HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | মডেল টেস্ট ১ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের গুরুত্বপূর্ণ সব মডেল টেস্ট গুলো আমাদের এই পোস্টে পাবেন।
মডেল-টেস্ট ১.
হিসাববিজ্ঞান : দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্ন পূর্ণমান ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয় কোনটি?
ক.সচিবের বেতন
খ.বিদ্যুৎ খরচ
গ.মনিহারি ক্রয়
ঘ.খেলাধুলার সামগ্রী ক্রয়
উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব সৈকত একজন উকিল। তার প্রাপ্তি ও প্রদান বিবরণীতে প্রারম্ভিক হাতে নগদ ৫,৮০০ টাকা; প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ১০,৩০০ টাকা, ১০% বিনিয়োগের সুদ ৫০০ টাকা ও বকেয়া খরচ পরিশোধ ৪,৯০০ টাকা।
২. জনাব সৈকতের মূলধন তহবিল কত টাকা?
ক.২৬,০০০ টাকা
খ.২১,১০০ টাকা
গ.১৬,২০০ টাকা
ঘ.১১,৭০০ টাকা
৩. বিনিয়োগের পরিমাণ কত টাকা?
ক.৫০,৫০০ টাকা
খ.৫০,০০০ টাকা
গ.৫,০০০ টাকা
ঘ.৫০০ টাকা
৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে
i.আজীবন সভ্যের চাঁদা
ii.সরকারের অনুদান
iii.সদস্য চাঁদা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৫. চুক্তির অবর্তমান অংশীদারদের ঋণের সুদ কত হারে হবে?
ক.৫%
খ.৬%
গ.৮%
ঘ.১০%
৬. অংশীদার কারবারের বকেয়া খরচ বাবদ দায় হিসাবভুক্ত করা না হয়ে থাকলে
i.কারবারের মুনাফা বৃদ্ধি পাবে
ii.অংশীদারদের মূলধন বৃদ্ধি পাবে
iii.কারবারের সম্পদ বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৭. জনাব সাব্বির একজন অংশীদার। প্রতি মাসের প্রথম তারিখে তিনি কারবার হতে ১০% হারে সুদে ৫,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের সুদ হবে?
ক.৬,০০০ টাকা
খ.৩,২৫০ টাকা
গ.৩,০০০ টাকা
ঘ.২,৭৫০ টাকা
৮. অংশীদারদের চলতি হিসাব লিপিবদ্ধ করা হয়?
i.উত্তোলনের সুদ
ii.ঋণের সুদ
iii.কমিশন
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
৯. প্রাপ্য হিসাবের বৃদ্ধি নগদ প্রবাহ বিবরণীতে কীভাবে দেখানো হয়?
ক.পরিচালনা কার্যাবলিতে যোগ করতে হয়
খ.পরিচালনা কার্যাবলিতে বিয়োগ করতে হয়
গ.অর্থায়ন কার্যাবলিতে যোগ করতে হয়
ঘ.অর্থায়ন কার্যাবলিতে বিয়োগ করতে হয়
১০. অর্থায়ন কার্যক্রমের একটি উদাহরণ হলো
ক.জমি বিক্রয় করে নগদ প্রাপ্তি
খ.ঋণপত্র ইস্যু করে নগদ প্রাপ্তি
গ.নগদে সরঞ্জাম ক্রয়
ঘ.আসবাবপত্র বিক্রয়
১১. নিচের কোন দফা বা দাফাসমূহ অনগদ লেনদেন?
i.অবচয়
ii.সাধারণ শেয়ারের বিনিময়ে সম্পত্তি ক্রয়
iii.বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক.i
খ.ii
গ.i ও ii
ঘ.i, ii ও iii
১২. পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে কয়টি ধাপ অনুসরণ করা হয়?
ক.একটি
খ.দুটি
গ.তিনটি
ঘ.চারটি
১৩. ঋণপত্র কোম্পানির কোন ধরনের দায়?
