HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | যশোর বোর্ড ২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
২১. যশোর বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
ক বিভাগ
১.▶ দিয়া-দিশা কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ৩০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ :
দিয়া-দিশা কোম্পানি লি.-এর
রেওয়ামিল
ডেবিট ৩১ ডিসেম্বর, ২০১৪ ক্রেডিট
হিসাবের শিরোনাম টাকা হিসাবের শিরোনাম টাকা
আসবাবপত্র১০,৯৪,০০০শৈয়ার মলধন (পণ্ঠতি শৈয়ার
কলকব্জা ৮,০০,০০০ ৮০ টাকা পযট্ট¯¦ তলবকতে) ১৬,০০,০০০
মজুরি ৮৫,০০০ বিক্রয় ৮,০০,০০০
বেতন ৫০,০০০ ৬% ঋণপষ্ণ (১ জুলাই ২০১৩) ১,০০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৪০,০০০ কুঋণ সঞ্চিতি ১০,০০০
ক্রয় ৪,০০,০০০ শেয়ার হস্তান্তর ফি ৪,০০০
ভাড়া ৩৫,০০০
কুঋণ ৫,০০০
আমদানি শুল্ক৫,০০০
২৫,১৪,০০০২৫,১৪,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদপণ্য ১,৯০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে অন্তর্ভুক্ত ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু এখনো ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি। ২. মজুরির মধ্যে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ১৬,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। ৩. বেতন বকেয়া ৪,০০০ টাকা। ৪. কুঋণ সঞ্চিতি ৫,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করো। ৫. অবচয় ধার্য করো যন্ত্রপাতির উপর ১০% হারে।
ক. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। ২
খ. আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করো। ৪
গ. মোট লাভ ১,৫০,০০০ টাকা ধরে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করো। ৪
২.▶ মধুমতি কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যে ১০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০১৪ সালের কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিল নিæরূপ :
মধুমতি কোম্পানি লি.-এর
রেওয়ামিল
ডেবিট৩১ ডিসেম্বর, ২০১৪ক্রেডিট
হিসাবের শিরোনাম টাকা হিসাবের শিরোনাম টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৪০,০০০ ১৫% ঋণপষ্ণ ১,০০,০০০
আয়কর ৪৫,০০০ প্রদয় হিসাব ৩৩,৭০০
কলকব্জা ২,৫০,০০০ আয়কর সঞ্চিতি ৯,০০০
প্রাপ্য হিসাব৮০,০০০সাধারণ শৈয়ার মলধন (পণ্ঠতিটি
ইজারা সজ্ঞক্সল্ফি (১০ বছর) ৮৫,০০০ ১০০ টাকা তলবকতে) ৫,০০,০০০
নগদ তহবিল ৭,০০০ বিক্রয় হিসাব ৩,৮০,০০০
সুনাম১,০০,০০০সংরক্ষিত আয় বিবরণী
নিরীক্ষকের ফি ১৫,০০০ জের (১ জানুয়ারি ১৪) ৪৫,০০০
অনাদায়ী দেনা৭,০০০
মজুরি৯,০০০
১০% বিনিয়োগ
(১ জানুয়ারি ২০১৪)১,৮০,০০০
প্রদত্ত লভ্যাংশ১৫,০০০
আমদানি শুল্ক২৫,০০০
বেতন (৩/৪ অংশ)৩০,০০০
ক্রয় হিসাব১,৭০,০০০
শেয়ার অবহার৯,৭০০
১০,৬৭,৭০০১০,৬৭,৭০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,২০,০০০ টাকা। ২. নিট লাভের ১০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। ৩. সুনামের ১/৫ অংশ অবলোপন করো। ৪. ১৫,০০০ টাকা আয়কর প্রভিশন রাখতে হবে। ৫. শেয়ার প্রতি ৫ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
