HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৮ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৮: মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি
২১৯. ইস্যুকৃত পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি জনপ্রিয়? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ককালান্তিক
খ.ঋওঋঙ
গ.খওঋঙ
ঘ.গড় হার
২২০. বিন কার্ড সংরক্ষণ করেন কে? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
কব্যবস্থাপক
খ.ফোরম্যান
গ.গুদামরক্ষক
ঘ.হিসাবরক্ষক
২২১. বাজারমূল্য হ্রাস অবস্থায় কোন পদ্ধতি অধিকতর কার্যকরী? (জ্ঞান) [নটর ডেম কলেজ, ঢাকা]
কঋওঋঙ
খ.খওঋঙ
গ.সরল গড়
ঘ.ভারযুক্ত গড়
২২২. মাল খতিয়ান কে সংরক্ষণ করেন? (জ্ঞান)
[ঢাকা কলেজ]
কউৎপাদন ব্যয় হিসাবরক্ষক
খ.ভান্ডার রক্ষক
গ.ক্রয় ব্যবস্থাপক
ঘ.বিক্রয় ব্যবস্থাপক
২২৩. কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করা হয়? (জ্ঞান)
[ঢাকা সিটি কলেজ]
কসরল গড় পদ্ধতি
খ.ভারযুক্ত গড় পদ্ধতি
গ.ঋওঋঙ
ঘ.খওঋঙ
২২৪. নির্দিষ্ট সময় শেষে পণ্যের অস্তিত্ব যাচাই করে মূল্য নিরূপণ করাকে কী বলে? (জ্ঞান)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
ককালান্তিক মজুদ পদ্ধতি
খ.নিত্য মজুদ পদ্ধতি
গ.প্রত্যক্ষ পদ্ধতি
ঘ.মিশ্র পদ্ধতি
২২৫. এফ ও বি শিপিং পয়েন্ট-এর ক্ষেত্রে কখন মালিকানা হস্তান্তও করা হয়? (অনুধাবন)
[আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম]
কক্রয় করার সাথে সাথে
খ.নগদ অর্থ প্রদানের সাথে সাথে
গ.পণ্যগুলো পরিবহনে উঠার সাথে সাথে
ঘ.ক্রেতার ঠিকানায় পণ্যগুলো পৌঁছানোর সাথে সাথে
২২৬. নিত্য মজুদ তালিকা পদ্ধতির অপর নাম কী? (জ্ঞান)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
ককালান্তিক মজুদ তালিকা পদ্ধতি
খ.অবিরত মজুদ তালিকা পদ্ধতি
গ.সক্রিয় মজুদ তালিকা পদ্ধতি
ঘ.মজুদ তালিকা পদ্ধতি
২২৭. আগের মাল আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে? (জ্ঞান)
[উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
কএকাধিক পণ্য বিক্রয় করলে
খ.পণ্যের মূল্য ঊর্ধ্বগামী হলে
গ.পণ্যের মূল্য নিগামী হলে
ঘ.পণ্যের মূল্য স্থির থাকলে
২২৮. কোন ব্যয়ের মাধ্যমে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়? (জ্ঞান)
[উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]
কপণ্য ব্যয়
খ.কালীন ব্যয়
গ.সুযোগ ব্যয়
ঘ.অপ্রাসঙ্গিক ব্যয়
২২৯. নদী কোম্পানির প্রারম্ভিক মজুদ, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিরূপ:
প্রারম্ভিক মজুদ ১০ টাকা দরে ২০০ একক; ক্রয় ১২ টাকা দরে ১,০০০ একক; বিক্রয় ২০ টাকা দরে ১,১০০ একক। ফিফো পদ্ধতিতে নদী কোম্পানির সমাপনী মজুদ পণ্যের মূল্য কত? (প্রয়োগ)
[সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
ক১,০০০ টাকা
খ.১,২০০ টাকা
গ.২,০০০ টাকা
ঘ.২,৪০০ টাকা
২৩০. পণ্য ব্যয়ের মধ্যে যেসব ব্যয় অন্তর্ভুক্ত হয় না সেসব ব্যয়কে কি ব্যয় বলে? (জ্ঞান)
[সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, গাজীপুর]
কপণ্য ব্যয়
খ.কালীন ব্যয়
গ.প্রত্যক্ষ ব্যয়
ঘ.রূপান্তর ব্যয়
২৩১. হিসাবকাল শেষে মজুদ পণ্যের মূল্যায়ন ও হিসাবভুক্ত করা হলে তাকে কী পদ্ধতি বলে?
