HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১. নটর ডেম কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয়?
ক.সচিবের বেতন
খ.বই ক্রয়
গ.মনিহারি
ঘ.বিদ্যুৎ খরচ
২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে
I.প্রবেশ ফি
II.পুরাতন খবরের কাগজ বিক্রয়
III.সদস্যদের চাঁদা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও II
Iঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
ক ও খ দুইজন অংশীদার। তাদের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত ২ ঃ ১। চুক্তি অনুসারে উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করা হয়। ৩১-১২-১৭ তারিখে লাভ-ক্ষতি বণ্টন হিসাব ছক হতে পাওয়া, উক্ত বছরের নিট মুনাফার পরিমাণ ছিল ৩০,০০০ টাকা এবং বণ্টনযোগ্য মুনাফা ১৮,০০০ টাকা। অংশীদাররা প্রত্যেকে মাসের শেষ তারিখে কারবার হতে ৫০০ টাকা করে উত্তোলন করেছে।
৩. অংশীদার খ-এর উত্তোলনের সুদের পরিমাণ কত টাকা?
ক.৬০০ টাকা
খ.৩২৫ টাকা
গ.৩০০ টাকা
ঘ.২৭৫ টাকা
৪. অংশীদার ক-এর প্রাপ্ত মুনাফার অংশের পরিমাণ কত টাকা?
ক.৩০,০০০ টাকা
খ.২০,০০০ টাকা
গ.১৮,০০০ টাকা
ঘ.১২,০০০ টাকা
৫. অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে−
I.অতিরিক্ত মূলধন
II.মূলধনের সুদ
III.উত্তোলনের সুদ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৬. সান ও মুনের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত ২ ঃ ১। স্টারকে নতুন অংশীদার হিসাবে কারবারে লাভের ১/৪ অংশ প্রদান করা হলে তাদের কারবারের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?
ক.৩ ঃ ২ ঃ ১
খ.২ ঃ ২ ঃ ১
গ.২ ঃ ১ ঃ ১
ঘ.১ ঃ ১ ঃ ১
৭. নগদ প্রবাহ বিবরণীর কার্যক্রমকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৮. কৈাজ্ঞক্সানি পণ্ঠ^এম যৈ শৈয়ার বিকিত্থ কএর তাএক কী বএল?
ক.ওচঙ
খ.ঘঝঋ
গ.জচঙ
ঘ.ইঙ
৯. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির−
I.শেয়ারের সংখ্যা বেড়ে যায়
II.নগদ তহবিল বেড়ে যায়
III.সঞ্চিতি তহবিল কমে যায়।
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১০. বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে−
I.মালের আগমন
II.মালের নির্গমন
III.মালের মূল্য
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১১. সংরক্ষিত আয় বিবরণীতে দেখানো হয়−
I.ঘোষণাকৃত লভ্যাংশ
II.নতুন আয়কর সঞ্চিতি
III.অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১২. কোম্পানি আইন অনুসারে শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?
ক.৫%
খ.১০%
গ.১৫%
ঘ.২০%
১৩. মুনাফা অর্জন ক্ষমতা যাচাই অনুপাত কোনটি−
ক.দায়-মালিকানা অনুপাত
খ.মোট লাভ অনুপাত
গ.অনাদায়ী পাওনা অনুপাত
ঘ.মজুদ আবর্তন অনুপাত
১৪. বেতন ও মজুরি নির্ণয়ের ক্ষেত্রে অনার্থিক সুবিধাগুলো হলো−
I.খাবারে ভর্তুকি
II.ভাড়ামুক্ত বাসস্থান
III.চিকিৎসা ভাতা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও II
Iঘ.I, II ও III
১৫. বিক্রয়মূল্যের উপর মুনাফা হার ২৫% হলে তা ক্রয়মূল্যের উপর শতকারা কত হার?
ক.১৬.৬৭%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৩.৩৩%
উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
ন্যাশনাল লি.-এর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী হতে নিচের তথ্যগুলো পাওয়া গেল।
প্রদেয় হিসাব ৩০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩৫,০০০ টাকা, প্রদেয় ভাড়া ২০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ২৫,০০০ টাকা, শেয়ার মূলধন ১,০০,০০০ টাকা ও দালানকোঠা ৯০,০০০ টাকা। বিক্রয় ৫,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি বিক্রীত দ্রব্যের ব্যয়ের ওপর ২৫% মুনাফা করে থাকে।
১৬. চলতি মূলধনের পরিমাণ কত?