ক. গণনাসহ বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. আয়কর সমন্বয়ের পর নিট লাভের জের ১,১৭,৫০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
খ বিভাগ
৩.▶ তিতাস কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো :
তিতাস কোম্পানি
তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর
বিবরণ ২০১৪ টাকা ২০১৩ টাকা
সম্পত্তিসমূহ :
যন্ত্রপাতি (নিট) ১,১৭,৫০০ ১,১৫,০০০
মজুদ পণ্য ৪১,৫০০ ৫১,০০০
প্রাপ্য হিসাব ৭০,৫০০ ৬৭,০০০
নগদ ২৩,৫০০ ১৩,০০০
অগ্রিম খরচ ৪,৫০০ ৫,৫০০
২,৫৭,৫০০২,৫১,৫০০
মূলধন ও দায় :
শেয়ার মূলধন ১,৫০,০০০ ১,৫০,০০০
সংরক্ষিত আয় ২৬,৫০০ ১৭,৫০০
বকেয়া খরচ ২০,০০০ ২০,৫০০
প্রদেয় হিসাব ৬১,০০০ ৬৩,৫০০
২,৫৭,৫০০২,৫১,৫০০
অন্যান্য তথ্য: ১. পরিচালন ব্যয় ছিল ১,০০,০০০ টাকা। ২. বাকিতে পণ্য ক্রয় ১,২৫,০০০ টাকা। ৩. বিক্রয়ের পরিমাণ ২,৫০,০০০ টাকা। ৪. অবচয় ছিল ৭,৫০০ টাকা। ৫. কোম্পানি ১,০০০ টাকা সুদ এবং ৭,০০০ টাকা আয়কর প্রদান করেছে।
ক. যন্ত্রপাতি ক্রয়মূল্য নির্ণয় করো। ২
খ. প্রাপ্য হিসাবের নিকট হতে নগদ প্রাপ্তি ও প্রদেয় হিসাবকে নগদে পরিশোধ নির্ণয় করো। ৪
গ. পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম দ্বারা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৪.▶ ক ও খ একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩ ঃ ২ অনুপাতে ভাগ করে নেয়। ২০১২ সালে ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৭৫,০০০ টাকা। মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। তারা সারা বছর ধরে যথাক্রমে ১৬,০০০ টাকা এবং ১২,০০০ টাকা কারবার হতে নগদ উত্তোলন করেন। ২০১২ সালের ১ জুলাই ক কারবারে ২০,০০০ টাকা ঋণ দেয়। কারবার পরিচালনার জন্য চুক্তি অনুযায়ী ক মাসিক ৪০০ টাকা বেতন পায়, যা সে কারবার থেকে তুলে নেয় নাই।
২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঋণের সুদ সমন্বয়ের পর কিন্তু উপরোক্ত অন্যান্য সমন্বয়ের পূর্বে কারবারের নিট লাভ ৮২,২০০ টাকায় উপনীত হয়।
ক. ঋণের সুদ নির্ণয় করো। ২
খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি করো। ৪
৫.▶ মনপুরা গ্র“প-এ ৪ জন শ্রমিক কাজ করে। ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরি পায় ১০ টাকা হারে। অতিরিক্ত কাজের মজুরি পায় স্বাভাবিক মজুরির দ্বিগুণ হারে। তাছাড়া শ্রমিকরা স্বাভাবিক মজুরির ১০% মহার্ঘভাতা, ৫০% বাড়ীভাড়া ভাতা এবং ১০% যাতায়াত ভাতা পায়। শ্রমিকগণের মজুরি হতে ১০% ভবিষ্য তহবিলে এবং একই হারে বেনাভোলেন্ট তহবিলে কর্তন করা হয়। ফেব্র“য়ারি ২০১৪ সালে শ্রমিকগণ নিæোক্ত হারে কাজ করেন :
শ্রমিকদের নাম স্বাভাবিক কার্যঘণ্টা অতিরিক্ত কার্যঘন্টা
কবির ৪৮ ১২
খবির ৪৮ ১৫
জমির ৪৮ ২০
সমির ৪৮ ১০
ক. শ্রমিকদের অতিরিক্ত সময়ের মজুরি নির্ণয় করো। ২
খ. ফেব্র“য়ারি ২০১৪-এর শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। ৪
গ. ফেব্র“য়ারি ২০১৪-এর শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো। ৪
৬.▶ গুলবাহার হিমাগার কোম্পানি লি.-এর আর্থিক অবস্থার বিবরণী নিæরূপ :
গুলবাহার হিমাগার কোম্পানি লি.