(জ্ঞান) [সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ]
ককালান্তিক মজুদ পদ্ধতি
খ.অবিরত মজুদ পদ্ধতি
গ.প্রক্রিয়াধীন মজুদ পদ্ধতি
ঘ.সমাপ্ত পণ্যের মজুদ পদ্ধতি
২৩২. কোন সময়ে ঋওঋঙ পদ্ধতি সুবিধাজনক? (জ্ঞান)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
কমালের বাজার যখন উর্ধ্বমুখী
খ.মালের ক্রয় মূল্য যখন নিগামী
গ.মালের বাজার মূল্য যখন নিগামী
ঘ.মালের ক্রয় যখন উর্ধ্বমুখী
২৩৩. ভারযুক্ত গড় পদ্ধতিতে ‘ভার’ বলতে কী বোঝায়? (জ্ঞান)[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
কওজনকে
খ.মালের বিবরণকে
গ.মালের পরিমাণকে
ঘ.সবগুলো
২৩৪. পণ্যের দাম কমে গেলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য? (জ্ঞান)
[লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
কঋওঋঙ গবঃযড়ফ
খ.খওঋঙ গবঃযড়ফ
গ.ডবরমযঃবফ আবৎধমব সবঃযড়ফ
ঘ.গধৎশবঃ ঢ়ৎরপব সবঃযড়ফ
২৩৫. সময় ভিত্তিক মজুদ পদ্ধতি কোন ধরনের পণ্যের ক্ষেত্রে অধিক উপযোগী? (জ্ঞান)
[ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিলা]
ককম দামী পণ্য
খ.বেশি দামী পণ্য
গ.বিদেশী পণ্য
ঘ.বিলাস বহুল পণ্য
২৩৬. মজুদ ব্যবস্থাপনার উদ্দেশ্য কী? (অনুধাবন)
[ল²ীপুর সরকারি কলেজ]
কমজুদের পরিমাণ উচ্চস্তরে রাখা
খ.মজুদের পরিমাণ মধ্য স্তরে রাখা
গ.মজুদের পরিমাণ নি স্তরে রাখা
ঘ.মজুদের পরিমাণ কাম্য স্তরে রাখা
২৩৭. মুদ্রাস্ফীতির সময় খওঋঙ পদ্ধতিতে মাল ইস্যু করলে সমাপনী মজুদ পণ্যের মূল্য ঋওঋঙ পদ্ধতির মূল্যের চেয়ে কেমন হবে? (জ্ঞান)
[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
কবেশি হবে
খ.কম হবে
গ.সমান হবে
ঘ.কিছুই হবে না
২৩৮. ঋ ঙ ই ফবংঃরহধঃরড়হ বলতে কী বোঝায়? (জ্ঞান)
[সীতাকুণ্ড মহিলা কলেজ, চট্টগ্রাম]
কপণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে
খ.পণ্যের বহন খরচ ক্রেতা বহন করবে
গ.পণ্যের বহন খরচ ক্রেতা বা বিক্রেতা বহন করবে
ঘ.পণ্যের বহন খরচ বিমা কোম্পানি বন করবে
২৩৯. মালের মূল্য যখন নিগামী তখন কোন পদ্ধতি অধিক উপযোগী? (জ্ঞান) [নড়াইল সরকারি মহিলা কলেজ]
কনিত্য মজুদ পদ্ধতি
খ.আগের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি
গ.কালান্তিক মজুদ পদ্ধতি
ঘ.পরের কাঁচামাল আগে ছাড়া পদ্ধতি
২৪০. মাল খতিয়ানে অন্তর্ভুক্ত থাকে (অনুধাবন) [ঢাকা কলেজ]
i. মালের মূল্য
ii. মালের উদ্বৃত্ত
iii. মালের আগমন ও নির্গমন
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii’
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২৪১. বিন কার্ড ব্যবহারের ফলে (অনুধাবন)
[হলি ক্রস কলেজ, ঢাকা]
i. অপচয় ও ক্ষয়ক্ষতি রোধ করা যায়
ii. ইস্যুর পরিমাণ জানা যায়