ক.চলতি দায়
খ.স্বল্প মেয়াদি দায়
গ.বহির্দায়
ঘ.অন্তর্দায়
উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও।
শাপলা কোম্পানি লি. প্রতি শেয়ার ১০০ টাকা হিসাবে ৫০,০০০ সাধারণ শেয়ারে প্রতি শেয়ার ১০% অবহারে ইস্যু করে। সর্বমোট ৬০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হল।
১৪. আদায়কৃত মূলধনের পরিমাণ কত?
ক.৬০,০০,০০০ টাকা
খ.৫৪,০০,০০০ টাকা
গ.৫০,০০,০০০ টাকা
ঘ.৪৫,০০,০০০ টাকা
১৫. শেয়ার অবহারের পরিমাণ কত?
ক.৬,০০,০০০ টাকা
খ.৫,০০,০০০ টাকা
গ.৪,৫০,০০০ টাকা
ঘ.৪,০০,০০০ টাকা
১৬. বোনাস শেয়ার ইস্যু করা হয়
i.নগদ লভ্যাংশের পরিবর্তে
ii.বর্তমান শেয়ার মালিকগণকে
iii.নতুন শেয়ার মালিকগণকে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
১৭. পাবলিক লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
ক.১০ জন
খ.শেয়ারের সংখ্যা দ্বারা সীমাবদ্ধ
গ.২০ জন
ঘ.৫০ জন
১৮. অধিহারে শেয়ার ইস্যু করার ফলে
i.মূলধনী আয় বাড়বে
ii.মুনাফা জাতীয় আয় বাড়বে
iii.মালিকানা স্বত্ব বাড়বে
নিচের কোনটি সঠিক?
ক.i
খ.iii
গ.i ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও।
সৌরভ লি.-এর অনুমোদিত মূলধন ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। কোম্পানি ৩০,০০০ শেয়ার ১০% অবহারে ইস্যু করল। মোট ৪০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল।
১৯. আদায়কৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো।
ক.৫০,০০,০০০ টাকা
খ.৪০,০০,০০০ টাকা
গ.৩০,০০,০০০ টাকা
ঘ.২৭,০০,০০০ টাকা
২০. সৌরভ লি.-এর অতিরিক্ত আবেদনের টাকা পাওয়ার ফলে
i.ইস্যুকৃত ও বিলিকৃত মূলধনের পরিমাণ সমান হবে
ii.অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিতে হবে
iii.বিলিকৃত ও আদায়কৃত মূলধন সমান হবে
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
২১. বিশদ আয় বিবরণীর সর্বশেষ প্রাপ্ত ফলাফল কোনটি?
ক.মোট আয়
খ.নিট লাভ বা ক্ষতি
গ.মোট লাভ
ঘ.মোট লাভ বা ক্ষতি
উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও।
আকাশ লি.-এর রেওয়ামিলে সুনাম ২,০০,০০০ টাকা এবং শেয়ার অধিহার ৮০,০০০ টাকা। সমন্বয়ে বলা হয়েছে, শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।
২২. আর্থিক বিবরণীতে-এর কী প্রভাব পড়বে?
ক.স্থায়ী সম্পদ ৮০,০০০ টাকা কমবে
খ.চলতি সম্পদ ৮০,০০০ টাকা কমবে
গ.সঞ্চিতি তহবিল ৮০,০০০ টাকা কমবে
ঘ.নিট মুনাফা ৮০,০০০ টাকা কমবে
২৩. সুনামের টাকা অধিহার দ্বারা অবলোপন করার পর অবশিষ্ট সুনামের অর্ধেক চলতি বছরের মুনাফার দ্বারা অবলোপন করলে
i.পরোক্ষ ব্যয় ৬০,০০০ টাকা বৃদ্ধি পাবে
ii.নিট মুনাফা ৬০,০০০ টাকা হ্রাস পাবে
iii.সম্পদ ও দায় উভয়ই কমবে ৬০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
সাগর কোম্পানি লি.-এর চলতি সম্পদ ১,০০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ ঃ ৩।
২৪. প্রতিষ্ঠানের চলতি দায় কত টাকা?
