HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | বহুনির্বাচনি সাজেশন | অধ্যায় ৪ | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
অধ্যায়-৪: যৌথ মূলধনী কোম্পানির মূলধন
৯৪. শেয়ার বাট্টা- আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
ক. চলতি সম্পদ
খ. সম্ভাব্য দায়
গ.অসমন্বিত ব্যয়
ঘ.স্থায়ী সম্পদ
৯৫. কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য যারা দায়িত্ব গ্রহণ করে তাদের কাজকে বলে?
(জ্ঞান) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক. অবলেখক
খ. অবলেখন
গ.অবচয় নির্ধারণ
ঘ.হিসাবরক্ষণ
৯৬. পরিচালক হতে হলে একজন পরিচালকের কোন শেয়ার ক্রয় করতে হয়? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
ক. প্রবর্তক শেয়ার
খ.অগ্রাধিকার শেয়ার
গ.সাধারণ শেয়ার
ঘ.যোগ্যতা সূচক শেয়ার
৯৭. কোম্পানির জীবনকালে একবার অনুষ্ঠিত সভাকে কী বলে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. সাধারণ সভা
খ.বার্ষিক সাধারণ সভা
গ.উদ্বোধনী সভা
ঘ.বিধিবদ্ধ সভা
৯৮. বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কাদের মধ্যে বিলি করা হয়? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা]
ক. উদ্যোক্তাদের মধ্যে
খ.পরিচালকের মধ্যে
গ.নিরীক্ষকের মধ্যে
ঘ.কর্মকর্তা কর্মচারীদের মধ্যে
৯৯. লভ্যাংশ ঘোষণার কত দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে? (জ্ঞান) [মাইলস্টোন কলেজ, ঢাকা]
ক. ৫৯ দিন
খ. ৪২ দিন
গ.৭৫ দিন
ঘ.৯০ দিন
১০০. সম্পূর্ণ পরিশোধকৃত শেয়ারের ক্ষেত্রে সর্বপ্রথম কোনটি ইস্যু করা হয়? (জ্ঞান)
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
ক. শেয়ার সার্টিফিকেট
খ. ভাউচার
গ.শেয়ার ওয়ারেন্ট
ঘ.ঋণপত্র
১০১. কোম্পানির মূলধনের পরিমাণ উলেখ থাকে কোথায়? (জ্ঞান) [গাজীপুর কমার্স কলেজ]
ক. বিবরণপত্রে
খ.পরিমেলবন্ধে
গ.সংঘ বিধিতে
ঘ.পরিমেল নিয়মাবলিতে
১০২. যৌথ মূলধনী কোম্পানির কোন দলিল নিবন্ধন বাধ্যতামূলক? (জ্ঞান)
[শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
ক. স্মারকলিপি
খ.পরিমেল নিয়মাবলি
গ.বিবরণপত্র
ঘ.কার্যরম্ভের অনুমতি পত্র
১০৩. বোনাস শেয়ার ইস্যু করা হয় কাকে? (জ্ঞান)
[সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]
ক. নতুন জনসাধারণকে
খ.বর্তমান শেয়ার মালিকগণকে
গ.উদ্যোক্তাদেরকে
ঘ.অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে
১০৪. কোম্পানির অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের দিকদর্শন হিসেবে ভ‚মিকা রাখে? (জ্ঞান)
[সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
ক. স্মারক লিপি
খ. পরিমেল নিয়মাবলি
গ.বিবরণ পত্র
ঘ.নিবন্ধন পত্র
১০৫. কোম্পানিতে যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করেন কারা? (জ্ঞান) [সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর]
ক. শেয়ার হোল্ডারগণ
খ.ডিবেঞ্চার হোল্ডারগণ
গ.পরিচালকগণ
ঘ.উদ্যোক্তাগণ
১০৬. কোন প্রকারের শেয়ারের ঝঁুঁকির পরিমাণ বেশি?
(জ্ঞান) [রাজশাহী কলেজ]
ক. অগ্রাধিকার শেয়ার
খ.পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার
গ.সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
ঘ.সাধারণ শেয়ার
১০৭. কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কেমন? (জ্ঞান)
[অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী]
ক. অসীম
খ. শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ
গ.আংশিক
ঘ.সামান্য
১০৮. স্টক হোল্ডারদের স্বত্ব বলতে কী বোঝায়? (জ্ঞান)
[রংপুর সরকারি কলেজ]
ক. মালিকের দাবি
খ. পাওনাদারের দাবি
গ.কর্মচারীর দাবি
ঘ.সরকারের দাবি
১০৯. শেয়ার অবহার কোম্পানির কী? (জ্ঞান)
[লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী]
ক. মূলধন জাতীয় ক্ষতি
খ. মূলধন জাতীয় আয়
গ.মুনাফা জাতীয় আয়
ঘ.মুনাফা জাতীয় ব্যয়
১১০. সুন্দরবন কোম্পানি ২০% অধিহারে শেয়ার ইস্যু করে মোট ২,৪০,০০০ টাকা পেলে, পরিশোধকৃত মূলধনের পরিমাণ কত? (প্রয়োগ)
[গাইবান্ধা সরকারি মহিলা কলেজ]
ক. ৯৯,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ.১,১০,০০০ টাকা
ঘ.২,০০,০০০ টাকা
১১১. অসীম দায় সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী কিসের দ্বারা সীমাবদ্ধ থাকে? (জ্ঞান) [কুমিলা সরকারি কলেজ]
ক. সম্পত্তির মূল্য দ্বারা
খ. শেয়ার মূল্য দ্বারা
গ.বিনিয়োগের মূল্য দ্বারা
ঘ.ঋণের মূল্য দ্বারা
১১২. স্মারকলিপিতে কোন কোন বিষয় উলেখ থাকে?