iii. মালের সর্বোচ্চ পরিমাণ জানা যায়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.ii ও iii
গ.i ও iii
ঘ. i, ii ও iii
২৪২. প্রচুর মুনাফা স্বত্তে¡ও নগদ ঘাটতির কারণ হলো
(অনুধাবন) [ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
i. ধারে বিক্রয় বেশি
ii. প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি
iii. মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৪৩. মজুদ মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো
(অনুধাবন) [গাজীপুর মেট্রোপলিটন কলেজ]
i. কালান্তিক মজুদ পদ্ধতি
ii. নিত্য মজুদ পদ্ধতি
iii. আগের মাল আগে ছাড়া পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
কর
খ.ii
গ.i ও ii
ঘ. i, ii ও iii
২৪৪. মজুদ মাল নিয়ন্ত্রণের কার্যকরী হাতিয়ার হলো
(অনুধাবন) [সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
i. বিন কার্ডii. মাল খতিয়ান
iii. অবিরত মজুদ তালিকা
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২৪৫. পণ্যের মালিকানা নির্ধারণে বহুল প্রচলিত পরিবহন সংক্রান্ত শর্ত হচ্ছে এফ. ও. বি
(অনুধাবন) [মৌলভীবাজার সরকারি কলেজ]
i. ঋঙই শিপিং পয়েন্ট
ii. ঋঙই ডেস্টিনেশন পয়েন্ট
iii. স্টার্টিং পয়েন্ট
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২৪৬ ও ২৪৭ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব আসাদ ঢাকার হেলালকে ৫,০০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ দিলেন। হেলাল আসাদকে উক্ত পণ্য প্রেরণ করলেন এবং যার পরিবহন বাবদ এস এ পরিবহনকে ১২,০০০ টাকা দিলেন। শর্ত ৫/১০, নিট ৪৫ ঋঙই ঝযরঢ়ঢ়রহম ঢ়ড়রহঃ. [ঢাকা কলেজ]
২৪৬. জনাব আসাদকে কত দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবে? (প্রয়োগ)
ক৫ দিন
খ.১০ দিন
গ.১৫ দিন
ঘ.৪৫ দিন
২৪৭. আসাদ নির্ধারিত সময়ে দেনা পরিশোধ করলে কত টাকা বাট্টা পাবে? (প্রয়োগ)
ক২৪,৪০০ টাকা
খ.২৫,০০০ টাকা
গ.৫০,০০০ টাকা
ঘ.৭৫,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২৪৮ ও ২৪৯ নং প্রশ্নের উত্তর দাও।
মি. জেমিন ২০১৫ সালের জানুয়ারি ১ তারিখে ২০০ একক পণ্য ২০ টাকা দরে, জানুয়ারি ৭ তারিখে ৩০০ একক পণ্য ৩০ টাকা দরে ক্রয় করে এবং জানুয়ারি ৩১ তারিখে ২৫০ একক পণ্য ইস্যু করে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পাবর্তীপুর, দিনাজপুর]
২৪৮. ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত? (প্রয়োগ)
ক২০ টাকা
খ.২৫ টাকা
গ.২৬ টাকা
ঘ.৩০ টাকা
২৪৯. ঋওঋঙ পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত? (প্রয়োগ)
ক৫,০০০ টাকা
খ.৫,৫০০ টাকা
গ.৬,২০০ টাকা
ঘ.৭,৫০০ টাকা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।