HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ১২ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
১২. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কী?
ক.পণ্য ও সেবা বিনিময়
খ.মুনাফা অর্জন
গ.জনকল্যাণ করা
ঘ.সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন
২. অব্যবসায়ী প্রতিষ্ঠানে সম্পদ ও দায়ের পার্থক্যকে কী বলে?
ক.নগদ তহবিল
খ.মূলধন তহবিল
গ.ব্যাংক জমা
ঘ.মূলধন হিসাব
৩. চারণ কর হলো
ক.মূলধন জাতীয় আয়
খ.মুনাফা জাতীয় আয়
গ.মূলধন জাতীয় ব্যয়
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
৪. প্রারম্ভিক মনিহারির পরিমাণ ২০০ টাকা; চলতি বছরে মনিহারি ক্রয় ১,৬০০ টাকা; সমাপনী মনিহারি ২৫০ টাকা হলে ব্যবহৃত মনিহারির পরিমাণ কত?
ক.১,৪০০ টাকা
খ.১,৫৫০ টাকা
গ.১,৬৫০ টাকা
ঘ.১,৮০০ টাকা
৫. অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারগণ কী দাবি করতে পারে?
ক.মাসিক বেতন
খ.মূলধনের সুদ
গ.উত্তোলনের সুদ
ঘ.ঋণের সুদ
৬. অংশীদারদের চলতি হিসাবে অন্তর্ভুক্ত হয়
I.মূলধনের সুদ
II.উত্তোলন সুদ
III.অংশীদারদের বেতন
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
৭. জনাব কবির প্রতি মাসের প্রথম তারিখে নগদ ৫০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ৫% হলে সারা বছরের উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?
ক.৩০০ টাকা
খ.১৬২.৫০ টাকা
গ.১৫০ টাকা
ঘ.১৩৭.৫০ টাকা
৮. ক ও খ দুজন অংশীদার। চলতি বছরে নিট মুনাফার পরিমাণ ৭২,০০০ টাকা। চুক্তি অনুযায়ী ক ও খ যথাক্রমে ১২,০০০ টাকা ও ১০,০০০ টাকা বেতন পাবে। বেতন সমন্বয় করার পর অবশিষ্ট মুনাফা তাদের মধ্যে ৩ ঃ ২ অনুপাতে বণ্টিত হবে। ক ও খ-এর মুনাফার পরিমাণ কত?
ক.৪৩,২০০ টাকা ও ২৮,৮০০ টাকা
খ.৪২,০০০ টাকা ও ৩০,০০০ টাকা
গ.৩১,২০০ টাকা ও ১৮,৮০০ টাকা
ঘ.৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা
৯. নগদ প্রবাহ বিবরণী কোন ওঅঝ অনুযায়ী করা হয়?
ক.ওঅঝ-১
খ.ওঅঝ-৭
গ.ওঅঝ-১৬
ঘ.ওঅঝ-৩৮
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।
নগদে কলকব্জা ক্রয় ৫০,০০০ টাকা; দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ ৭০,০০০ টাকা; অবচয় খরচ ৩০,০০০ টাকা; দালানকোঠা বিক্রয়জনিত ক্ষতি ২০,০০০ টাকা; নগদে লভ্যাংশ পরিশোধ ৩০,০০০ টাকা; সুনামের অবলোপন ১০,০০০ টাকা।
১০. অনগদ খরচের পরিমাণ কত?
ক.৩০,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৬০,০০০ টাকা
১১. অর্থায়ন কার্যক্রমে নির্গমনের পরিমাণ কত?
ক.৭০,০০০ টাকা
খ.১,০০,০০০ টাকা
গ.১,২০,০০০ টাকা
ঘ.১,৫০,০০০ টাকা
১২. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়ে নিট মুনাফার সাথে যোগ হবে
I.স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি
II.প্রাপ্য হিসাবের বৃদ্ধি
III.প্রদেয় হিসাবের বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৩. রাইট শেয়ার ইস্যু করার উদ্দেশ্য হলো
I.অতিরিক্ত মূলধন সংস্থান করা
II.বর্তমান শেয়ার মালিকদের মধ্যে শেয়ার বণ্টন করা
III.শেয়ার মালিকদের সংখ্যা সীমিত রাখা
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৪. ১০০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার ৯০ টাকা মূল্যে ইস্যু করা হলে শেয়ার মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে?
ক.১৯০
খ.১১০
গ.১০০
ঘ.৯০
১৫. একটি কোম্পানি তার বর্তমান শেয়ার মালিকদের মধ্যে বিনামূল্যে শেয়ার ইস্যু করলে তাকে কী ধরনের শেয়ার বলে?
