক্ষতি
II. সময় অতিক্রান্ত হওয়া
III. দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. III
গ. I ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৬-৯ নং প্রশ্নের উত্তর দাও।
মি. নাহিদের ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদ ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমা ৬০,০০০ টাকার উদ্বৃত্ত ছিল। ১ মার্চ ২০১৪ সালে তিনি কারবারের ব্যাংক হতে ৫,০০০ টাকা ও নগদ ১০,০০০ টাকা উত্তোলন করেন। তার হিসাবকাল প্রতি বছরে ১০,০০০ টাকা উত্তোলন করেন। তার হিসাবকাল প্রতি বছরে ৩১ ডিসেম্বর তারিখে শেষ হয়।
৬. ১ জানুয়ারি ২০১৪ তারিখে তিনি কোন ধরনের জাবেদা দিবেন
ক. সমাপনী জাবেদা
খ. প্রারম্ভিক জাবেদা
গ. সাধারণ জাবেদা
ঘ. বিশেষ জাবেদা
৭. ১ মার্চ তারিখে ব্যাংক হতে উত্তোলনের জন্য কোন জাবেদা দাখিলা করবেন?
ক. বিপরীত দাখিলা
খ. সমন্বয় দাখিলা
গ. পাল্টা দাখিলা
ঘ. সংশোধনী দাখিলা
৮. ৩১ ডিসেম্বর ২০১৩ সালে হিসাব বন্ধের জন্য কোন ধরনের জাবেদা করবেন?
ক. প্রারম্ভিক জাবেদা
খ. সমাপনী জাবেদা
গ. সমন্বয় জাবেদা
ঘ. সংশোধনী জাবেদা
৯. মুনাফা জাতীয় প্রাপ্তি হলো
I. সুদ প্রাপ্তি
II. লভ্যাংশ প্রাপ্তি
III. আÍীয়-স্বজনের নিকট হতে গৃহীত ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. I ও III
ঘ. I, II ও III
১০. অংশীদারি ব্যবসায়ে কোন অংশীদার পণ্য উত্তোলন করলে উহার হিসাবভুক্তকরণে
I. উত্তোলন হিসাব ডেবিট
II. ক্রয় হিসাব ক্রেডিট
III. নগদান হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. I ও III
ঘ. I, II ও III
১১. মি. করিম একটি অংশীদারি কারবারের অংশীদার। সে কারবারের মূলধন ছাড়া ২০,০০০ টাকা ঋণ আনল। উক্ত ঋণ যদি সরল সুদের ঋণ হয় তাহলে সুদ দেখানো হবে
I. লাভ-লোকসান বণ্টন হিসাবের ডেবিট
II. সংশ্লিষ্ট অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট
III. সংশ্লিষ্ট অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. I ও III
ঘ. I, II ও III
১২. নিরাপত্তা প্রান্ত হলো
ক. অনুমিত বিক্রয় − প্রকৃত বিক্রয়
খ. প্রকৃত বিক্রয় − সমচ্ছেদ বিন্দু বিক্রয়
গ. অনুমিত বিক্রয় + প্রকৃত বিক্রয়
ঘ. প্রকৃত বিক্রয় + সমচ্ছেদ বিন্দু বিক্রয়
১৩. সমচ্ছেদ বিন্দু বলতে কী বুঝ?
I. যেখানে মোট বিক্রয় আয় এবং মোট ব্যয় সমান
II. যেখানে মোট পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় সমান
III. যে বিন্দুতে মোট বিক্রয় রেখা এবং মোট ব্যয় রেখা পরস্পরকে ছেদ করে
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. I ও III
ঘ. I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৫-১৭ নং প্রশ্নের উত্তর দাও।
রিংকু কোম্পানি লি.-এর ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের তথ্যসমূহ হচ্ছে: মোট মুনাফা ২,১০,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা; কর্মচারীদের বেতন ৩০,০০০ টাকা; বহিঃপরিবহন ১৫,০০০ টাকা; স্থায়ী সম্পদের অবচয় ৮,০০০ টাকা; প্রদত্ত সুদ ৩,০০০ টাকা; উপভাড়া প্রাপ্তি ১৫,০০০ টাকা; বিনিয়োগের সুদ ১০,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা।
১৫. রিংকু কোম্পানি লি.-এর পরিচালন ব্যয়ের পরিমাণ কত?
