HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৫ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
হলি ক্রস কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান হতে এককালীন যে অর্থ পাওয়া যায়, তাকে কী বলে?
ক.চাঁদা
খ.অনুদান
গ.প্রবেশ ফি
ঘ.অডিট ফি
২. অব্যবসায়ী প্রতিষ্ঠানে কোনটি নিয়মিত আয় নয়?
ক.লকার ভাড়া
খ.ভর্তি ফি
গ.নাটকের টিকিট বিক্রয়
ঘ.আজীবন সভ্যের চাঁদা
৩. মূলধন তহবিলে অন্তর্ভুক্ত থাকে
I.প্রারম্ভিক সম্পদ
II.গত বছরের বকেয়া আয়
III.গত বছরের বকেয়া খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
আদি ও বদি একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। সারা বছরে তাদের মুনাফার পরিমাণ ৯১,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হয়। ১ জানুয়ারি আদির মূলধন ছিল ১০,০০,০০০ টাকা এবং বদির ছিল ৪,০০,০০০ টাকা।
৪. মূলধন অনুসারে তাদের লাভ-ক্ষতির অনুপাত কত?
ক.২ ঃ ১
খ.৫ ঃ ৩
গ.৫ ঃ ২
ঘ.১ ঃ ১
৫. মূলধন অনুসারে লাভের কত টাকা বদি পাবে?
ক.১৩,০০০ টাকা
খ.২৬,০০০ টাকা
গ.৫২,০০০ টাকা
ঘ.৬৫,০০০ টাকা
৬. অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক.নিবন্ধন
খ.মুনাফা
গ.লাভ-ক্ষতি অনুপাত
ঘ.সদস্য
৭. নগদ প্রবাহ বিবরণীতে কয়টি কার্যক্রম থাকে?
ক.২
খ.৩
গ.৫
ঘ.৬
৮. নগদ প্রবাহ বিবরণীর জন্য কোন আইনটি প্রযোজ্য?
ক.ওঅঝ-৫
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-১৫
ঘ.ওঅঝ-৪০
৯. চলতি দায় বৃদ্ধি নগদ প্রবাহ বিবরণীতে কোন কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে?
ক.অনগদ
খ.বিনিয়োগ
গ.অর্থায়ন
ঘ.পরিচালন
১০. শেয়ার বাট্টা-আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় অন্তর্ভুক্ত হয়?
ক.চলতি সম্পদ
খ.সম্ভাব্য দায়
গ.অসমন্বিত ব্যয়
ঘ.স্থায়ী সম্পদ
১১. কোম্পানির সুনাম অর্জন বা বৃদ্ধি পেলে, উক্ত কোম্পানি
I.বাট্টায় শেয়ার ইস্যু করে
II.অধিহারে শেয়ার ইস্যু করে
III.সমমূল্যে শেয়ার ইস্যু করে
নিচের কোনটি সঠিক?
ক.II
খ.III
গ.I ও III
ঘ.I, II ও III
১২. ‘বিক্রয় ভ্যাট বা ভ্যাট প্রাপ্তি’ বিক্রেতার জন্য কী?
ক.আয়
খ.ব্যয়
গ.সম্পদ
ঘ.দায়
১৩. ‘লভ্যাংশ সমতাকরণ তহবিল’ আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়?
ক.দীর্ঘমেয়াদি দায়
খ.সঞ্চিতি ও উদ্বৃত্ত
গ.চলতি দায়
ঘ.স্থায়ী সম্পদ
১৪. রেওয়ামিলে আয়কর থাকলে আর্থিক বিবরণীতে কোথায় দেখানো হয়?
ক.আয় বিবরণী
খ.মালিকানা স্বত্ব
গ.রক্ষিত আয় বিবরণী
ঘ.চলতি দায়
১৫. কোম্পানির ‘নিবন্ধন ফি’-এটি কোন ধরনের দফা?
