HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৭ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৭ : উৎপাদন ব্যয় হিসাব
১৮৮. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীকে কোন ভাতাটি প্রদান করা হয়? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. বিশেষ ভাতা
খ. মহার্ঘ ভাতা
গ.ভ্রমণ ভাতা
ঘ.আয়কর
১৮৯. একজন শ্রমিকের জন্য কোনটি অনার্থিক সুবিধা?
(অনুধাবন) [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. শিক্ষার সুযোগ.
খ. মূল বেতন
গ.চিকিৎসা ভাতা
ঘ.বাড়ি ভাড়া
১৯০. কোনটি কারখানা উপরিব্যয়? (অনুধাবন)
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক. ভাড়া
খ. আসবাবপত্রের অবচয়
গ.যন্ত্রপাতির অবচয়
ঘ.ডাক খরচ
১৯১. যে কার্ডে শ্রমিকের কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে কী কার্ড বলে? (জ্ঞান) [ঢাকা কলেজ]
কজব কার্ড
খ.সময় কার্ড
গ.আইডি কার্ড
ঘ.বিন কার্ড
১৯২. বিক্রয়ের ওপর ৩০% মুনাফার অর্থ কী? (জ্ঞান)
[মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা]
ক. মোট ব্যয়ের ওপর ২০%
খ.মোট ব্যয়ের ওপর ৪২.৮৬%
গ.উৎপাদন ব্যয়ের ওপর ২০%
ঘ.মুখ্য ব্যয়ের ওপর ২০%
১৯৩. প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের ৭% নিয়োগকর্তার দান ৯% হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত টাকা লিখতে হবে? (জ্ঞান)
[এম ই এইচ আরিফ কলেজ, গাজীপুর]
ক. ১৫%
খ. ১৯%
গ.১৪%
ঘ.১৬%
১৯৪. ভ্রমণ খরচ ৩,০০০ টাকা, আইন খরচ ১,৫০০ টাকা, আসবাবপত্রের অবচয় ১,২০০ টাকা, বিজ্ঞাপন ২,০০০ টাকা, অনাদায়ী পাওনা ৫০০ টাকা। ছাপা ও মনিহারি ৪০০ টাকা হলে বিক্রয় ও বিতরণ উপরিব্যয় কত টাকা হবে? (প্রয়োগ)
[এম ই এইচ আরিফ কলেজ, গাজীপুর]
ক. ৬,০০০ টাকা
খ. ৬,৫০০ টাকা
গ.৫,৫০০ টাকা
ঘ.৪,৫০০ টাকা
১৯৫. বাংলাদেশের শ্রম আইন ১৯৬৫ অনুসারে কত ঘণ্টাকে সাপ্তাহিক স্বাভাবিক শ্রম ঘণ্টা হিসেবে ধরা হয়? (জ্ঞান) [রফিকুল ইসলাম মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক. ৪৮ ঘণ্টা
খ. ৫২ ঘণ্টা
গ.৫৬ ঘণ্টা
ঘ.৬২ ঘণ্টা
১৯৬. মি. শাহীন সাপ্তাহিক ৫০ ঘণ্টা ২০ টাকা হারে মজুরি প্রাপ্য। তিনি এক সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করেন। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির হারের দেড় গুণ। ওভারটাইম মজুরি কত? (প্রয়োগ)
[মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, টাঙ্গাইল]
ক. ২০০ টাকা
খ. ৩০০ টাকা
গ.১,০০০ টাকা
ঘ.১,২০০ টাকা
১৯৭. বিনষ্ট দ্রব্যের বিক্রয় মূল্য উৎপাদন ব্যয় বিবরণীতে কিভাবে দেখানো হয়? (অনুধাবন)
[সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
ক. কারখানা উপরিব্যয়ের সাথে যোগ করে
খ.বিক্রীত পণ্যের ব্যয় হতে বাদ দিয়ে
গ.কাঁচামাল ব্যয় থেকে বাদ দিয়ে
ঘ.কারখানার উপরিব্যয় থেকে বাদ দিয়ে
১৯৮. উৎপাদনকারী প্রতিষ্ঠান মজুরি পরিশোধের মাধ্যমে কী ক্রয় করে? (জ্ঞান) [রাজশাহী কলেজ]
ক. যানবাহন
খ. শ্রম
গ.যন্ত্রপাতি
ঘ.কাঁচামাল
১৯৯. প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, লাভ বিক্রয়ের ১০% হলে সমাপনী মজুদের পরিমাণ কত? (প্রয়োগ)
[জয়পুরহাট সরকারি কলেজ]
ক. ৪,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ.৫,৫০০ টাকা