ক. ৭৬,০০০ টাকা
খ. ৭৩,০০০ টাকা
গ. ৫৩,০০০ টাকা
ঘ. ৪৫,০০০ টাকা
১৬. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে কোম্পানির নিট বিক্রয়ের পরিমাণ কত?
ক. ১,৭০,০০০ টাকা
খ. ১,৯০,০০০ টাকা
গ. ৫,৯০,০০০ টাকা
ঘ. ৬,১০,০০০ টাকা
১৭. কোম্পানির অপরিচালন আয় হলো
I. বিক্রয় ৫,০০০ টাকা
II. বিনিয়োগের সুদ ১০,০০০ টাকা
III. উপভাড়া আয় ১৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. I
খ. I ও II
গ. II ও III
ঘ. I, II ও III
১৮. পারস্পারিক তুলনাযোগ্য দুটি ঘটনার সম্পর্কে সংখ্যাÍক প্রবেশকে কী বলে?
ক. ব্যবসায় সংগঠন
খ. অনুপাত বিশ্লেষণ
গ. হিসাব বিশ্লেষণ
ঘ. মুনাফা বিশ্লেষণ
১৯. তারল্য অনুপাতের অতি উচ্চ হার কী নির্দেশ করে?
ক. চলতি সম্পদ
খ. চলতি দায়
গ. তরল সম্পদ
ঘ. তরল দায়
২০. লভ্যাংশ প্রাপ্তি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. পরিচালনা সংক্রান্ত
খ. বিনিয়োগ সংক্রান্ত
গ. আর্থিক কার্যক্রম
ঘ. অন্তর্ভুক্ত হয় না
২১. স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি নগদ প্রবাহ বিবরণীতে কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়।
ক. পরিচালনা
খ. বিনিয়োগ
গ. আর্থিক.
ঘ. অন্তর্ভুক্ত হয় না
২২. অনুপাত হলো দুটি আর্থিক চলকের
ক. গুণফল
খ. যোগাযোগ
গ. সম্পর্ক.
ঘ. বিয়োগফল
২৩. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. জনকল্যাণ
গ. সম্পদ অর্জন
ঘ. সম্পদ সংরক্ষণ
২৪. বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইনটি কত সালের
ক. ১৮৯০
খ. ১৯১৩
গ. ১৯৩২
ঘ. ১৯৯৪
২৫. মজুরি কাকে দেওয়া হয়?
ক. শ্রমিকদের
খ. কর্মচারীদের
গ. ফোরম্যানকে
ঘ. সুপারভাইজারকে
২৬. কারখানার আইন অনুসারে প্রমাণ সময় কত?
ক. দৈনিক ৮ ঘণ্টা
খ. দৈনিক ৯ ঘণ্টা
গ. দৈনিক ১০ ঘণ্টা
ঘ. দৈনিক ৫৬ ঘণ্টা
২৭. মোট মুনাফা অনুপাত কোনটি
ক. নিট মুনাফা + নিট বিক্রয়
খ. মোট বিক্রয় + নিট মুনাফা
গ. মোট মুনাফা নিট বিক্রয়
ঘ. নিট মুনাফা মোট বিক্রয়
২৮. সাধারণ অংশীদারি ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা
ক. ২ জন
খ. ১০ জন
গ. ৭ জন
ঘ. ২০ জন
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রি করে অবলেখক কি পান?
ক. কমিশন
খ. বাট্টা
গ. সুদ
ঘ. মুনাফা
৩০. ক্লাব স্কুল কলেজ দাতব্য প্রতিষ্ঠান ইত্যাদি কোন ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ?
ক. মুনাফাভোগী অব্যবসায়ী
খ. স্বল্প মুনাফাভোগী অব্যবসায়ী
গ. অমুনাফাভোগী অব্যবসায়ী
ঘ. স্বল্প অমুনাফাভোগী অব্যবসায়ী
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।