ক.পরিচালন খরচ
খ.চলতি সম্পদ
গ.অসমন্বিত ব্যয়
ঘ.দীর্ঘমেয়াদি বিনিয়োগ
উদ্দীপকটি পড়ো এবং ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
রেওয়ামিলে অদাবিকৃত লভ্যাংশ ২০,০০০ টাকা। কিন্তু সমন্বয়ে বলা আছে অদাবিকৃত লভ্যাংশের অর্ধাংশ অবলোপন করতে হবে।
১৬. আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা দেখাতে হবে?
ক.চলতি দায় ২০,০০০ টাকা
খ.চলতি সম্পদ ১০,০০০ টাকা
গ.চলতি দায় ১০,০০০ টাকা
ঘ.দীর্ঘমেয়াদি দায় ১০,০০০ টাকা
১৭. ঋণ-পরিশোধ নির্দেশক অনুপাত কোনটি?
ক.চলতি অনুপাত
খ.দায়-সম্পত্তি অনুপাত
গ.তারল্য অনুপাত
ঘ.চলতি মূলধন অনুপাত
১৮. ছইঈ কোম্পানির কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা। কার্যকরী মূলধন অনুপাত ২ ঃ ১। তাহলে চলতি দায়ের পরিমাণ কত টাকা?
ক.১,৫০,০০০
খ.৩,০০,০০০
গ.৪,৫০,০০০
ঘ.৬,০০,০০০
১৯. উপার্জন বহিভর্‚ত দফা কোনটি?
ক.বোনাস
খ.কমিশন
গ.সিটি ভাতা
ঘ.আয়কর
২০. পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত
I.উৎপাদন উপরিব্যয়
II.অফিস ও প্রশাসনিক উপরিব্যয়
III.বিক্রয় ও বণ্টন উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২১. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীকে কোন ভাতাটি প্রদান করা হয়?
ক.বিশেষ ভাতা
খ.মহার্ঘ ভাতা
গ.ভ্রমণ ভাতা
ঘ.আয়কর
২২. মজুদ পণ্যের অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন হলে প্রভাবিত হয়
I.প্রদেয় আয়কর
II.লভ্যাংশ
III.সাধারণ সঞ্চিতি তহবিল
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৩. ইস্যুকৃত পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি জনপ্রিয়?
ক.কালান্তিক.
খ.ঋওঋঙ
গ.খওঋঙ
ঘ.গড় হার
২৪. বিন কার্ড সংরক্ষণ করেন কে?
ক.ব্যবস্থাপক.
খ.ফোরম্যান
গ.গুদামরক্ষক.
ঘ.হিসাবরক্ষক
২৫. আচরণগত দিক থেকে ব্যয় কত ধরনের?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৬
২৬. যে ব্যয় পূর্বে ঘটেছিল, এটি এখন আদায়যোগ্য নয় তাকে কী বলে?
ক.নিমজ্জিত ব্যয়
খ.সুযোগ ব্যয়
গ.ঐতিহাসিক ব্যয়
ঘ.কালীন ব্যয়
২৭. অনিয়ন্ত্রিত ব্যয় কোনটি?
ক.কাঁচামাল
খ.প্রত্যক্ষ শ্রম
গ.কর্মচারীর বেতন
ঘ.প্রত্যক্ষ খরচ
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. বিক্রয় ১০,০০,০০০ টাকা। স্থায়ী ব্যয় ১,০০,০০০ টাকা, দত্তাংশের পরিমাণ ৪,০০,০০০ টাকা। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত টাকা?
ক.৪,০০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৬,০০,০০০ টাকা
ঘ.১০,০০,০০০ টাকা
২৯. কোনটি আর্থিক বাজেট?
ক.কাঁচামাল ক্রয় বাজেট
খ.বিক্রয় বাজেট
গ.মাস্টার বাজেট
ঘ.উৎপাদন বাজেট
৩০. যেখাএন আয় ও বঞ্ঝয় সমান সৈ বিক্টদুএক কী বএল?
ক.মুনাফা কেন্দ্র
খ.সমচ্ছেদ বিন্দু
গ.ব্যয় কেন্দ্র
ঘ.বিক্রয় কেন্দ্র
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।