ক.৮০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৩০,০০০ টাকা
২৫. প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন কত টাকা?
ক.৮০,০০০ টাকা
খ.৬০,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৪০,০০০ টাকা
২৬. তরল সম্পদ হলো
i.হাতে নগদ
ii.মজুদ পণ্য
iii.প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ.i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।
বিক্রয় ৫০,০০০ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ১৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৬,০০০ টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ৫%। প্রশাসনিক খরচ বিক্রয়ের ৩০% এবং বিক্রয় খরচ বিক্রয়ের ১০%।
২৭. মুখ্য ব্যয় কত টাকা?
ক.২৫,০০০ টাকা
খ.২৪,০০০টাকা
গ.২১,০০০ টাকা
ঘ.১৫,০০০টাকা
২৮. মুনাফার পরিমাণ কত?
ক.১২,০০০ টাকা
খ.১০,০০০ টাকা
গ.৮,০০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
২৯. একজন শ্রমিকের জন্য কোনটি অনার্থিক সুবিধা?
ক.মূল বেতন
খ.বাড়ি ভাড়া
গ.চিকিৎসা ভাতা
ঘ.শিক্ষার সুযোগ
৩০. মজুদ পণ্য কী ধরনের পণ্য?
ক.অস্পর্শনীয় পণ্য
খ.অবিক্রীত পণ্য
গ.বিনষ্ট পণ্য
ঘ.বিক্রীত পণ্য
উত্তর পত্রঃ
১ ক. ২ খ. ৩ গ. ৪ ক. ৫ গ. ৬ খ. ৭ খ. ৮ ক. ৯ খ. ১০ ঘ. ১১ ঘ. ১২ ঘ. ১৩ খ. ১৪ খ. ১৫ খ
১৬ঘ.১৭গ.১৮ক.১৯খ.২০গ.২১গ.২২খ.২৩খ.২৪খ.২৫খ.২৬খ.২৭ক.২৮ক.২৯গ.৩০খ
হিসাব বিজ্ঞান ২য় পত্র সৃজনশীল প্রশ্নঃ
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সকল প্রশ্নের মান সমান। ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ উত্তরা লিমিটেড ২০,০০০ শেয়ার প্রতিটি ২০ টাকা মূল্যে নিবন্ধিত হলো। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঐ কোম্পানির রেওয়ামিল নিæরূপ ছিল:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৪৪
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
সুনাম ৫০,০০০ ঋণপত্র ১০% ৬০,০০০
মজুদ পণ্য ৭০,০০০ বিক্রয় ৫,০০,০০০
আয়কর ২৫,০০০ আয়কর সঞ্চিতি ১৫,০০০
দেনাদার ৬২,০০০ অনাদায়ী পওনা সঞ্চিতি ৩,০০০
বেতন ৪৪,০০০ রক্ষিত আয় (১.১.১৪) ৭০,০০০
১০% বিনিএয়াগ (১.৭.১৪) ৬০,০০০ শেয়ার মূলধন
(৮,০০০ শৈয়ার পণ্ঠতিটি ২০ টাকা মƒএলঞ্ঝর) ১,৬০,০০০
কলকব্জা ৮০,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩০,০০০
আসবাবপত্র ৯০,০০০ ভ্যাট চলতি হিসাব ১০,০০০
ক্রয় ২,৮০,০০০
অনাদায়ী পাওনা ২,০০০
মজুরি ২৫,০০০
৮,১৮,০০০৮,১৮,০০০
সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বিমা কোম্পানি ৮,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ২. প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ১০% কুঋণ সঞ্চিতি রাখতে হবে। ৩. নিট লাভের ২০,০০০ টাকা দ্বারা লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করো। ৪. ১০% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. আগুনে বিনষ্ট পণ্য জনিত ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ২