ঘ.৬,০০০ টাকা
২০০. প্রারম্ভিক কাঁচামাল মজুদ ৭২,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ২,২০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ৩০,০০০ টাকা, কাঁচামাল ফেরত ২,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১,৮০,০০০ টাকা। কারবারের মুখ্য ব্যয় কত টাকা? (প্রয়োগ) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বিইউএসএমএস, পাবর্তীপুর, দিনাজপুর]
ক. ৪,৪০,০০০ টাকা
খ. ৪,৬০,০০০ টাকা
গ.৪,৭০,০০০ টাকা
ঘ.৪,৯০,০০০ টাকা
২০১. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক ১০ মিনিট এবং স্বাভাবিক মজুরির হার ২৪ টাকা প্রতি ঘণ্টা হলে একক প্রতি মজুরির হার কত? (প্রয়োগ)
[গাইবান্ধা সরকারি মহিলা কলেজ]
ক. ৬ টাকা
খ. ৪ টাকা
গ.৮ টাকা
ঘ.১০ টাকা
২০২. উৎপাদন ব্যয়ের দুটি প্রধান উদ্দেশ্য কী?
(অনুধাবন) [কুড়িগ্রাম সরকারি কলেজ]
ক. ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ
খ.একক প্রতি ব্যয় নির্ণয় ও তথ্য সরবরাহ
গ.তথ্য সরবরাহ ও ব্যয় নির্ধারণ
ঘ.লাভ-ক্ষতি নির্ণয় করা ও ব্যয় নিয়ন্ত্রণ
২০৩. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান মূলত কী? (জ্ঞান)
[কুমিলা সরকারি কলেজ]
ক. আর্থিক হিসাববিজ্ঞানের শাখা
খ.ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের শাখা
গ.কম্পিউটার হিসাববিজ্ঞানের শাখা
ঘ.প্রশাসনিক হিসাববিজ্ঞানের শাখা
২০৪. অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটি? (অনুধাবন)
[কুমিলা রেসিডেন্সিয়াল কলেজ]
ক. মজুরি
খ. কাঁচামালের অপচয়
গ.অস্বাভাবিক খরচ
ঘ.সম্পদের অপচয়
২০৫. নিয়োগকর্তা কর্মীদের পক্ষে যে সকল ব্যয় বহন করেন তার মূল্যকে কী বলে? (জ্ঞান)
[ল²ীপুর সরকারি কলেজ]
ক. আর্থিক সুবিধা
খ. পরিপূরক সুবিধা
গ.বোনাস
ঘ.আনুতোষিক
২০৬. কর্মচারীদেরকে প্রদত্ত বেতন স্কেলের প্রারম্ভিক স্তরকে কী বলে? (জ্ঞান) [সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম]
ক. নিট বেতন
খ. বেতন পূরক
গ.মূল বেতন
ঘ.মোট বেতন
২০৭. উৎপাদনকারীর বিক্রীত দ্রব্যের ব্যয় = ? (জ্ঞান)
[নড়াইল সরকারি মহিলা কলেজ]
ক. উৎপাদিত পণ্যের ব্যয় + প্রারম্ভিক চলতি কার্য সমাপনী চলতি কার্য
খ.উৎপাদিত পণ্যের ব্যয় + সমাপনী চলতি কার্য প্রারম্ভিক চলতি কার্য
গ.উৎপাদিত পণ্যের ব্যয় + তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ তৈরি পণ্যের সমাপনী মজুদ
ঘ.উৎপাদিত পণ্যের ব্যয় + তৈরি পণ্যের সমাপনী মজুদ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ
২০৮. পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত (অনুধাবন)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. উৎপাদন উপরিব্যয়
ii. অফিস ও প্রশাসনিক উপরিব্যয়
iii. বিক্রয় ও বণ্টন উপরিব্যয়
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২০৯. কর্মচারীদের অনার্থিক সুবিধা হলো (অনুধাবন)
[নটর ডেম কলেজ, ঢাকা]
i. ভর্তুকি সুবিধা
ii. বিনোদনের ব্যবস্থা
iii. টিফিন ভাতা
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২১০. বেতন পূরক বলতে (অনুধাবন)
[ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
i. বাড়ি ভাড়া ভাতা বোঝায়
ii. টিফিন ভাতা বোঝায়
iii. ভ্রমণ ভাতা বোঝায়
নিচের কোনটি সঠিক?
