HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | সকল কলেজের বহুনির্বাচনি ৬ | PDF – হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
৬. ঢাকা কলেজ বিষয় কোড : ২ ৫ ৪
সময় ৩০ মিনিটহিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রপূর্ণমান ৩০
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কী?
ক.বিক্রয় আয়
খ.সদস্য চাঁদা
গ.সেবা আয়
ঘ.সুদ আয়
২. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল নয়?
ক.বৃত্তি তহবিল
খ.টুর্নামেন্ট তহবিল
গ.সাধারণ সঞ্চিতি তহবিল
ঘ.ত্রাণ তহবিল
উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
বনলতা ক্লাব
উদ্বৃত্তপত্র
১ জানুয়ারি, ২০১৭
বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক সম্পত্তিসমূহ :
নগদ তহবিল২,০০০
আসবাবপত্র৬,০০০
বকেয়া চাঁদা১,৫০০
খাদ্য সামগ্রী?
মোট সম্পদ ১১,৮৫০
প্রারম্ভিক দায়সমূহ:
বকেয়া বেতন
প্রারম্ভিক মূলধন তহবিল ?
মোট দায় ৮,৮৫০?
৩. প্রারম্ভিক খাদ্যসামগ্রীর পরিমাণ কত?
ক.২,৩৫০ টাকা
খ.৩,০০০ টাকা
গ.৯,৫০০ টাকা
ঘ.২১,৩৫০ টাকা
৪. বছরের শুরুতে বকেয়া বেতনের পরিমাণ কত?
ক.৬৫০ টাকা
খ.২,৩৫০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.২০,৭০০ টাকা
৫. অংশীদারএদর মলধন হিসাব পণ্ঠ’এতর প্রতি হএলা@
I.স্থায়ী মূলধন পদ্ধতি
II.সমন্বিত মূলধন পদ্ধতি
III.পরিবর্তনশীল মূলধন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও।
লিপি, শাপলা ও শান্ত যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। শাপলা কারবার পরিচালনার জন্য মাসিক ২,৫০০ টাকা বেতন পাবে। চুক্তিপত্রে মূলধনের উপর ১০% সুদ ধরতে হবে। হিসাব বছর শেষে উপরিউক্ত সমন্বয় সাধনের পূর্বে কারবারের মুনাফা ছিল ১,৫০,০০০ টাকা।
৬. অংশীদারগণের মূলধনের সুদের সমষ্টি কত?
ক.২০,০০০ টাকা
খ.৩০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৬০,০০০ টাকা
৭. উক্ত ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফা কত হবে?
ক.৬০,০০০ টাকা
খ.৭০,০০০ টাকা
গ.৯০,০০০ টাকা
ঘ.১,২০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৬ সালের আর্থিক বছরে শিবম লিমিটেড -এর নিকট মুনাফা ২,০০,০০০ টাকা। উক্ত বছরে কলকব্জা বিক্রয় করে ৫০,০০০ টাকা পাওয়া যায়, পক্ষান্তরে আসবাবপত্র ক্রয় বাবদ ৪০,০০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও শেয়ারের বিপরীতে ৫,০০,০০০ টাকার ভ‚মি ক্রয় করা হয়েছে।
৮. বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ কত?
ক.১০,০০০ টাকা
খ.৪০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৯০,০০০ টাকা
৯. শেয়ারের বিনিময়ে ভ‚মি ক্রয় না করে নগদ টাকায় ক্রয় করলে এর প্রভাবে
I.পরিচালনা কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
II.বিনিয়োগ কার্যক্রমের নিট নগদ প্রবাহ হ্রাস পাবে
III.ব্যবসায়ে মোট সম্পদের পরিমাণ অপরিবর্তিত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১০. নগদ প্রবাহ বিবরণীর তাৎপর্যপূর্ণ অ-নগদ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক.শেয়ারকে ঋণপত্রে রূপান্তর
খ.ভ‚মির বিনিময়ে যন্ত্রপাতি ক্রয়
গ.বন্ডের মূল্য পরিশোধ
ঘ.লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ইস্যু
১১. কোনটিকে কোম্পানির সংবিধান বলা হয়?
ক.সংঘস্মারক.
খ.পরিমেল নিয়মাবলি
গ.কাযট্টারএজ্ঞ¿র অনুমতিপষ্ণ
ঘ.বিবরণপত্র
১২. অধিহারে শেয়ার ইস্যু করার ফলে
I.মূলধনী আয় বাড়বে
II.মুনাফা জাতীয় আয় বাড়বে
III.মালিকানা স্বত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।
বাটা সু কোম্পানি লি. প্রতিটি ৫০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ৭,০০০ শেয়ার ৫% অবহারে ইস্যু করার জন্য বিজ্ঞাপন প্রচার করল। কোম্পানি ৫,০০০ শেয়ারের আবেদন পেল ও সেগুলো যথারীতি বণ্টিত হলো।
১৩. বাটা সু কৈাজ্ঞক্সানি পণ্ঠতি শৈয়াএরর অবহার কত টাকা?
ক.২.৫০ টাকা
খ.৩.৫০ টাকা
গ.৫ টাকা
ঘ.১০ টাকা
১৪. অবহারে শেয়ার ইস্যু করা না হলে কোম্পানির আর্থিক বিবরণীর উপর কী প্রভাব পড়ে?
