HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | রাজশাহী বোর্ড ২০১৬ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৫. রাজশাহী বোর্ড-২০১৬
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶মোহনা লিমিটেড-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিæরূপ
মোহনা লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
ডেবিট ক্রেডিট
হিসাবের নাম টাকা হিসাবের নাম টাকা
সুনাম ২,০০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ার) ৬,০০,০০০
প্রাপ্য হিসাব৪,৪০,০০০
ব্যাংক জমার উদ্বৃত্ত২,৮০,০০০
মজুদ পণঞ্ঝ (৩১-১২-২০১৫) ১,৪০,০০০ বিক্রয় ১১,৭৮,০০০
সাপ্লাইজ ১৬,০০০ প্রদেয় হিসাব ২,০০,০০০
সমন্বিত ক্রয় ৭,০০,০০০ অনাদায়ী পাওনা সম্ফিতি ১২,০০০
প্রযুক্তি জ্ঞান ২,২০,০০০ ১০% ঋণপত্র ১,২০,০০০
অফিস কমট্টচারীএদর বৈতন ৬০,০০০ কমট্টচারী কলঞ্ঝাণ তহবিল ২০,০০০
বিজ্ঞাপন খরচ২৪,০০০
অন্যান্য প্রত্যক্ষ খরচ৫০,০০০
২১,৩০,০০০২১,৩০,০০০
সমন্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্যের মধ্যে ৭,০০০ টাকার বিক্রীত পণ্য অন্তর্ভুক্ত রযেছে, যা ক্রেতাদের সময়মতো সরবরাহ করা যায় নি। ২. আদায়ের জন্য প্রেরিত ২০,০০০ টাকার একখানি চেক প্রত্যাখ্যাত হয়েছে। উহা হিসাবে লিপিবদ্ধ করা হয় নি। ৩. ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ৯,৬০০ টাকা। ৪. প্রযুক্তি জ্ঞান দশ বছরের মধ্যে সমহারে অবলোপন করতে হবে। ৫. প্রাপ্য হিসাবের ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করো।
ক. প্রাপ্য হিসাবের নিট সমপনী উদ্বৃত্ত ও অনাদায়ী পাওনা সঞ্চিতি গণনাসহ নির্ণয় করো। ২
খ. ৩১-১২-২০১৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১-১২-২০১৫ তারিখে কোম্পানির স্থিতিপত্র প্রস্তুত করো। ৪
২.▶অয়ন লিমিটেড-এর অনুমোদিত মূলধন প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকা। ডিসেম্বর ৩১, ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল নিæরূপ ছিল
অয়ন লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৫
ডেবিট ক্রেডিট
হিসাএবর নাম টাকা হিসাএবর নাম টাকা
বঞ্ঝাংক জমা ১৫,৫০,০০০ শৈয়ার মলধন (পণ্ঠতিটি ১০ টাকা মএলঞ্ঝর ৬,০০,০০০ শৈয়াএর বিভন্ঠ) ৬০,০০,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব২৫,৩৫,০০০
ইজারা সজ্ঞক্সল্ফি (১-৭-২০১৩ ^ৈএক ১০ বছএরর জনঞ্ঝ)১৬,১৫,০০০
বিকত্থয়৩০,০০,০০০
পণ্ঠারজ্ঞি¿ক মজুদ পণঞ্ঝ ৪,৫০,০০০ পণ্ঠএদয় হিসাব ৩,০০,০০০
কত্থয় ১৪,৫০,০০০ আয়কর সম্ফিতি ১,৪৫,০০০
মজুরি ও বৈতন ৫,৫০,০০০ সংরপ্টিত আয় বিবরণীর উ্রঙ্কল্ফে (০১-০১-২০১৫) ১৪,৭৫,০০০
ভাড়া২,৮০,০০০
বিমা সৈলামি ৯০,০০০ সম্ফিতি তহবিল ৫০,০০০
আয়কর ২,০০,০০০ ১২% ঋণপষ্ণ (০১-০১-২০১৫) ৫,০০,০০০
অ¯¦বট্টতট্টী লভঞ্ঝাংশ১০,০০,০০০
১০% বিনিএয়াগ (১-৭-১৫)১৭,৫০,০০০
১,১৪,৭০,০০০১,১৪,৭০,০০০
অতিরিক্ত তথ্য : ১. সমাপনী মজুদ পণ্য ৮,২৫,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। ২. শ্রমিকের মজুরি ৩০,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে। পক্ষান্তরে ভাড়া ২৫,০০০ টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। ৩. নিট লাভের ৫০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। ৪. শেয়ার মূলধনের ৫% চ‚ড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়।
ক. ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য নির্ণয় করো। ২
খ. নিট লাভ ৮,৩৭,৫০০ টাকা হলে ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে সমাপ্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির নিট চলতি মূলধন নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶ দিশারী যুব সংঘের ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও পরিশোধ হিসাব নিæরূপ
