HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৬ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৬: আর্থিক বিবরণী বিশ্লেষণ
১৬১. ঋণ-পরিশোধ নির্দেশক অনুপাত কোনটি? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. চলতি অনুপাত
খ.দায়-সম্পত্তি অনুপাত
গ.তারল্য অনুপাত
ঘ.চলতি মূলধন অনুপাত
১৬২. ছইঈ কোম্পানির কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা। কার্যকরী মূলধন অনুপাত ২ ঃ ১। তাহলে চলতি দায়ের পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. ১,৫০,০০০
খ. ৩,০০,০০০
গ.৪,৫০,০০০
ঘ.৬,০০,০০০
১৬৩. ব্যবস্থাপকীয় দক্ষতা যাচাই অনুপাত কোনটি?
(জ্ঞান) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. চলতি অনুপাত
খ.মোট লাভ অনুপাত
গ.দায়-মালিকানা অনুপাত
ঘ.মজুদ আবর্তন অনুপাত
১৬৪. চলতি অনুপাত ৩ ঃ ১ হলে এবং চলতি দায়ের পরিমাণ ১৩,৫০০ টাকা হলে, চলতি মূলধনের পরিমাণ কত টাকা? (প্রয়োগ) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. ২৭,০০০ টাকা
খ. ৪০,৫০০ টাকা
গ.১৩,০০০ টাকা
ঘ.৩৯,০০০ টাকা
১৬৫. অনুপাত বিশ্লেষণের অন্যতম সীমাবদ্ধতা কী?
(জ্ঞান) [ঢাকা কলেজ]
ক. মুদ্রাস্ফীতি বিবেচিত হয়
খ.স্থায়ী তথ্যের অভাব
গ.আদর্শ মানের অভাব
ঘ.নির্দিষ্ট পর্যায় না থাকা
১৬৬. কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে? (জ্ঞান) [ঢাকা সিটি কলেজ]
ক. কার্যকরী মূলধন
খ.বিনিয়োজিত মূলধন
গ.প্রারম্ভিক মূলধন
ঘ.সংরক্ষিত মূলধন
১৬৭. কার্যকরী মূলধন নির্ণয় করা হয় কেন? (অনুধাবন)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. ব্যবসায়ের পরিচালনায় পর্যাপ্ত নগদ অর্থের পরিমাণ জানার জন্য
খ.ব্যবসায় পরিচালনায় দায়ের পরিমাণ জানার জন্য
গ.ব্যবসায়ের মুনাফা জানার জন্য
ঘ.ব্যবসায়ের আয়সমূহ জানার জন্য
১৬৮. কোনটি মূলধন কাঠামো অনুপাত? (অনুধাবন)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. কার্যকরী মূলধন অনুপাত
খ.কার্যকরী মূলধন আবর্তন অনুপাত
গ.বিনিয়োজিত মূলধনের ওপর আয় অনুপাত
ঘ.মূলধন গিয়ারিং অনুপাত
১৬৯. কোনটি চলতি দায় বহিভর্‚ত? (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. অগ্রিম খরচ
খ. প্রদেয় নোট
গ.অনার্জিত আয়
ঘ.আয়কর সঞ্চিতি
১৭০. চলতি অনুপাত কোন ধরনের অনুপাত? (জ্ঞান)
[দনিয়া কলেজ, ঢাকা]
ক. তারল্যের অনুপাত
খ.সক্রিয়তার অনুপাত
গ.মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত
ঘ.সচ্ছলতার অনুপাত
১৭১. বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও শেয়ার প্রতি আয় দ্বারা কোম্পানির কি যাচাই করা হয়?
(জ্ঞান) [সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক. তারল্য যাচাই
খ. স্বচ্ছলতা যাচাই
গ.মুনাফা অর্জন ক্ষমতা
ঘ.দক্ষতা যাচাই
১৭২. দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে কী জানা যায়? (জ্ঞান) [গাজীপুর মেট্রোপলিট কলেজ]
ক. মুনাফা অর্জন ক্ষমতা
খ.ধারে বিক্রয়ের অর্থ আদায়ের ক্ষমতা
গ.চলতি দায় পরিশোধ ক্ষমতা
ঘ.দীর্ঘকালীন স্বচ্ছলতা
১৭৩. নিট বিক্রয় ১,৪০,০০০ টাকা ও সম্পত্তি আবর্তন অনুপাত ১.৪৩ বার হলে, মোট সম্পত্তি হবে?