ক.দায় হ্রাস পাবে
খ.সম্পদ হ্রাস পাবে
গ.দায় বৃদ্ধি পাবে
ঘ.দায় ও সম্পদ অপরিবর্তিত থাকবে
১৫. হিসাব বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করা হলে কোম্পানির আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে?
ক.সংরক্ষিত আয় কমে
খ.নিট মুনাফাা কমে
গ.মোট দায় কমে
ঘ.মোট সম্পদ কমে
১৬. নিচের কোনটি অন্তঃদায়?
ক.প্রদেয় বেতন
খ.প্রদেয় হিসাব
গ.সঞ্চিতি তহবিল
ঘ.বন্ধকি ঋণ
১৭. সমাপনী মজুদ পণ্য বৃদ্ধির ফলে
I.মোট মুনাফা বৃদ্ধি পায়
II.বিক্রীত পণ্যের মূল্য হ্রাস পায়
III.নিট ক্রয় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৮. অলিক সম্পত্তি হলো
I.অবলেখন দস্তুরী
II.প্রাথমিক খরচ
III.সুনাম
নিচের কোনটি সঠিক?
ক.I ও II
খ.I ও III
গ.II ও III
ঘ.I, II ও III
১৯. আয়কর যদি বাধ্যতামূলক পরিশোধ করতে হয় তাহলে কোম্পানির জন্য নিের কোনটি সঠিক?
ক.প্রত্যক্ষ খরচ
খ.পরোক্ষ খরচ
গ.অপরিচালন খরচ
ঘ.বিলম্বিত খরচ
২০. ব্যয় নির্ধারণের কৌশল ও সমষ্টিকে কী বলে?
ক.আর্থিক হিসাববিজ্ঞান
খ.ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
গ.ব্যয় হিসাববিজ্ঞান
ঘ.মানবসম্পদ হিসাববিজ্ঞান
২১. প্রত্যক্ষ শ্রমের মূল বৈশিষ্ট্য কী?
ক.যে কোন শ্রমিককে প্রদত্ত মজুরি
খ.সরাসরি উৎপাদনের এককে ধার্যযোগ্য মজুরি
গ.পণ্য উৎপাদনের যে কোনো পর্যায়ের মজুরি
ঘ.যে সকল শ্রমিক নগদ মজুরি পেয়ে থাকে
২২. মহার্ঘ ভাতা কী?
ক.বেতনের সাথে চলমান একটি আর্থিক সুবিধা
খ.বেতন কমিশন কর্তৃক প্রদত্ত স্থায়ী আর্থিক সুবিধা
গ.সাময়িক সময়ের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা
ঘ.শুধু এক বছরের জন্য প্রদত্ত সুবিধা
২৩. ব্যয় বলতে কী বোঝায়?
ক.স্বল্পমেয়াদি সুবিধা লাভের জন্য বর্তমান ত্যাগ
খ.দীর্ঘমেয়াদি সুবিধা লাভের জন্য বর্তমান ত্যাগ
গ.স্বল্প ও দীর্ঘমেয়াদি সুবিধা লাভের জন্য বর্তমান ত্যাগ
ঘ.সময় বিবেচনা না করে যে কোন ত্যাগ
২৪. নিচের কোনটি প্রত্যক্ষ কাঁচামালের উদাহরণ?
ক.টেবিল তৈরির কাঠ
খ.টেবিল তৈরির আইকা, গাম
গ.টেবিল তৈরির বার্নিস ওয়েল
ঘ.টেবিল তৈরির ছোট লোহ
২৫. ঋঙই ঝযরঢ়ঢ়রহম ঢ়ড়রহঃ কী?
ক.আন্তঃপরিবহন ব্যয় ক্রেতা বহন করবে
খ.আন্তঃবহন ব্যয় বিক্রেতা বহন করবে
গ.বহিঃপরিবহন ব্যয় বিক্রেতা বহন করবে
ঘ.বহিঃপরিবহন ব্যয় ক্রেতা বহন করবে
২৬. রূপান্তর ব্যয় বলতে কী বোঝায়?
ক.মুখ্য ব্যয় + কারখানা উপরিব্যয়
খ.প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম
গ.প্রত্যক্ষ শ্রম + কারখানা উপরিব্যয়
ঘ.প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ মাল + পরোক্ষ শ্রম
২৭. আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি?
ক.ভাড়া খরচ
খ.টেলিফোন খরচ
গ.অফিস খরচ
ঘ.অবচয় খরচ
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৮. কখন এককপ্রতি স্থির ব্যয় বৃদ্ধি পায়?
ক.যদি উৎপাদনের পরিমাণ হ্রাস পায়
খ.যদি বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়
গ.যদি কাঁচামালের মূল্য বৃদ্ধি পায়
ঘ.যদি শ্রমের মূল্য বৃদ্ধি পায়
২৯. উৎপাদন এককপ্রতি স্থির ব্যয়ের উদাহরণ কোনটি?
ক.বিজ্ঞাপন
খ.পরিবহন
গ.কাঁচামাল
ঘ.বিদ্যুৎ খরচ
৩০. বাজেট কী?
ক.অতীতের ঘটনাগুলোর সংখ্যাক প্রকাশ
খ.ভবিষ্যতের পরিকল্পনা লেখচিত্র উপস্থাপন
গ.বর্তমান পরিকল্পনার সংখ্যাক প্রকাশ
ঘ.ভবিষ্যতের পরিকল্পনার সংখ্যাক প্রকাশ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।