HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৯ | PDF: হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৯ : ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ
২৫০. যে ব্যয় পূর্বে ঘটেছিল, এটি এখন আদায়যোগ্য নয় তাকে কী বলে? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. নিমজ্জিত ব্যয়
খ. সুযোগ ব্যয়
গ.ঐতিহাসিক ব্যয়
ঘ.কালীন ব্যয়
২৫১. অনিয়ন্ত্রিত ব্যয় কোনটি? (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. কাঁচামাল
খ. প্রত্যক্ষ শ্রম
গ.কর্মচারীর বেতন
ঘ.প্রত্যক্ষ খরচ
২৫২. যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না তাকে কী বলা হয়? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. সুযোগ ব্যয়
খ. নগদ ব্যয়
গ.তুলনামূলক ব্যয়
ঘ.নিমজ্জিত ব্যয়
২৫৩. যে ব্যয় পণ্যের মজুদকরণ ব্যয়ের সাথে যুক্ত থাকে তাকে বলা হয়? (জ্ঞান)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. কালিন ব্যয়
খ. পণ্য ব্যয়
গ.মিশ্র ব্যয়
ঘ.পরিবর্তনশীল ব্যয়
২৫৪. কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়? (অনুধাবন)
[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. অফিস ভাড়া
খ. কর্মকর্তার বেতন
গ.কারখানা ভাড়া
ঘ.প্রত্যক্ষ কাঁচামাল
২৫৫. কার্যস্তর পরিবর্তন হলে যে ব্যয়ের মোট ও এককপ্রতি পরিবর্তন হয় তাকে কোন ব্যয় বলে?
(জ্ঞান) [ঢাকা সিটি কলেজ]
ক. স্থায়ী ব্যয়
খ. রূপান্তর ব্যয়
গ.পরিবর্তনশীল ব্যয়
ঘ.আধা-পরিবর্তনশীল ব্যয়
২৫৬. আর্থিক ত্যাগের ভোগকৃত বা সুবিধা গ্রহণকৃত অংশকে কী বলে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. খরচ
খ. ব্যয়
গ.ক্ষতি
ঘ.মুনাফা
২৫৭. একটি প্রতিষ্ঠানের কোন বিভাগ বিক্রয়জনিত আয় অর্জনের জন্য দায়ী থাকে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. আয় কেন্দ্র
খ. ব্যয় কেন্দ্র
গ.বিনিয়োগ কেন্দ্র
ঘ.মুনাফা কেন্দ্র
২৫৮. কোন ব্যয়কে যে হিসাবকালে সংঘটিত হয় সেই হিসাবকালের আয়ের বিবরণীতে খরচ হিসাবে দেখাতে হয়? (জ্ঞান) [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. পণ্য ব্যয়
খ. নিয়ন্ত্রণযোগ্য ব্যয়
গ.অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়
ঘ.কালীন ব্যয়
২৫৯. উৎপাদন বৃদ্ধি পেলে এককপ্রতি কোন ব্যয় কমতে থাকে? (জ্ঞান) [ঢাকা ইমপিরিয়াল কলেজ]
ক. পরিবর্তনশীল
খ. স্থায়ী
গ.মিশ্র
ঘ.নিমজ্জিত
২৬০. যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কি বলে? (জ্ঞান)
[সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক. প্রত্যক্ষ ব্যয়
খ. পরোক্ষ ব্যয়
গ.স্থির ব্যয়
ঘ.মিশ্র ব্যয়
২৬১. সর্বোত্তম বিকল্প গ্রহণের ফলে বর্জনকৃত বিকল্পের ত্যাগকৃত সুবিধাকে কী বলে? (জ্ঞান)
[সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
ক. সুযোগ ব্যয়
খ. পার্থক্যমূলক ব্যয়
গ.প্রাসঙ্গিক ব্যয়
ঘ.নিমজ্জিত ব্যয়
২৬২. কোন ব্যয়টি সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সংঘটিত হয়? (জ্ঞান) [রাজশাহী কলেজ]
ক. নিমজ্জিত ব্যয়
খ. সুযোগ ব্যয়
গ.স্থির ব্যয়
ঘ.পণ্য ব্যয়
২৬৩. সিদ্ধান্তের ভিত্তিতে ব্যয়কে কয়ভাগে ভাগ করা হয়? (জ্ঞান) [বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া]
ক. তিন
খ. চার
গ.পাঁচ
ঘ.ছয়
২৬৪. প্রত্যক্ষ মাল ২০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১৬,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ৬,০০০ টাকা, রূপান্তর ব্যয় ৪০,০০০ টাকা এবং অফিস উপরিব্যয় ১২,০০০ টাকা হলে, কালীন ব্যয় কত? (প্রয়োগ) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পাবর্তীপুর, দিনাজপুর]
ক. ১৮,০০০ টাকা
খ. ৪৬,০০০ টাকা
গ.৫৬,০০০ টাকা
ঘ.৫৮,০০০ টাকা
২৬৫. কোন ব্যয়ে স্থায়ী ও পরিবর্তনশীল উভয় ব্যয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে? (অনুধাবন)
[গাইবান্ধা সরকারি মহিলা কলেজ]
ক. স্থায়ী ব্যয়
খ. কালীন ব্যয়
গ.পণ্য ব্যয়
ঘ.মিশ্র ব্যয়
২৬৬. একটি সম্পদের ক্রয়মূল্য ২,৪০,০০০ টাকা। উক্ত সম্পদের আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর, ৮ বছর পর সম্পদটি ৩০,০০০ টাকায় বিক্রয় করা হলো। এখানে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত? (প্রয়োগ)
[গাইবান্ধা সরকারি মহিলা কলেজ]
ক. ১৮,০০০ টাকা
খ. ১৫,০০০ টাকা
গ.২৪,০০০ টাকা
ঘ.৩৯,০০০ টাকা
২৬৭. প্রত্যক্ষ কাঁচামালের সাথে সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করলে কী পাওয়া যায়? (জ্ঞান)
[কুড়িগ্রাম সরকারি কলেজ]
ক. ব্যবহৃত কাঁচামাল
খ. মুখ্য ব্যয়
গ.উৎপাদন ব্যয়
ঘ.মোট ব্যয়
২৬৮. দুইটি প্রকল্পের মোট ব্যয়ের পার্থক্য কোনটি?