দিশারী যুবক সংঘ
প্রাপ্তি ও পরিশোধ হিসাব
৩১-১২-২০১৫ তারিখে সমাপ্ত বছরের
ডেবিট ক্রেডিট
প্রাপ্তি টাকা পরিশোধ টাকা
হাএত নগদ ও বঞ্ঝাংক জমা ৫৬,০০০ সম্মানী ও ভাতা ৩৭,৪০০
চাঁদা প্রাপ্তি ৭৬,০০০ মেরামত খরচ ১০,০০০
ভর্তি ফি ২১,৪০০ ডাক ও তার ১২,০০০
অনুদান ৫০,০০০ পুস্তক ক্রয় ৩০,০০০
বিনিয়োগের সুদ ২৪,০০০ আসবাবপষ্ণ (১-৭-২০১৫) ৫০,০০০
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয়৬,০০০
(বহিঃমলঞ্ঝ ৫,০০০ টাকা)
হাএত নগদ ও বঞ্ঝাংক জমা৮২,০০০
২,২৭,৪০০২,২৭,৪০০
অন্যান্য তথ্য : ১. ২০১৫ সালের ১ জানুয়ারি উক্ত প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়সমূহ ছিল: জমি ও দালান ৩,৫০,০০০ টাকা, আসবাবপত্র ৫৫,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ২,০০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত চাঁদা ২,৪০০ টাকা। ২. বিগত বছরের বকেয়া চাঁদা ৪,০০০ টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা ৬,০০০ টাকা প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ৮,২০০ টাকা এখনো অনাদায়ী রয়েছে। ৩. সম্মানী ও ভাতা বিগত বছরের ২,০০০ টাকা চলতি বছর পরিশোধ করা হয়। চলতি বছরের ভাতা ৩,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে। ৪. আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের ওপর ১০% অবচয় ধার্য করো। ৫. অনুদানের অর্ধাংশ ও ভর্তি ফি এক-তৃতীয়াংশ মূলধন জাতীয় প্রাপ্তি বিবেচনা করতে হবে।
ক. ২০১৫ সালে চাঁদা বাবদ আয় কত তা নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. দিশারী যুব সংঘের ৩১-১২-২০১৫ তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
৪.▶ নিলয়, নিশাত ও আশিক একটি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-লোকসান বণ্টনের হার যথাক্রমে ১/২ ঃ ১/৩ ঃ ১/৬। ২০১৫ সালের ১ জানুয়ারি তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল: নিলয় ৪,০০,০০০ টাকা, নিশাত ৩,৫০,০০০ টাকা ও আশিক ২,৫০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণের মূলধনের ওপর ১২% এবং নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য হবে। সক্রিয় অংশীদার হিসাবে আশিক মাসিক ৫,০০০ টাকা হারে বেতন পায়। নিলয় প্রতি মাসের প্রথমে ৫,০০০ টাকা হারে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। নিশাত প্রতি তিন মাস পর পর ১০,০০০ টাকা হারে এবং আশিক বছরের মাঝামাঝি এককালীন ৪০,০০০ টাকা উত্তোলন করে। নিশাত ৩০-৬-২০১৫ তারিখে ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং আশিক ১৫% সুদে ১-৪-২০১৫ তারিখে ৮০,০০০ টাকা ঋণ কারবারে সরবরাহ করে।
উপর্যুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ২,৭৬,৫০০ টাকা ছিল।
ক. নিশাতের মূলধনের সুদ নির্ণয় করো। ২
খ. অংশীদারগণের উত্তোলনের সুদ ও আশিকের ঋণের সুদ নির্ণয় করো। ৪
গ. নিশাত ও আশিকের মূলধন হিসাব প্রস্তুত করো (মুনাফার অংশ: নিশাত ৩০,০০০ টাকা, আশিক ১৫,০০০ টাকা।) ৪
৫.▶ যমুনা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ১,৫০,০০০ শেয়ার ২০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ৪০% অতিরিক্ত আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত প্রদান করা হয়। শেয়ারপ্রতি ০.৫০ টাকা হারে ব্যাংক কমিশন পরিশোধ করা হয়।
ক. অতিরিক্ত আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও এ বাবদ ফেরত প্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির হিসাব বইয়ে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