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর, ২০১৪
সম্পত্তিসমূহ টাকা
ভ‚মি ও দালানকোঠা ১৪,৭০,০০০
আসবাবপত্র ২,০০,০০০
যন্ত্রপাতি ২,০০,০০০
১০% বিনিয়োগ ১,০০,০০০
মজুদ পণ্য ২,৫০,০০০
প্রাপ্য হিসাব ৩,২৫,০০০
হাতে নগদ ৮০,০০০
২৬,২৫,০০০
মূলধন ও দায় :
শেয়ার মূলধন ১৫,০০,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের ৩,৩০,০০০
১০% ঋণ ৪,৭৫,০০০
প্রদেয় হিসাব ২,৫০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০
বকেয়া ব্যয়সমূহ ২০,০০০
২৬,২৫,০০০
অন্যান্য তথ্য: চলতি বছরের বিক্রয় ২০,০০,০০০ টাকা; বিক্রিত পণ্যের ব্যয় ১৪,০০,০০০ টাকা; প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা।
ক. কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করে কোম্পানির আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো। ৪
গ. কোম্পানির মোট লাভ অনুপাত এবং মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। ৪
৭.▶ কুমিলা স্টেশন ক্লাবের ২০১৪ সালের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ :
প্রাপ্তিসমূহ: টাকা
প্রারম্ভিক হাতে নগদ ২,০৫০
চাঁদা-২০১৩৮০
২০১৪৪,২২০
২০১৫১৬০৪,৪৬০
অনুদান ৬,০০০
চা-চক্র হতে আয় ৩,১০০
বিনিয়োগের সুদ ১,৫০০
১৭,১১০
প্রদানসমূহ:
বেতন ৪,০০০
মনিহারি ৮০০
অভিকর ১,৬০০
টেলিফোন বিল ৩০০
আসবাবপত্র ২,০০০
১০% বিনিয়োগ ২,৫০০
বিবিধ খরচ ১,০০০
ব্যালেন্স সি/ডি ৪,৯০০
১৭,১১০
২০১৪ সালের ১ জানুয়ারি নিæোক্ত উদ্বৃত্ত পাওয়া যায় ঃ ১০% বিনিয়োগ ৪,০০,০০০ টাকা; ভ‚মি ও দালানকোঠা ১,৫০,০০০ টাকা; আসবাবপত্র ৫,০০০ টাকা।
অন্যান্য তথ্য: ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৪৫০ জন এবং প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ১০ টাকা। ২. ভ‚মি ও দালানকোঠার উপর ৫% অবচয় ধার্য করতে হবে।
ক. ক্লাবের চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো। ২
খ. ক্লাবের মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য ক্লাবের আয়-ব্যয় বিবরণী তৈরি করো। ৪
৮.▶ চৌধুরী লি. একটি বিখ্যাত পেন্সিল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিচে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো :
উৎপাদনের পরিমাণ ২৫,০০০ একক
এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ২.৫০ টাকা
স্থির ব্যয় ৪০,০০০ টাকা
এককপ্রতি বিক্রয়মূল্য ৫ টাকা
ক. সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো। ২
খ. যদি পরিবর্তনশীল ব্যয় ২০% বৃদ্ধি পায় তবে সমচ্ছেদ বিন্দু (টাকায়) কত পরিবর্তন হবে? ৪
গ. উক্ত প্রতিষ্ঠানের নিট লাভ এবং নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। ৪
৯.▶ ডেল্টা লিমিটেড প্রতিটি ৩৫ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত, ১০,৫০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি-এর ২৬,০০০ শেয়ার ১০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। ২৭,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।
ক. প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। ২
খ. ব্যাংক হিসাব প্রস্তুত করো। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।