(অনুধাবন) [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিলা]
ক. নির্গত ব্যয়
খ. পার্থক্যমূলক ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.রূপান্তর ব্যয়
২৬৯. বিকল্প নির্বাচনে ত্যাগ স্বীকার করতে যে ব্যয় হয় তাকে কী ব্যয় বলে? (জ্ঞান)
[অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল]
ক. স্বীকৃত ব্যয়
খ. সুযোগ ব্যয়
গ.নিমজ্জিত ব্যয়
ঘ.আরোপনীয় ব্যয়
২৭০. নিমজ্জিত ব্যয় হচ্ছে (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
i. প্রাসঙ্গিক ব্যয়
ii. অতীত ব্যয়
iii. অপ্রাসঙ্গিক ব্যয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭১. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যয় (অনুধাবন) [ঢাকা কলেজ]
i. প্রান্তিক ব্যয়ii. সুযোগ ব্যয়
iii. নিমজ্জিত ব্যয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭২. স্থির ব্যয়ের বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[ঢাকা কমার্স কলেজ]
i. মোট ব্যয় স্থির থাকবে
ii. একক প্রতি ব্যয় স্থির থাকবে
iii. একক প্রতি ব্যয় হ্রাস/বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭৩. পরোক্ষ মজুরি হলো (অনুধাবন)
[উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
i. পণ্য ব্যয়
ii. কালীন ব্যয়
iii. পরিবর্তনশীল ব্যয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭৪. যে সকল দফা উৎপাদন ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না (অনুধাবন) [গাজীপুর কমার্স কলেজ]
i. অনুদান
ii. ক্ষতিপূরণ
iii. বিক্রয়কর্মীর কমিশন
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭৫. পণ্য ব্যয়ের উপাদান হলো (অনুধাবন)
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
i. প্রত্যক্ষ কাঁচামালii. প্রত্যক্ষ মজুরি
iii. উৎপাদন উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭৬. আচরণের ভিত্তিতে শ্রেণিভুক্ত ব্যয় হচ্ছে (অনুধাবন)
[সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
i. পরির্বতনশীল ব্যয়
ii. আধা পরিবর্তনশীল ব্যয়
iii. প্রাসঙ্গিক ব্যয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৭৭. কালীন ব্যয় হচ্ছে (অনুধাবন)
[সীতাকুণ্ড মহিলা কলেজ, চট্টগ্রাম]
i. বিক্রয় ও বণ্টন খরচii. প্রশাসনিক খরচ
iii. প্রত্যক্ষ মজুরি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৭৮. পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য হলো এর
(অনুধাবন) [নড়াইল সরকারি মহিলা কলেজ]
i. একক প্রতি ব্যয় স্থির থাকে
ii. একক প্রতি ব্যয় পরিবর্তিত হয়
iii. বিভিন্ন কার্যস্তরে ব্যয় বিভিন্ন হয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৭৯ ও ২৮০ নং প্রশ্নের উত্তর দাও।
মুন কোম্পানির উৎপাদন সংক্রান্ত তথ্যাদি নিরূপ:
প্রত্যক্ষ কাঁচামাল প্রতি একক ২০ টাকা, প্রত্যক্ষ মজুরি প্রতি একক ১০ টাকা, উপরিব্যয় প্রতি একক ১২ টাকা (২৫% পরিবর্তনশীল), উৎপাদন ৬,০০০ একক।
[বি এ এফ শাহীন কলেজ, যশোর]
২৭৯. মোট স্থায়ী ব্যয় কত টাকা? (প্রয়োগ)
ক. ৫৪,০০০ টাকা
খ. ১,৮০,০০০ টাকা
গ.২,২৮,০০০ টাকা
ঘ.২,৫২,০০০ টাকা
২৮০. উৎপাদন ৬,০০০ একক-এর পরিবর্তে ৫,০০০ একক হলে (উচ্চতর দক্ষতা)
i. মোট কাঁচামালের ব্যয় হবে ১,০০,০০০ টাকা
ii. মোট প্রত্যক্ষ মজুরি হবে ৫০,০০০ টাকা
iii. মোট উপরিব্যয় হবে ৬০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।