খ. ২০১৪ সালের নিট মুনাফা ১,৪৯,০০০ টাকা ধরে উক্ত বছরের রক্ষিত আয় বিবরণী তৈরি করো। ৪
গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶মেঘনা সিমেন্ট কোম্পানি লি. ৫০,০০০ শেয়ার প্রতিটি ২০ টাকা করে নিবন্ধিত ছিল। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে ঐ কোম্পানিটির রেওয়ামিল ছিল নিæরূপ:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
বিবরণ ডেবিট টাকা বিবরণ ক্রেডিট টাকা
মজুদ পণ্য (১/১/১৪) ১,৪০,০০০ ঋণপত্র ১০% হবে ১,২০,০০০
প্রাপ্য হিসাব ৪০,০০০ বিক্রয় ৩,০০,০০০
ঋণপত্রের অবহার ২০,০০০ শেয়ার হস্তান্তর ফি ৫,০০০
নিকর সম্পত্তি ১,৫০,০০০ ক্রয়ের উপর বাট্টা ১০,০০০
লীজ হৈাত্র পণ্ঠপাটিট্ট (১৮ বছর পযট্ট) ১,৮০,০০০ সঞ্চিতি তহবিল ৭০,০০০
বেতন ৪৮,০০০ কমিশন ৫,০০০
ক্রয় ১,৬০,০০০ আয়কর সঞ্চিতি ৭,০০০
প্রাথমিক খরচ ৯০,০০০ অনাদায়ী পাওনা সঞ্চিতি ৬,০০০
আয়কর২০,০০০শেয়ার মূলধন (১৬,০০০
বিজ্ঞাপন ৫০,০০০ শৈয়ার পণ্ঠতিটি ২০ টাকা হিসাএব) ৩,২০,০০০
অবলেখকের কমিশন ৫৪,০০০ প্রদেয় হিসাব ১০,০০০
অন্তবর্তীকালীন লভ্যাংশ ২০,০০০ সংরপ্টিত আয় বিবরণী বঞ্ঝাএল´্র ১,৪০,০০০
মজুরি২১,০০০
৯,৯৩,০০০৯,৯৩,০০০
সমন্বয়সমূহ: র. ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপনী মজুদ পণ্য ১,৫০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। উক্ত মজুদ পণ্যের ১০,০০০ টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছে যা বিমা দ্বারা নিশ্চিত ছিল না। রর. সমাপনী মজুদের মধ্যে ৫,০০০ টাকা মূল্যের ক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা হিসাবভুক্ত হয়নি। ররর. প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। রা. নিট লাভের ২০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে ও আয়কর সঞ্চিতি ১০,০০০ টাকা রাখতে হবে। া. শেয়ার মূলধনের ওপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. সমাপনী মজুদের প্রকৃত পরিমাণ নির্ণয় করো। ২
খ. নিট লাভ ২,৪০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. ৩১ ডিসেম্বর তারিখে মোট সম্পত্তি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
খ বিভাগ
৩.▶শার্প কোম্পানি লি. একটি পণ্য উৎপাদন করে। ঐ কোম্পানির তথ্য নিæরূপ:
এককপ্রতি বিক্রয়মূল্য ১০০ টাকা; এককপ্রতি প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ৪০ টাকা; এককপ্রতি প্রত্যক্ষ মজুরি ৫ টাকা; এককপ্রতি অন্যান্য পরিবর্তনশীল ব্যয় ১৫ টাকা; বার্ষিক স্থায়ী ব্যয় ২,৪০,০০০ টাকা; বছরে বিক্রয়ের পরিমাণ ১৫,০০০ একক। [হলি ক্রস কলেজ]
ক. দত্তাংশ অনুপাত নির্ণয় করো। ২
খ. সমচ্ছেদ বিন্দু এককে ও টাকায় নির্ণয় করো। ৪
গ. নিরাপত্তা প্রান্তের পরিমাণ ও-এর অনুপাত নির্ণয় করো। ৪
৪.▶ উর্বশী ট্রেডার্স-এর সেপ্টেম্বর মাসের মজুদ পণ্য ক্রয়সমূহ এবং বিক্রয়সমূহ নিচে দেওয়া হলো:
২০১৪
সেপ্টে. ১ প্রারম্ভিক উদ্বৃত্ত প্রতি একক ১০ টাকা দরে ৮০০ একক।
” ৭ ক্রয় প্রতি একক ১০.৫০ টাকা দরে ৫০০ একক।
” ১২ ক্রয় প্রতি একক ১১ টাকা দরে ৬৫০ একক।
” ১৪ ‘খ’ বিভাগে ইস্যুকৃত ৭০০ একক।