গ. কোম্পানির স্থিতিপত্র প্রস্তুত করো। ৪
৬.▶ ন্যানো প্লাস্টিক কোম্পানির ২০১৫ সালের জুন মাসের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিচে উলেখ করা হলো
প্রারম্ভিক
টাকা সমাপনী
টাকা
কাঁচামাল ৩০,০০০ ২৪,০০০
চলতি কার্য ৫০,০০০ ৪৭,০০০
তৈরি পণ্য ৫১,০০০ ৪৩,০০০
ব্যবহৃত কাঁচামাল ১,৫১,০০০ টাকা
প্রত্যক্ষ শ্রম ৬০,০০০ টাকা
কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ শ্রমের ৬০%
প্রশাসনিক ও অফিস উপরিব্যয় কারখানা ব্যয়ের ২৫%।
ক. ন্যানো প্লাস্টিক কোম্পানির ক্রীত কাঁচামালের মূল্য নির্ণয় করো। ২
খ. উপরোক্ত তথ্যের ভিত্তিতে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে বিক্রীত দ্রব্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. বিক্রয় উপরিব্যয়ের বিক্রয়ের ১০% এবং লাভ বিক্রয়ের ২০% হলে বিক্রয় মূল্য নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭.▶ ফেন্সী কোম্পানির একটি কারখানায় ৫০ জন শ্রমিক কাজ করে। সাপ্তাহিক প্রমাণ শ্রমঘণ্টা ৪৮ ঘণ্টা এবং ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরির হার ৪০ টাকা। জুলাই, ২০১৫ মাসের প্রথম সপ্তাহে মোট ৬০ ঘণ্টা কাজ হয়। অতিরিক্ত সময় কাজের জন্য স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ মজুরি প্রদান করা হয়। শ্রমিকগণ ৪০% হারে বাসস্থান ভাতা, ২০% হারে মহার্ঘ ভাতা, জনপ্রতি ১০০ টাকা হারে চিকিৎসা ভাতা এবং ৫০ টাকা ধোলাই ভাতা প্রাপ্য হয়। ভবিষ্যৎ তহবিলের জন্য মূল মজুরির ১০% এবং কল্যাণ তহবিলে ১% কর্তন করা হয়। উক্ত সপ্তাহে ৫ জন শ্রমিকের মোট ১,২০০ টাকা অগ্রিম মজুরি সমন্বয় করা হয়।
ক. শ্রমিকের ২০১৫ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহের মূল মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় করো। ২
খ. শ্রমিকদের উক্ত সপ্তাহের বেতন রেজিস্টার প্রস্তুত করো। ৪
গ. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ৪
৮.▶ নিচের তথ্যাবলি অর্পা কোং-এর হিসাব বই থেকে গৃহীত
টাকা
নিট মুনাফা (আয় বিবরণী অনুযায়ী) ২,৭৫,০০০
প্রাপ্য হিসাব বৃদ্ধি ২৫,০০০
প্রদেয় হিসাব হ্রাস ২০,০০০
মজুদ পণ্য হ্রাস ৩৫,০০০
অবচয় খরচ ২৫,০০০
প্রদেয় খরচ হ্রাস ১৫,০০০
অগ্রিম খরচ বৃদ্ধি ৫,০০০
আসবাবপত্র ক্রয় ৫০,০০০
পুরাতন আসবাবপত্র বিক্রয় ৮০,০০০
দালান সম্প্রসারণ ১,২৫,০০০
দীর্ঘমেয়াদি বিনিয়োগ বিক্রয় ১,৫০,০০০
অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ ৩০,০০০
প্রদত্ত ঋণের আসল টাকা আদায় ৫০,০০০
নতুন সাধারণ শেয়ার ইস্যু : প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার প্রতি শেয়ারে অধিহার ১ টাকা
লভ্যাংশ প্রদান ৪০,০০০
বন্ড পরিশোধ ৫০,০০০
ক. অর্থসংস্থান কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৯.▶২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত তানিয়া লিমিটেড-এর উদ্বর্তপত্র ছিল নিæরূপ
তানিয়া লিমিটেড
উদ্বর্তপত্র
৩১ ডিসেম্বর, ২০১৫
দায়সমূহ টাকা সম্পত্তিসমূহ টাকা
শেয়ার মূলধন ৯,০০,০০০ ভ‚মি ও দালাল ১০,০০,০০০
আয় বিবরণী ৩,০০,০০০ আসবাবপত্র ২,০০,০০০
প্রদেয় হিসাব ১,৫০,০০০ প্রাপ্য হিসাব ২,৫০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১,০০,০০০ মজুদ পণ্য ২,২০,০০০
প্রদেয় নোটস্ ৫০,০০০ প্রাপ্য নোটস্ ৩০,০০০
১২% ঋণ ৩,০০,০০০ নগদ তহবিল ১,০০,০০০
১৮,০০,০০০১৮,০০,০০০
সারা বছরে কোম্পানির বিক্রয়ের পরিমাণ ছিল ৩০,০০,০০০ টাকা।
ক. বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। ২
খ. চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। ৪
গ. দায়-মালিকানা অনুপাত ও মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।