(অনুধাবন) [কুমিলা সরকারি কলেজ]
ক. পরিচালক ও শেয়ার হোল্ডারদের অধিকার
খ.কোম্পানির উদ্দেশ্যসমূহ
গ.সভা পরিচালনা পদ্ধতি
ঘ.হিসাবরক্ষণ পদ্ধতি
১১৩. পরিমেল নিয়মাবলীতে যে মূলধনের কথা উলেখ থাকে তাকে….. মূলধন বলে। (জ্ঞান)
[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
ক. অনুমোদিত
খ. ইস্যুকৃত
গ.তলবকৃত
ঘ.পরিশোধিত
১১৪. সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়? (জ্ঞান)
[খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ]
ক. ১৮৪৪ সালে
খ. ১৯১৩ সালে
গ.১৯৪৪ সালে
ঘ.১৯৬৭ সালে
১১৫. ১০ টাকার শেয়ার ১২ টাকায় ইস্যু করা হলে মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে? (প্রয়োগ)
[খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ]
ক. ২ টাকা
খ. ১০ টাকা
গ.১২ টাকা
ঘ.২২ টাকা
১১৬. কোম্পানির সুনাম অর্জন বা বৃদ্ধি পেলে, উক্ত কোম্পানি (অনুধাবন) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]
i. বাট্টায় শেয়ার ইস্যু করে
ii. অধিহারে শেয়ার ইস্যু করে
iii. সমমূল্যে শেয়ার ইস্যু করে
নিচের কোনটি সঠিক?
ক. রর
খ. ররর
গ.i ও iii
ঘ. i, ii ও iii
১১৭. বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
i. শেয়ার সংখ্যা বেড়ে যায়
ii. নগদ তহবিল বেড়ে যায়
iii. সঞ্চিতি তহবিল কমে যায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১১৮. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা
(অনুধাবন) [শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ]
i. সর্বনি ২ জন
ii. সর্বোচ্চ ৫০ জন
iii. শেয়ার দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১১৯. শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে (অনুধাবন)
[কুমিলা সরকারি কলেজ]
i. প্রতিটি শেয়ারের আঙ্গিক মূল্য থাকবে
ii. প্রতিটি শেয়ারের একটি ক্রমিক নম্বর থাকবে
iii. শেয়ার হচ্ছে কোম্পানির অস্থাবর সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
১২০. বোনাস শেয়ার ইস্যু করা হয় (অনুধাবন)
[সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম]
i. নগদ লভ্যাংশের পরিবর্তে
ii. বর্তমান শেয়ার মালিকগণকে
iii. নতুন শেয়ার মালিকগণকে
নিচের কোনটি সঠিক?
কর ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
উদ্দীপকটি পড়ো এবং ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও।
নাতাশা কোম্পানি ২০১২ সালের ১ জুন তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ শেয়ার। প্রথম বছর কোম্পানি ৭,০০০ শেয়ার মোট ৮,৪০,০০০ টাকায় এবং ৮,০০০ শেয়ার ৬,৮০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়েছে।
[বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা]
১২১. শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ১,২০,০০০ টাকা
খ. ১,৪০,০০০ টাকা
গ.১,৬০,০০০ টাকা
ঘ.১,৮০,০০০ টাকা
১২২. শেয়ার অবহারের পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ১,২০,০০০ টাকা
খ. ১,৪০,০০০ টাকা
গ.২,০০,০০০ টাকা
ঘ.২,৬০,০০০ টাকা
উদ্দীপকটি পড়ো এবং ১২৩ ও ১২৪ নং প্রশ্নের উত্তর দাও।
রাসেল কোম্পানি লি. ২০১৪ সালের জানুয়ারি ১ তারিখে ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ারে ১০% অবহারে ১,৫০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রচারপত্র বিলি করেন। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হলো। [ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিলা]
১২৩. শেয়ার অবহারের পরিমাণ কত? (প্রয়োগ)
ক. ৭০,০০০ টাকা
খ. ১,৫০,০০০ টাকা
গ.২,৫০,০০০ টাকা
ঘ.৪,০০,০০০ টাকা
১২৪. শেয়ার অবহারের ফলে কোম্পানির (উচ্চতর দক্ষতা)
i. চলতি সম্পদ হ্রাস পাবে
ii. মূলধনীয় ক্ষতি বৃদ্ধি পাবে
iii. মালিকানাস্বত্ব প্রভাবিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. রর
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i, ii ও iii
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।