HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ২৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিট হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্তকে কী বলা হয়?
ক.আয়
খ.খরচ
গ.দায়
ঘ.সম্পদ
২. বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয় হিসাব?
ক.আয় ও দায়
খ.খরচ ও দায়
গ.খরচ ও আয়
ঘ.সম্পদ ও আয়
৩. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট জের ব্যবসায় প্রতিষ্ঠানের কী হিসাবে গণ্য হয়?
ক.মোট লাভ
খ.মোট ক্ষতি
গ.নিট লাভ
ঘ.নিট ক্ষতি
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়
ক.মাসের শেষে
খ.বছরের শেষে
গ.একটি নির্দিষ্ট তারিখে
ঘ.ছয় মাস শেষে
উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
লিপি, শাপলা ও শান্ত যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। শাপলা কারবার পরিচালনার জন্য মাসিক ২,৫০০ টাকা বেতন পাবে। চুক্তিপত্রে মূলধনের ওপর ১০% সুদ ধরত হবে। হিসাব বছর শেষে উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে কারবারের মুনাফা ছিল ১,৫০,০০০ টাকা।
৫. অংশীদারগণের মূলধনের সুদের সমষ্টি কত?
ক.২০,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৬০,০০০ টাকা
৬. উক্ত ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফা কত হবে?
ক.৬০,০০০ টাকা
খ.৭০,০০০ টাকা
গ.৯০,০০০ টাকা
ঘ.৬০,০০০ টাকা
৭. কোন মূলধনের ওপর সুদ ধার্য করা হয়?
ক.প্রারম্ভিক মূলধন
খ.সমাপনী মূলধন
গ.কার্যকরী মূলধন
ঘ.বিনিয়োজিত মূলধন
৮. অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত প্রতিষ্ঠানে কী প্রকাশ করে?
ক.সম্পদ
খ.আয়
গ.দায়
ঘ.ব্যয়
৯. নগদ প্রবাহ বিবরণীতে অর্থের আগমন ও নির্গমন সংক্রান্ত কার্যাবলি কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
১০. প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের ১০%, নিয়োগকর্তার দান ৫% হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত টাকা লিখতে হবে?
ক.১৫%
খ.১০%
গ.৬%
ঘ.৫%
১১. বাজেট কিসের সংখ্যাÍক প্রকাশ?
ক.ভবিষ্যৎ পরিকল্পনার
খ.বর্তমান পরিকল্পনার
গ.অতীত পরিকল্পনার
ঘ.বাজেট পরিকল্পনার
১২. বিজ্ঞাপন খরচের ১/৪ অংশ অবলোপন করা হলে (রেওয়ামিলে বিজ্ঞাপন ৪,০০০ টাকা) আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপনের জের কত টাকা দেখাতে হবে?
ক.১,০০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.৪,০০০ টাকা
১৩. ভ্রমণ খরচ ২,০০০ টাকা, আইন খরচ ১,০০০ টাকা, আসবাবপত্রের অবচয় ১,০০০ টাকা, বিজ্ঞাপন ২,০০০ টাকা, অনাদায়ী পাওনা ১,০০০ টাকা এবং ছাপা ও মনিহারি ৫০০ টাকা হলে বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কত?
ক.৩,৫০০ টাকা
খ.৫,০০০ টাকা
গ.৬,০০০ টাকা
ঘ.৬,৫০০ টাকা
১৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কোনটি?
ক.বিক্রয় আয়
খ.সেবা আয়
গ.সুদ আয়
ঘ.সদস্যদের চাঁদা
১৫. ব্যবসায়ে অনগদ লেনদেন কোনটি?
ক.বেতন
খ.অবচয়
গ.ভাড়া
ঘ.কমিশন
১৬. অবচয় খরচ ব্যবসায় প্রতিষ্ঠানের
I.সম্পত্তি বৃদ্ধি করে
II.ব্যয় বৃদ্ধি করে
III.সম্পদ হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৭. ব্যাংকিং অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
ক.৫০ জন
খ.৪০ জন
গ.২০ জন
ঘ.১০ জন
১৮. স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন সংরক্ষণ করলে
I.মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়
II.মূলধনের পরিমাণ হ্রাস পায়
III.মূলধনের পরিমাণ পরিবর্তন হয় না
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.II
গ.III
ঘ.I ও II
১৯. বিক্রয় মূল্যের ওপর মুনাফার হার ২৫% হলে ক্রয় মূল্যের ওপর মুনাফার হার কত?
ক.৫০%
খ.৩৩.৩৩%
গ.৩০%
ঘ.২০%
উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও।
নিট বিক্রয় ৪২,০০০ টাকা। মোট লাভ বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫%। প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৬,০০০ টাকা।
২০. মজুদ আবর্তন অনুপাত কত?
ক.৮.৪ বার
খ.৬.৭২ বার
গ.৫.৩২ বার
ঘ.৪.৩২ বার
২১. মজুদ আবর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়
I.প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা
II.প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা
III.প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. চলতি মূলধন বলতে কি বোঝায়?
ক.মোট সম্পদ-মোট দায়
খ.মোট সম্পদ-চলতি দায়
গ.চলতি সম্পদ-চলদি দায়
ঘ.তরল সম্পদ-তরল দায়
২৩. বকেয়া বেতন সমন্বয় করা হলে
ক.ব্যয় ও দায় হ্রাস পায়
খ.ব্যয় ও দায় বৃদ্ধি পায়
গ.আয় ও দায় বৃদ্ধি পায়
ঘ.আয় ও দায় হ্রাস পায়
২৪. একজন কর্মচারী এপ্রিল মাসের মূল বেতন ৯,০০০ টাকা। বিনা বেতনে ছুটি ভোগ করেন ১০ দিন। ছুটি ভোগ বাবদ কত টাকা কর্তন করতে হবে?
ক.১,৫০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.৩,০০০ টাকা
২৫. আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়?
ক.ওঅঝ-৬
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-৮
ঘ.ওঅঝ-৯
২৬. অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যুকে বলে
I.উনহার
II.অধিহার
III.সমহার
নিচের কোনটি সঠিক?
ক.I
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৭. বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে?
ক.নিয়ন্ত্রণ
খ.প্রেষণা
গ.নির্দেশনা
ঘ.পরিকল্পনা
২৮. উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোন ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পায়?
ক.স্থায়ী ব্যয়
খ.আধা-পরিবর্তনশীল ব্যয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.পরিচালন ব্যয়
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৯. ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত?
ক.৪,৫০০ টাকা
খ.৫,১৭৫ টাকা
গ.৫,৪৭৫ টাকা
ঘ.৫,৭৭৫ টাকা
৩০. ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?
ক.চলতি দায়
খ.স্বল্পমেয়াদি দায়
গ.বহিঃদায়
ঘ.অন্তঃদায়
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।