” ১৫ ক্রয় প্রতি একক ১২ টাকা দরে ৬০০ একক।
” ২০ ‘ক’ বিভাগকে ইস্যুকৃত ৯০০ একক।
” ২৫ ‘খ’ বিভাগ হতে ‘ক’ বিভাগে স্থানান্তর ২০ একক।
” ৩০ ‘খ’ বিভাগ থেকে ফেরত ৫০ একক।
উবর্শী ট্রেডার্স নিত্য মজুদ পদ্ধতিতে হিসাবে সংরক্ষণ করে থাকে।
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. সেপ্টেম্বর মাসের নিট ইস্যুকৃত পণ্যের একক নির্ণয় করো। ২
খ. মাল খতিয়ান প্রস্তুত করো ঋওঋঙ পদ্ধতিতে। ৪
গ. ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৫.▶ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে মিতালী যুব সংঘের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæে প্রদত্ত হলো:
মিতালী যুব সংঘ
ডেবিট প্রাপ্তি ও প্রদান হিসাব ক্রেডিট
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
উদ্বৃত্ত (১.১.১৬) ১৫,০০০ বেতন ৭২,০০০
চাঁদা ৯০,০০০ আসবাবপত্র ক্রয় ৫০,০০০
উইলকৃত ধন দৌলত ৪০,০০০ বকেয়া মজুরি ৭,০০০
লকার ভাড়া
পুরাতন আসবাবপষ্ণ বিকত্থয় (বইমƒলঞ্ঝ ৫,০০০ টাকা) ২০,০০০ বার্ষিক খেলাধুলার খরচ ৮,০০০
গরিবদের বস্ত্র বিতরণ ৭,৫০০
৪,০০০উদ্বৃত্ত (৩১.১২.১৬)২৪,৫০০
১,৬৯,০০০১,৬৯,০০০
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিতালী যুব সংঘের অন্যান্য সম্পত্তি ও দায়ের পরিমাণ ছিল নিæরূপ:
আসবাবপত্র ২৫,০০০ টাকা, খেলাধুলার সরঞ্জাম ৩০,০০০ টাকা, বকেয়া চাঁদা ২০,০০০ টাকা, অগ্রিম চাঁদা ৫,০০০ টাকা, সঞ্চিতি তহবিল ২,০০০ টাকা।
অন্যান্য তথ্যাবলি: ১. উইলকৃত ধনদৌলতের ৩/৪ অংশ দরিদ্র তহবিল এবং অবশিষ্ট মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে। ২. খেলাধুলার সরঞ্জাম ও আসবাবপত্রের (সমাপনী উদ্বৃত্ত) ১০% অবচয় ধার্য করতে হবে। ৩. লকার ভাড়া ১,০০০ টাকা এখনও বকেয়া রয়েছে। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. ১.১.১৬ তারিখে মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. মিতালী সংঘের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪
৬.▶ সানি, ববি ও মলি একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ১/২ অংশ, ১/৩ অংশ ও ১/৬ অংশ মোতাবেক বণ্টন করে নেয়। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে ব্যবসায়ে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,৪০,০০০ টাকা এবং ১,৬০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধরতে হবে। ববি ও মলি ব্যবসায় থেকে যথাক্রমে মাস প্রতি ২,০০০ টাকা ও ৩,০০০ টাকা বেতন পাবে। সানি ব্যবসায়ের নিট মুনাফার ওপর ১০% হারে কমিশন পাবে, এ কমিশন তার কমিশন চার্জ করার পূর্বের নিট মুনাফার ওপর ধার্য করা হবে। সম্ভাব্য লাভের প্রত্যাশায় অংশীদারগণ ব্যবসায় থেকে সারা বছর ধরে যথাক্রমে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকা নগদ উত্তোলন করেছে। নগদ উত্তোলন ছাড়াও ববি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায় থেকে ৩,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ১,৮০,০০০ টাকায় উপনীত হয়। সানি ও ববি এই মর্মে মলিকে নিশ্চয়তা প্রদান করে যে, মলি বছরে লাভের অংশ বাবদ কমপক্ষে ১২,০০০ টাকা পাবে। [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. অংশীদারদের নগদ উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করো। (উত্তোলনের সুদ না ধরে) ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। (উত্তোলনের সুদ ধরে) ৪