(প্রয়োগ) [রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. ৯৮,০০০ টাকা
খ. ১,৮৮,০০০ টাকা
গ.৩,৭৭,০০০ টাকা
ঘ.৪,৭৫,০০০ টাকা
১৭৪. বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ১,০৬,২০০ টাকা হলে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত? (প্রয়োগ) [সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
ক. ৭৫
খ. ০.৭৫
গ.৭.৫
ঘ..৫৭
১৭৫. কোনো কোম্পানির মোট আয় ৪৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৯,৮০,০০০ টাকা, ক্রয় ৪৫,৪০,০০০ টাকা, বছরান্তে মজুদ ১০,২০,০০০ টাকা। মজুদ পণ্যের আবর্তন অনুপাত কত? (প্রয়োগ)
[মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল]
ক. ৩ বার
খ. ৪ বার
গ.৪.৫ বার
ঘ.৬ বার
১৭৬. একটি কোম্পানির নগদ তহবিল ৫,০০০ টাকা; ব্যাংক জমার পরিমাণ ১০,০০০ টাকা; মজুদপণ্য ৫,০০০ টাকা; দেনাদার ২০,০০০ টাকা; প্রদেয় বিল ১০,০০০ টাকা; পাওনাদার ২০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা। কোম্পানির নির্ণীত ত্বরিত অনুপাত কত? (প্রয়োগ)
[সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ]
ক. ১.১৪ ঃ ১
খ. ১.১৭ ঃ ১
গ.১.৩৩ ঃ ১
ঘ.১.৪০ ঃ ১
১৭৭. সামিয়া লি.-এর গড় দেনাদার ৬৫,০০০ টাকা। দেনাদার আবর্তন অনুপাত ২ বার। নগদ বিক্রয় ৫০,০০০ টাকা হলে নিট বিক্রয় কত? (প্রয়োগ)
[জয়পুরহাট সরকারি কলেজ]
ক. ৮০,০০০ টাকা
খ. ১,১৫,০০০ টাকা
গ.১,৩০,০০০ টাকা
ঘ.১,৮০,০০০ টাকা
১৭৮. মোট বিক্রয় ৪,০০,০০০ টাকা। মোট লাভ ২০%। গড় মজুদ ৫০,০০০ টাকা, মজুদ আবর্তন অনুপাত কত? (প্রয়োগ) [রংপুর সরকারি কলেজ]
ক. ৬.০০
খ. ৬.৪০
গ.৭.৪০
ঘ.৮.০০
১৭৯. প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত ৬ বার। গড় পরিশোধ সময় কত? (জ্ঞান)
[লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
ক. ৪৫ দিন
খ. ৬০ দিন
গ.৭২ দিন
ঘ.৯০ দিন
১৮০. আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো (অনুধাবন) [নড়াইল সরকারি মহিলা কলেজ]
ক. সম্পত্তি দায়ের সঠিক তথ্য সরবরাহ করা
খ.তারল্যনীতি বজায় রাখার ক্ষমতা সম্পর্কে অবহিত করা
গ.লাভ-লোকসান অর্জন ক্ষমতা পর্যালোচনা করা
ঘ.ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করা
১৮১. তরল সম্পদ হলো (অনুধাবন) [বিসিআইসি কলেজ, ঢাকা]
i. হাতে নগদ
ii. মজুদ পণ্য
iii. প্রাপ্য হিসাব
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
১৮২. আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার হলো
(অনুধাবন) [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. সমান্তরাল বিশ্লেষণ
ii. উলম্ব বিশ্লেষণ
iii. অনুপাত বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১৮৩. উপার্জন ক্ষমতা অনুপাত হলো (অনুধাবন)
[সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
i. মোট লাভ
ii. নিট লাভ অনুপাত
iii. বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৮৪ ও ১৮৫ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা পাবলিকেশন্স-এর চলতি মূলধন ৩০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৩ ঃ ১। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
১৮৪. চলতি সম্পদ-এর পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
ক. ১৫,০০০
খ. ৩০,০০০
গ.৪৫,০০০
ঘ.৯০,০০০
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১৮৫. চলতি দায়-এর পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
ক. ১০,০০০
খ. ১৫,০০০
গ.২০,০০০
ঘ.৩০,০০০
উদ্দীপকটি পড়ো এবং ১৮৬ ও ১৮৭ নং প্রশ্নের উত্তর দাও।
ঢাকা লি. কোং-এর ডিসেম্বর ৩১, ২০১৫ তারিখে উদ্বৃত্ত অনুসারে খতিয়ানের ব্যালেন্সসমূহ হলো নগদ তহবিল ২৭,০০০ টাকা, অগ্রিম খরচ ৩৩,০০০ টাকা, দেনাদার ৬৪,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ৩৬,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫২,০০০ টাকা, বিবিধ পাওনাদার ১৮,০০০ টাকা এবং প্রদেয় বিল ১০,০০০ টাকা। [কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা]
১৮৬. চলতি অনুপাত কত? (প্রয়োগ)
ক. ২.৫০ ঃ ১
খ. ২.৩৯ ঃ ১
গ.২.৪৯ ঃ ১
ঘ.২ ঃ ১
১৮৭. যদি চলতি দায় ২০% বৃদ্ধি পায় তবে চলতি অনুপাত কত হবে? (প্রয়োগ)
ক. ১.৩৬ ঃ ১
খ. ১.১৬ ঃ ১
গ.১.৬৭ ঃ ১
ঘ.১.৫০ ঃ ১
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।