কর ও iii
খ. ii ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২১১. বেতন ও মজুরি থেকে কর্তন করা হয়
(অনুধাবন) [ঢাকা কলেজ]
i. আয়কর
ii. ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান
iii. ভবিষ্যৎ তহবিলে কর্মীর দান
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২১২. কন্ট্রিবিউটরি বা অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা করে (অনুধাবন)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
i. নিয়োগকর্তা
ii. কর্মী
iii. ব্যাংক
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
২১৩. প্রভিডেন্ট ফান্ডে দান (অনুধাবন) [সিলেট কমার্স কলেজ]
i. মালিকের দান
ii. কর্মীর কর্তন
iii. উপার্জন ও কর্তন
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
২১৪. মুখ্য ব্যয়ের মিশ্রণ হলো (অনুধাবন)
[খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ]
i. কাঁচামালের ব্যয়
ii. প্রত্যক্ষ মজুরি
iii. পরোক্ষ মজুরি
নিচের কোনটি সঠিক?
কর ও iii
খ. ii ও iii
গ.i ও ii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ২১৫ ও ২১৬ নং প্রশ্নের উত্তর দাও।
রহমান ট্রেডার্স-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো: মোট উৎপাদন ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১২,০০০ টাকা, অগ্রিম প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা। কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা। [নটর ডেম কলেজ, ঢাকা]
২১৫. নিট প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
ক. ৩২,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা
গ.১২,০০০ টাকা
ঘ.১০,০০০ টাকা
২১৬. ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত টাকা? (প্রয়োগ)
ক. ৮২,০০০ টাকা
খ. ৬০,০০০ টাকা
গ.৫৮,০০০ টাকা
ঘ.৪০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ২১৭ ও ২১৮ নং প্রশ্নের উত্তর দাও।
স্কয়ার ফার্মা লি.-এর একটি নতুন ঔষধের উৎপাদনের জন্য মুখ্য ব্যয় ৬,৩০,০০০ টাকা, মোট কারখানা উপরিব্যয় ১,৭০,০০০ টাকা, বিক্রয় ও বিতরণ উপরিব্যয় ১,০০,০০০ টাকা এবং প্রশাসনিক উপরিব্যয় ৯০,০০০ টাকা, বিক্রয়ের ওপর লাভের হার ২৫%।
[ঢাকা কলেজ]
২১৭. স্কয়ার ফার্মার নতুন এ ঔষধটির বিক্রয়মূল্য কত? (প্রয়োগ)
ক. ১২,৩৭,৫০০ টাকা
খ. ১৩,০০,০০০ টাকা
গ.১৩,২০,০০০ টাকা
ঘ.১৩,৯১,৯৬৭ টাকা
২১৮. যদি নতুন উৎপাদিত ঔষধটির পণ্য ব্যয় ১০% বৃদ্ধি পায়, তবে প্রভাবিত উপাদান হচ্ছে
(উচ্চতর দক্ষতা)
i. মুখ্য ব্যয় ৬৩,০০০ টাকা বৃদ্ধি পাবে
ii. কারখানা উপরিব্যয় ১৭,০০০ টাকা বৃদ্ধি পাবে
iii. মোট উৎপাদন ব্যয় ৯৯,০০০ টাকা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।