৭.▶ ১ জানুয়ারি, ২০১৬ তারিখে আহম্মেদ ফুড লি.-এর নগদ উদ্বৃত্ত ছিল ২,৯০,০০০ টাকা। উক্ত বছরে আহম্মেদ ফুড লি.-এর কার্যক্রম সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
নগদ মেশিন বিক্রয় ৩,৩০,০০০ টাকা
লভ্যাংশ প্রদান ৯০,০০০ টাকা
অবচয় হিসাব ৭০,০০০ টাকা
মেশিন বিক্রয়জনিত লোকসান ২০,০০০ টাকা
প্রদেয় হিসাব (পাওনাদারবৃন্দ) বৃদ্ধি পেয়েছে ১,৫০,০০০ টাকা
দীর্ঘমেয়াদি বিনিয়োগপত্র বিক্রয় ৮০,০০০ টাকা
মেশিন ক্রয় ৪,০০,০০০ টাকা
বন্ধকি ঋণের আসল অর্থ পরিশোধ ৫,০০,০০০ টাকা
নিট আয় ৩,১০,০০০ টাকা
মজুদ পণ্য বৃদ্ধি ১,২০,০০০ টাকা
[ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. বিনিয়োগ কার্যক্রমের মোট বহিঃপ্রবাহ নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে ব্যবসায় পরিচালন সংক্রান্ত কার্যকলাপ হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী তৈরি করো। ৪
৮.▶ নাসির গ্লাস লি.-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিæরূপ:
প্রারম্ভিক তৈরি পণ্য (৪,০০০ একক) ২০,০০০ টাকা
ব্যবহৃত কাঁচামাল ১,২০,০০০ টাকা
মজুরি ৭২,০০০ টাকা
কারখানা উপরিব্যয় ২৪,০০০ টাকা
প্রশাসনিক খরচ ৪৮,০০০ টাকা
বিক্রয় ও বণ্টন খরচ ২০,০০০ টাকা
আংশিক তৈরি পণ্য :
প্রারম্ভিক ১০,০০০ টাকা
সমাপনী ২০,০০০ টাকা
সারা বছরে ২০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়। বিক্রয়ের উপর ২০% লাভে পণ্য বিক্রয় করা হয়। তৈরি পণ্যের সমাপনী মজুদ ৮,০০০ একক।
[ঢাকা কমার্স কলেজ]
ক. উৎপাদিত পণ্যের পরিমাণ কত একক? ২
খ. উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী তৈরি করো। ৪
গ. আয় বিবরণী প্রস্তুত করো। ৪
৯.▶ মিলি, সাথী ও পিনু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ১/২, ১/৩, ১/৬ অংশ মোতাবেক বণ্টন করে নেয়। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল: মিলি ১,০০,০০০ টাকা, সাথী ৭০,০০০ টাকা ও পিনু ৫০,০০০ টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর অংশীদারগণ ৫% সুদ পাবে। সাথী ব্যবসায়ের সার্বক্ষণিক কাজের জন্য মাসিক ১,২০০ টাকা করে বেতন পাবে। সাথী তার বেতনের টাকা নগদে তুলে নেয়। প্রত্যেক মাসের প্রথম তারিখে মিলি ১,০০০ টাকা, প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে সাথী ৮০০ টাকা এবং পিনু প্রতি মাসের শেষ তারিখে ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। এছাড়াও পিনু কারবার হতে ১,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে, যা এখনও হিসাবভুক্ত হয়নি। সাথী ১ সেপ্টেম্বর তারিখে কারবারে ১৮,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।