ক.রাইট শেয়ার
খ.বোনাস শেয়ার
গ.অগ্রাধিকার শেয়ার
ঘ.ট্রেজারি শেয়ার
১৬. কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ পরিমাণ কত?
ক.৫%
খ.৬%
গ.১০%
ঘ.২০%
১৭. অদাবিকৃত লভ্যাংশ হলো
ক.আয়
খ.খরচ
গ.দায়
ঘ.সম্পদ
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ২,৪০,০০০ টাকা; স্থায়ী ব্যয় ৬০,০০০ টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন ৪০%।
১৮. সমচ্ছেদ বিন্দু (টাকায়) কত?
ক.৬০,০০০
খ.১,৫০,০০০
গ.১,৮০,০০০
ঘ.৩,০০,০০০
১৯. নিরাপত্তা প্রান্ত (টাকায়) কত?
ক.৯০,০০০
খ.১,০০,০০০
গ.১,৪৪,০০০
ঘ.১,৮০,০০০
২০. কখন মোট মুনাফা অর্জিত হবে? যখন
ক.নিট বিক্রয় > বিক্রীত পণ্যের ব্যয়
খ.নিট বিক্রয় < বিক্রীত পণ্যের ব্যয়
গ.নিট বিক্রয় > মোট ব্যয়
ঘ.নিট বিক্রয় < মোট ব্যয়
২১. তরল সম্পদ হলো
I.নগদ
II.মজুদ পণ্য
III.প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
২২. চলতি অনুপাত ৩ : ১ এবং চলতি সম্পদ ২৭,০০০ টাকা হলে চলতি দায়ের পরিমাণ কত?
ক.৬,৭৫০ টাকা
খ.৯,০০০ টাকা
গ.১৩,৫০০ টাকা
ঘ.২০,২৫০ টাকা
২৩. প্রারম্ভিক মজুদ ৩,০০০ টাকা; সমাপনী মজুদ ৫,০০০ টাকা; বিক্রয় ৪০,০০০ টাকা; মুনাফা বিক্রয়ের ওপর ২০% হলে মজুদ আবর্তন অনুপাতের মান কত?
ক.১০ বার
খ.৮ বার
গ.৭.৫ বার
ঘ.৫ বার
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
প্রারম্ভিক মজুদ ২০০ একক, প্রতি একক ১৫ টাকা দরে। ক্রয় ২৫০ একক, প্রতি একক ১৬ টাকা দরে। বিক্রয় ২৩০ একক, প্রতি একক ২০ টাকা মূল্যে। কোম্পানি মজুদ মূল্যায়নে ফিফো পদ্ধতি ব্যবহার করে।
২৪. সমাপনী মজুদ পণ্যের পরিমাণ (এককে) কত?
ক.৬৮০
খ.৪৮০
গ.৪৫০
ঘ.২২০
২৫. সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?
ক.৪,৪০০ টাকা
খ.৩,৫২০ টাকা
গ.৩,৩২০ টাকা
ঘ.৩,৩০০ টাকা
২৬. কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন মজুদ পণ্যের মূল্য জানা যায়?
ক.ক্রয়ের পরে
খ.বিক্রয়ের পরে
গ.যেকোনো সময়
ঘ.হিসাবকাল শেষে
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭. কোনটি মুখ্য ব্যয় ও রূপান্তর ব্যয় উভয়ের অন্তর্ভুক্ত থাকে?
ক.বিক্রয় খরচখ.কারখানা উপরিব্যয়
গ.প্রত্যক্ষ কাঁচামালঘ.প্রত্যক্ষ মজুরি
২৮. পরোক্ষ ব্যয়ের উদাহরণ হলো
I.কারখানা ভাড়া
II.কলকব্জার মেরামত খরচ
III.কলকব্জার অবচয় খরচ
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।
মুখ্য ব্যয় ১,০০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা; প্রশাসনিক উপরিব্যয় ১০,০০০ টাকা; বিক্রয় উপরিব্যয় ৬,০০০ টাকা এবং মোট ব্যয়ের ওপর মুনাফার হার ২০%।
২৯. মুখ্য ব্যয়ের ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
ক.১৫%
খ.২০%
গ.২৫%
ঘ.৩০%
৩০. মুনাফার পরিমাণ কত টাকা?
ক.২০,০০০
খ.২২,২৬৭
গ.২৭,২০০
ঘ.৩৪,০০০
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।