ক.১০,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৬০,০০০ টাকা
ঘ.৯০,০০০ টাকা
১৭. মোট লাভ অনুপাত কত?
ক.১০%
খ.২০%
গ.২৫%
ঘ.৩৫%
১৮. ভ্যাট চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স ২৫,০০০টাকা, প্রাপ্ত ভ্যাট ৬০,০০০ টাকা এবং প্রদত্ত ভ্যাট ৫০,০০০ হলে, আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা ভ্যাট দেখাতে হবে?
ক.১০,০০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.৩৫,০০০ টাকা
ঘ.৮৫,০০০ টাকা
১৯. চালানি কারবারের প্রেরিত সকল পণ্য ১০,০০০ টাকায় বিক্রয় হয়। প্রতিনিধির কমিশন বিক্রয়মূল্যের ১০%। পণ্যটির ক্রয়মূল্য ৭,০০০ টাকা। মুনাফার পরিমাণ কত?
ক.১,৫০০ টাকা
খ.২,০০০ টাকা
গ.২,৫০০ টাকা
ঘ.৩,০০০ টাকা
২০. পণ্যের দাম কমে গেলে, কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?
ক.ঋওঋঙ
খ.খওঋঙ
গ.সরল গড়
ঘ.ভারযুক্ত গড়
২১. কোন কর্মচারীর মাসিক মূল মজুরি ১৫,০০০ টাকা এবং মহার্ঘ ভাতা ১,৫০০ টাকা। তিনি সেই মাসে ৪ দিন ছুটি নগদায়ন করেছে। তার মোট অর্জন কত টাকা?
ক.১৪,৫০০ টাকা
খ.১৫,০০০ টাকা
গ.১৬,৫০০ টাকা
ঘ.১৮,৫০০ টাকা
২২. কোনটি প্রশাসনিক উপরিব্যয়?
ক.অফিস আপ্যায়ন
খ.বিজ্ঞাপন খরচ
গ.উৎপাদন মজুরি
ঘ.শো-রুম খরচ
২৩. শেয়ার হস্তান্তর ফি কী?
ক.পরিচালন ব্যয়
খ.পরিচালন আয়
গ.অপরিচালন ব্যয়
ঘ.অপরিচালন আয়
২৪. নিচের কোনটি অলীক সম্পদ?
ক.ঋণপত্রের অবহার
খ.প্যাটেন্ট
গ.ট্রেডমার্ক.
ঘ.নিষ্কর সম্পদ
২৫. একতরফা দাখিলা পদ্ধতি অনুসারে বছর শেষে আর্থিক অবস্থা জানার জন্য কোন বিবরণী প্রস্তুত করতে হয়?
ক.লাভ-লোকসান বিবরণী
খ.বিশদ আয় বিবরণী
গ.বৈষয়িক বিবরণী
ঘ.মালিকানা স্বত্ব বিবরণী
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৬. একতরফা দাখিলা পদ্ধতি জনপ্রিয় হবার কারণ হল−
I.অল্প পুঁজি
II.আইনের ঝামেলা নাই
III.কাজের জটিলতা কম
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২৮. ব্যবসা আরম্ভ করলে তা চলতে থাকবে, এটা কোন ধারণার উপর প্রতিষ্ঠিত?
ক.ক্রয়মূল্য নীতি
খ.চলমান প্রতিষ্ঠান ধারণা
গ.হিসাবকাল ধারণা
ঘ.স্বত্বাগত ধারণা
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
বিবরণ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০
পণ্য ক্রয় ৩২,৫০০
সমাপনী মজুদ পণ্য ৯,৫০০
মোট লাভ (বিক্রিত পণ্যের ব্যয়ের) ২০%
পরিচালন ব্যয় ২,০০০
২৯. বিক্রীত দ্রব্যের ব্যয় কত টাকা?
ক.৩০,০০০ টাকা
খ.৩২,৫০০ টাকা
গ.৩৩,০০০ টাকা
ঘ.৩৫,০০০ টাকা
৩০. নিট লাভের পরিমাণ কত?
ক.৪,৩০০ টাকা
খ.৪,৬০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৫,৫০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।