মিলি ও সাথী যৌথভাবে পিনুকে নিশ্চয়তা দিয়েছে যে, পিনু লাভের অংশ বাবদ কমপক্ষে ১০,০০০ টাকা পাবে।
উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু সাথীর বেতন ডেবিট করার পর কারবারের লাভ দাঁড়ায় ৪৪,৮৫০ টাকা। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক. সাথীর বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় পূর্বক তা অংশীদারদের মধ্যে বণ্টন করে দাও। ৪
গ. মিলি ও সাথীর সমাপনী মূলধন নির্ণয় করো। (সাথী ও মিলির বণ্টনযোগ্য মুনাফা অংশ যথাক্রমে ১৫,১৬৮ ও ১০,১১২ টাকা)। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১০.▶ এশিয়ান পেইন্টস ফ্যাক্টরিতে চারজন শ্রমিক কাজ করে। ঘণ্টা প্রতি স্বাভাবিক মজুরির হার ২০ টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। শ্রমিকরা এছাড়া ৪০% বাড়িভাড়া ভাতা ও ১০% যাতায়াত ভাতা পায়। শ্রমিকদের ১০% হারে পেনশন তহবিল ও ২% কল্যাণ তহবিলে কর্তন করার পর তাদের মজুরি পরিশোধ করা হয়। ২০১৭ সালের মে মাসের ১ম সপ্তাহে শ্রমিকদের কর্মঘণ্টা নিæরূপ:
শ্রমিককের নাম স্বাভাবিক কর্মঘণ্টা ওভারটাইম ঘণ্টা
আবুল ৪৮ ১০
বাবুল ৪৮ ১৪
সেলিম ৪৮ ১৫
নিজাম ৪৮ ১২
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. শ্রমিকদের ওভার টাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। ২
খ. মে মাসের ১ম সপ্তাহের প্রতিষ্ঠানের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. মে মাসের ১ম সপ্তাহ, ২০১৭-এর একটি মজুরি বিবরণী প্রস্তুত করো। ৪
১১.▶ বাটা কোম্পানি লি. টাটা কোম্পানি লি. জুতা উৎপাদনকারী দুটি ব্যবসায় প্রতিষ্ঠান। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে তাদের বিশদ আয় বিবরণী ছিল নিæরূপ:
হিসাবের নাম বাটা লি. (টাকা) টাটা লি. (টাকা)
বিক্রয় ১,০০,০০০ ১২,০০,০০০
বাদ : বিক্রীত পণ্যের ব্যয় ৬,৫০,০০০ ৯,০০,০০০
মোট লাভ ৩,৫০,০০০ ৩,০০,০০০
যোগ : পরোক্ষ পরিচালন আয় ৫০,০০০ ৭০,০০০
৪,০০,০০০৩,৭০,০০০
বাদ : পরিচালন ব্যয় পরিচালন মুনাফা ১,০০,০০০ ৯০,০০০
৩,০০,০০০২,৮০,০০০
বাদ : অপরিচালন ব্যয় নিট মুনাফা ৩০,০০০ ২০,০০০
নিট মুনাফা ২,৭০,০০০ ২,৬০,০০০
অন্যান্য তথ্যাবলি: চলতি বছরে মোট সম্পত্তি যথাক্রমে ১৪,৫০,০০০ টাকা ও ১২,০০,০০০ টাকা। চলতি দায় যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকা এবং দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ যথাক্রমে ৫০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ পণ্য ফলাফল ৫০,০০০ টাকা ও ৮৫,০০০ টাকা।
[কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, নাটোর]
ক. কোম্পানি দুটির বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোন প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সক্ষমতা যাচাইয়ের অনুপাত নির্ণয় করো। ৪
গ. একজন বিচক্ষণ বিনিয়োগকারী হিসেবে তুমি কোন প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করবে? গাণিতিক মন্তব্য দাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।